Falakata Police Station – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 11 Jan 2019 09:56:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Falakata Police Station – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী https://thenewsbangla.com/nandhini-joins-binod-to-her-own-private-group-to-give-him-indecent-abuses/ Thu, 10 Jan 2019 13:02:19 +0000 https://www.thenewsbangla.com/?p=5431 The News বাংলাঃ বন্ধুরা সবাই মিলে অশ্লীল গালাগাল দেবার জন্য বিনোদ সরকারকে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রী নন্দিনী কৃষ্ণাণ। এমন মারাত্মক অভিযোগই করলেন সোশ্যাল মিডিয়ায় জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রীকে গালাগাল দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিনোদ সরকার।

আরও পড়ুনঃ প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী/The News বাংলা
অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী/The News বাংলা

“ওনারা প্রথম থেকেই আমাকে খুব বাজে ভাষা লিখছিলেন”, বাড়ি ফিরে জানালেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিখ্যাত হয়ে যাওয়া ‘অভিযুক্ত’ বিনোদ সরকার। প্রকাশ্যে এসেছে গ্রুপ চ্যাটিং এর অশ্লীল ভাষা। সেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত বিনোদের পাশাপাশি প্রথম থেকেই অশ্লীল ভাষা ব্যবহার করেছেন জেলাশাসকের স্ত্রী নন্দিনী কৃষ্ণাণও।

প্রকাশ্যে এসেছে গ্রুপ চ্যাটিং এর অশ্লীল ভাষা। বুধবার আদালতও আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে। ৩২৩ ও ৫০৬ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। থানায় ঢুকে স্থানীয় যুবক বিনোদ সরকারকে মারধরের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রী নন্দিনী কৃষ্ণাণ।

আরও পড়ুনঃ

মন্দির মনোরঞ্জনের জায়গা নয়, স্বর্ণমন্দিরে নিষিদ্ধ সেলফি ছবি ভিডিও

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী/The News বাংলা
অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী/The News বাংলা

কি কি অভিযোগ করলেন জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রীকে গালাগাল দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিনোদ সরকার। ফেসবুক পোস্ট করে জানালেন নিজের কথা। যে পোস্ট ইতিমধ্যেই ভাইরাল। কি জানালেন থানায় জেলাশাসকের মার খাওয়া বিনোদ। তাঁর ফেসবুক পোস্ট।

“আমি বিনোদ কুমার সরকার, অনেকে বলছে আমি কালপ্রিট, অনেকে ধনঞ্জয় ইত্যাদি ইত্যাদি। আমার অন্যায় আমি ফেসবুক এ আলিপুরদুয়ার এর DM সাহেবের স্ত্রী নন্দিনী কৃষ্ণানকে অশ্লিল ভাষায় গালি দিয়েছি। ফলস্বরূপ আমাকে গ্রেপ্তার ও থানায় বেপরোয়া মারধর। আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এরপর কেস, পাল্টা কেস, সমালোচনা, হাসপাতাল, পুলিশ নানান কিছুর সন্মুখীন হতে হতে আমি ক্লান্ত”।

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী/The News বাংলা
অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী/The News বাংলা

“এবারে আপনারা দেশের শিক্ষিত সমাজ যারা আমাকে অসামাজিক ভাবছেন তাদের কাছে কিছু প্রশ্ন!
১) আপনারা কি পুরো কথোপকথন টা দেখেছেন ?
২) আপনারা কি জানেন কি নিয়ে বিতর্ক হয়েছে এবং রাত কটায় হয়েছে ?
৩) কারো ওয়ালে বিতর্কের পর কেউ প্রতিদ্বন্দ্বীকে কখন নিজের মেসেঞ্জার গ্রুপ এ নিয়ে গিয়ে বন্ধুদের সাথ এ দল বেঁধে আক্রমণ করে ?
৪) কেউ বা কারা যদি অনবরত আপনার মায়ের নামে , বাবার নামে , দাদার নামে অশ্লীল মন্তব্য করতে থাকে , আর আপনি যদি চুপ থাকেন তবে আপনি মহাপুরুষ আর আমি যে শুধু গালির উত্তর দিয়েছি মাত্র এতেই অসামাজিক হয়ে গেলাম !

