Exit Poll – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 May 2019 17:17:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Exit Poll – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ফল বুঝতে পেরেই কি তৃণমূল মন্ত্রীদের ভয় পাচ্ছেন না পুলিশ কর্তারা https://thenewsbangla.com/exit-poll-effect-bengal-police-officers-are-not-afraid-of-tmc-ministers/ Wed, 22 May 2019 17:15:05 +0000 https://www.thenewsbangla.com/?p=13108 ইলেকশন কিতনে দিন রহেগা? ইসকে বাদ কেয়া হোগা? না, এই হুমকির পরেও পুলিশ সুপারকে বাগে আনতে পারলেন না রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সচরাচর এই জিনিস বাংলায় দেখেননি সাধারণ মানুষ। বুধবার সেই দৃশ্যই দেখল বাংলা।

গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাম্প অফিস করা নিয়ে; জেলা পুলিশ সুপারের সঙ্গে প্রকাশ্যে ঝামেলায় জড়িয়ে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। গণনাকেন্দ্রের কিছু দূরে একটি বাড়ির সামনে; ত্রিপল এবং কাপড় দিয়ে তৈরি একটি অস্থায়ী কাঠামো তৈরি করে তৃণমূল।

পুলিশ সুপার অমিত কুমার সিংহ সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যে; ওই কাঠামো ভেঙে ফেলতে হবে। এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হন রবীন্দ্রনাথবাবু। বেশ কয়েক মিনিট ধরে; তিনি পুলিশ সুপারকে বোঝাতে চেষ্টা করেন যে; তিনি বেআইনি কিছু করেননি।

কিন্তু পুলিশ সুপার তাঁর সিদ্ধান্তে অনড় থেকে জানিয়ে দেন যে; ওই জায়গায় কোনও রাজনৈতিক দলের ক্যাম্প অফিস করতে দেবেন না। এরপর মেজাজ হারিয়ে মন্ত্রী রীতিমতো হুমকি দেন পুলিশ সুপারকে। যে ভোট মিটে যাওয়ার পর কী হবে? মন্ত্রীর হুমকি শুনেও; অবশ্য সিদ্ধান্ত বদল করেননি পুলিশ সুপার অমিত কুমার সিংহ।

উল্টে পুলিশ সুপার পাল্টা মন্ত্রীকে জানিয়ে দেন যে; তিনি গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবেন। মন্ত্রী দাবি করেন; ওই জমিটি গণনাকেন্দ্রের মূল দরজা থেকে ১০০ মিটারের মধ্যে পড়ে না। পুলিশ সুপার কোনও ভাবেই মন্ত্রীর যুক্তি মেনে; ক্যাম্প অফিস করার অনুমতি দেবেন না বলে জানিয়ে দেন।

পাল্টা মন্ত্রী বলেন; “এখানে ক্যাম্প করতে আপনার অনুমতির প্রয়োজন নেই”। মেজাজ হারিয়ে পুলিশ সুপারের উদ্দেশে মন্ত্রী হিন্দিতে বলেন; “ইলেকশন কিতনে দিন রহেগা? ইসকে বাদ কেয়া হোগা?” পুলিশ সুপারের অনড় অবস্থান দেখে তারপরই রণে ভঙ্গ দেন মন্ত্রী

অমিত কুমার সিংহ আগে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবেও কাজ করে গিয়েছেন। কোচবিহারে নির্বাচনের দুদিন আগে পুলিশ সুপারের পদে থাকা অভিষেক গুপ্তকে কমিশন অপসারণ করে দায়িত্ব দেয় অমিত কুমার সিংহকে।

ঘটনার পর মন্ত্রী অভিযোগ করেন; বর্তমান পুলিশ সুপার পক্ষপাতিত্ব করছেন। এই ঘটনার পর প্রশ্ন উঠে গেছে; তাহলে কি বিজেপির উঠে আসা নিশ্চিত জেনেই কি মন্ত্রীদের নির্দেশ অমান্য করার সাহস অর্জন করেছে পুলিশ।

