Election – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 16 May 2019 13:04:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Election – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ফের কালো টাকা উদ্ধার করল লালবাজার গোয়েন্দা বিভাগ https://thenewsbangla.com/lalbazar-detective-department-kp-recovered-black-money-before-election/ Thu, 16 May 2019 12:40:11 +0000 https://www.thenewsbangla.com/?p=12975 ভোটের মধ্যেই কোটি কোটি টাকা উদ্ধার বাংলায়। কদিন আগেই আসানসোল ষ্টেশনে ১ কোটি টাকা উদ্ধার হয়। তার আগেও বিভিন্ন দফার ভোটের আগে, বড়বাজার ও কলকাতার অন্যান্য জায়গা থেকে; কোটি কোটি টাকা উদ্ধার হয়। এত টাকা আসছে কোথা থেকে? যেতই বা কোথায়? উঠে গেছে প্রশ্ন।

গতকাল বিশেষ সূত্র মারফত খবর আসে লালবাজারের গোয়েন্দা বিভাগে; কলকাতার বড়বাজার থানা এলাকায় হাতবদল হতে চলেছে বিপুল পরিমাণ নগদ কালো টাকা; লালবাজার গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশন এবং গুন্ডা দমন শাখার অফিসাররা সাদা পোশাকে কড়া নজরদারি চালান বড়বাজার থানা এলাকায়।

ওয়াচ সেকশনের অফিসাররা কুণাল কুমার ও রাহুল কুমার নামের দুই সন্দেহভাজনকে মীর বাহার ঘাট রোড এবং স্ট্র্যান্ড রোড ক্রসিংয়ে আটক করে; তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট নগদ ৬৫ লক্ষ টাকা।

গুন্ডা দমন শাখার অফিসাররা ৪৬ নং স্ট্র্যান্ড রোড এলাকায় মোহন আগরওয়াল নামের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা; কীভাবে তাদের কাছে এই বিপুল পরিমাণ টাকা এল; তার কোনও সদুত্তর দিতে পারেনি তারা।

গ্রেপ্তার করা হয়েছে তিনজন টাকা পাচারকারীকেই; উদ্ধার হয় মোট নগদ ১ কোটি ৫০ হাজার কালো টাকা; কলকাতা পুলিশের তরফ থেকে ধৃতদের তিন অভিযুক্তের ছবি ও বাজেয়াপ্ত হওয়া নগদ টাকার ছবি প্রকাশিত করা হয়েছে।

ঠিক একই ভাবে কয়েকদিন আগে লালবাজারের গোয়েন্দা বিভাগে কাছে কালো টাকার খবর আসে; সেবারেও উদ্ধার হয় বিপুল পরিমান টাকা; গ্রেপ্তার করা হয় চার জন টাকা পাচারকারীকে। কীভাবে তাদের কাছে এই বিপুল পরিমাণ টাকা এল; তার কোনও সদুত্তর দিতে পারেনি তারা।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়; কলকাতার বিভিন্ন প্রান্তে হাতবদল হতে চলেছে বিপুল পরিমাণ নগদ কালো টাকা। গোয়েন্দা বিভাগের পাঁচটি দল; কলকাতার মোট ১২টি এলাকায় তল্লাশি চালায়। বড়বাজার থানা এবং পোস্তা থানার অন্তর্গত ৪টি এলাকা থেকে; উদ্ধার হয় নগদ ১ কোটি ছয় হাজার টাকা।

কিন্তু ভোটের বাজারে এত কালো টাকা কোথা থেকে আসছে সেই নিয়ে নানান প্রশ্ন উঠছে সাধারণ জনগনের মনে। প্রতিবারেই ধৃত ব্যক্তির কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না।

সৌজন্যে: কলকাতা পুলিশ

]]>
বাংলায় ভোটে সত্যজিত রায়ের গুপি বাঘার শরণাপন্ন হল নির্বাচন কমিশন https://thenewsbangla.com/election-commission-depends-on-satyajit-rays-gupi-bagha-for-bengal-polls/ Fri, 19 Apr 2019 14:56:44 +0000 https://www.thenewsbangla.com/?p=11226 বাংলায় ভোটে সত্যজিত রায়ের গুপি বাঘার শরণাপন্ন হল বাংলার মুখ্য নির্বাচনী অফিসার দফতর বা নির্বাচন কমিশন। গুপি বাঘার মত অভিনয় করে ভোট দেবার প্রচার করছেন দুই অভিনেতা, এমন একটা ভিডিও প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন। তবে অনেকেই মজা করে বলছেন, গুপি বাঘা নয়, বাংলার ভোটের বুথে হিংসা ও সন্ত্রাস বন্ধ করতে পারে একমাত্র ভূতের রাজা।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর

