Election Results – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 May 2019 15:17:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Election Results – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোটের ফল দেখেই বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের দুই সাংসদ https://thenewsbangla.com/trinamool-mps-can-join-the-bjp-after-the-election-results/ Wed, 22 May 2019 13:17:34 +0000 https://www.thenewsbangla.com/?p=13086 রাত পোহালেই ভোটের মহাযুদ্ধের ফলাফল। সিংহাসনে বসবে কে; এনডিএ নাকি ইউপিএ তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। ইতিমধ্যেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে যে; বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার পুনরায় মসনদে ফিরতে চলেছে।

এদিকে বাংলায় এক ধাক্কায় গতবারের কয়েক গুন আসন বাড়িয়ে নেবে বিজেপি; এমনই সম্ভাবনা উঠে এসেছে সমীক্ষায়; সমীক্ষার ফল বেরোতেই রাজ্যের শাসক দল তৃণমূল থেকে শিবির বদলে পদ্ম শিবিরে নাম লেখানোর জল্পনা উঠে আসছে।

আরও পড়ুন সাট্টা বাজারের রিপোর্টেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রের খবর; বুথ ফেরত সমীক্ষার ফলাফল বের হতেই রাজ্যে পালাবদলের ইঙ্গিত পেয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন দুই তৃণমূল সাংসদ। যদিও কোন দুই তৃণমূল সাংসদ যোগ দিতে চলেছেন; তা জানা যায়নি। ভোটের ফলাফল বের হলেই; তারা বিজেপিতে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

এর আগে বহুবার রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা মুকুল রায় দাবি করেছেন; প্রায় ১০০ জন তৃণমূল বিধায়ক তাত সাথে যোগাযোগ রেখে চলেছে। নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই দাবি করেন। ভোটের ফলাফল বের হলেই তৃণমূল দল ভেঙে পড়বে বলে অনেকবার দাবি করেছেন বিজেপি নেতারা।

আরও পড়ুন নির্বাচন কমিশনের তোপে পড়ার আশঙ্কা, মমতার কাছে যাচ্ছেন না আমলারা

১৯শে মে ভোট শেষ হতেই একাধিক সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করে। তাতে দেখা যায়; রাজ্যে ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপি অন্তত ১১ থেকে সর্বাধিক ২৩ টি আসন পেতে পারে; এমনকি ভোটের শতাংশে তৃণমূল কংগ্রেসের সাথে জোর টক্কর চলবে বলে সমস্ত সমীক্ষায় আভাস মিলেছে। এর ফলে তৃণমূল নেতাদের দলত্যাগের সম্ভাবনা আরও বেড়েছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

]]>
Result Live: মোদীকে হারালেন রাহুল, ৫ রাজ্যেই ধরাশায়ী বিজেপি https://thenewsbangla.com/live-modi-vs-rahul-results-of-five-state-elections/ Tue, 11 Dec 2018 02:47:01 +0000 https://www.thenewsbangla.com/?p=3895 The News বাংলাঃ ৫ রাজ্যে ভোটের ফলাফল একনজরে। মোদী না রাহুল? ভোটের সেমিফাইনালে হার বিজেপির। কাজ দিল না মোদী মাজিক। দেখে নিন সরাসরি। কে কোথায় কত আসনে এগিয়ে। সব ফল হাতের মুঠোয়।

১। মধ্যপ্রদেশঃ মোট আসন ২৩০ / হাড্ডাহাড্ডি লড়াই মধ্যপ্রদেশে। বলা যায় একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কে জিতবে? কে গড়বে সরকার? এখনও পরিষ্কার নয়। সারাদিন কখনও এগিয়ে যাচ্ছে কংগ্রেস, কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি। সরকার গঠনে ম্যাজিক ফিগার ১১৬। শেষ মুহূর্তে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে রাহুলের কংগ্রেস। ‘দাম’ বাড়বে নির্দলদের।
কে কটি আসনে এগিয়ে/জিতেছে
বিজেপি/জোটঃ ১০৯
কংগ্রেস/জোটঃ ১১৪
অন্যান্যঃ ০৭

২। রাজস্থানঃ মোট আসন ১৯৯ / ধরাশায়ী বিজেপি। জিতল রাহুল ব্রিগেড। সরকার গড়বে কংগ্রেস। অনেক এগিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসছে কংগ্রেস। সরকার গঠনে ম্যাজিক ফিগার ১০০।

কে কটি আসনে এগিয়ে/জিতেছে
বিজেপি/জোটঃ ৭৩
কংগ্রেস/জোটঃ ৯৯
অন্যান্যঃ ২৭

৩। তেলেঙ্গনাঃ মোট আসন ১১৯ / ফের সরকার গড়বে টিআরএস। দাঁত ফোটাতে পারে নি বিজেপি। কোনরকমে মান রক্ষা করেছে কংগ্রেস। সরকার গঠনে ম্যাজিক ফিগার ৬০। অনেক এগিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হল টিআরএস।

কে কটি আসনে এগিয়ে/জিতেছে
বিজেপি/জোটঃ ০১
কংগ্রেস/জোটঃ ২১
টিআরএস/জোটঃ ৮৭
অন্যান্যঃ ১০

৪। ছত্তিশগড়ঃ মোট আসন ৯০ / দারুন হার বিজেপির। রমণ সিং সরকারের পরাজয়। রাহুলের প্রচারে মাত মোদী। অনেক এগিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল কংগ্রেস। সরকার গঠনে ম্যাজিক ফিগার ৪৬। লজ্জার হার বিজেপির।

কে কটি আসনে এগিয়ে/জিতেছে
বিজেপি/জোটঃ ১৫
কংগ্রেস/জোটঃ ৬৭
অন্যান্যঃ ০৮

৫। মিজোরামঃ মোট আসন ৪০ / জিততে চলেছে এম এন এফ জোট। লজ্জার হার বিজেপির। কোনরকমে মান রক্ষা করেছে কংগ্রেস। সরকার গঠনে ম্যাজিক ফিগার ২১। সরকার গড়বে মিজো ন্যাশান্যাল ফ্রন্ট। মিজোরাম ধরে রাখতে পারল না কংগ্রেস।

কে কটি আসনে এগিয়ে/জিতেছে
বিজেপি/জোটঃ ০১
কংগ্রেস/জোটঃ ০৫
এমএনএফ/জোটঃ ২৬
অন্যান্যঃ ০৮

৫ টি রাজ্যেই হার বিজেপির। ৩ টি রাজ্য, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় এ সরকার গড়বে কংগ্রেস। তেলেঙ্গনায় সরকার গড়বে টিআরএস বা তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতি। মিজোরামে এমএনএফ বা মিজো ন্যাশান্যাল ফ্রন্ট।

]]>