Fani Cyclone – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 09 May 2022 06:06:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Fani Cyclone – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘অশনি সংকেত’, আয়লা, ফণী, আমফানের মতোই কি বাংলায় আছড়ে পড়বে অশনি https://thenewsbangla.com/asani-cyclone-will-hit-bengal-like-aila-fani-amphan-cyclone-people-question/ Mon, 09 May 2022 06:05:53 +0000 https://www.thenewsbangla.com/?p=15014 ‘অশনি সংকেত’, আয়লা, ফণী, আমফানের মতোই কি বাংলায় আছড়ে পড়বে? এটাই এখন বড় প্রশ্ন। এগোচ্ছে অশনি ঘূর্ণিঝড়; বাংলাতে প্রভাব হবে কি আয়লা, ফণী, আমফানের মতোই? কয়েকদিন ধরেই উঠেছে প্রশ্ন; বিশেষ করে রাজ্যের উপকূলীয় অঞ্চলে। এই নিয়ে এখনও পরিষ্কার রিপোর্ট; দিতে পারেনি আবহাওয়া দফতর।

গতি বাড়িয়ে বাংলার উপকূলের আরও কাছে ‘অশনি’; দক্ষিণবঙ্গে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘অশনি’ গতি বাড়িয়ে; তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারই তা পৌঁছে যাবে; উপকূলের কাছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর, ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে ধেয়ে আসছে অশনি; দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে।

নয়া-দিল্লির মৌসম ভবনের দেওয়া শেষ খবর অনুযায়ী, সোমবার সকালে ঝড়টি পুরী থেকে ৭০০ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে; এখন অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আবহবিদদের অনুমান, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই; বাংলার উপকূলের কাছে চলে আসবে ‘অশনি’।

মঙ্গলবার রাত পর্যন্ত উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে; উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অশনি’র অবস্থান। তারপর ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিক পরিবর্তন করে; উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে অবস্থানের সম্ভাবনা।

অশনি-র প্রভাবে ইতিমধ্যেই কলকাতা সহ গোটা দক্ষিনবঙ্গেই; শুরু হয়েছে তুমুল বৃষ্টি। বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়; বৃষ্টি হচ্ছে হাওড়াতেও। আগামী শুক্রবার পর্যন্ত; বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে শুক্রবারের মধ্যে; কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে ‘অশনি’ ঘূর্ণিঝড় কোন পথে স্থলভাগে ঢুকবে; তা এখনও স্পষ্ট নয়। সোমবার সকালে আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী; ঘূর্ণিঝড়ের কেন্দ্র তৈরি হয়নি। ফলে ঘূর্ণিঝড়ের উপকূলের দিকে এগোনোর গতিবেগ জানা গেলেও; ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তের গতি কতটা, স্থলভাগে সেটি প্রবেশ করলে কত গতিতে ঝড় হবে তা জানা যায়নি।

সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত; মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে, ‘অশনি’ মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন; সোমবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। কোথায় কী কী সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে; সেই বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

]]>
ফনী দুর্গতদের সাহায্যে ১ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার https://thenewsbangla.com/akshay-kumar-donate-1-crore-to-cyclone-fani-victims-in-odisha-fund/ Tue, 07 May 2019 07:33:32 +0000 https://www.thenewsbangla.com/?p=12533 শুধুমাত্র সিনেমার স্ক্রিনে নয়; রিল লাইফের বাইরে বেড়িয়ে রিয়েল লাইফেও তিনি হিরো। আর সেটাই প্রমান করলেন বলিউড তারকা অক্ষয় কুমার। ওড়িশায় সাইক্লোন ফনী তে দুর্গতদের সাহায্যে ওড়িশা সরকারের রিলিফ ফান্ডে ১ কোটি টাকা; দান করলেন এই বলিউড অভিনেতা।

গত সপ্তাহেই ওড়িশার বুকে আছড়ে পড়েছিল ভয়াবহ ঘূর্ণিঝড় ফনী; তাতে কোটি কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্থ হয়; ফনীর আঘাতে মৃত্যু হয়েছে ১২ জনের; আশ্রয়হীন হয়েছেন হাজার হাজার মানুষ; তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে নানা ব্যক্তিত্ব।