দেখুন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার দফতর থেকে প্রকাশিত গুপি বাঘাকে নিয়ে সেই ভিডিও টিজারঃ

সত্যজিৎ রায় কেবলমাত্র বাংলারই নন। তিনি বিশ্ব বরেণ্য চিত্র পরিচালক। তাঁর তৈরি করা যে সব সিনেমা আছে তার মধ্যে গুপী গাইন বাঘা বাইন আজও সকলের মন জয় করে নেয়। আর এবার নির্বাচন কমিশন সেই গুপী বাঘা কে নিয়েই মানুষকে ভোট দানের জন্য সচেতন করার উদ্যোগ গ্রহণ করল। গুপি বাঘাকে নিয়ে এবার ভোটারদের বুথে যাবার টিজার বের করল রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার দফতর বা সিইও দফতর।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

নির্বাচন কমিশন ২০১৯ এর লোকসভা নির্বাচনে তাদের মূল লক্ষ্য রেখেছিল দেশের প্রত্যেক ভোটারকে ভোটদান কেন্দ্রের নিয়ে যাওয়া। ইতিমধ্যেই নির্বাচন কমিশন অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সারা রাজ্য জুড়ে। এবার দ্বিতীয় দফার নির্বাচনের পর গুপি বাঘা কে সঙ্গে করে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। তাদের গান আর ঢাকের মাধ্যমে রাজ্যবাসীকে ভোট দেবার জন্য উৎসাহিত করছে কমিশন।

আরও পড়ুনঃ ভোটের পরেও অশান্ত চোপড়ায় গুলির লড়াই, গুলিবিদ্ধ সপ্তম শ্রেণীর ছাত্র

আর দেরি নয় এবার ভোটদান কক্ষে গিয়ে নিজের ভোট দিতে হবে নিজের হাতেই। নিজের ভোট নিজে দিন। এই প্রচার করতেই, ছোট্ট একটি ভিডিও ক্লিপ বানিয়ে গুপি বাঘার মাধ্যমে মানুষের কাছে তাঁরা পৌঁছতে চাইছেন বাকি পাঁচ দফার সকল ভোটারের কাছে। এইভাবেই বাংলায় ভোটে সত্যজিত রায়ের গুপি বাঘার শরণাপন্ন হল বাংলার মুখ্য নির্বাচনী অফিসার দফতর বা নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ভোটের দায়িত্বে থাকা অর্ণব রায়ের উধাও হওয়া ফিরিয়ে এনেছে রাজকুমার রায়ের স্মৃতি

তবে মুখ্য নির্বাচনী অফিসার দফতর এর এই টিজার দেখে ও প্রথম দুই দফার ভোটে বেশ কিছু জায়গায় হিংসা ও সন্ত্রাস দেখে সাধারণ ভোটাররা অবশ্য বলছেন, গুপি বাঘা নয়, সরাসরি ভূতের রাজার শরণাপন্ন হতে পারত বাংলার মুখ্য নির্বাচনী অফিসার দফতর বা নির্বাচন কমিশন। তাহলে বুথের বাইরে ও ভিতরে ঢুকে নৃত্য করা দলের ভূতগুলোকে শায়েস্তা করতে পারত ভূতের রাজা। যেটা সবটা পারছে না নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস https://thenewsbangla.com/political-row-erupts-over-it-raids-on-congress-leaders-offices-before-election/ Tue, 09 Apr 2019 07:46:00 +0000 https://www.thenewsbangla.com/?p=10340 মধ্যপ্রদেশের পর এবার আয়কর দফতরের নজরে দিল্লি। দিল্লিতে ২৩০ কোটি বেনামি লেনদেনের হদিশ মিলেছে। ভোটের এক দিন আগে আরও বিব্রত কংগ্রেস। কমলনাথের পর অস্বস্তি বাড়ল আহমেদ প্যাটেলের। ভোপালে কালো টাকা কাণ্ডে নাম জড়াল কংগ্রেস নেতা ঘনিষ্ঠদের। হাওয়ালার মাধ্যমে ২০ কোটি টাকার লেনদেন। আয়কর দফতরের নজর তুঘলক রোডের পার্টি অফিসে।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

