Farooq Abdullah – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 21 Jun 2022 04:32:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Farooq Abdullah – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত https://thenewsbangla.com/sharad-pawar-farooq-abdullah-gopalkrishna-gandhi-none-agree-mamata-banerjee-proposed-as-presidential-candidate/ Tue, 21 Jun 2022 04:18:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15577 শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন; ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধী, ফারুখ আবদুল্লা। না, কেউই রাজি হচ্ছেন না রাষ্ট্রপতি পদে লড়তে। রাষ্ট্রপতি নির্বাচনে কারা প্রার্থী হবেন; তা নিয়ে রাজধানীতে উত্তাপ ক্রমশই বাড়ছে। আগামী ১৮ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচন; কিন্তু এখনও পর্যন্ত কোনপক্ষই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হওয়ার নিয়ে, অনিচ্ছা প্রকাশ করে সরে দাঁড়ালেন; পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তার আগে বিরোধী শিবিরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন; এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। এবার সেই তালিকায় যুক্ত হল; গোপালকৃষ্ণ গান্ধীর নাম।

গত মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী ঠিক করতে দিল্লিতে, দেশের ২২টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে; বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অবিজেপি রাজ্যের ৮জন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম; বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়। কিন্তু বৈঠক শেষে মমতা নিজেই জানান, শরদ পাওয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন; তিনি প্রার্থী হতে ইচ্ছুক নন।

আরও পড়ুনঃ “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির

তারপরই তৃণমূল সূত্রে জানা যায়, পাওয়ার রাজি না হওয়ায়; রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুক আব্দুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন মমতা। গত শনিবার ফারুখ আবদুল্লাও; নিজের নাম সরিয়ে নেন। তারপরে সবার নজর ছিল মহাত্মা গান্ধীর প্রপৌত্রের উপরেই। কিন্তু এবার তিনিও নিজের নাম সরিয়ে নেওয়ায়; অকূল পাথারে বিরোধীরা।

রাষ্ট্রপতি পদে প্রার্থী খুঁজতে; গা উজাড় হওয়ার জোগাড়। কে হবেন বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী? দিল্লিতে মঙ্গলবার বৈঠকে বসছে; কংগ্রেস, বাম, আপ, তৃণমূল সহ একাধিক দলের। ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে জন্য; বিরোধী দলের পদপ্রার্থীর নামে শিলমোহর পড়ার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত সকলেই; একে একে সরে দাঁড়ানোয় সমস্যায় বিরোধী শিবির।

সূত্রের খবর, মঙ্গলবার বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা যশবন্ত সিনহার নাম; প্রস্তাব করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার এই প্রার্থীকে রাষ্ট্রপতি পদে লড়াইয়ে; বিজেপি বিরোধী সবদল মেনে নেয় কিনা, সেটাই এখন দেখার।

]]>
আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস, কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত, চুপ নেতারা https://thenewsbangla.com/kashmir-files-not-closed-kashmiri-pandit-targeted-again-in-kashmir-silent-leaders/ Fri, 13 May 2022 05:56:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15078 আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস; কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত। বিস্ময়কর ভাবে চুপ নেতারা; ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি এখনও কোন কথা বলেননি। ফের উপত্যকায় জ’ঙ্গিদের টা’র্গেটের শিকার; এক কাশ্মীরি পন্ডিত। বৃহস্পতিবার বুদগামের একটি সরকারি অফিসে ঢুকে; গু’লি চালায় জ’ঙ্গিরা। গু’লিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন কাশ্মীরি পন্ডিত রাহুল ভাট। ভর্তি কড়া হয় হাসপাতালে, তবে শেষরক্ষা হয়নি; চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি; গোটা কাশ্মীরে।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুদগামের চাদুরায়; তহসিল অফিসে ঢুকে রাহুল ভাট নামে এক সরকারি কর্মচারীকে লক্ষ্য করে গু’লি চালায় জ’ঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে; তাকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনার দায় স্বীকার করেছে; পাকিস্তানের মদতপুষ্ট জ’ঙ্গি গোষ্ঠী জ’ইশ-ই-মহম্মদ। স’ন্ত্রা’সী সংগঠন কাশ্মীর টাইগার্স (টিআরএফ) ও এই হামলার দায় স্বীকার করেছে।