“হ্যা আমি আই এ এস পরীক্ষায় হয়তো পাস করতে পারিনি তাই বলে কিছুই বুঝি না কি! এবার আপনারাই বলুন, আমি আপনাদের ভরসা করেই রইলাম, সমাজ, আইন যা দেবে মাথা পেতে নেব”। এখানেই শেষ করেছেন তিনি। যা ইতিমধ্যেই হাজার হাজার শেয়ার হয়েছে।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

দেখে নিন সেই চ্যাট রেকর্ডিং এর এক্সক্লুসিভ ছবিঃ
(সত্যতা যাচাই করে নি The News বাংলা)

প্রকাশ্যে জেলাশাসকের স্ত্রীর অশ্লীল চ্যাট/The News বাংলা Exclusive (Unchecked)
প্রকাশ্যে জেলাশাসকের স্ত্রীর অশ্লীল চ্যাট/The News বাংলা Exclusive (Unchecked)

দেখে নিন সেই চ্যাট রেকর্ডিং এর এক্সক্লুসিভ ছবিঃ
(সত্যতা যাচাই করে নি The News বাংলা)

প্রকাশ্যে জেলাশাসকের স্ত্রীর অশ্লীল চ্যাট/The News বাংলা Exclusive (Unchecked)
প্রকাশ্যে জেলাশাসকের স্ত্রীর অশ্লীল চ্যাট/The News বাংলা Exclusive (Unchecked)

দেখে নিন সেই চ্যাট রেকর্ডিং এর এক্সক্লুসিভ ছবিঃ
(সত্যতা যাচাই করে নি The News বাংলা)

প্রকাশ্যে জেলাশাসকের স্ত্রীর অশ্লীল চ্যাট/The News বাংলা Exclusive (Unchecked)
প্রকাশ্যে জেলাশাসকের স্ত্রীর অশ্লীল চ্যাট/The News বাংলা Exclusive (Unchecked)

দেখে নিন সেই চ্যাট রেকর্ডিং এর এক্সক্লুসিভ ছবিঃ
(সত্যতা যাচাই করে নি The News বাংলা)

প্রকাশ্যে জেলাশাসকের স্ত্রীর অশ্লীল চ্যাট/The News বাংলা Exclusive (Unchecked)
প্রকাশ্যে জেলাশাসকের স্ত্রীর অশ্লীল চ্যাট/The News বাংলা Exclusive (Unchecked)

আরও পড়ুনঃ

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

ভোটের হাতিয়ার, লোকসভার পর রাজ্যসভাতেও পাস হিন্দু সংরক্ষণ বিল

আর তাঁর ফেসবুক পোস্ট দেখে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। রবিবার থেকেই বিনোদকে ঘিরে একের পর এক বিতর্ক উঠেছে। তাঁর বিরুদ্ধে আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রী নন্দিনী কৃষ্ণাণকে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করার অভিযোগ। সেই অভিযোগে তাঁকে গ্রেফতারও করে পুলিশ।

যদিও সেই গ্রুপের পুরো চ্যাট রেকর্ড সামনে আসায় জেলাশাসক এর স্ত্রীর ভাষাতেও অশ্লীলতা লক্ষ করা গেছে। বরং প্রথম থেকেই জেলাশাসক নিখিল নির্মল এর স্ত্রী নন্দিনী কৃষ্ণাণ ওই যুবককে অশ্লীল মন্ত্যব্য করেছেন। বরং অভিযুক্ত বিনোদই প্রথম থেকে ‘দিদি ও দিদিভাই’ বলে সম্বোধন করে এসেছে।

রাজ্য পুলিশ বিনোদের বিরুদ্ধে যে যে অভিযোগ এনেছে, সেই একই শ্লীলতাহানির অভিযোগ জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রী নন্দিনী কৃষ্ণাণ এর বিরুদ্ধেও আনা হবে কি? প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>