FakeCompanies – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 18 Aug 2022 07:04:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg FakeCompanies – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘খেলা হচ্ছে’, কলকাতায় ৩০টি জায়গায় একসঙ্গে অভিযান চালাচ্ছে আয়কর দফতর https://thenewsbangla.com/income-tax-department-raids-at-30-places-in-kolkata-looking-for-fake-companies/ Thu, 18 Aug 2022 06:47:12 +0000 https://thenewsbangla.com/?p=16217 #BigBreakingNews; ‘খেলা হচ্ছে’, কলকাতায় ৩০টি জায়গায় একসঙ্গে অভিযান চালাচ্ছে আয়কর দফতর। কলকাতার ৩০টি জায়গায় আয়কর দফতরের হঠাৎ অভিযান। তল্লাশি চলছে ৩টি নির্মাণ সংস্থার সব অফিসে। অভিযোগ, ভুয়ো সংস্থা খুলে তার মাধ্যমে নির্মাণ সংস্থার অফিসে টাকা পৌঁছে দেওয়া হত। সেই টাকায় একাধিক জায়গায় নির্মাণকাজ চলছে বলে অভিযোগ। ভুয়ো সংস্থা খুলে তার মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ। আয়কর দফতরের ৩০টি দল, একসঙ্গে তল্লাশি চালাচ্ছে প্রায় ৩০টি জায়গায়।

৩০টি দলে আছেন প্রায় ১৫০ জন অফিসার। সূত্রের খবর, ৩টি নির্মাণ সংস্থার সব অফিসে, কর্তৃপক্ষের বাড়িতে এই তল্লাশি চলছে। ৩ মাস ধরে তথ্য সংগ্রহ করে, তারা অভিযান চালাচ্ছেন। পার্ক সার্কাস, ডোভার লেন, এলগিন সহ বিভিন্ন এলাকায় অভিযান চলছে। ৩ কোম্পানির ডাইরেক্টর-দের বাড়িতেও তল্লাশি চলছে। সকাল থেকেই শুরু হয়েছে, এই ম্যারাথন তল্লাশি অভিযান।

আরও পড়ুনঃ তৃণমূল সরকারের ১১ বছরে শিক্ষক নিয়োগ, পুরোটাই কলকাতা হাইকোর্টের নজরে

]]>