]]>
বুথ ফেরত সমীক্ষা বলছে ৪২ এ ৪২ হচ্ছে না মমতার https://thenewsbangla.com/booth-return-survey-say-mamata-banerjee-tmc-does-not-get-42-out-of-42/ Sun, 19 May 2019 11:31:02 +0000 https://www.thenewsbangla.com/?p=13076 না, ৪২ এ ৪২ হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় এর। তার থেকে অনেক কম আসনেই; আটকে থাকতে হবে তৃণমূলকে। The News বাংলার তরফ থেকে; বুথ ফেরত সমীক্ষায় উঠে এল এক অদ্ভুত সমীকরণ। তবে এবারে প্রায় ১০ থেকে ১৫ টি আসনে যে কেউ জিততে পারে বলেই; উঠে এসেছে বুথ ফেরত সমীক্ষায়।

একনজরে সপ্তদশ লোকসভা নির্বাচনে; পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের সম্ভাব্য ফলাফল। তবে এই ফলাফল বুথ ফেরত মানুষের কিছু অংশের মধ্যে করা হয়েছে। ফলাফল পরিবর্তন হতেই পারে; কারণ অনেক জায়গাতেই লড়াই এবার ৪ দলের। দেখুন এবারের লোকসভা নির্বাচনে কোন আসনে সম্ভাব্য বিজয়ী কে হতে পারে?

১) কোচবিহার: বিজেপি
২) আলিপুরদুয়ার: বিজেপি
৩) জলপাইগুড়ি: তৃণমূল
৪) দার্জিলিং: তৃণমূল
৫) রায়গঞ্জ: কংগ্রেস
৬) বালুরঘাট: বিজেপি

৭) মালদহ উত্তর: তৃণমূল
৮) মালদহ দক্ষিণ: কংগ্রেস
৯) জঙ্গিপুর: কংগ্রেস
১০) মুর্শিদাবাদ: তৃণমূল
১১) বহরমপুর: কংগ্রেস
১২) কৃষ্ণনগর: বিজেপি

১৩) বর্ধমান পূর্ব: তৃণমূল
১৪) বর্ধমান-দুর্গাপুর: তৃণমূল
১৫) রানাঘাট: বিজেপি
১৬) আসানসোল: বিজেপি
১৭) বোলপুর: তৃণমূল
১৮) বীরভূম: তৃণমূল

১৯) বনগাঁ: তৃণমূল
২০) ব্যারাকপুর: তৃণমূল
২১) হাওড়া: তৃণমূল
২২) উলুবেড়িয়া: তৃণমূল
২৩) শ্রীরামপুর: তৃণমূল
২৪) হুগলি: তৃণমূল

২৫) আরামবাগ: তৃণমূল
২৬) তমলুক: তৃণমূল
২৭) কাঁথি: তৃণমূল
২৮) ঘাটাল: তৃণমূল
২৯) মেদিনীপুর: বিজেপি
৩০) ঝাড়গ্রাম: তৃণমূল

৩১) পুরুলিয়া: বিজেপি
৩২) বাঁকুড়া: তৃণমূল
৩৩) বিষ্ণুপুর: তৃণমূল
৩৪) দমদম: তৃণমূল
৩৫) বারাসাত: তৃণমূল
৩৬) বসিরহাট: তৃণমূল

৩৭) জয়নগর: তৃণমূল
৩৮) মথুরাপুর: তৃণমূল
৩৯) ডায়মন্ড হারবার: তৃণমূল
৪০) যাদবপুর: তৃণমূল
৪১) কলকাতা উত্তর: তৃণমূল
৪২) কলকাতা দক্ষিণ: তৃণমূল

বুথ ফেরত সমীক্ষার হিসাবে তৃণমূল পেতে পারে ৩০ টি আসন; বিজেপি ৮ টি আসন; কংগ্রেস ৪ টি আসন পেতে পারে। সিপিএম একমাত্র রায়গঞ্জ ও যাদবপুরে হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারবে। রাজ্যে ধর্মের ভিত্তিতে মানুষ কতটা ভোট দিয়েছে; সেটাও এবারের ভোটে বড় ফ্যাক্টর।

অবশ্যই এই হিসাব খুব কম মানুষের সার্ভে নির্ভর। চার দলের লড়াই ও ভোটের বুথে সব মানুষ পৌঁছুতে পেরেছেন কিনা; তাঁর উপর অনেকটাই নির্ভর করবে এই ভোটের আসল ফলাফল। ২৩ তারিখ জানা যাবে আসল ফল।

