ElectionCommission – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 09 Oct 2022 07:32:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg ElectionCommission – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপির মুখে হাসি, শিবসেনার নির্বাচনী প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন https://thenewsbangla.com/udhav-thackeray-eknath-shindey-trouble-election-commission-freezes-shiv-sena-symbol/ Sun, 09 Oct 2022 07:30:36 +0000 https://thenewsbangla.com/?p=16918 বিজেপির মুখে হাসি, শিবসেনার নির্বাচনী প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন। উদ্ধব ঠাকরে-একনাথ শিন্ডে লড়াই, যার জেরে শিবসেনার দলীয় প্রতীক ‘তীর ধনুক’ বাজেয়াপ্ত করার ঘোষণা করল নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং একনাথ শিন্ডে গোষ্ঠীর মধ্যে, রাজনৈতিক লড়াই ও টানাপোড়েন এখনও অব্যহত। পুরো পরিস্থিতি দেখে এবার শিবসেনার দলীয় প্রতীক, বাজেয়াপ্ত করার নির্দেশ দিল, নির্বাচন কমিশন। ১০ অক্টোবর বেলা ১টার মধ্যে, দুই শিবিরকেই নিজেদের নিজস্ব দলীয় প্রতীক, জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের অর্থ, রাজনৈতিক মহলে মোটামুটি স্পষ্ট। আগামী ৩ নভেম্বর অন্ধেরি পূর্ব নির্বাচনী কেন্দ্রে যে উপনির্বাচন হওয়ার কথা, তাতে ঠাকরে শিবির বা শিন্ডে শিবির কেউই শিবসেনার নিজস্ব ‘তীর-ধনুক’ প্রতীক ব্যবহার করতে পারবে না। মাসচারেক আগে তৎকালীন ক্ষমতাসীন শিবসেনা দল থেকে বেরিয়ে, বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন একনাথ শিন্ডে। বিজেপির সঙ্গে যৌথভাবে ক্ষমতায় আসে, একনাথ শিন্ডে-র দল। নতুন মুখ্যমন্ত্রী হন শিন্ডে।

তাঁর দাবি ছিল, তিনি-ই অকৃত্রিম শিবসেনা। যদিও সেই দাবি খারিজ করে দেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুরু হয় শিবসেনার দলীয় প্রতীক নিয়ে তরজা। এদিন অন্তর্বর্তী নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, “দুই শিবিরকেই উপ-নির্বাচনের জন্য আলাদা প্রতীক দেওয়া হবে”। নির্বাচন কমিশনের ঘোষিত ‘ফ্রি সিম্বল’-র তালিকা থেকে, দুই শিবিরকে প্রতীক দেওয়া হবে। সেই মর্মেই ১০ অক্টোবর বেলা ১টার মধ্যে, দু-পক্ষকেই নিজেদের প্রতীক জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

]]>
ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার, জম্মু কাশ্মীরে বড় ঘোষণা নির্বাচন কমিশনের https://thenewsbangla.com/jammu-kashmir-non-locals-will-get-voting-rights-with-bhumiputra-big-announcement-of-jk-election-commission/ Thu, 18 Aug 2022 08:20:56 +0000 https://thenewsbangla.com/?p=16223 ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার, জম্মু-কাশ্মীরে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। এই প্রথমবার, ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার। জম্মু-কাশ্মীর নিয়ে, ঐতিহাসিক ঘোষণা নির্বাচন কমিশনের। বুধবার এই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক হৃদেশ কুমার জানান, রাজ্যে বসবাসকারী দেশের অন্যপ্রান্তের লোকজনও, এবার ভোটাধিকার পাবেন। এই ঘোষণার পরেই, শুরু হয়েছে বিতর্ক। প্রতিবাদে সরব হয়েছে, কাশ্মীরের রাজনৈতিক দলগুলি।

মনে করা হচ্ছিল, চলতি বছরের শেষের দিকেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জম্মু-কাশ্মীরে। দ্রুত নির্বাচনের দাবিও জানাচ্ছিল, কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। কিন্তু বিরোধীদের চাপ সত্ত্বেও, এবছর সম্ভবত নির্বাচন হচ্ছে না কেন্দ্রশাসিত এই প্রদেশে। নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ, একমাস পিছিয়ে দেওয়াতেই এই পরিস্থিতি।

আরও পড়ুন; ‘খেলা হচ্ছে’, কলকাতায় ৩০টি জায়গায় একসঙ্গে অভিযান চালাচ্ছে আয়কর দফতর

জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক হৃদেশ কুমার জানান, “জম্মু-কাশ্মীরের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য, ‘ডোমিসাইল সার্টিফিকেট’ লাগবে না। জম্মু-কাশ্মীরে কর্মরত সশস্ত্র বাহিনীর জওয়ানরাও, ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। বাইরে থেকে আসা চাকুরিজীবী, পড়ুয়ারাও ভোট দিতে পারবেন। এই সিদ্ধান্তে, ২৫ লক্ষ নতুন নাম ভোটার তালিকায় ঢুকবে”।

এই ঘোষণার পরই, প্রতিবাদে সরব হয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। তাঁদের অভিযোগ, ভিনরাজ্য থেকে ভোটার আমদানি করে, নির্বাচনের ফলাফল প্রভাবিত করতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কাশ্মীরের বিশেষ মর্যাদা, ৩৭০ ধারা বাতিল হওয়ার পর, দেশের অন্য রাজ্যের মতোই নিয়ম চালু হয়েছে এখানেও।

]]>