দিন দিন উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত ও ভিন রাজ্যের বাসিন্দাদের উপর; জ’ঙ্গি হা’মলা বেড়েই চলেছে। গত বছর অক্টোবর থেকে পরিযায়ী শ্রমিকদের; টার্গেট করা শুরু করে জ’ঙ্গিরা। সেই মাসেই পাঁচদিনে খু’ন হন; সাত নিরীহ নাগরিক। তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত; একজন শিখ এবং দুজন ভিন রাজ্যের বাসিন্দা। গত মাসেও সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত বিক্রেতার উপর; হামলা চালিয়েছিল জ’ঙ্গিরা। যদিও সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি।

একের পর এক জ’ঙ্গি হামলায়; মারা গেছে কাশ্মীরের বাইরের অন্য রাজ্যের মানুষ। এবারের হামলার পর জ’ঙ্গিদের খোঁজে; অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্ত অনুযায়ী; হামলায় ২ জ’ঙ্গি জড়িত রয়েছে।

অ-কাশ্মীরিদের উপর জ’ঙ্গি হামলা জারি আছে কাশ্মীরে; আজও শেষ হয়নি কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিত ও ভিনরাজ্যের ব্যক্তিদের উপর হামলা করে; কাশ্মীরকে আবারও অশান্ত করে তুলতে চাইছে জ’ঙ্গিরা। কিন্তু জ’ঙ্গি দমনে যৌথ বাহিনী জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলায়; বহু ক্ষেত্রে ভেস্তে গিয়েছে তাদের ছক।

এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে স’ন্ত্রাসীদের বিরুদ্ধে; নিরাপত্তা বাহিনীর অবিরাম অভিযান চলছে। জম্মু ও কাশ্মীরে প্রায় ২০০ জন জ’ঙ্গি সক্রিয় রয়েছে এবং এইবছর এন-কাউ’ন্টারে ৭৫ জন জ’ঙ্গি এখনও পর্যন্ত নি’কেশ হয়েছে। মৃত জ’ঙ্গিদের মধ্যে ২১ জন বিদেশি।

]]>
৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর https://thenewsbangla.com/farooq-abdullah-warns-to-separate-kashmir-from-india-if-article-370-is-abolished/ Tue, 09 Apr 2019 04:52:11 +0000 https://www.thenewsbangla.com/?p=10329 ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন ফারুক আবদুল্লাহ। এই ঘোষণার পরেই রাজনৈতিক তরজায় উত্তপ্ত ভারতের রাজনৈতিক মহল। বিজেপির তরফ থেকে ফারুকের এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বিজেপি।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

সোমবার প্রকাশিত হয় বিজেপির নির্বাচনী ইস্তাহার। ইস্তাহারে, ক্ষমতায় প্রত্যাবর্তন হলে জম্মু ও কাশ্মীরের ৩৭০ নং ধারা এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর এতেই তীব্র প্রতিক্রিয়া জানান ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

সোমবার বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ প্রতিক্রিয়া দিয়ে জানান, “৩৭০ ধারা বিলোপের চেষ্টা করা হলে তা কাশ্মীরের মানুষের স্বাধীনতা লাভের রাস্তাকে প্রশস্ত করবে”।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

ফারুক আব্দুল্লাহ আরও বলেন, “৩৭০ ধারা বিলোপের কোনও প্রচেষ্টাই সফল হবে না”। এরপর তিনি আল্লাহর নামে শপথ করে বলেন, কাশ্মীরের মানুষ স্বাধীনতা লাভ করুক, এটা উপরওয়ালারও ইচ্ছে। সোমবার শ্রীনগরে তার নির্বাচনী কেন্দ্রে ভোট প্রচারের সময় তিনি এই মন্তব্য করেন। এরপরেই দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