বিপুল পরিমাণ অর্থের একটি অংশ, প্রায় ২০ কোটি টাকা দিল্লিতে একটি রাজনৈতিক দলের অফিসে পাঠানো হচ্ছিল, জানিয়েছে আয়কর দফতর। যা হাওয়ালার মাধ্যমে নয়াদিল্লির তুঘলক রোডের এক সিনিয়র নেতার বাড়ি থেকে রাজনৈতিকদলের সদর দফতরে পাঠানো হচ্ছিল। জানানো হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর পক্ষ থেকে। যদিও রাজনৈতিক দল এবং তাদের সিনিয়র নেতা সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

কি বলছে আয়কর দফতর, দেখুনঃ

ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস/The News বাংলা
ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস/The News বাংলা

এই নগদের একটা অংশ কংগ্রেসের দিল্লি সদর দফতরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ২০ কোটি টাকা, যা হাওয়ালা চ্যানেলের মাধ্যমে দিল্লির তুঘলক রোডে কংগ্রেসের প্রবীণ কর্মকর্তার বাড়ি থেকে পাঠানো হয়েছে বলে খবর। আয়কর দফতরের নজরে এবার তুঘলক রোডের পার্টি অফিস।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

গত দুদিন ধরে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে আয়কর দপ্তর একটি ‘সুবিস্তৃত’ ও ‘সুসংগঠিত’ চক্রের সন্ধান পেয়েছে। ওই চক্রের সঙ্গে নগদ ২৮১ কোটি টাকা জড়িয়ে রয়েছে যার কোনও হিসাব মেলেনি। আয়কর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ জুড়ে তল্লাশি চালিয়ে ২৮১ কোটির টাকা চোরাচালানের হদিশ পেয়েছে আয়কর দপ্তর।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

আয়করের দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বিপুল পরিমাণ টাকার একটা অংশ একটি বড় রাজনৈতিক দলের দিল্লির কার্যালয়ে গিয়েছে। তার মধ্যে ২০ কোটি টাকা দিল্লির তুঘলক রোডের এক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়ি থেকে হাওলার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু নগদ নয়, সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের বাঘের চামড়া, ২৫২ বোতল মদ এবং কিছু অস্ত্রও উদ্ধার হয়েছে।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

আয়কর দপ্তরের বিবৃতি অনুসারে দুদিনের হানায় যা যা আটক করা হয়েছে, তার মধ্যে রয়েছে বাঘের চামড়া, হিসাব–বহির্ভূত নগদ ১৪.৬০ কোটি টাকা, ২৫২ বোতল মদ এবং কিছু আগ্নেয়াস্ত্র। তার সঙ্গে পাওয়া গিয়েছে হাতে লেখা ডায়েরিতে অর্থ সংগ্রহ এবং অর্থ দেওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য, কম্পিউটার ফাইল এবং কিছু এক্সেল শিট।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রবীণ কাক্কার এবং প্রাক্তন পরামর্শদাতার বাড়িতে তল্লাশি চলে। ইন্দোর এবং দিল্লিতে দু’‌জনের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। ওই ঘটনার কিছু দিন আগে কর্নাটকে জেডিএস–কংগ্রেস সরকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত কয়েকজনের বাড়িতে তল্লাশি চালায় দপ্তর। দুটি ঘটনাতেই শাসককে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ ভোটের আগে কেন্দ্রীয় সরকার ভয় দেখাতে চাইছে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে ভোটকর্মীদের কিছু হলে সম্পূর্ণ দায়ি থাকবেন সেই জেলার জেলাশাসক

এরপরেই আয়কর দফতরের নজর পড়ে দিল্লিতে। দিল্লিতে ২৩০ কোটি বেনামি লেনদেনের হদিশ মিলেছে। আয়কর দফতরের নজর তুঘলক রোডের পার্টি অফিসে। ভোটের বাজারে কংগ্রেসকে বদনাম করতে বিজেপি চক্রান্ত করছে, অভিযোগ কংগ্রেসের। আইন আইনের কাজ করছে, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে মমতার পুলিশ দিয়েই ভোট হবে রাজ্যে https://thenewsbangla.com/election-commission-cancel-complaints-from-opppsition-use-state-police-in-booths/ Sat, 06 Apr 2019 07:16:11 +0000 https://www.thenewsbangla.com/?p=10150 শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বিরোধীদের দাবি উড়িয়ে দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও থাকবে বুথে। যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, সেখানে শুধুই রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। পরিস্কার জানিয়ে দিল রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার দফতর। আর তাই দেখেই বিভিন্ন জল্পনা শুরু রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

