EVM – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 26 Jun 2019 12:19:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg EVM – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ইভিএম থেকে ব্যালটে ফিরে পিছবে না ভারত, লোকসভায় প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/pm-narendra-modi-attack-congress-opposition-at-parliament-about-evm/ Wed, 26 Jun 2019 10:10:21 +0000 https://www.thenewsbangla.com/?p=14465 বুধবার ইভিএম অপপ্রচারের বিরুদ্ধে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন কংগ্রেস নিজেদের পরাজয়ের আত্মসমীক্ষা না করে; ইভিএম এর অপপ্রচার করছে।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন দেশের প্রতি প্রান্ত থেকে বিজেপি এনডিএ জিতেছে; এই জয়ের পিছনে মানুষের বিশ্বাস আছে। পরাজয়ের পরে ইভিএম অপপ্রচার করে দেশের মানুষের রায়কে অপমান করছে বিরোধীরা।

আরও পড়ুনঃ শহীদ সুনিল কালিতায় স্ত্রীকে অশ্লীল মন্তব্যে গ্রেফতার সাহিদ আব্বাস

এ প্রসঙ্গে তিনি আরও বলেন ইভিএম কংগ্রেস জমানাতেই স্বীকৃত। এখন কংগ্রেস পরাজিত হয়ে ইভিএম নিয়ে শোরগোল করছে। এর থেকে স্পষ্ট যে কংগ্রেস নিজেদের পরাজয় মেনে নিতে পারছে না।

প্রধানমন্ত্রী এও বলেন যে ইভিএম নিয়ে অপপ্রচারের জেরে বিভ্রান্ত হচ্ছে সাধারন জনগন। শুধু ইভিএম নয়; ভিভিপ্যাট নিয়েও মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি করছে বিরোধীরা।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফর, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি

বিরোধীদের পরাজয় স্বীকার করার ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। কেন বারবার ‘গণতন্ত্র পরাজিত’ বলা হচ্ছে; এটা দেশের বিশাল জন-গণ-তন্ত্র কে অপমান করা।

বুধবার রাজ্যসভায় মোদী বলেন; এক সময় বিজেপিও হেরেছে; কিন্তু সেই পরাজয়কে স্বীকার করে নিয়েছে তারা। বর্তমান বিরোধীদের মত;
কখন বাহানা খোঁজেনি বিজেপি।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন ‘ অহংকারের সীমা থাকা উচিত’; পরাজিত হবার পরে বিরোধীরা কোনরকম সৌজন্যবোধ দেখায়নি; এমনকি অভিবাদন জানাননি মানুষের রায়কে।

ইভিএম এর বদলে আবার ব্যালটে ফিরে যাবার প্রস্তাব খুবই হাস্যকর। আবার ব্যালটে ফিরে যাওয়া মানে দেশকে পিছনদিকে ঠেলে দেওয়া; যা কোনমতে হতে দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

দেশবাসীর প্রত্যাশা বিজেপি সরকার পূরণ করতে সক্ষম হয়েছে বলেই দেশের মানুষ এই দল্কে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছে। সারা দেশে একছত্র ভাবে ক্ষমতায় এসেছে বিজেপি।

]]>
বাম আমলে ইভিএমের দাবি তোলা মমতার রাম আমলে আবার ব্যালটে ভোটের দাবি https://thenewsbangla.com/mamata-banerjee-demands-for-ballot-voting-demanded-evm-voting-in-left-era/ Tue, 04 Jun 2019 08:02:15 +0000 https://www.thenewsbangla.com/?p=13521 ইভিএম নয়; ব্যালটে ভোট চাই। এমন দাবি নিয়েই; এবার আন্দোলনে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতাই বাম আমলে ইভিএমে ভোটের দাবি তুলেছিলেন। এখন তিনিই ফের ব্যালটে ভোট চাই; বলে দাবি তুলেছেন। বাম আমলে ইভিএমের দাবি তোলা মমতার; রাম আমলে আবার ব্যালটে ভোটের দাবি নিয়েই উত্তাল বাংলা সহ গোটা দেশ।

‘ইভিএম মেশিন চাই না; ব্যালট চাই’। এবার ২১ জুলাইয়ে তৃণমূলের স্লোগান এটাই। সারা দেশব্যাপী আন্দোলন; শুরু হবে বাংলা থেকেই। বঙ্গে এবার বিজেপির বাড়বাড়ন্ত। পালটা কোমর বাঁধছে তৃণমূলও। ইভিএমে কারচুপির অভিযোগকে; অস্ত্র করছে রাজ্যের শাসক দল। আসন্ন একুশে জুলাইয়ের মঞ্চে দলের স্লোগান কী হবে; সেটাও সোমবার ঠিক করে দিয়েছেন তৃণমূল নেত্রী।