আরও পড়ুনঃ মহরম ঈদে বিদ্যুৎ দিলেও, হোলি দিওয়ালিতে দিত না আগের সরকার, মন্তব্য আদিত্যনাথের

আর এবার সেই তালিকায় নাম তুললেন অক্ষয় কুমার; শুধু এবারই নয়; এর আগেও বেশ কয়েকবার অক্ষয় তাঁর বড় হৃদয়ের পরিচয় তুলে ধরেছেন; কেন্দ্রীয় সরকার এর ‘ভারত কি বীর’ উদ্যোগ থেকে চেন্নাই বা কেরালায় বন্যা দুর্গতদের সাহায্যে এর আগে হাত বাড়িয়েছিলেন তিনি।

কেন্দ্রীয় সরকারের ভারত কি বীর উদ্যোগে অক্ষয় কুমার সাহায্য করেছিলেন ৫ কোটি টাকা। ২০১৫ সালের চেন্নাইয়ের বন্যায় ১ কোটি টাকা অর্থ সাহায্য দিয়েছিলেন। পুলওয়ামাতে আত্মঘাতী বোমা হামলায় সিআরপিএফ সেনা নিহত হওয়ার পর; ভক্তদের ‘ভারত কে বীর’ ফান্ডে দান করার আবেদন জানিয়েছিলেন অক্ষয় কুমার।

আরও পড়ুনঃ ভোটে দিনভর ছুটে বেড়ালেন লকেট, দিনের শেষে হাসছেন অসীমা পাত্র, কিন্তু কেন?

ঘূর্ণিঝড় ফণী দুর্গতদের সাহায্য করার আবেদন অনেক বলিউড নায়কই করেছেন নিজের নিজের ভক্তদের কাছে; রাজকুমার রাও; অভিষেক বচ্চন; বরুন ধাওয়ান এর মত বলিউড নায়করা নিজেদের সোশ্যাল মিডিয়ার সাহায্যে বার্তা দেন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

সম্প্রতি অক্ষয় কুমারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তিনি ভারতীয় নাকি কানাডিয়ান; তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে; যদিও কানাডার নাগরিকত্ব শুধুমাত্র সাম্মানিক নাগরিকত্ব বলে তিনি জানিয়েছেন; নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকলেও ভারতভক্তি নিয়ে যে কোনও সন্দেহ নেই; তা আবারও প্রমান করলেন তিনি।

]]>
কলকাতাকে ফণীর হাত থেকে বাঁচাল কলকাতা নিজেই, রহস্য গরম https://thenewsbangla.com/fani-cyclone-do-not-enter-kolkata-but-who-protected-kolkata-from-fani/ Sat, 04 May 2019 04:37:58 +0000 https://www.thenewsbangla.com/?p=12308 রক্ষা পেল বাংলা। রক্ষা পেল কলকাতা। বাংলায় গতিহারা ফণী। হুগলি; বর্ধমান; নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে। আর ফণী ঢুকলই না কলকাতায়।

দক্ষিনবঙ্গে যতটা গতিবেগ থাকার কথা ছিল; তা না থেকে মাত্র ৭০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেল। তবে রাতভর চলল বৃষ্টি। দুপুর পর্যন্ত দক্ষিনবঙ্গের জেলাগুলিতে; বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আর কলকাতায় ঢুকলই না ফণী। কিন্তু কেন? কেন কলকাতায় ঢুকল না?

আরও পড়ুনঃ বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে

আবহাওয়াবিদরা বলছেন; রাতেও এতটা হিট বা গরম ছাড়ে শহর কলকাতা যে সেটা একটা ঘূর্ণিঝড়কেও তার পথ থেকে সরিয়ে দিতে পারে। আর সেটাই হয়েছে ফণীর ক্ষেত্রে। রাত ৯ টার পরেও এতটা হিট ছাড়ে শহর কলকাতা; যে সেটা ফণীর গতিপথকেই পাল্টে দেয়। কলকাতার কানের পাশ দিয়ে খড়গপুর; হুগলী; পূর্ব বর্ধমান ও নদিয়া হয়ে বাংলাদেশ যায় ঘূর্ণিঝড় ফণী