তৈরী হয়ে গিয়েছিল পরিকল্পনা। সেই পরিকল্পনা নির্দেশিকার আকারে চলে গিয়েছিল জেলায়। কিন্তু প্রথম দফার ভোটের সেই পরিকল্পনা নিয়ে আপত্তি আছে নির্বাচন কমিশনের। সূত্রের খবর তেমনটাই। নতুন করে পরিকল্পনা তৈরির জন্য কোচবিহারের তাই আনা হলো নতুন পুলিশ অবজারভার।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

দুজন পুলিশ অবজারভার এখন জেলায়। প্রথম দেখার ভোটের নিরাপত্তা পরিকল্পনায় তিনি বেশ কিছু পরামর্শ দেবেন বলে সূত্রের খবর। শুক্রবারই নতুন পুলিশ অবজারভার শুরু করে দিয়েছেন কাজ। কিন্তু বুথে থাকবে রাজ্য পুলিশও, এই ঘোষণায় ‘মোদী মমতা চুক্তি’ নিয়ে সরগরম বাম ও কংগ্রেস।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

লোকসভা নির্বাচনে বেশিরভাগ বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র স্পর্শকাতর বুথগুলোতেই থাকবে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। বাকি সব বুথে থাকতে চলেছে রাজ্য পুলিশের অস্ত্রধারী কনস্টেবলরা। ইতিমধ্যেই ADG আইন শৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তা আলিপুরদুয়ার, কোচবিহার সহ বেশ কিছু জেলার পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দিয়েছেন ভোটের সুরক্ষা ব্যবস্থার প্ল্যান।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

সেই চিঠি বলছে, এবার লোকসভা ভোটে সুরক্ষার প্রশ্নে প্রাধান্য পাবে রাজ্য পুলিশ। আর এক কিম্বা দুই বুথ থাকা ভোট প্রেমিসেসে শুধুমাত্র থাকবে কেন্দ্রীয় বাহিনী। তিন চার কিংবা পাঁচ বুথ বিশিষ্ট পোলিং প্রেমিসেসে থাকবে শুধুই রাজ্য পুলিশ। আর এই ঘোষণার পরেই তৃণমূল- বিজেপি ঘোঁট নিয়ে মুখ খুলেছে বামেরা।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

ADG আইন-শৃঙ্খলা প্রথম দুই দফা ভোটের জন্য যে বিন্যাস পাঠিয়েছেন, তা বলছে জলপাইগুড়ির যে অংশে প্রথম দফায় ভোট হবে তার ২৪৪ টা প্রেমিসেসের ৩০৫ টি বুথে থাকবে মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে বুথে মোতায়েন থাকবে মোট ৬ সেকশন অর্থাৎ ৪৮ জন কেন্দ্রীয় বাহিনীর সদস্য।

আরও পড়ুনঃ মোদী সরকারের উদ্যোগে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান মনোনয়নে বাংলার দুর্গাপূজা

কুইক রেসপন্স টিমে থাকবে ৪ সেকশন কেন্দ্রীয় বাহিনীর সদস্য। বুথে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে থাকবে ১৫ জন লাঠিধারী হোমগার্ড। কোচবিহারে ১৬৬৮ টি পোলিং প্রেমিসেসে থাকা ২২৬২ টি বুথে থাকবে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে বুথে মোতায়েন করা হচ্ছে ৪১ সেকশন বাহিনী।

আরও পড়ুনঃ সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় উচ্চবর্ণের জন্য অতিরিক্ত ২% কর চাপাচ্ছে সমাজবাদী পার্টি

কুইক রেসপন্স টিমে থাকবে ১০ সেকশন কেন্দ্রীয় বাহিনী। আর স্ট্রংরুম পাহারার দায়িত্বে থাকবে তিন সেকশন। আলিপুরদুয়ারে মোতায়েন হচ্ছে ৩ কোম্পানি বাহিনী। তার মধ্যে বুথে থাকবে ১৭ সেকশন, কুইক রেসপন্স টিমে ৮ সেকশন, স্ট্রং রুম পাহারার দায়িত্বে তিন সেকসন কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের তরফে ৬৯ জন ইন্সপেক্টর কাজ করবেন ভোট সুরক্ষার। তবে সব বুথেই থাকছে সশস্ত্র পুলিশ। কেন্দ্রীয় বাহিনী ছাড়া যে বুথ গুলিতে ভোট হবে তাতে থাকতেন সশস্ত্র কনস্টেবলরাই।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