ইভিএম নিয়ে ভোটের অনেক আগে থেকেই; সরব হয় বিজেপি বিরোধীরা। ভোটের ফল বেরোতে দেখা গেল; নরেন্দ্র মোদী একাই তিনশো পার। এই প্রেক্ষাপটে, এবার ইভিএম নিয়ে চরম অনাস্থা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে; সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, ইভিএম মেশিনে আগে থেকেই; বিজেপির পক্ষে প্রোগ্রামিং করা ছিল। বিজেপির জয়ের রহস্য উন্মোচনে; ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করারও দাবি তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মমতা সাংবাদিকদের বলেন; ৯৮ শতাংশ ইভিএমে কারচুপি হয়েছে। মমতা বলেন; “ভোটের দিন যে ইভিএম মেশিনগুলো নষ্ট হয়েছিল; সেগুলো পাল্টে যে নতুন মেশিন দেওয়া হয়েছিল সেগুলোর একটিতেও ‘মক পোল’ করা হয়নি। ইভিএম মেশিনগুলোতে আগেই প্রোগ্রামিং করা ছিল”।

এই অভিযোগ তুলে মমতা জানিয়ে দেন যে; এই নির্বাচনের ফল তিনি মানেন না। এর জন্য তিনি ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গড়ার দাবি জানান। বলেন, “ইভিএম মেশিনের ভোট আমি মানি না। ব্যালট পেপারে ফিরতে হবে। এরই দাবিতে আন্দোলন শুরু হবে”।

তবে কে ওই কমিটি গড়বে? সেটা পরিষ্কার করে বলেননি মুখ্যমন্ত্রী। এই কমিটি গড়ার দাবিতে; দেশজুড়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

ইভিএম নয়, ব্যালট চাই। এই স্লোগানকে অস্ত্র করেই এবার ঝাঁপাবে তৃণমূল। বাম আমলে ঠিক এর উল্টো দাবি তুলে আন্দোলনে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলে ইভিএমের দাবি তোলা মমতার; রাম আমলে আবার ব্যালটে ভোটের দাবি।

]]>
নকুলদানার সঙ্গে চলল আতর দাওয়াই, ঘাসফুলে ভোট কিনা গন্ধ শুঁকল তৃণমূল https://thenewsbangla.com/tmc-workers-allegedly-sprays-perfumes-beside-their-symbol-on-evm/ Mon, 29 Apr 2019 08:57:22 +0000 https://www.thenewsbangla.com/?p=11934 চতুর্থ দফা ভোটে সম্পূর্ণ অন্য ছবি দেখলো বাংলা। বহরমপুর, আসানসোল, দুর্গাপুর থেকে শুরু করে বাংলার বিভিন্ন জায়গা থেকে এসেছে অশান্তির খবর। দুই পক্ষের মারামারি থেকে শুরু করে গাড়ি বাড়ি ভাঙচুর সব কিছুই শুরু হয়েছে চতুর্থ দফা ভোটের সকাল থেকেই। কিন্তু বীরভূম লোকসভা কেন্দ্রের মঙ্গলকোট মাজিগ্রামের ভোটারদের সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা হলো।

আঙুল দেখানো নয়, শুঁকে দেখছেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, ইভিএম-এ তৃণমূলের প্রতীকের পাশের বোতামে আগে থেকেই লাগিয়ে রাখা হয়েছিল আতর। ভোট দিয়ে বেরোনোর পরেই আঙুলের গন্ধ থেকেই দলের কর্মীরা বুঝে যাচ্ছেন, তৃণমূলে ভোট দিয়েছেন কি না। তার পর সেই অনুযায়ী দাওয়াই। যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বীরভূমের নানুরে তৃণমূলের গুন্ডাবাহিনীকে লাঠি হাতে পাল্টা দিলেন গ্রামের মহিলারাই

বীরভূম কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটের আগে থেকেই হুমকি, শাসানি, মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আর ভোটের দিন সেই সব শাসানিতে কাজ হয়েছে কিনা সেটা নিশ্চিত হবার জন্যই এই অভিনব কৌশল প্রয়োগের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। মঙ্গলকোটের মাজিগ্রাম অঞ্চলের বকুলিয়ার ১৩২ নম্বর বুথে।

