Elephants – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 03 Jan 2019 06:25:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Elephants – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন https://thenewsbangla.com/elephants-are-unable-to-find-tiger-drone-in-the-northern-jungle-safari/ Thu, 03 Jan 2019 06:20:43 +0000 https://www.thenewsbangla.com/?p=5169 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ সম্পূর্ণ ব্যর্থ পোষা কুনকি হাতিরা। ২ দিন পরেও এখনও অধরা চিতাবাঘ শচীন! তাকে ধরতে সম্ভবত ড্রোন উড়তে পারে বেঙ্গল সাফারিতে।

আরও পড়ুন: টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন

৪৮ ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও এখন নজরবন্দি পর্যন্ত হল না চিতা বাঘ শচীন। কিন্তু সাফারি পার্কের তৃণভোজি অঞ্চলের বেশ কিছু জায়গায় বাছাধনের উপস্থিতি উপলব্ধি করেছেন পার্কে কর্মরত বনকর্মী ও আধিকারিকরা। তার ওপরই ভিত্তি করে এখনও পর্যন্ত সে সাফারি পার্কের সীমানার মধ্যেই আছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে

বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা
বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা

তবে বৃহস্পতিবার থেকে তল্লাশির ধরণ কিছুটা পরিবর্তন করে জোর দেওয়া হবে মহারাজকে খাঁচা বন্দি করতে। সেইমত আরও দুই কুনকি হাতি দিয়ে তল্লাশির পাশাপাশি ব্যবহার করা হতে পারে ড্রোন। যেসব অঞ্চলে হাতি কিংবা মানুষের প্রবেশে বাধা রয়েছে সেইসব অঞ্চলে ড্রোন উড়িয়ে চিতা বাঘটির খোঁজ জারি রাখতে চায় পার্ক কতৃপক্ষ। পাশাপাশি সাধারণ পর্যটকদেরও জন্য গত বুধবারের ন্যায় বৃহস্পতিবারও প্রবেশ এবং পার্কে ঘুরে বেড়াতে একই নিয়ম বহাল রাখছে পার্ক।

আরও পড়ুন: ‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম

বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা
বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা

বন্যপ্রানীর সহজাত স্বভাবে আপতত মুক্ত শচীন। আর নেই খাঁচার ভেতরে গন্ডির কাটাতার ও বিদ্যুৎবাহিত চার দেওয়ালের বন্দী দশা। তাই ঘুরে বেরাচ্ছে আপন মনে। “ধরা তো দেবো না” ঠিক এমনটাই হয়তো সিদ্ধান্ত নিয়েছে খোস মেজাজি শচীন। পক্ষান্তরে পার্ক কর্তৃপক্ষও নিজেদের সিদ্ধান্তে অবিচল, “তোমাকে তো খাঁচা বন্দি করবোই বাছাধন”।

আরও পড়ুন: ছেলেকে টিউশনে দিয়ে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণ

বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা
বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা

তাই যেনতেন প্রকারনে সাফারি পার্কের অন্যতম আকর্ষন শচীন নামে চিতা বাঘটিকে ধরতে কোন চেষ্টারই ত্রুটি রাখতে নারাজ পার্ক কর্তৃপক্ষ।
তবে শচীনের পলায়নের পর গত দুদিন ধরে কুনকি হাতি দিয়ে তল্লাশি, ছটি স্কয়্যাড করে তল্লাশি, ১৫ টি খাঁচা পাতা, সাফারি জুড়ে প্রায় সাতটি ট্র্যাপ ক্যামেরা বসানো ইত্যাদি চেষ্টা সব বিফলে।

আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

এবার পার্ক কর্তৃপক্ষ এর নতুন করে সিদ্ধান্ত, অন্যান্য তল্লাশির পাশাপাশি পার্কের ঘন বনাঞ্চলে ব্যবহার করা হতে পারে ড্রোন ক্যামেরা। পাশাপাশি বন্দুক হাতেও নজরদারিতে থাকবে বনকর্মীরা। বুধবারই রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারিয়েট বিনোদ কুমার যাদব সাফারি পার্কের ভারপ্রাপ্ত ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিক ও বনকর্মীদের নিয়ে প্রায় গোটা এলাকা ঘুরে দেখেন।

