Facebook – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 01 Apr 2019 11:41:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Facebook – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কংগ্রেসের সঙ্গে যুক্ত ৬৮৭ টি ভুয়ো পেজ ওড়াল ফেসবুক https://thenewsbangla.com/facebook-removes-687-fake-pages-associated-with-congress/ Mon, 01 Apr 2019 11:13:03 +0000 https://www.thenewsbangla.com/?p=9646 কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেসের হয়ে প্রচারে যুক্ত ৬৮৭ টি ভুয়ো পেজ উড়িয়ে দিল ফেসবুক। এর সাথে পাকিস্তানি মিলিটারির সাথে যুক্ত রয়েছে, এমন ১০৩ টি একাউন্টও উড়িয়ে দেওয়া হয়েছে। আর ভোটের মুখে এই নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছে কংগ্রেস।

২০১৯ লোকসভা নির্বাচনের মুখেই ভুয়ো একাউন্ট ও ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। রয়টার্স সূত্রে জানানো হয়েছে, পেজ গুলো অথেনটিক না হওয়ায় পেজ গুলো সরিয়ে দেওয়া হয়েছে ফেসবুক থেকে।

আরও পড়ুনঃদলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

ফেসবুকের তরফে জানা গেছে, আসল পরিচয় লুকিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হতো পেজ গুলো থেকে। পেজ গুলো থেকে মূলত স্থানীয় রাজনীতি ও বিরোধী দলের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্ররোচনামূলক প্রচার চালানো হতো।

আরও পড়ুনঃপ্যান কার্ড আধার কার্ড লিংক করিয়েছেন, ৩১শে মার্চ ছিল শেষ দিন

সাইবার সিকিউরিটি পলিসির প্রধান নাথানিয়েল গ্লেইসার জানান, মুখোশের আড়ালে এই একাউন্ট গুলো চালানো হতো। জাতীয় কংগ্রেসের সাথে ভুয়ো আইডি গুলো যুক্ত ছিল বলে তিনি জানিয়েছেন। এর সাথে পাকিস্তানি মিলিটারি বা পাক কিছু সংগঠন এর সাথে যুক্ত রয়েছে, এমন ১০৩ টি একাউন্টও উড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনকে চরম চিন্তায় ফেলে মহাকাশে গোয়েন্দা উপগ্রহ পাঠাল ভারত

আর এই খবরের পরেই কংগ্রেসকে আরও চাপে ফেলেছে বিজেপি। বলা হয়েছে প্রমাণ হল, “ভোটে জেতার জন্য কংগ্রেস পাকিস্তানের সঙ্গে হাল মেলাতেও পিছপা হয় না”। তবে কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তবে পাকিস্তান থেকে চালান ১০৩ টি পেজ ও কংগ্রেস পরিচালিত সব পেজ একসঙ্গেই উড়িয়ে দিয়ে ভোটের প্রচারে বিজেপিকে নতুন হাতিয়ার দিল মার্ক জুকারবার্গ এর ফেসবুক।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইচ্ছেমত ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কর্তৃপক্ষ https://thenewsbangla.com/mark-zuckerberg-decide-to-ban-facebook-live-after-christchurch-attack/ Sat, 30 Mar 2019 16:08:17 +0000 https://www.thenewsbangla.com/?p=9540 জনপ্রিয় স্যোশাল মিডিয়া ফেসবুকে লাইভ করার উপরে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ক্রাইস্টচার্চ মসজিদে জঙ্গি বন্দুকবাজ হামলার স্মৃতি এখনো বিশ্ববাসীর কাছে টাটকা। সেই হামলা চলাকালীন ফেসবুকে লাইভে এসে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছিল হামলার কথা, সাথে নৃশংস ভিডিওর মাধ্যমে হত্যাকাণ্ডের বীভৎসতা দেখেছিলো সারা বিশ্ব।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা

সেই ঘটনার পরেই জনপ্রিয় এই নেটওয়ার্ক এর সমালোচনায় মুখুর হয়েছিল সারা বিশ্ব। কি ভাবে ওই রকম নৃশংস দৃশ্য ছড়িয়ে পড়লো দুনিয়া জুড়ে, কেন আটকানো গেল না সেই নারকীয় ঘটনার ভিডিও, সেই নিয়েও সমালোচনা কম হয় নি।

আরও পড়ুনঃ মোদীকে পুনরায় নির্বাচিত না করলে দেশ সংকটে পড়বে, মন্তব্য হেমা মালিনীর