স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, কিছু ভোটকর্মীদের সঙ্গে যোগসাজশ করে তৃণমূল কর্মীরা ইভিএমে দলের প্রতীকের পাশের বোতামে আতর লাগিয়ে রাখে। তৃণমূলে ভোট দিলেই সেই আতরের গন্ধ লেগে যাচ্ছে আঙুলে। এর পর কেউ ভোট দিয়ে বেরোলেই তাঁর আঙুল শুঁকে পরীক্ষা করছে তৃণমূল কর্মীরা। কারও আঙুলে গন্ধ না থাকলেই তাঁকে চিহ্নিত করে রাখা হচ্ছিল বলেও অভিযোগ।

আরও পড়ুনঃ আসানসোলে বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে বিক্ষোভ, পোলিং অফিসার-বাবুল কথা কাটাকাটি

বুথের ২০০ মিটারের মতো দূরে তৃণমূল কর্মীরা রাস্তায় বসে ছিলেন। ভোটাররা বুথে যাওয়ার আগেই তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে মুড়ি-নকুলদানা বা ঘুঘনি-মুড়ির প্যাকেট। বুথের দিকে আর এগোতে দেওয়া হয়নি। ফিরিয়ে দেওয়া হয়েছে বাড়ির পথে। ভোটাররাও অশান্তির ভয়ে ফিরতি পথ ধরেছেন।

অভিযোগ আরও রয়েছে। স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ তুলেছেন, ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীকেও নিজেদের পক্ষে কাজ করাতে তৎপর ছিল তৃণমূল। ভোটের আগের রাতেই তাঁদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয় শাসক দলের তরফে। বিলি করা হয় সিগারেট, প্যাকেটজাত খাবারও।

]]>
ইভিএম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে, ফেক নিউজ ছড়িয়ে ধৃত বিএসপি পোলিং এজেন্ট https://thenewsbangla.com/bsp-polling-agent-booked-for-spreading-fake-news-regarding-evm/ Sat, 13 Apr 2019 03:36:44 +0000 https://www.thenewsbangla.com/?p=10764 ইভিএম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে, ফেক নিউজ ছড়িয়ে ধৃত বিএসপি পোলিং এজেন্ট। দেশে প্রথম এই ধরণের গ্রেফতারের ঘটনা ঘটল। ভুল খবর প্রচার করার জন্য এবার বেশ কড়া নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর

অভিযোগ ছিল বেশ গুরুতর। ইভিএমে বিএসপি প্রার্থীর বাটন টিপলেই সব ভোট যাচ্ছে বিজেপিতে, অভিযোগ ছিল এমনই। তদন্তে জানা গেল, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেক নিউজ ছড়ানো হচ্ছে, যার জেরে গ্রেফতার বহুজন সমাজবাদী পার্টির এক পোলিং এজেন্ট। এই ধরণের ঘটনা বরদাস্ত করা হবে না, জানিয়েছে কমিশন।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে রাহুলের হেলিকপ্টার নামার অনুমতি দিল না রাজ্য সরকার

বৃহস্পতিবার ছিলো লোকসভার প্রথম দফার নির্বাচন। উত্তরপ্রদেশের বিজনৌর লোকসভার অধীন কাসোলি কেন্দ্রে বহুজন সমাজবাদী পার্টির এজেন্ট ধারা সিং অভিযোগ করেন, এভিএম মেশিনে বিএসপি প্রার্থীর বাটন টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে। গুরুতর এই অভিযোগ পেয়ে তদন্তে নামে কমিশন। তদন্তে প্রমাণিত হয় এই খবর ভিত্তিহীন। এরপরেই ফেক নিউজ ছড়ানোর অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ হিন্দু ও বৌদ্ধ ছাড়া দেশ থেকে তাড়ানো হবে বাকি অনুপ্রবেশকারীদের

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া বিবৃতিতে জেলা শাসক অজয় কুমার পান্ডে জানান, তদন্ত করে জানা গেছে অভিযোগকারীর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এরপরেই ধারা সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৭১, ১৮৮ ও ৫০৫ নং ধারায় ভোপা থানায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবারই গ্রেফতার করা হয় ওই পোলিং এজেন্টকে।

আরও পড়ুনঃ অস্ত্র নিয়ে রামনবমী পালন না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না

অভিযোগকারীর বক্তব্যকে নির্বাচন কমিশন প্রথমে গুরুতর ভাবে নিয়েছিল। তারপরেই জেলা শাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়। কাসোলি পোলিং সেন্টার উত্তরপ্রদেশের বিজনৌর লোকসভার অন্তর্গত মীরানপুর বিধানসভার অধীন, যেখানে গত বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ রাজ্যে ভোটে তৃণমূলের সন্ত্রাস, নির্বাচন কমিশন দফতরে মুকুল রায়ের বিক্ষোভ