সিদ্ধিনাথ গুপ্তার পাঠান নির্দেশিকা পুনর্বিবেচনা করা হচ্ছে বলে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর। সূত্র জানাচ্ছে, সেই কারণেই তড়িঘড়ি অলক কুমার রায়কে শুধুমাত্র কোচবিহার লোকসভার জন্য পুলিশ অবজারভার করে পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন। আগে আলিপুরদুয়ার এবং কোচবিহার এর জন্য একজন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছিল। তিনি বিনোদ কুমার।

আরও পড়ুনঃ কংগ্রেসের সভায় মুসলিম লীগের পতাকা, ভাইরাস বলে কটাক্ষ যোগীর

ঠিক হয়েছে বিনোদ শুধুই আলিপুরদুয়ারের পুলিশ অবজারভারের দায়িত্ব পালন করবেন। এদিকে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথা বলে স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন। সেই রিপোর্টের ভিত্তিতে শনিবার দিল্লির নির্বাচন সদনে একটি বৈঠক করা হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ হেলিকপ্টার দুর্নীতিতে আহমেদ প্যাটেলের নাম, সনিয়া রাহুলকে তুলধোনা নরেন্দ্র মোদীর

বিবেক দুবে প্রথম দফার ভোট সহ গোটা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছেন বলে খবর। সূত্র জানাচ্ছে, প্রথম দফার নিরাপত্তার বিষয়টিতে তার মতামত গুরুত্ব পাবে কমিশনের কাছে। তবে লাঠিধারী পুলিশ ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী নিয়ে বুথে থাকা নিয়ে আপত্তি তুলেছে বাম ও কংগ্রেস। বিজেপি কেন এটা নিয়ে প্রশ্ন তুলছে না, প্রশ্ন তাঁদের। তাহলে কি দিদি- মোদী ঘোঁট হয়েছে? প্রশ্ন বাম ও কংগ্রেসের।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
প্রথম দফার ভোটে বাংলায় অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন https://thenewsbangla.com/election-commission-appoints-additional-police-observer-for-1st-phase-election-in-bengal/ Fri, 05 Apr 2019 10:30:45 +0000 https://www.thenewsbangla.com/?p=10075 প্রথম দফা নির্বাচনে একজন অতিরিক্ত পুলিশ অবজার্ভার নিয়োগ করল কমিশন। আলিপুরদুয়ারের জন্য বিনোদ কুমারকে এবং কোচবিহারের জন্য অলোক কুমার। শুক্রবার থেকেই তারা কাজ করবেন।

আরও পড়ুনঃ মোদী কি করে প্রধানমন্ত্রী হল ভগবান জানে, মাথাভাঙায় বিস্ফোরক মমতা

ADG আইন-শৃঙ্খলা প্রথম দুই দফা ভোটের জন্য যে বিন্যাস পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে জলপাইগুড়ির যে অংশে প্রথম দফায় ভোট হবে তার ২৪৪ টা প্রেমিসেসের ৩০৫ টি বুথে থাকবে মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে বুথে মোতায়েন থাকবে মোট ৬ সেকশন অর্থাৎ ৪৮ জন কেন্দ্রীয় বাহিনীর সদস্য।

আরও পড়ুনঃ অভিষেকের স্ত্রী রুজিরাকে শুল্ক দফতরের সামনে হাজিরার নির্দেশ হাইকোর্টের

কুইক রেসপন্স টিমে থাকবে ৪ সেকশন কেন্দ্রীয় বাহিনীর সদস্য। বুথে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে থাকবে ১৫ জন লাঠিধারী হোমগার্ড। কোচবিহারে ১৬৬৮ টি পোলিং প্রেমিসেসে থাকা ২২৬২ টি বুথে থাকবে ৬ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে বুথে মোতায়েন করা হচ্ছে ৪১ সেকশন বাহিনী।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

কুইক রেসপন্স টিমে থাকবে ১০ সেকশন কেন্দ্রীয় বাহিনী। আর স্ট্রংরুম পাহারার দায়িত্বে থাকবে তিন সেকশন। আলিপুরদুয়ারে মোতায়েন হচ্ছে ৩ কম্পানি বাহিনী। তার মধ্যে বুথে থাকবে ১৭ সেকশন, কুইক রেসপন্স টিমে ৮ সেকশন, স্ট্রং রুম পাহারার দায়িত্বে তিন সেকসন কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