আরও পড়ুন: নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

এরপরই বিনোদ কুমার যাদব জানান, চিতাবাঘটির খোঁজে বৃহস্পতিবার বেঙ্গল সাফারিতে ড্রোন ব্যবহার করা হতে পারে। তবে এই প্লান-বি তল্লাশি অভিযানে কতটা সাফল্য পেতে পারে সাফারি পার্ক কর্তৃপক্ষ, তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ প্রকাশ করেছে বিভিন্ন মহল।

আরও পড়ুনঃ দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

তবুও শচীন বাছাধনকে খুঁজে পেতে কোন রকম ফাঁক-ফোঁকর রাখতে চাইছে না পার্ক কর্তৃপক্ষ। এখন দেখার আর কত দিনই আপন মেজাজে, নিজের খেয়ালে মুক্ত মনা শচীন থাকবে অবাধ বিচরণে। আপাতত হাতিরা ব্যর্থ হওয়ায় উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন।

]]>
হাতি বাঘ চোরাশিকারি নিয়ে রাজ চক্রবর্তীর ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’ https://thenewsbangla.com/raj-chakrabortys-adventures-of-jojo-with-elephants-tigers-pochars/ Wed, 26 Dec 2018 14:17:22 +0000 https://www.thenewsbangla.com/?p=4771 The News বাংলা, কলকাতা: কুমিরের নাকি অশ্রু হয় না, ‘কুম্ভীরাশ্রু’ মিথ্যে বা মায়া কান্না বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু বাঘাশ্রু? বা হাতিশ্রু? এমন যদি হয়, আপনার বিচ্ছেদে বাঘের চোখে জল কিংবা আপনার বাচ্চাকে চোখের জলে বিদায় জানাচ্ছে তার হাতি বন্ধু! এমন যদি হয়, ঘন জঙ্গলের মাঝে গাছের ডালে রংবেরঙের পাখি, কাঁধের ওপর এসে বসা প্রজাপতি বা হেলতে দুলতে আসা হাতি পিঠে চড়িয়ে বেড়াতে নিয়ে যাচ্ছে? কেমন হয় তাহলে?

আরও পড়ুনঃ ‘বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ’

বাস্তবে যদি নাও হয়, আপনার খুদের হাত ধরে রুপোলি পর্দায় দেখে নিতে পারেন ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’। ‘বাংলায় শিশুদের জন্য ভালো সিনেমা হয় না’, অভিযোগকে ছুঁড়ে ফেলে পরিচালক রাজ চক্রবর্তী বানিয়েছেন ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’। উৎসবের মরশুমে সপরিবারে দেখুন রাজের নতুন ভেঞ্চার।

হাতি বাঘ চোরাশিকারি নিয়ে রাজ চক্রবর্তীর 'অ্যাডভেঞ্চারস অফ জোজো'/The News বাংলা
হাতি বাঘ চোরাশিকারি নিয়ে রাজ চক্রবর্তীর ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’/The News বাংলা

যে সমাজে একজন মানুষ আর একজন মানুষের বাঁচার অধিকার নিয়ে চিন্তিত নয়, সেখানে বন্যপ্রাণীর বাঁচার অধিকার নিয়ে ছোটদের জন্য সিনেমা! পরিচালক রাজ চক্রবর্তীর আরও একটি নতুন সাহসী পদক্ষেপ। ‘চাঁদের পাহাড়’ বা ‘আমাজন অভিযান’ এর পর বাংলা চলচ্চিত্রে ‘অ্যাডভেঞ্চার অফ জোজো’ একটি অন্য স্বাদের গল্প।

আরও পড়ুনঃ বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

বন্যপ্রাণী সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ, সেটা সুন্দরভাবে বুনে দেওয়া রয়েছে চিত্রনাট্যে। তার সাথে পারিবারিক সৌহার্দ্য ও সম্পর্কের উষ্ণতাকেও মিশিয়ে দেওয়া হয়েছে। যে উপলব্ধি শুধুমাত্র খুদে নয়, প্রাপ্তবয়স্কদেরও ভীষণভাবে দরকার।

আরও পড়ুনঃ বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

গল্পটা এমন, অসুস্থ ঠাম্মার চিকিৎসার জন্য বাবা-মা ঠাম্মাকে নিয়ে ভিনরাজ্যে গেলে জোজো(যশজীৎ) বড়পাহাড়ির জঙ্গলে চা বাগানের মাঝে তার জেঠুর বাড়িতে যায় কয়েকদিনের জন্য। সেখানেই তার সব অ্যাডভেঞ্চার।