সোমবার প্রকাশিত হয় ২০১৯ লোকসভা ভোটের বিজেপির নির্বাচনী ইস্তাহার। ইস্তাহারে উল্লেখযোগ্য ভাবে উঠে এসেছে কাশ্মীরের ৩৭০ নং এবং ৩৫ এ নং ধারা তুলে দেওয়ার প্রতিশ্রুতি। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেও ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রামমন্দিরের মতই কিন্তু যা শেষ পর্যন্ত হয়নি।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

এদিন প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে, বিগত ৫ বছরে জম্মু ও কাশ্মীরে বিভিন্ন রকম প্রকল্প ও বলিষ্ঠ পদক্ষেপের দ্বারা শান্তি প্রতিষ্ঠা ও সমস্ত প্রকার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে সরকার। উন্নয়ন স্থাপনের পথে যত প্রকার বাধা বিপত্তি এসেছে, সরকার সমস্ত রকম বাধাকে অতিক্রম করার চেষ্টা করেছে। উন্নয়নের লক্ষ্যে পর্যাপ্ত পরিমানে অর্থনৈতিক সাহায্য বরাদ্দ করেছে সরকার। জনসংঘ প্রতিষ্ঠার সময় থেকেই কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পক্ষে অবস্থান নিয়েছে তাদের সরকার, এমনই বলা হয়েছে ইস্তাহারে।

আরও পড়ুনঃ নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে

ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, ৩৫ এ ধারা কাশ্মীরের অস্থায়ী জনগন ও মহিলাদের জন্য পক্ষপাতদুষ্ট এবং এই ধারা বিলোপের জন্য বিজেপি বদ্ধ পরিকর। বিজেপি মনে করে, ৩৫ এ নং ধারা জম্মু ও কাশ্মীরের সামগ্রিক উন্নতির পক্ষে বাধাস্বরূপ। ৩৫ এ ধারা বিলোপ করে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে বিজেপির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ইস্তাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

বিজেপির ইস্তেহারের সমালোচনা করেছে কংগ্রেসও। তবে ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়ে ফারুক আবদুল্লাহ ভোটের বাজারে কংগ্রেস ও জোটের বিরুদ্ধে বিজেপিকে নতুন নির্বাচনী ইস্যু তুলে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এটাকে ইতিমধ্যেই ভোট প্রচারের হাতিয়ার করেছে বিজেপি।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের মরিয়া চেষ্টা বিরোধীদের https://thenewsbangla.com/opponent-desperately-trying-to-form-the-anti-modi-platform-by-shielding-the-kisan-rally/ Sat, 01 Dec 2018 12:22:23 +0000 https://www.thenewsbangla.com/?p=3403 শতদ্রু কর,The News বাংলা, নয়াদিল্লিঃ কৃষক র‍্যালিকে ঢাল করেই এবার মোদী বিরোধী মঞ্চ গঠনের মরিয়া চেষ্টা বিরোধীদের। কৃষক র‍্যালির ভিড় ভরসা জুগিয়েছে মোদী বিরোধীদের। লোকসভা ভোটের আগে এটাকেই বিরোধী ঐক্যের তুরুপের তাস করতে চায় বিরোধীরা।

সামনেই লোকসভা নির্বাচন। আকারে ইঙ্গিতে তার প্রস্তুতি শুরু হলেও বিরোধীদের ঘর এখনও অগোছালো। বলার অপেক্ষা রাখে না আগামী নির্বাচনে সমস্ত বিরোধী দলগুলোর একটাই লক্ষ্য, যেনতেন প্রকারে মোদী সরকারকে দিল্লির ‘মসনদ’ থেকে ক্ষমতাচ্যুত করা। বর্তমান পরিস্থিতিতে একক প্রচেষ্টায় কংগ্রেস সহ অন্যান্য যে কোনো দলের পক্ষেই যে বেশিদূর এগোনো সম্ভব নয়, তা সকলেরই জানা।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