]]>
পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় মোদীর চেয়ে এগিয়ে রাহুল https://thenewsbangla.com/rahul-gandhi-is-ahead-of-narendra-modi-in-the-exit-poll-in-five-states-election/ Sun, 09 Dec 2018 09:55:13 +0000 https://www.thenewsbangla.com/?p=3793 The News বাংলা, কলকাতাঃ ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভার নির্বাচন শেষ হয়েছে। এটাই, আগামী বছর ভারতে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলে গণ্য করা হচ্ছে। ফাইনাল আগামী এপ্রিল-মে মাসে। তাই ভারতের মানুষও তাকিয়ে আছেন এই পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের দিকে।

বিধানসভা নির্বাচন হয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরাম রাজ্যে। এই পাঁচ রাজ্যের মধ্যে বিজেপি এখন মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে ক্ষমতায় আছে। কংগ্রেস আছে মিজোরামে এবং তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) তেলেঙ্গানা রাজ্যে ক্ষমতায় আছে।

পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা
পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা

১১ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশ থাকায় এই পাঁচ রাজ্যের নির্বাচনের কোনো আগাম বুথফেরত সমীক্ষার ফলাফল ঘোষিত হয়নি। শেষ দফার নির্বাচনের পর ভারতের বিভিন্ন সংবাদসংস্থা, সংবাদমাধ্যম এবং সংবাদপত্র বুথফেরত সমীক্ষা প্রকাশ করেছে।

আরও পড়ুন: ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

এতে যে আভাস পাওয়া গেছে, তাতে স্বস্তি নেই কেন্দ্রের শাসক দলের। কোনো রাজ্যেই ভারতীয় জনতা পার্টির(বিজেপি) নিশ্চিত জয়ের ইঙ্গিত মেলেনি। কংগ্রেসকেই এগিয়ে রাখা হয়েছে।

পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা
পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা

শেষ দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পর দেশজুড়ে বুথফেরত সমীক্ষা প্রকাশিত হয়। সমীক্ষায় দেখা গেছে, রাজস্থানে বিজেপি ক্ষমতা হারাবে। আর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর তেলেঙ্গানায় কংগ্রেস-টিডিপি (তেলেগু দেশম পার্টি) জোটকে হারিয়ে দিয়ে জিততে পারে টিআরএস। অন্যদিকে, মিজোরামেও ঠাঁই পাবে না বিজেপি। সেখানে আঞ্চলিক দলের জোট হারিয়ে দিতে পারে কংগ্রেসকেও।

এক নজরে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার আভাসঃ

পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা
পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা

মধ্যপ্রদেশ: এই পাঁচটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে মধ্যপ্রদেশে। আসনসংখ্যা ২৩০। এই রাজ্যে এখন ক্ষমতায় রয়েছে বিজেপি। বুথফেরত সমীক্ষায় ইন্ডিয়া টুডে-এএমআই ইঙ্গিত দিয়েছে, ১০২ থেকে ১২০ আসনে জিততে পারে বিজেপি, কংগ্রেস জিততে পারে ১০৪ থেকে ১২২টি আসন। টাইমস নাউ-সিএনএক্স বলেছে, বিজেপি পেতে পারে ১২৬ এবং কংগ্রেস ৮৯।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

রিপাবলিক টিভি-জেকেবি বলেছে, বিজেপির ভাগ্যে জুটতে পারে ১০৮ থেকে ১২৮ আসন। আর কংগ্রেস পেতে পারে ৯৫ থেকে ১১৫। নিউজ নেশন বলেছে, বিজেপি পেতে পারে ১০৮ থেকে ১১২টি আর কংগ্রেস পেতে পারে ১০৫ থেকে ১০৯টি আসন। আর ইন্ডিয়া নিউজ-এমপি নেটা বলেছে, বিজেপি পেতে পারে ১০৬ আর কংগ্রেস পেতে পারে ১১২টি আসন।

পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা
পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা

রাজস্থান: এই রাজ্যের আসনসংখ্যা ২০০। ক্ষমতায় রয়েছে বিজেপি। ইন্ডিয়া টুডে-এএমআই ইঙ্গিত দিয়েছে, বিজেপি পেতে পারে ৫৫ থেকে ৭২টি আসন আর কংগ্রেস পেতে পারে ১১৯ থেকে ১৪১টি আসন। টাইমস নাউ-সিএনএক্স বলেছে, বিজেপি পেতে পারে ৮৫, কংগ্রেস ১০৫টি।