১৫ মার্চ ক্রাইস্টচার্চ মসজিদে যে জঙ্গি হানা হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের হত্যা করা। সেই হালমায় প্রায় ৫০ জন মুসলিম নাগরিক মারা যান। এবং ১৭ মিনিটের লাইভ ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বিশ্ব জুড়ে।

আরও পড়ুনঃ সামাজিক বাধা ভেঙে এভারেস্ট জয়ের লক্ষ্যে শেরপাদের বিধবা স্ত্রী

ফেসবুক ইতিমধ্যে ওই ঘটনার অন্তত ৯০০ ভিডিও চিহ্নিত করে ডিলিট করেছে। যেসব প্রোফাইল বা গ্রুপে ওই ভিডিও শেয়ার হয়েছিল তার অনেক গুলোকেই ব্লক করে হয়েছে ফেসবুকের তরফ থেকে।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

তারপর থেকেই ভাবনাচিন্তা শুরু করে জনপ্রিয় মার্ক জাকারবার্গ এর স্যোশাল নেটওয়ার্ক সংস্থা। শনিবারই ফেসবুকের চিফ অপারেটিং অফিসার সেরিল স্ট্যান্ডবার্ক জানিয়ে দিয়েছেন, এখন থেকে সকল ফেসবুক ব্যবহারকারী ইচ্ছেমতো লাইভ করতে পারবেন না। ফেসবুক লাইভে আসার জন্য প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।

আরও পড়ুনঃ ২৩ আসনেই জয় নিশ্চিত, বাংলা দখলের লক্ষ্যে অবিচল অমিত শাহ

ফেসবুকে পরবর্তীতে যাতে কেউ হিংসা, সাম্প্রদায়িকতা ছড়াতে না পারে তার জন্যই এই কড়া পদক্ষেপ নিতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ।
এবার এটাই দেখার যে এই সিদ্ধান্তে ফেসবুক কতটা সফল হতে পারে, কারণ পৃথিবী জুড়ে অন্তত ২৭০ কোটি ফেসবুক ইউজারনেম ছড়িয়ে আছে।

আরও পড়ুনঃ মদ বিক্রিতে ১০ হাজার কোটি টাকার সর্বকালিন রেকর্ড গড়ল মা মাটি মানুষের সরকার

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিশ্বজুড়ে ফেসবুক ইন্সটাগ্রাম বিপর্যয়ে উদ্বেগে কোটি কোটি ব্যবহারকারী https://thenewsbangla.com/facebook-instagram-whatsapp-simultaneously-went-down-across-the-world/ Thu, 14 Mar 2019 03:26:17 +0000 https://www.thenewsbangla.com/?p=8364 বন্ধ হয়ে গেল সোশ্যাল মিডিয়া। বিশ্বজুড়ে ফেসবুক ইন্সটাগ্রাম বিপর্যয়ে উদ্বেগে কোটি কোটি ব্যবহারকারী।

অভূতপূর্ব বিপর্যয়ের সম্মুখীন ফেসবুক থেকে ইন্সটাগ্রাম, যার সাক্ষী রইল কোটি কোটি ব্যবহারকারী। ঘটনা ঘটে বুধবার ভারতীয় সময়ে প্রায় রাত ৯ টায়।

বহু ফেসবুক ব্যবহারকারী সেই মুহূর্তে জানিয়েছেন, তারা ফেসবুকে লগ ইন করে ঢুকতে পারছেন না। আবার কেউ ফেসবুকে অনলাইন থাকলেও ছবি আপলোড অথবা কিছু পোস্ট বা কমেন্ট করতে পারছেন না। ইন্সটাগ্রাম ও হোয়াটসআপ ব্যবহারকারীদেরও একই সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু একই কোম্পানি এই তিনটি পরিসেবা প্রদান করে থাকে।

ফেসবুকের ইতিহাসে সাম্প্রতিক অতীতে এই ঘটনা প্রায় নজিরবিহীন। এর আগে ২০০৮ সালে একই প্রকার সমস্যার সম্মুখীন হয় ফেসবুক, কিন্তু সেই সময়ে ফেসবুকের আজকের মত গ্রহনযোগ্যতা ছিল না। সারা বিশ্বে তখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫০ মিলিয়ন।

ফেসবুক সংক্রান্ত উদ্ভুত সমস্যার বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের তরফে ট্যুইট করে জানানো হয়, বহু ফেসবুক ব্যবহারকারী এই মুহুর্তে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ অবগত। তারা শীঘ্রই এই সমস্যার সমাধানের জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে আশ্বস্ত করেন।