এরপরেই পরীক্ষায় নেমে প্রমাণিত হয়, ইভিএম সম্পূর্ণ ঠিক আছে। এরপরেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেক নিউজ ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয় বহুজন সমাজবাদী পার্টির ওই পোলিং এজেন্টকে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীকে যারা চাইছেন তারা চোর, জোচ্চোর, বদমায়েশ, বাঁকুড়ায় অভিষেক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীর জিম্মায় থাকবে ইভিএম ও ভিভিপ্যাট https://thenewsbangla.com/evm-and-vvpat-will-be-under-the-control-of-central-force/ Wed, 20 Mar 2019 11:20:36 +0000 https://www.thenewsbangla.com/?p=8899 ২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে গত ১০ই মার্চ। দেশজুড়ে নির্বাচনী বিধি লাগু হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচার নিয়ে চাপানউতর শুরু হয়েছে, অন্যদিকে নির্বাচন কমিশন বিভিন্ন ভাবে পর্যবেক্ষণ করছে সবকিছুই। দেওয়াল লেখা থেকে জনসভার অনুমতি সব দিকেই রয়েছে নির্বাচন কমিশনের পাখির চোখ। এর পাশাপাশি নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন এবং গণনার দিন ইভিএম ও ভিভিপ্যাট কোথায় কীভাবে থাকবে এবং তার নিরাপত্তা কিভাবে হবে সেই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের দফতরে জোর কদমে কাজ করে চলেছে।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

ইভিএমের কমিশনিং হয়ে যাবার পরেই তা চলে যাবে স্ট্রং রুমে। শুধু তাই নয় সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ২৪ ঘন্টা পাহারা দেওয়ার কাজও শুরু হয়ে যাবে সেই মুহূর্ত থেকেই। সেখানে থাকবে দুইস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। যেখানে মূল দরজায় থাকবে সিএপিএফ ও বাইরে পাহারা দেবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। কোনরকমেই রাজ্য পুলিশ ভিতরে আসবে না।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

ভোটের দিন আগে থেকেই প্রত্যেকটি বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাদের নজরদারির মধ্যে সেখানে থাকবে সব আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে। ভোটের আগের দিন ভোট কর্মীরা সেখান থেকে সব তথ্য প্রমাণাদি দিয়ে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে চলে যাবেন সংশ্লিষ্ট বুথের উদ্দেশ্যে। কেবলমাত্র বুথে পৌঁছানোর পরেই কাজ শেষ হচ্ছে না কারোরই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটদান মিটে যাবার পর আবার সেই সব জিনিসপত্র নিয়ে আরসি-তে ফিরে আসবেন ভোট কর্মীরা সেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করেই।

আরও পড়ুনঃ সেন্ট্রাল ফোর্স বছরে এই কয়েকদিন থাকবে, হুমকি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

এখান থেকে তৈরি হবে নতুন নিরাপত্তার বলয়। ইভিএম ও ভিভিপ্যাট সেখান থেকেই সটান চলে যাবে একেবারে স্ট্রং রুমে। স্ট্রং রুমটি আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া থাকবে। স্ট্রং রুমের একটি মাত্র দরজা থাকবে। এমনই জানাচ্ছে নির্বাচন কমিশন। শুধু তাই নয় সেখানে ২৪ ঘন্টা থাকবে নিরাপত্তার ৩টি বলয়। থাকবে সিসিটিভি। কে কখন এল কন্ট্রোল রুমের কাছে, সবকিছুই ধরা পড়বে সিসিটিভিতে। যদিও সেখানে রিটার্নিং অফিসার এবং অবজার্ভার ছাড়া আর কেউই যেতে পারবে না এমনই কিন্তু নির্দেশিকা জারি করা হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

স্ট্রং রুমের মূল দরজার কাছে পৌঁছতে গেলে প্রথমেই রিটার্নিং অফিসার অথবা অবজারভারকে সার্চ করা হবে। তারপরের ধাপে গেলে সেখানে পুনরায় সমস্ত কিছু নথিপত্র খতিয়ে দেখে তার পরেই তৃতীয় বলয় এর দিকে তাদের যাওয়ার অনুমতি দেওয়া হবে। তৃতীয় নিরাপত্তা বলয়ে গিয়ে সেখানে নিজের নাম ঠিকানা ফোন নাম্বার এবং নিজের পদ লিখতে হবে খাতায়। এরপর মোতায়েন থাকা এক সেকশন কেন্দ্রীয় বাহিনী উক্ত ব্যক্তিকে মূল দরজার কাছে নিয়ে যাবে।