হাতি বাঘ চোরাশিকারি নিয়ে রাজ চক্রবর্তীর 'অ্যাডভেঞ্চারস অফ জোজো'/The News বাংলা
হাতি বাঘ চোরাশিকারি নিয়ে রাজ চক্রবর্তীর ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’/The News বাংলা

সেখানে জেঠতুতো দুই দাদা বুবুন আর তুতুন। তারা সারাক্ষণ ‘পড়া পড়া খেলা’ নয়, পড়া পড়ায় বুঁদ হয়ে থাকে। আর অঙ্কে ১০০ তে ১০০ পায়। জোজোকে দেখলেই পড়া ধরে, যা তার মাথার উপর দিয়ে বেড়িয়ে যায়। জোজোর পছন্দ জঙ্গল আর পশু পাখি।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

এই নেশাতেই খুদে নায়ক জোজো অ্যাডভেঞ্চার এর নেশায় জঙ্গলের বন্ধু শিবুর সঙ্গে হাতির পিঠে চড়ে পৌঁছে যায় জঙ্গলের একেবারে গভীরে। বাঘ সিংহ এর কোর এরিয়ায়। যেখানে হিংস্র বাঘ, চিতা বাঘ, সাপ, নেকড়ে আর ততোধিক হিংস্র চোরাশিকারিদের রাজত্ব।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

জঙ্গলে গিয়ে জোজো জানতে পারে বাঘ চেঙ্গিসের কথা, যাকে মেরে ছাল ছাড়িয়ে নিতে চায় পোচাররা বা চোরাশিকারিরা। আর সেই শুনেই চোরাশিকারিদের হাত থেকে বাঘ চেঙ্গিসকে বাঁচাতে ঝাঁপিয়ে পরে ছোট্ট জোজো ও তার জঙ্গলের বন্ধু শিবু।

আরও পড়ুন: বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

জোজো আর তার বন্ধু শিবু কি বাঁচাতে পারবে চেঙ্গিসকে? সেটা দেখতে হলে আপনাকে আপনার খুদের হাত ধরে যেতে হবে সিনেমা হলে। ছবিতে যশজীৎ এর মিষ্টি অভিনয় বেশ মনকাড়া। শিবুর চরিত্রে সামিউলের মুখে বন্য মায়া। দুষ্টু লোকের চরিত্রে রুদ্রনীল ঘোষ স্বমহিমায়। বাকিরাও বেশ সাবলীল।

আরও পড়ুনঃ মারা গেলেন হাল্ক-স্পাইডারম্যানের ‘বাবা’

কিছু কিছু জায়গায় ফিল্মের স্বার্থে একটু আধটু কল্পকাহিনী থাকলেও, এ ছবি অবশ্যই দেখতে যান আপনার খুদের হাত ধরে। ভীষণ মজা পাবেন। তার চেয়েও বেশি মজা পাবে আপনার ছোট্ট শিশুটি। শিশুদের হাতে বড় বড় গুণ্ডাদের ঘায়েল হবার অবাস্তবতা কিছুটা থাকলেও তাতে আপনার ও আপনার বাচ্চার বিন্দুমাত্র খারাপ লাগবে না। তবে ফ্র্যানচাইজি গড়ে ওঠার বিচারে এই ঘোড়ার দৌড় লম্বা কিনা, তাতে সন্দেহ থাকল।

আরও পড়ুনঃ অবশ্যই জেনে রাখুন বাচ্চার কাশি ও হাঁপানি নিয়ে ডাক্তারের পরামর্শ

তবে জেলা ও শহরের হলগুলিতে ভিড় হলেও এখনও ‘ঠিক তেমন’ দর্শক দেখা যাচ্ছে না। আপনি আর দেরি না করে, ছেলেমেয়েদের হাত ধরে দেখে আসুন ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’। না হলে আপনি আপনার শিশুর মূল্যবান হাসিমুখ ‘মিস’ করবেন। পরে বলবেন না, ‘বাংলায় শিশুদের জন্য ভালো কোন ফিল্ম হয় না’। সাহসী পদক্ষেপের জন্য হ্যাটস অফ টু পরিচালক ‘রাজ চক্রবর্তী’ ও প্রযোজকদের।

]]>