ইন্সটাগ্রামের তরফেও একটি ট্যুইট করে বার্তা দেওয়া হয়। ট্যুইটে জানানো হয়, এই মুহুর্তে ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা যে সমস্যার সম্মুখীন হয়েছেন, ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ সেই বিষয়ে ওয়াকিবহাল। এই ঘটনাকে ‘হতাশাজনক’ বলে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ মন্তব্য করেন। তারা আশ্বস্ত করেন, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

ভারতীয় সময়ে বুধবার প্রায় রাত ৯ টা নাগাদ সমস্যা শুরু হয়। বন্ধ হয়ে যায় তিনটি সোশ্যাল মিডিয়া পরিসেবাই। প্রায় থমকেই যায় গোটা বিশ্ব। বন্ধ হয়ে যায় নিউজ পরিসেবাগুলিও। জরুরীকালীন ভিত্তিতে কাজ শুরু হয়। তবে সারারাত কাজ করেও ঠিক হয়নি। বৃহস্পতিবার সকালে কিছুটা স্বাভাবিক হয়েছে তিনটি পরিসেবা। তাও সবটা নয়।

এই সমস্যায় কোটি কোটি টাকার ক্ষতি হয়। বন্ধ হয়ে যায় ওয়েব নিউজগুলি। তবে বৃহস্পতিবার সকালের পর কিছুটা হলেও ঠিক হয়েছে পরিসেবা। এর মধ্যেই আগামী দিনের কথা ভেবে, বিশ্বজুড়ে ফেসবুক ইন্সটাগ্রাম এর বিপর্যয়ে উদ্বেগেই থাকবেন কোটি কোটি ব্যবহারকারী। ভবিষ্যতে কি হবে? এটা ভেবেই উদ্বেগে নিউজ থেকে শুরু করে অন্যান্য মাধ্যমগুলিও। তবে ফেসবুক এর তরফে সেই নিয়ে আশ্বস্ত করা হয়েছে।

]]>
সাবধান এবার ফেসবুকে বোমাতঙ্ক https://thenewsbangla.com/facebook-buildings-briefly-evacuated-over-bomb-threat/ Wed, 12 Dec 2018 08:06:42 +0000 https://www.thenewsbangla.com/?p=4074 The News বাংলা, নিউইয়র্কঃ এবার ফেসবুকের সদর দপ্তরে বোমা আতঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের মেনলো পার্কে সোশ্যাল নেটওয়ার্ক সাইট বা ‘সামাজিক যোগাযোগ মাধ্যম’ ফেসবুকের সদর দপ্তরে বোমা হামলার আতঙ্কে একটি ভবন খালি করে দেওয়া হয়েছে। তবে তল্লাশি চালিয়ে ওই ভবনে কোনো বিস্ফোরক জাতীয় কিছু খুঁজে পায়নি নিরাপত্তা বাহিনী। জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেসবুকের সদর দফতরে বোমা হামলার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

সাবধান এবার ফেসবুকে বোমাতঙ্ক/The News বাংলা
সাবধান এবার ফেসবুকে বোমাতঙ্ক/The News বাংলা

মেনলো পার্ক পুলিশের মুখপাত্র নিকোল অ্যাকার জানিয়েছেন, বোমা হামলার হুমকি পাওয়ার খবরে জেফারসন ড্রাইভের একটি ভবন থেকে সবাইকে বের করে আনা হয়েছে। তবে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু সেখানে পায়নি। তবে মেনলো পার্কে ফেসবুকের ঠিক কোন ভবনটি খালি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ।

আরও পড়ুনঃ খিদের জ্বালায় কান্না ভুলেছে ৫০ লাখ শিশু

এদিকে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের কর্মীরা সবাই নিরাপদে আছেন। বোমা হামলার হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

এর আগে গত মে মাসে এক মহিলা স্যান ফ্রান্সিসকোতে ইউটিউব সদর দপ্তরে গুলি চালিয়ে তিনজনকে আহত করেন। পরে নিজেও আত্মহত্যা করেন। তাই এবারের ব্যপারটা গুরুত্ব দিয়েই দেখছে ক্যালিফোর্নিয়ার পুলিশ। কে বা কারা এই বোমার উড়ো খবর ছড়ালও খোঁজ নিয়ে দেখছে পুলিশ।

]]>