তার জন্য দরকার সমস্ত দলগুলোর একতা মঞ্চের। ইতিপূর্বেই বেশ কিছু ইস্যুতে অবিজেপি দলগুলো মিলিত হলেও লোকসভার কথা মাথায় রেখে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহন করা হয়নি। শুক্রবার কৃষক বিক্ষোভ মঞ্চ যেন আরও একবার বিরোধীদের মিলনমঞ্চ হয়ে উঠলো।

আরও পড়ুনঃ রথযাত্রা উপলক্ষে বাংলায় মোদীর জনসভায় লোকসভার দামামা

দেশের সিংহভাগ জনগন এখনও কৃষির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। বিরোধী দলগুলো তাই ভোটের আগে নিজেদের এই বিপুল সংখ্যক কৃষকদের কাছে পৌঁছে যাওয়ার ফর্মুলা গ্রহন করেছে। আর তার লক্ষ্যেই দিল্লিতে সারা দেশ থেকে বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতৃত্বে কৃষকদের জড় করে তাদের দাবিদাওয়া তুলে ধরে মোদী বিরোধিতার সুরে শান দিলেন বিরোধীরা।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

এদিন কৃষকরা কৃষি ঋণ মুক্তি, ফসলের সহায়ক মূল্যবৃদ্ধি সহ অন্যান্য দাবিতে দিল্লি পৌঁছান। দুদিন আগে থেকেই তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা থেকে কৃষকরা আসতে শুরু করে। কৃষক বিক্ষোভকে ঢাল করে বিরোধী দলগুলোর মিলিত হবার যে এটা বড় সুযোগ ছিল, তা বলাই যায়।

আরও পড়ুনঃ ‘সফল’ কৃষক মিছিলে শুরু ব্রিগেড ও লোকসভার প্রস্তুতি

গতকালের এই মঞ্চে রাহুল গান্ধী সহ উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, সীতারাম ইয়েচুরি, দীনেশ ত্রিবেদী প্রমুখ। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, অখিলেশের সমাজবাদী পার্টির প্রতিনিধিরাও সভায় অংশগ্রহন করেন। যদিও উল্লেখযোগ্যভাবে সভায় অনুপস্থিত ছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।

আরও পড়ুনঃ ধর্মান্তরিত না হলে খুনের হুমকি, মিশনারী স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ

লোকসভা ভোটে মায়াবতীর অবস্থান কি হবে তা নিয়ে কেউই নিশ্চিত নন। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে মায়াবতী কংগ্রেসের সাথে জোট না করে বিজেপিকেই সুবিধা পাইয়ে দিয়েছেন, বলে অনেকের ধারণা। ডিএমকের তরফেও কোনো নেতা বা দলীয় প্রতিনিধিকে সভায় উপস্থিত থাকতে দেখা যায়নি।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

মঞ্চে উপস্থিত না থাকলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের স্বার্থে বার্তা দিয়ে জানিয়েছেন, নিজের জীবন দিয়ে হলেও তিনি কৃষকদের স্বার্থ রক্ষা করবেন। তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী সভায় উপস্থিত থেকে রাজ্যের কৃষকদের প্রসঙ্গে মন্তব্য করে বলেন, ‘২০১০ সালের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে কৃষকদের আয় প্রায় তিন গুন বৃদ্ধি পেয়েছে, কিন্তু কেন্দ্র সরকার কৃষকদের জন্য কিছুই করতে পারছে না। শিল্পপতিরা ঋণ শোধ না করে পালিয়ে যাচ্ছে আর কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে’।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

