Election Dates – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 10 Mar 2019 13:53:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Election Dates – The News বাংলা https://thenewsbangla.com 32 32 একনজরে দেখে নিন বাংলায় লোকসভা ভোটের তারিখ https://thenewsbangla.com/parliament-election-dates-for-west-bengal-look-at-a-glance/ Sun, 10 Mar 2019 12:38:03 +0000 https://www.thenewsbangla.com/?p=8026 মোট ৭ দফায় ২০১৯ লোকসভা ভোট হবে। আর পশ্চিমবঙ্গে ৭ দফাতেই লোকসভা ভোট হবে। বাংলায় ১১ এপ্রিল প্রথম দফায় ২টি আসনে ভোট। ১৮ শে এপ্রিল দ্বিতীয় দফায় ৩ টি আসনে ভোট। ২৩ শে এপ্রিল তৃতীয় দফায় ৫ টি আসনে। ২৯ শে এপ্রিল চতুর্থ দফায় ৮ টি আসনে। ৬ মে পঞ্চম দফায় ৭ টি আসনে। ১২ মে ষষ্ঠ দফায় ৮ টি আসনে ভোট হবে। ১৯ মে সপ্তম ও শেষ দফার ভোটে ৯ টি আসনে ভোট।

আরও পড়ুনঃ ৭ দফায় লোকসভা ভোট শুরু ১১ এপ্রিল, ভোট গণনা ২৩ মে

মোট ৭ দফায় ২০১৯ লোকসভা ভোট হবে। ভোট শুরু ১১ এপ্রিল। ওই দিন প্রথম দফার ভোট। ১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট। ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোট। ৬ মে পঞ্চম। ১২ মে ষষ্ঠ দফা ও ১৯ মে সপ্তম ও শেষ দফার ভোট।

২০১৯ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন/The News বাংলা
২০১৯ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন/The News বাংলা

প্রথম দফায় ২০ রাজ্যের ৯১টি আসনে ভোট। দ্বিতীয় দফায় ১৩ রাজ্যের ৯৭টি আসনে ভোট। তৃতীয় দফায় ১৪ রাজ্যের ১১৫টি আসনে ভোট। চতুর্থ দফায় ৯ রাজ্যের ৭১টি আসনে ভোট। পঞ্চম দফায় রাজ্যের আসনে ভোট। ষষ্ঠ দফায় ৭ রাজ্যের ৫৯টি আসনে ভোট। সপ্তম ও শেষ দফায় ৮ রাজ্যের ৫৯টি আসনে ভোট।

আরও পড়ুনঃ সপ্তদশ লোকসভা ভোট ৭ দফায়, দেখে নিন কবে কোথায় কত আসনে ভোট

ভোট গণনা হবে ২৩মে, ২০১৯। ওইদিনই জানা যাবে ভারতের শাসনভার আগামী ৫ বছরের জন্য কোন দলের হাতে থাকবে।

রবিবার বিকালেই ২০১৯ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা দিল্লিতে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। এবার মোট ভোটারের সংখ্যা প্রায় ৯০ কোটি। প্রায় দেড় কোটি ভোটার বেড়েছে এবার।

সব রাজ্যেই ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। সব ভোট কেন্দ্রে থাকবে ভিভি প্যাট। ইভিএমে থাকবে প্রার্থীর ছবি।

]]>