Favebook vs Youtube – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 15 Dec 2018 10:31:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Favebook vs Youtube – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ https://thenewsbangla.com/facebook-watch-leading-the-compitition-against-googles-youtube/ Sat, 15 Dec 2018 10:31:42 +0000 https://www.thenewsbangla.com/?p=4252 The News বাংলাঃ শুরু করেই বাজিমাত। গুগলের ইউটিউবকে প্রতিদিন টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ। ইতিমধ্যেই ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ বিক্ষোভে ক্ষতির আশঙ্কায় বন্ধ আইফেল টাওয়ার

অনলাইনে ভিডিও দেখার হার বাড়ছে। তাই গুগলের ইউটিউবকে টেক্কা দিতে ভিডিওসেবা ওয়াচ এনেছে ফেসবুক। ফেসবুকের দাবি, প্রতি মাসে এখন সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের ভিডিও-অন-ডিমান্ড (ভিওডি) সেবা ওয়াচ ব্যবহারকারী ৪০ কোটি ছাড়িয়েছে। প্রতিদিন ফেসবুকের ওয়াচ ভিডিওতে কমপক্ষে এক মিনিট করে সময় কাটাচ্ছেন সাড়ে সাত কোটি ব্যবহারকারী।

গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ/The News বাংলা
গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ/The News বাংলা

২০১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রথম ওয়াচ শুরু করা হয়েছে। বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করার সাইট হিসেবে এটি চালু হয়। ফেসবুক ব্যবহারকারীরা ওয়াচ ভিডে তাঁদের অনুসরণ করা বিভিন্ন পেজের ভিডিও দেখতে পান।

আরও পড়ুনঃ রহস্যভেদ করতে সূর্যের সবচেয়ে কাছে ‘পার্কার সোলার প্রোব’

ফেসবুকের ভিডিও বিভাগের প্রধান ফিডজি সিমো এক ব্লগ পোস্টে বলেছেন, ‘ফেসবুক ওয়াচের জন্য ২০১৮ সাল একটি দারুণ বছর ছিল। বিশ্বের অনেকগুলো দেশে ওয়াচ চালু করা হয়েছে। সব পেজের জন্য এই প্ল্যাটফর্ম উন্মুক্ত হয়েছে। এ ছাড়া ফেসবুকের পক্ষ থেকে অরিজিনাল কিছু শো চালু করা হয়েছে’।

গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ/The News বাংলা
গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ/The News বাংলা

এই বছরের আগস্ট মাসে মোবাইল প্ল্যাটফর্মের জন্য ওয়াচ উন্মুক্ত করা হয়। ফেসবুক কর্তৃপক্ষ এবারে ডেস্কটপ ও ফেসবুক লাইট সংস্করণের জন্যও ওয়াচ চালু করছে। ফলে পাল্লা দেবে গুগলের ইউটিউব এর সঙ্গেও।

আরও পড়ুন: লাইফ বিয়ন্ড ডেথ’, কী ভাবে জানবেন মৃত্যুর পর কী

ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, এ বছরের গ্রীষ্ম থেকেই তারা ফেসবুকে ওয়াচ পার্টি সবার জন্য এনেছে। এটা ভালোভাবে নিয়েছেন ব্যবহারকারীরা। এখনও পর্যন্ত ১ কোটি ২০ লাখ ওয়াচ পার্টি গ্রুপে চালু হয়েছে। এতে মন্তব্যও বেড়েছে।

আরও পড়ুন: বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

ফেসবুক বর্তমানে তাদের সব ভিডিও সেবাকে একত্র করার জন্য কাজ করছে। ফেসবুকে বর্তমানে ওয়াচ, নিউজফিড, সার্চ সহ নানা জায়গায় ভিডিও রয়েছে। ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য ফেসবুক কাজ করছে বলে জানান সিমো।

আরও পড়ুন: ফের ভাঙছে হিমবাহ, ভয়ঙ্কর বিপদের মুখে পৃথিবী

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে অর্থ আয় করা যাবে। ইতিমধ্যে অ্যাড ব্রেকস নামের সুবিধাটি ৪০টি দেশে চালু করা হয়েছে। ভারতেও এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ২০১৯ এ এর ব্যবহারকারী ১০০ কোটি ছাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।

]]>