Elephant Teeth – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 02 Jan 2019 18:28:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Elephant Teeth – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পশু পাচারকারির কাছ থেকে কোটি টাকার হাতির দাঁত উদ্ধার https://thenewsbangla.com/recovery-of-crores-of-elephant-teeth-from-animal-traffickers/ Wed, 02 Jan 2019 18:23:48 +0000 https://www.thenewsbangla.com/?p=5146 The News বাংলা, শিলিগুড়িঃ ফের শিলিগুড়িতে বন্যপ্রানীর দেহাংশ সহ ধৃত এক। এবার বহুমূল্যের হাতির দাঁত সহ এক ট্রাক চালককে আটক করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। উদ্ধার হওয়া হাতির দাঁতের পরিমান প্রায় ১৭কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। ধৃতকে বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

আরও পড়ুন: টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন

পশু পাচারকারির কাছ থেকে কোটি টাকার হাতির দাঁত উদ্ধার/The News বাংলা
পশু পাচারকারির কাছ থেকে কোটি টাকার হাতির দাঁত উদ্ধার/The News বাংলা

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সুত্রে জানা গেছে, গোপন সুত্রে খবরের ভিত্তিতে বুধবার রাত ১টা নাগাদ শিলিগুড়ি ঘোষপুকুর অঞ্চলের জাতীয় সড়কের ওপর অভিযান চালায় তারা। তাতে বেঙ্গল নম্বারের অসম থেকে আসা একটি কনটেনার ট্রাককে আটক করে তারা। তল্লাশির চালানোর সময় তাতেই কালো চা পাতার নিচে লোকানো অবস্থায় হাতির দাঁতের সন্ধান পায় রাজস্ব গোয়েন্দা দপ্তর।

আরও পড়ুন: শুধুই হ্যাপি নিউ ইয়ার নয়, ১লা জানুয়ারী ঠাকুর শ্রী রামকৃষ্ণের কল্পতরু উৎসবও

কিছুদিন আগেই উদ্ধার হওয়া হাতির দাঁত/The News বাংলা
কিছুদিন আগেই উদ্ধার হওয়া হাতির দাঁত/The News বাংলা

আরও পড়ুন: নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির

মোট চারটি টুকরোতে কনটেনারের বিভিন্ন জায়গায় লোকানো ছিল ওই আভভরি হাতির দাঁত। চার টুকরোর ওই হাতির দাঁতের মোটা পরিমান ১৬.৯৬২ কেজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, অসমের গৌহাটির এক ব্যক্তি অসমের বাইহাতা অঞ্চলের চৌরাস্তা মোড়ে তাকে ওই দাঁতগুলি কলকাতায় পাচারের জন্য দিয়েছিলো।

আরও পড়ুনঃ শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

সেইমত সে চা পাতার কনটেনারে চা পাতার নিচে লুকিয়ে নিয়ে যাচ্ছিল কলকাতা। কিন্তু পাচারের আগেই ধরা পরে যায়। রাজস্ব গোয়েন্দা দপ্তরের প্রাথমিক তদন্তে জানা গেছে যে, অসামের বনভূমিতে বিচরন করা হাতিদের কাছ থেকে ওই দাঁত গুলি কেটে বের করে আনা হয়েছে। এবং বাংলাদেশের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে চূড়ান্ত পাচারের জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল দাঁত গুলিকে।

আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

এগুলির বর্তমান আন্তর্জাতিক বাজার মুল্য ১ কোটি ৬৯ লক্ষ টাকা। উল্লেখ্য, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর ইতিমধ্যেই চলতি আর্থিক বছরে এই ধরনের চারটি ক্ষেত্রে ডিআরআই ৩৮.৬০৪ কেজি হাতির দাঁত উদ্ধার করেছে। যার বাজার মূল্য কয়েকশ কোটি টাকা। সেই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিআরআই আধিকারিকদের বক্তব্য আগামি দিনেও এধরনের অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুনঃ দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

]]>
কোটি টাকার হাতির দাঁত সহ এক মহিলা পাচারকারী গ্রেপ্তার https://thenewsbangla.com/woman-trafficker-arrested-with-millions-rupees-of-elephant-teeth/ Fri, 14 Dec 2018 17:00:16 +0000 https://www.thenewsbangla.com/?p=4202 The News বাংলা, শিলিগুড়িঃ কোটি টাকার হাতির দাঁত সহ এক মহিলা পাচারকারী গ্রেপ্তার। আরও এক পাচারকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। দুই জনকেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে বামাল সমেত গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: ‘অশিক্ষিত রাজনীতিবিদ’ কলঙ্ক ঘোচাতে বুড়ো বয়সে মাধ্যমিকে

প্রায় ১১ কেজি হাতির দাঁত সহ দুজনকে গ্রেফতার করলো কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দপ্তরের শিলিগুড়ি শাখা। কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দফতর সূত্রে জানা গেছে, ধৃতদের একজন মহিলা ও অন্যজন পুরুষ। দুই জনের নাম পালি রংপিপি ও নজরুল ইসলাম। দুজনেই অসমের বাসিন্দা বলে জানা গেছে। দুই জনকেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ট্রেনের মধ্যে থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বাংলায় উদ্বাস্তুদের নিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু করল বামফ্রন্ট

গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে, কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দফতর নিউ জলপাইগুড়ি স্টেশনে কামরূপ এক্সপ্রেস এর এসি কম্পার্টমেন্টে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। তাদের কাছ থেকে ১০ কেজি ৪৪৮ গ্রাম হাতির দাঁত উদ্ধার করে রাজস্ব দপ্তর। তাদের সীটের নিচ থেকে উদ্ধার হয় কয়েক টুকরো হাতির দাঁত।

আরও পড়ুনঃ রাহুলের হার রাফায়েলে সুপ্রিম কোর্টে জয় নরেন্দ্র মোদীর

জানা গেছে, ওই হাতির দাঁতের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪ লক্ষ ৪৮ হাজার টাকা। কেন্দ্রীয় রাজস্ব ও শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, অসমের নলবাড়ি জঙ্গল থেকে আনা হয়েছিল এই হাতির দাঁত গুলিকে। কামরূপ এক্সপ্রেস করে অসম থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুন: বিধায়কের গাড়িতে বোমা গুলির ‘শুট আউট’ এর তদন্তে সিআইডি

সেখানে গিয়ে বাবুভাই নামে এক ব্যাক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল। তারপর সেগুলো কলকাতা থেকে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতে পাঠান।

আরও পড়ুন: কৃষক অসন্তোষে বিজেপির হার থেকে শিক্ষা নিল তৃণমূল

কলকাতায় এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত তা নিয়েও তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। এর পিছনে বড় একটা চক্র কাজ করছে বলেই সন্দেহ গোয়েন্দাদের। রাজ্য জুড়ে চক্রের চাঁইদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

]]>