Election Campaign – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 15 May 2019 15:04:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Election Campaign – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোট প্রচারে হিংসা, বাংলায় ভোট প্রচার ১ দিন কমিয়ে দিল নির্বাচন কমিশন https://thenewsbangla.com/election-campaign-in-bengal-decreased-1-day-by-election-commission/ Wed, 15 May 2019 14:24:33 +0000 https://www.thenewsbangla.com/?p=12946 লজ্জা। বাংলার লজ্জা। গোটা ভারতের কাছে মুখ কালো হল বাংলার। নির্বাচনী প্রচারে হিংসার জন্য; বাংলায় ভোট প্রচার একদিন কমিয়ে দিল নির্বাচন কমিশন। শুক্রবার শেষ প্রচার ছিল শেষ দফার জন্য। কিন্তু গোটা ভারতের মধ্যে একমাত্র বাংলায় ভোটের প্রচার কালকেই শেষ; বলে ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।

ভোটের শেষ দফার ঠিক আগে নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন; নির্বাচনী প্রচারে বারবার অশান্তির জন্য পশ্চিমবঙ্গের উপরে নেমে এল কমিশনের খাঁড়া; শুক্রবার বিকেল পর্যন্ত প্রার্থীরা তাঁদের প্রচার করতে পারত; কিন্তু কমিশনের এই সিদ্ধান্তের পরে কাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের সব দলের প্রার্থীদের প্রচার শেষ করতে হবে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর প্রযুক্তি ব্যবহারকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় হাসির ঝড়

স্বাধীনতার পর থেকে এই প্রথম নির্বাচন কমিশন ৩২৪ ধারা প্রয়োগ করল; এই ধারা আনুসারে প্রার্থীদের প্রচার সময়সীমা বেঁধে দেওয়া হল নির্বাচন কমিশনের আদেশে; সংবিধানের ৩২৪ ধারা স্বাধীনতার পর প্রথম প্রয়োগ হল পশ্চিমবঙ্গের উপরে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এই রাজ্য আর ভোট প্রচার চালানোর উপযুক্ত নেই; প্রায় প্রতিটা প্রচারে অশান্তি হামলা বা মারামারি লেগেই আছে; গতকাল অমিত শা এর র‍্যালিকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলেজে যে তাণ্ডব চলে তাঁর পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর জয়ের ভবিষ্যৎবানী করে বরখাস্ত কলেজ অধ্যাপক

সাধারণ নিয়ম আনুসারে প্রার্থীরা শুক্রবার বিকেল পর্যন্ত প্রচার করতে পারত; কিন্তু ৩২৪ ধারার ফলে পশ্চিমবঙ্গের সমস্ত দলকে নির্দেশ দেওয়া হল তারা যেন তাঁদের যাবতীয় ভোট প্রচার বৃহস্পতিবার বিকেলের মধ্যেই শেষ করে ফেলে।

এদিন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে; এডিজি সিআইডির দায়িত্ব থেকে তুলে নেওয়া হল রাজীব কুমারকে; কাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে হবে রাজীব কুমারকে।

আরও পড়ুনঃ মমতাকে সাদ্দাম হুসেনের সাথে তুলনা করলেন বিবেক ওবেরয়

এদিন নির্বাচন কমিশন রাজীব কুমারকে তাঁর দিল্লি পাঠিয়ে দেন; নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে রাজ্যের সাম্প্রতিক অশান্তির জেরেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কমিশন; সব মিলিয়ে সারা ভারতের কাছে লজ্জার মুখ হয়ে দাঁড়াল পশ্চিমবঙ্গ।

