Farukh Abdullah – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 13 May 2022 05:57:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Farukh Abdullah – The News বাংলা https://thenewsbangla.com 32 32 আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস, কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত, চুপ নেতারা https://thenewsbangla.com/kashmir-files-not-closed-kashmiri-pandit-targeted-again-in-kashmir-silent-leaders/ Fri, 13 May 2022 05:56:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15078 আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস; কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত। বিস্ময়কর ভাবে চুপ নেতারা; ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি এখনও কোন কথা বলেননি। ফের উপত্যকায় জ’ঙ্গিদের টা’র্গেটের শিকার; এক কাশ্মীরি পন্ডিত। বৃহস্পতিবার বুদগামের একটি সরকারি অফিসে ঢুকে; গু’লি চালায় জ’ঙ্গিরা। গু’লিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন কাশ্মীরি পন্ডিত রাহুল ভাট। ভর্তি কড়া হয় হাসপাতালে, তবে শেষরক্ষা হয়নি; চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি; গোটা কাশ্মীরে।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুদগামের চাদুরায়; তহসিল অফিসে ঢুকে রাহুল ভাট নামে এক সরকারি কর্মচারীকে লক্ষ্য করে গু’লি চালায় জ’ঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে; তাকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনার দায় স্বীকার করেছে; পাকিস্তানের মদতপুষ্ট জ’ঙ্গি গোষ্ঠী জ’ইশ-ই-মহম্মদ। স’ন্ত্রা’সী সংগঠন কাশ্মীর টাইগার্স (টিআরএফ) ও এই হামলার দায় স্বীকার করেছে।

দিন দিন উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত ও ভিন রাজ্যের বাসিন্দাদের উপর; জ’ঙ্গি হা’মলা বেড়েই চলেছে। গত বছর অক্টোবর থেকে পরিযায়ী শ্রমিকদের; টার্গেট করা শুরু করে জ’ঙ্গিরা। সেই মাসেই পাঁচদিনে খু’ন হন; সাত নিরীহ নাগরিক। তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত; একজন শিখ এবং দুজন ভিন রাজ্যের বাসিন্দা। গত মাসেও সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত বিক্রেতার উপর; হামলা চালিয়েছিল জ’ঙ্গিরা। যদিও সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি।

একের পর এক জ’ঙ্গি হামলায়; মারা গেছে কাশ্মীরের বাইরের অন্য রাজ্যের মানুষ। এবারের হামলার পর জ’ঙ্গিদের খোঁজে; অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্ত অনুযায়ী; হামলায় ২ জ’ঙ্গি জড়িত রয়েছে।

অ-কাশ্মীরিদের উপর জ’ঙ্গি হামলা জারি আছে কাশ্মীরে; আজও শেষ হয়নি কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিত ও ভিনরাজ্যের ব্যক্তিদের উপর হামলা করে; কাশ্মীরকে আবারও অশান্ত করে তুলতে চাইছে জ’ঙ্গিরা। কিন্তু জ’ঙ্গি দমনে যৌথ বাহিনী জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলায়; বহু ক্ষেত্রে ভেস্তে গিয়েছে তাদের ছক।

এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে স’ন্ত্রাসীদের বিরুদ্ধে; নিরাপত্তা বাহিনীর অবিরাম অভিযান চলছে। জম্মু ও কাশ্মীরে প্রায় ২০০ জন জ’ঙ্গি সক্রিয় রয়েছে এবং এইবছর এন-কাউ’ন্টারে ৭৫ জন জ’ঙ্গি এখনও পর্যন্ত নি’কেশ হয়েছে। মৃত জ’ঙ্গিদের মধ্যে ২১ জন বিদেশি।

]]>
জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা https://thenewsbangla.com/omar-abdullah-wants-separate-president-prime-minister-for-jammu-and-kashmir/ Mon, 01 Apr 2019 14:39:35 +0000 https://www.thenewsbangla.com/?p=9672 জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নয়, এবার জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা। ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা পরিস্কার জানিয়ে দেন, জম্মু কাশ্মীরের জন্য আলাদা সুযোগ সুবিধা তুলে দিলে জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাই। আর এই ঘোষণার পরেই জোটসঙ্গী ন্যাশন্যাল কনফারেন্সের জন্য দেশ জুড়ে সমালোচনার মধ্যে পরেছে কংগ্রেস।

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এবার জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নয়, জম্মু কাশ্মীরের জন্য একেবারে আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা। যদি সংবিধানের ৩৭০ আর্টিকেল ও ৩৫এ ধারা তুলে দেওয়া হয়, তাহলে জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাই বলেই দাবি করে বসলেন ওমর আবদুল্লা।

আর এই নিয়েই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এই ইস্যুতে জোটসঙ্গী ন্যাশন্যাল কনফারেন্সের জন্য চরম সমস্যায় পরে গেছে কংগ্রেস। ভোটের মুখে এই নিয়ে কংগ্রেস ও রাহুলকে একহাত নিয়েছেন নরেন্দ্র মোদী। মহাজোটের সব শরিককেই তুলধোনা করেছেন মোদী। মহাজোটের সব নেতাদের উদ্দ্যেশ্যেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মোদী।

ঠিক কি বলেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা? তিনি বলেছেন, যদি সংবিধানের ৩৭০ আর্টিকেল ও ৩৫এ ধারা তুলে দেওয়া হয়, তাহলে জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাই। তিনি প্রকাশ্যে বলেছেন, সংবিধানের ৩৭০ আর্টিকেল ও ৩৫এ ধারা তুলে দেওয়া হলে, জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী চাই।

আর এই বক্তব্যের পরেই দেশ জুড়ে হইচই পরে গেছে। তুমুল সমালোচনা শুরু হয়েছে দেশ জুড়ে। তবে এই নিয়ে এখনও মুখ খলে নি কংগ্রেস। মহাজোটের অন্যান্য নেতারাও এই নিয়ে এখনও কোন মুখ খোলেন নি। ভোটের মুখে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লার এই মন্তব্য কংগ্রেসকে যে বিপদের মধ্যে ফেলল এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

]]>