রাতে বাংলায় ঢুকেই চুপসে যায়; ফণীর ফণা। আর কোন বিপদের আশঙ্কা নেই। নাক ঘেঁষে বেড়িয়ে যায় কলকাতারও। আশঙ্কা অনুসারে দক্ষিণবঙ্গে তেমন প্রভাব ফেলল না ঘূর্ণিঝড়টি। তবে রাতভর বৃষ্টি ও দমকা হাওয়া চলেছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আর কলকাতার ত্রিসীমানায় ঢোকেনি ফণী

কলকাতার গরম; দূষণ যা মানুষের সুস্থভাবে বাঁচার পথে প্রধান বাধা; এযাত্রায় বাঁচিয়ে দিল ফণীর হাত থেকে। শাপে বরই হল কলকাতার এমনটাই বলছেন আবহবিদরা। রাতেও কলকাতা এতটা হিট ছাড়ে তাতেই ফণীর গতিপথ সরিয়ে দেয়। কলকাতার আয়তন ২১৬ বর্গ কিলোমিটার; কিন্তু হিট ছাড়ে ৮৩২ বর্গ কিলোমিটার আয়তনের সমান। দক্ষিণবঙ্গও প্রচুর হিট ছাড়ে। ফলে ক্ষমতা কমিয়ে দেয় ঘূর্ণিঝড় ফণীর। পাল্টে দিল গতিপথ।

আরও পড়ুনঃ কলকাতায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ছাদে ফুটবলটি এখন ফণীর খবর দিচ্ছে

শুক্রবার রাত ১ টার পর; পশ্চিম মেদিনীপুর দিয়ে কলকাতাকে এড়িয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করে ঘূর্ণিঝড় ফণী। তবে ততক্ষণে বেশ শক্তি হারায় ফণী। ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়ে পশ্চিম মেদিনীপুরে। সেখান থেকে ঝড়টি হুগলি; পূর্ব বর্ধমান হয়ে নদিয়ায় প্রবেশ করে। ভোরে বাংলাদেশে ঢুকে যায় ঝড়ের কেন্দ্রটি

ফণীর জেরে সারা রাত নাগাড়ে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ এর সব জেলা জুড়ে। বৃষ্টি হয়েছে ২ মেদিনীপুর; হাওড়া; হুগলি; কলকাতা; পূর্ব ও পশ্চিম বর্ধমান; পুরুলিয়া; বাঁকুড়া; বীরভূম; নদিয়া ও দুই ২৪ পরগনায়।

আরও পড়ুনঃ ফনী মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের অগ্রিম বরাদ্দ ১০০০ কোটি টাকা

ফণীর প্রভাবে দিঘা; মন্দারমণি-সহ গোটা উপকূলজুড়ে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। ঝড়ের দাপট দেখা গিয়েছে সুন্দরবন; কাকদ্বীপ; বকখালি; হলদিয়ার মতো নদী তীরবর্তী এলাকাগুলিতে।

দুই বর্ধমানে; বিশেষ করে পূর্ব বর্ধমানে ও নদিয়ায় তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। তবে যেটা ভাবা গিয়েছিল; সেই ঝড়ের গতিবেগ রয়েছে অনেক কম। বিকেলের মধ্যেই সব দুর্যোগ কেটে যাবে; জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা যায় এযাত্রায় রক্ষা পেল বাংলা। আর বাংলায় ঢুকেই নির্বিষ হয়ে গেল ফণী

তবে এযাত্রায় কলকাতাকে বাঁচাল শুধুমাত্র কলকাতাই। শাপে বর হল কলকাতার। কলকাতার গরম; দূষণ যা মানুষের সুস্থভাবে বাঁচার পথে প্রধান বাধা; বাঁচিয়ে দিল ফণীর হাত থেকে।

]]>
শক্তিক্ষয় হয়ে রাতেই আছড়ে পড়ল ফণী, গোটা বাংলা জুড়ে রেড আলার্ট জারি https://thenewsbangla.com/fani-cyclone-loose-strength-red-alert-issued-across-the-west-bengal/ Fri, 03 May 2019 18:37:13 +0000 https://www.thenewsbangla.com/?p=12296 শক্তিক্ষয় হয়ে রাতেই রাজ্যে আছড়ে পড়ল ফণী। গোটা বাংলা জুড়ে রেড আলার্ট জারি করল প্রশাসন। রাজ্যের উপকুল অঞ্চলে চলছে চরম দুর্যোগ। দিঘা; মন্দারমণি; শঙ্করপুরে চলছে প্রবল ঝড় বৃষ্টি। তবে কিছুটা হলেও শক্তিক্ষয় হয়েছে ফণীর।