রাজ্য পুলিশের তরফে ৬৯ জন ইন্সপেক্টর কাজ করবেন ভোট সুরক্ষার। তবে সব বুথেই থাকছে সশস্ত্র পুলিশ। কেন্দ্রীয় বাহিনী ছাড়া যে বুথ গুলিতে ভোট হবে তাতে থাকতেন সশস্ত্র কনস্টেবলরাই। প্রথম দফার বুথে ১০ কম্পানি বাহিনীও থাকবে না।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের https://thenewsbangla.com/election-commission-starts-inquiry-against-anubrata-mandal/ Mon, 18 Mar 2019 13:09:26 +0000 https://www.thenewsbangla.com/?p=8726 এবার অনুব্রত মন্ডলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো বিজেপি নেতৃত্ব। আর তারপরেই অভিযোগের সারবত্তা পেয়ে বিরোধীদের দাবি খতিয়ে দেখতে, নির্বাচন কমিশন তদন্ত শুরু করল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল ওরফে কেষ্টর বিরুদ্ধে। ইতিমধ্যেই অনুব্রত মন্ডলকে শো কজ নোটিশ ধরান হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

এদিন নির্বাচন কমিশনের তরফ থেকে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে অনুব্রত মন্ডল এর কাছে জবাব চাইল নির্বাচন কমিশন। শনিবার ও রবিবার অনুব্রত সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় দেখানো ও প্রচার করতে বাধা দেওয়ার অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। তারপরেই অভিযোগের সারবত্তা নিয়ে খোঁজ খবর শুরু করে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

বিরোধীদের জমা দেওয়া সিডিতে দেখা যায়, বিরোধীদের অভিযোগ ঠিক। সন্ত্রাসে প্ররোচনা দিচ্ছেন অনুব্রত মন্ডল। রীতিমত পরোক্ষে খুন করার নির্দেশও দিচ্ছেন তিনি, প্রমাণ পায় নির্বাচন কমিশন। তারপরেই তাঁকে শো কজ নোটিশ ধরান হয়েছে কমিশনের তরফ থেকে। শুরু হয়েছে তদন্ত। এই ধরণের হুমকি কোনরকমেই বরদাস্ত করা হবে না বলেই পরিস্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুব্রত মন্ডলের সাফ জবাব, “তিনি অন্যায় কিছু করেন নি, আইন ভাঙা তো দূরের কথা, যা কিছু বলেছেন তিনি সবই আইন অনুযায়ী কথাই বলেছেন”। তিনি কাউকে হুমকি দেননি বলেই জানিয়ে দেন অনুব্রত।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় অনাস্থা, তৃণমূল বনাম বিজেপির জমজমাট লড়াই

কয়েকদিন আগেই বিরোধীদের পাঁচন দেবার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এদিনও তাঁর নির্দেশে, বীরভূমের রাস্তায় সাধারণ জনগণ এর হাতে নকুলদানা ও জল দিয়ে প্রচার চালায় তৃণমূল কংগ্রেস। অনুব্রতর অভিযোগ এই সামান্য কাজকেও ভয় পাচ্ছে বিরোধীরা, কারণ তারা জানে বীরভূমের মাটি শক্ত ঘাঁটি। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ করছে।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

বিরোধীরা যতই ভয় দেখানোর অভিযোগ করুক না কেন বীরভূমে এক হাতে নকুল দানা অন্য হাতে পাঁচন নিয়ে ভোটের আসরে নেমেছেন অনুব্রত মন্ডল। আর সেই অভিযোগই এবার খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। তদন্তে দোষী প্রমাণিত হলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল ওরফে কেষ্টর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় কমিশন, সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
উত্তর পূর্বে অসম গণ পরিষদের সাথে বিজেপির মহাজোট চূড়ান্ত https://thenewsbangla.com/narendra-modis-bjp-to-form-an-alliance-with-assam-gana-parishad/ Wed, 13 Mar 2019 07:51:38 +0000 https://www.thenewsbangla.com/?p=8271 বিহারে জেডিইউ, মহারাষ্ট্রে শিবসেনা ও তামিলনাড়ুর এআইএডিএমকের সাথে জোটের পরে এবার উত্তর পূর্বের রাজ্য অসমের অন্যতম বড় দল অসম গণ পরিষদের সাথে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল বিজেপি।

আরও পড়ুনঃ মুনমুন সেনকে দাঁড় করিয়ে আসানসোলে কি বাবুল সুপ্রিয়কে ওয়াকওভার দিলেন মমতা