আরও পড়ুনঃ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

স্ট্রং রুমের মধ্যে একবার ইভিএম ও ভিভিপ্যাট ঢুকে গেলে স্ট্রং রুমকে সম্পূর্ণ সিল করে দেওয়া হবে। একেবারে গণনার দিন সকালবেলায় সেই সিল অবজার্ভার এবং রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রার্থী বা তার এজেন্টদের সামনে খোলা হবে এবং তারপর একে একে ইভিএম বার করে এনে গণনার কাজ শুরু করা হবে। তবে এই স্ট্রং রুম রিটার্নিং অফিসার এবং অবজারভার ছাড়া প্রত্যেক রাজনৈতিক দলের অনুমতি পাওয়া প্রার্থী ও তার এজেন্টরা দেখতে যেতে পারবেন একই নিয়ম মেনে।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

এই স্ট্রং রুমের এই রকম কঠিন নিরাপত্তা বলয় থাকছে ২৪ ঘন্টাই। যেখানে গণনা কেন্দ্র তৈরি করা হবে সেই গণনা কেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যে কাউকে প্রবেশ করতে গেলে কঠিন নিয়মের বেড়াজালে প্রবেশ করতে হবে। যে নিয়মের বিধি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখে সব রাজনৈতিক দল রিটার্নিং অফিসার ও অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

গণনা কেন্দ্রের থেকে একদম বাইরে মূল রাস্তা পর্যন্ত মোট পাঁচটি স্তরের নিরাপত্তা বলয় থাকছে। একেবারে রাস্তায় থাকবে রাজ্য পুলিশের লাঠি ধারী পুলিশ। তারপরে থাকবে ফ্লাইং স্কোয়াড। এরপর থেকেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। সমস্ত নথিপত্র দেখেই এইখান থেকেই প্রবেশ করতে হবে সকলকে। নিজের পরিচয় পত্র এবং অনুমতি পত্র ছাড়া আর কোন কিছুই নিয়ে প্রবেশ করা যাবে না। বিশেষ করে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না।

আরও পড়ুনঃ বাংলায় নির্বাচন কমিশনের কিছু কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির

এই তৃতীয় বলয় পেরোনোর পর চতুর্থ বলায় হবে মূল চেকিং। সেখানে সব কিছু পরীক্ষা করার পর তার পরে সেখান থেকে ঢুকে যাবে সোজা গণনা কেন্দ্রের ভিতর। স্ট্রং রুম এবং গণনা কেন্দ্র এর মাঝে কোন মতেই রাজ্য পুলিশের কোন কর্তা ব্যক্তি কেউ থাকতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

পাশাপাশি এই তৃতীয় ও চতুর্থ বলয়ের মাঝখানে থাকবে মিডিয়া সেন্টার। সংবাদমাধ্যমের জন্য নিয়ম কিছুটা শিথিল করা হলেও সেখানেও থাকছে বেশ কিছু কড়াকড়ি। ধাপে ধাপে চিত্রসাংবাদিকদের গণনা কেন্দ্রের ভেতর নিয়ে যাবেন নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মীরা এবং কেন্দ্রীয় বাহিনী।

তবে এই প্রথম নির্বাচন কমিশন জানিয়েছে গণনা কেন্দ্রের ভেতর ইভিএম এর ছবি তোলা যাবে না। তবে সকালবেলা গণনার এক ঘন্টা আগে রিটার্নিং অফিসার অফিসার এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের এজেন্টদের পৌঁছাতে হবে। সকলের সামনেই সিল ভেঙ্গে দরজা খুলে বার করে আনা হবে ইভিএম।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

যখন সিল ভাঙ্গা হবে তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই ছবিও ভিডিওগ্রাফি করে নির্বাচন কমিশনে মুহূর্তের মধ্যেই পাঠাতে হবে প্রত্যেক রিটার্নিং অফিসারকে। তাই গোটা দেশজুড়ে যখন রাজনৈতিক চাপানোউতোরে রীতিমতো উত্তেজনার পারদ চড়ছে তখন নির্বাচন কমিশন কিন্তু তার নিজের ঘর গোছানোর কাজ খুব সুন্দর ভাবে ও সন্তর্পনে করে চলেছে।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>