শেষ মুহূর্তে গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই; শুক্রবার ওড়িশার উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার সকাল ১০টা নাগাদ ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিমি গতিতে; ওড়িশার গোপালপুর ও পুরীতে আছড়ে পড়ে ফণী। তছনছ হয়ে যায় ভুবনেশ্বর শহর। আর তার প্রভাব পড়তে শুরু করে; কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলায়।

আরও পড়ুনঃ কলকাতায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ছাদে ফুটবলটি এখন ফণীর খবর দিচ্ছে

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুযায়ী; সন্ধ্যার পর থেকেই রাজ্যের উপকুল অঞ্চলে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। রাতের পর কলকাতা সহ; গোটা বাংলাতেই শুরু হবে তুমুল ঝড় বৃষ্টি। মাঝরাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে ফণী।

বাংলায় দিঘা; মন্দারমণি; শঙ্করপুর উপকূলে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। শুক্রবার সন্ধ্যায় দিঘা; মন্দারমণিতে আছড়ে পড়ে ফণী। আর তাতেই শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। রাত ১২ টার পর এই ঝড় বৃষ্টি মারাত্মক আকার নেবে বলেই জানান হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে।

আরও পড়ুনঃ ফনী মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের অগ্রিম বরাদ্দ ১০০০ কোটি টাকা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যার পর থেকেই ফণীর প্রভাবে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে; গভীর রাতে বৃষ্টি ও ঝড়ের তীব্রতা অনেক বাড়বে। বৃষ্টি শুধু শহর কলকাতাতেই নয়; আছড়ে পড়েছে হাওড়া; উত্তর ২৪ পরগনা সহ একাধিক জায়গায়। রাতেই দক্ষিণবঙ্গে প্রভাব দেখাতে শুরু করবে ফণী

আরও পড়ুনঃ ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

রাজ্যে ফণীর প্রভাব দেখা যায় শুক্রবার সকাল থেকেই। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের আকাশ; থম মেরেছিল সকাল থেকেই। এই মুহূর্তে রাজ্যের প্রায় সব জেলাতে বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাত ৯টার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা; হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে। তমলুক; মেচেদা সহ আরও বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি।

বাংলার উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বইছিল সকাল থেকেই। সন্ধ্যায় সঙ্গে যোগ হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। তাজপুর; শঙ্করপুর; দিঘা; মন্দারমণি সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন উপকূলবর্তী এলাকার নিচু জায়গা থেকে; গ্রামবাসীদের নিয়ে যাওয়া হয়েছে ত্রাণশিবিরে।

আরও পড়ুনঃ পুরীতে ঢুকে পড়ল ফণী, চলছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, সন্ধ্যায় ঢুকবে বাংলায়

এই মুহূর্তে বাংলার গোটা উপকূলীয় অঞ্চল তছনছ করছে ফণী। সকালেই ফাঁকা করে দেওয়া হয়েছে দিঘা; মন্দারমণি; শঙ্করপুরের সমস্ত হোটেল। শুক্রবার সারাদিন রাস্তায় টহল দিয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মীরা। রাজ্যের জন্য প্রস্তুত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি দল।

আরও পড়ুনঃ মানুষকে বিপদে ফেলতে আসছে ফণী, ফণীর পর আসবে ঘূর্ণিঝড় বায়ু ও হিক্কা

সন্ধ্যার পরেই বাংলা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার রাত ৯ টা নাগাদ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিমি গতিতে বাংলা উপকূলে আছড়ে পড়ে ফণী। রাত ১ টার পর থেকেই কলকাতা সহ বাংলার সব জেলায় শুরু হবে ফণীর তাণ্ডব।

নদিয়া; বীরভূম হয়ে শনিবার দুপুরেই অনেকটা শক্তিক্ষয় করে ফণী প্রবেশ করবে বাংলাদেশে। শনিবারও দক্ষিনবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। নদীয়া; বীরভূম ও বর্ধমানে তীব্র বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

]]>