২০১৬ সালে অসমের বিধানসভা নির্বাচনে একসাথে লড়েছিল অগপ ও বিজেপি। সম্প্রতি অসমের নাগরিকত্ব বিল নিয়ে অগপ এবং বিজেপির ভিন্ন অবস্থানের কারণে জোট ভেস্তেও যায়। অবশেষে দুই মাস জোটের বাইরে থাকার পরে নাগরিকত্ব বিষয়ক বিতর্ককে সরিয়ে রেখে জোটের রাস্তায় অগ্রসর হল অগপ ও বিজেপি।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ট্যুইট করে জানান, বিজেপির হিমন্ত বিশ্বশর্মা, অসম গণপরিষদের অতুল বোরা ও কেসব মোহন্তের উপস্থিতিতে জোটের আসনরফা চূড়ান্ত হয়েছে। কংগ্রেসকে পরাস্ত করতেই আসন্ন সংসদ নির্বাচনে একসাথে লড়বে অগপ বিজেপি, বলে তিনি ট্যুইটে জানান। বোরোল্যান্ড পিপলস ফ্রন্টও এনডিএ জোটে একসাথে লড়বে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের

২০১৬ সালে কংগ্রেসের তরুণ গগৈকে উৎখাতের ডাক দিয়ে ১২৬ আসন বিশিষ্ট অসমের বিধানসভা নির্বাচনে একসাথে লড়ে বিজেপি, অগপ ও বিপিএফ। তাতে তারা যথাক্রমে ৬১, ১৪ ও ১৩টি আসন লাভ করে। কিন্তু চলতি বছরের জানুয়ারিতেই অসমের নাগরিকত্ব ইস্যু সংক্রান্ত বিবাদের জেরে জোট থেকে বেরিয়ে আসে অগপ।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

গণ পরিষদের অভিযোগ, নাগরিকত্ব ইস্যুতে ১৯৮৫ সালের অসম একর্ডের দাবি মানা হয়নি। উল্লেখ্য, কেন্দ্রের বিজেপি সরকারের আনা ২০১৬ নাগরিকত্ব বিলে ভারতে বসবাসকারী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত অত্যাচারিত হিন্দু, বৌদ্ধ, জৈনসহ অন্যান্য অমুসলিমদের নাগরিকত্ব প্রদানের প্রস্তাব দেওয়া হয়।

আরও পড়ুনঃ বিজেপির লোকসভা প্রার্থী হচ্ছেন কিনা জানাবেন বৈশাখী শোভন

কিন্তু ১৯৮৫ সালের অসম একর্ডে বলা হয়েছে, প্রতিবেশী দেশ থেকে ১৯৭১ সালের ২৪শে মার্চের পরে আগত সকল ব্যক্তি যেকোনও ধর্মনির্বিশেষে সকলেই বিদেশী হিসেবে গন্য হবেন। অবশেষে ভিন্ন অবস্থানের কারণে অগপ বিজেপি জোট ভেস্তে যায়। লোকসভায় নতুন নাগরিকত্ব বিল পাশ হলেও কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের সমর্থনের অভাবে বিলটি পাশ করানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

২০১৪ লোকসভা নির্বাচনে আলাদা আলাদা লড়েছিল বিজেপি ও অগপ। অগপ একটিও আসন দখল করতে পারেনি৷ বিজেপি ৩৭% ভোট পেয়ে ১৪টি লোকসভা আসনের ৭টি দখল করতে সক্ষম হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে নাগরিকত্ব ইস্যুকে সরিয়ে রেখে জোটের রাস্তা পোক্ত হল।

আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে

রাম মাধব ফেসবুকে একটি পোস্টে জানান, বিজেপির বিরুদ্ধে যখন মহাগঠবন্ধন গড়ে তুলছে বিভিন্ন রাজনৈতিক দল, তখন এনডিএর জোটও অনেক শক্ত হল৷ আত্মবিশ্বাসী রাম মাধব আরও জানিয়েছেন এই জোটের ফলে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সমগ্র উত্তর পূর্ব ভারতের ২৫টি লোকসভা আসনের মধ্যে কমপক্ষে ২২টি আসন নিজেদের দখলে রাখতে সম্ভব হবে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি https://thenewsbangla.com/owaisi-responds-to-bobby-hakim-no-problem-in-elections-in-ramadan/ Mon, 11 Mar 2019 11:51:28 +0000 https://www.thenewsbangla.com/?p=8113 রমজান মাসে লোকসভা নির্বাচনের দিনক্ষন ঠিক করে মুসলিম সম্প্রদায়কে ভোটদানে বিরত রাখার অপচেষ্টা হচ্ছে, কার্যত এই সুরেই নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলেন তৃণমূল নেতা তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ ববি হাকিম। সোমবার সেই ববি হাকিমকেই পাল্টা দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলেমিন দলের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি।