আরও পড়ুন: জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ

রিপাবলিক টিভি-জেকেবি বলেছে, বিজেপি পেতে পারে ৮৩ থেকে ১০৩। কংগ্রেস ৮১ থেকে ১০১। আর নিউজ নেশন বলেছে, বিজেপি পেতে পারে ৮৯ থেকে ৯৩ এবং কংগ্রেস পেতে পারে ৯৯ থেকে ১০৩টি আসন।

ছত্তিশগড়: আসনসংখ্যা ৯০। বর্তমান ক্ষমতায় বিজেপি। ইন্ডিয়া টুডে-এএমআই আভাস দিয়েছে, বিজেপি পেতে পারে ২১ থেকে ৩০। কংগ্রেস ৫৫ থেকে ৬৫। টাইমস নাউ-সিএনএক্স বলেছে, বিজেপি ৪৬, কংগ্রেস ৩৫। ইন্ডিয়া টিভি বলেছে, বিজেপি ৪২ থেকে ৫০, কংগ্রেস ৩২ থেকে ৩৮।

নিউজ নেশন বলেছে, বিজেপি ৩৮ থেকে ৪২, কংগ্রেস ৪০ থেকে ৪৪। আর রিপাবলিক টিভি-সি-ভোটার বলেছে, বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৪০, কংগ্রেস ৪০ থেকে ৫০টি আসন।

পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা
পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা

তেলেঙ্গানা: অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হওয়া তেলেঙ্গানা রাজ্যে রয়েছে ১১৯টি আসন। ইন্ডিয়া টুডে-এএমআই বলেছে, টিআরএস পেতে পারে ৭৯ থেকে ৯১, কংগ্রেস-টিডিপি পেতে পারে ২১ থেকে ৩৩। বিজেপি পেতে পারে ১ থেকে ৩টি আসন। টাইমস নাউ-সিএনএক্স বলেছে, টিআরএস ৩৬, কংগ্রেস-টিডিপি ৩৭ এবং বিজেপি ৭টি আসন পেতে পারে।

আরও পড়ুনঃ রাহুলের ‘রাফায়েল’ অ্যাটাকের জবাবে মোদীর হাতে ‘মাইকেল’

রিপাবলিক টিভি-জেকেবি বলেছে, টিআরএস পেতে পারে ৫০ থেকে ৬৫, কংগ্রেস-টিডিপি ৩৮ থেকে ৫২, বিজেপি ৪ থেকে ৭টি আসন। নিউজএক্স-নেটা ইঙ্গিত দিয়েছে, টিআরএস ৫৭, কংগ্রেস-টিডিপি ৪৬ এবং বিজেপি পেতে পারে ৬টি আসন।

পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা
পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় রাহুলের চেয়ে পিছিয়ে মোদী/The News বাংলা

মিজোরাম: উত্তর–পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মিজোরাম। আসনসংখ্যা ৪০। এখানে এখন ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এই রাজ্যে ভারতের জাতীয় দল গুলির সঙ্গে পাল্লা দিয়ে চলছে আঞ্চলিক দল। এই রাজ্যের নির্বাচন নিয়ে বুথফেরত সমীক্ষা করেছে রিপাবলিক টিভি-সি-ভোটার। তাদের সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, আঞ্চলিক দলের জোট এমএনএফ পেতে পারে ১৬ থেকে ২০টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১৪ থেকে ১৮টি আসন।

আরও পড়ুনঃ কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের মরিয়া চেষ্টা বিরোধীদের

এই রাজ্যে অবশ্য মুখোমুখি লড়াই হয়েছে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলের জোটের। তাই এই রাজ্যে কংগ্রেস হারাতে পারে ক্ষমতা। যদিও কংগ্রেসের দাবি তারাই জিততে চলেছে। এখন কার সমীক্ষা মেলে সেটাই দেখা যাবে আগামী ১১ ডিসেম্বরে। মিলে গেলে লোকসভা ভোটের আগে যথেষ্ট চিন্তার মধ্যে রাখবে কেন্দ্রের শাসক দলকে।

]]>