রাহুল গান্ধী এদিন মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘নরেন্দ্র মোদী ১৫ জন শিল্পপতির সাড়ে তিন লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছে। অতএব, কৃষক ঋণ মকুব করাও এই সরকারের পক্ষে সম্ভব। কৃষকরা কেউ ভিক্ষে করছেন না, তারা দকলেই ন্যায্য দাবি করছেন এবং কৃষকদের অপমান করলে অনিবার্যভাবেই এই সরকারের পতন হবে’। তিনি আরও বলেন যে, ‘সকল রাজনৈতিক দলের নীতি চিন্তাধারা আলাদা হতে পারে, কিন্তু কৃষক স্বার্থে সকলের একমত হওয়া উচিত’।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

রাহলের পরেই সবশেষে বক্তৃতা রাখেন কেজরিওয়াল। কৃষকদের দুরবস্থার জন্য মোদীর কৃষকবিরোধী নীতির সমালোচনা করেন তিনি। কেজরিওয়ালের উপস্থিতি নিয়ে অনেকেই সংশয়গ্রস্ত ছিলেন। মঞ্চে সবার শেষে রাহুল গান্ধীর বক্তৃতা রাখার কথা হলেও রাহুলের বক্তৃতার সময়েই মঞ্চে প্রবেশ করেন কেজরিওয়াল।

আরও পড়ুনঃ রামমন্দির নয়, হিন্দু ক্ষোভ থামাতে অযোধ্যায় রামমূর্তির ঘোষণা যোগীর

যদিও ভোটের মুখে আপ- কংগ্রেসের মধ্যে আপস রফা হবে কিনা, তা নিয়ে অনেকেই সন্দিহান। কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন কেজরিওয়াল। সময় ও অবস্থার পরিপ্রেক্ষিতে এখন জোটের প্রয়োজন হলেও দুই দলের মধ্যে পরস্পরের সাথে জোট হওয়া নিয়ে প্রবল মতানৈক্য রয়েছে।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

সীতারাম ইয়েচুরি, মোদী এবং অমিত শাহ কে মহাভারতের কৌরব পক্ষের দুর্যোধন দুঃশাসনের সাথে তুলনা করে বলেন, ‘কৌরবদের পরাজয় হলে বিজেপিরও পরাজয় সম্ভব’। সভার শেষে রাহুল, ইয়েচুরি, ফারুক আব্দুল্লার সাথে কেজরিওয়ালকে ছবিও তুলতে দেখা যায়। কেরালায় দুই প্রধান পরস্পরবিরোধী দল সিপিএম এবং কংগ্রেসের মধ্যে কোনো জোটের সমাধানসূত্র যদিও এদিনের মঞ্চের মিলনসভা থেকে পরিষ্কার নয়।

আরও পড়ুনঃ ধর্মান্তরকরণের উদ্দেশ্যে এসে আদিবাসীদের হাতে নিহত মার্কিন খ্রীষ্টান মিশনারী

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে পাশে বসিয়ে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী বক্তৃতা রাখলেও মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারও
বিজেপির পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও কৃষক বিরোধী তকমা লাগিয়েছেন। এই অবস্থায় শুধুমাত্র মোদী বিরোধীতার জন্য সেই সিপিএমের সঙ্গে জোট করা সম্ভব কিনা, সেই বিষয়েও কোনো সিদ্ধান্ত পরিষ্কার হয়নি।

আরও পড়ুনঃ Exclusive: অমানবিক কলকাতার রাজপথে পড়ে অসহায় বৃদ্ধা

এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে মোদী বিরোধী দলগুলোকে এক মঞ্চে আসতে দেখা গেছে। আগামী ১০ই ডিসেম্বর দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলোর বৈঠক হবার কথা আছে। তার আগে শুক্রবারের এই মঞ্চেও জোটের সমাধানসূত্র পরিষ্কার না হলেও আগামী দিনে জোটের রাস্তা খোলা রাখতে, এই মঞ্চ যে অনেকটাই সাহায্য করবে তা বলাই যায়।

]]>