আরও পড়ুনঃ সপ্তদশ লোকসভা ভোট ৭ দফায়, দেখে নিন কবে কোথায় কত আসনে ভোট

নির্বাচন কমিশনের এই দিনক্ষণ ঘোষনাকে কেন্দ্রের উদ্দেশ্যপ্রণোদিত বলে রবিবারই জানান কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যাতে উপোস করে মুসলিমরা ভোট দিতে না যান, সেজন্যই কেন্দ্র সরকার এই পরিকল্পনা করে ভোটের তারিখ ঠিক করেছে বলে মারাত্নক অভিযোগ করেন তিনি। ভোটের মধ্যে সংখ্যালঘু বা ধর্মীয় তাস খেলে ভোট ব্যাঙ্ক বাড়াতে চান ববি, এমনটাই অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ সুব্রত বক্সির বদলে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়

সোমবার একটি নির্বাচনী জনসভায় এআইএমআইএম বা অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলেমিন দলের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি কার্যত ববি হাকিমের উল্টো সুরেই বক্তব্য রাখলেন।

ওয়েসি বলেন, রমজান মাসের সাথে নির্বাচনের দিনক্ষনের কোনও সমস্যা নেই। তিনি বলেন, রমজান মাসের সাথে অন্য মাসের কোনো তফাৎ নেই। রমজান মাসে মুসলিমরা উপোস থাকেন, কিন্তু স্বাভাবিক সকল কাজকর্ম অন্যান্য দিনের মতোই চলে। তাই ভোটে অংশগ্রহনে মুসলিমদের কোনও অসুবিধে নেই। ফিরহাদ হাকিম অত্যন্ত অন্যায় বক্তব্য রেখেছেন বলেই এর দ্বারা প্রমান হয়ে যায়।

আরও পড়ুনঃ ৭ দফায় লোকসভা ভোট শুরু ১১ এপ্রিল, ভোট গণনা ২৩ মে

উল্লেখ্য, রবিবার নির্বাচন কমিশন ২০১৯ লোকসভার দিনক্ষন ঠিক করে দেয়। ভোট চলবে ১১ই এপ্রিল থেকে ১৯শে মে অবধি। পশ্চিমবঙ্গে এই ভোট হবে ৭ দফায়, যা দেখেই তৃণমূল কংগ্রেস এর তরফে ফিরহাদ হাকিম তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি জানান রমজান মাসে ভোট করে মুসলিমদের সমস্যায় ফেলেছে নির্বাচন কমিশন। মোদী সরকারের নির্দেশেই এই কাজ করেছে কমিশন।

আরও পড়ুনঃ যোগ্য প্রার্থীর অভাবে চোখে সর্ষে ফুল রাজ্য বিজেপির, প্রার্থীর খোঁজে বৈঠক দিল্লিতে

তৃণমূলের উল্টো পথে গিয়েই ওয়েসি আজ সোমবার জানিয়ে দেন, মুসলিমদেরকে কেউ যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করেন। তার মতে, নির্বাচন কমিশনের নির্ধারিত দিনে কোনও সমস্যা ছাড়াই অধিক সংখ্যায় মুসলিমরা ভোটে অংশগ্রহণ করতে পারবেন।

আরও পড়ুনঃ এই প্রথম মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের অ্যাসিড আক্রান্তরা

ওয়েসির বক্তব্যকে হাতিয়ার করে মমতার তৃণমূলকে একহাত নিয়েছে বঙ্গ বিজেপি। ভোটের আগে ধর্মীয় তাস খেলে সংখ্যালঘু ভোট কে নিজের দিকে টানতে চায় ববি হাকিম, অভিযোগ বিজেপির। ফিরহাদ হাকিম শুধু মুসলিমদের অসুবিধার কথা বলেছেন, এই নিয়ে এত হইচই করার কি আছে? বক্তব্য তৃণমূলের। তবে রমজান মাসে ভোট করার সমালোচনা করে নিজেই সমালোচনার মুখে মমতার মন্ত্রী ফিরহাদ হাকিম।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>