]]>
অভিনেতা অভিনেত্রীদের সামনেই মদন মিত্রকে জয় শ্রী রাম ও মোদী স্লোগান https://thenewsbangla.com/madan-mitra-was-greated-jai-shri-ram-and-modi-slogan-at-election-campaign/ Wed, 08 May 2019 13:49:09 +0000 https://www.thenewsbangla.com/?p=12616 ভাটপাড়া বিধানসভায় প্রচারে বেড়িয়ে লজ্জায় পড়ে গেলেন মদন মিত্র। বুধবার ভাটপাড়া বিধানসভার অন্তর্গত কাঁকিনারা এলাকায়; বলিউড ও ভোজপুরি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে রোড শো করেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। আর সেখানেই বিপত্তি। অভিনেতা অভিনেত্রীদের সামনেই মদন মিত্রকে; জয় শ্রী রাম ও মোদী স্লোগান দিলেন কিছু মানুষ।

কাঁকিনারা এলাকায় বুধবারের রোড শোতে; জয় শ্রী রাম ও মোদী স্লোগান শুনে দৃশ্যতই অপ্রস্তুত অবস্থায় পড়ে যান মদন মিত্র। তাও আবার বলিউড অভিনেতা শক্তি কাপুর ও ভোজপুরি অভিনেত্রী রানীর সামনেই।

আরও পড়ুনঃ মুসলিম সেজে রমজানের শুভেচ্ছা জানানোয় ট্রোলের শিকার মিমি

গত রবিবার; মমতার সামনে জয় শ্রী রাম ধ্বনি দেন বিজেপি সমর্থকরা। আর সেই শুনেই চটে লাল হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে; তাড়া করেন জয় শ্রী রাম স্লোগান দেওয়া বিজেপি সমর্থকদের। মমতার তাড়া খেয়ে; নিরাপত্তা কর্মীদের ভয়ে গেরুয়া শিবিরের কর্মীরা তখন পগারপাড়। আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

মুখ্যমন্ত্রী মমতাকে বলতে শোনা যায়; “কী রে পালাচ্ছিস কেন? সব হরিদাস কোথাকার”। বিকালেই তিন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। আর এটা নিয়েই মমতাকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। হারার ভয়ে রামকে নিয়ে টানাটানি করে মিথ্যা বলছেন মোদী; জানান হয়েছে তৃণমূলের তরফ থেকে। এই নিয়েই মমতার বিরুদ্ধে তোপ দাগেন মোদী।

আরও পড়ুনঃ দেখতে রাহুলের গান্ধীর মতো, লজ্জায় ও হতাশায় চেহারা পাল্টালেন যুবক

বাংলায় জয় শ্রী রাম বললেই জেলে পুরছেন মমতা; ঝাড়গ্রামে ভয়ঙ্কর অভিযোগ করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন; “বাংলায় জয় শ্রী রাম বলাও যাবে না; তাহলেই দিদির পুলিশ জেলে পুড়বেন”। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই; হইচই পরে গেছে গোটা রাজ্যে। নিজের জনসভায় সোমবারই মোদীকে তুলোধোনা করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এরপরেই জয় শ্রী রাম নিয়ে শুরু হয় বিতর্ক। মমতার ফেসবুক প্রোফাইলেও ভর্তি হয়ে যায় জয় শ্রী রামে। আর বুধবার সেই ধ্বনির মুখে পড়তে হল অভিনেতা অভিনেত্রী পরিবেষ্টিত মদন মিত্রকেও। ওরা আমাকেই ভোট দেবেন, জানিয়েছেন মদন মিত্র। জয় শ্রী রাম ছড়িয়ে পড়ছে বাংলার অলিতে গলিতে; বলেছেন বিজেপি নেতারা।

]]>
ভোট প্রচারে উত্তপ্ত জগদ্দল, গুলি আগুন বোমাবাজি, তুমুল সংঘর্ষ https://thenewsbangla.com/jagatdal-assembly-election-campaign-political-clash-of-arjun-madan/ Wed, 01 May 2019 07:52:05 +0000 https://www.thenewsbangla.com/?p=12079 জগদ্দলে বোমাবাজি। উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। গতকাল থেকেই চলছে জগদ্দলে রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। মদন মিত্র সমর্থক ও অর্জুন সিং সমর্থকদের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়।

উত্তর ২৪ পরগনার জগদ্দলে তৃণমূল বিজেপি সংঘর্ষ চলছে গত দুদিন ধরেই। গতকাল রাতে অর্জুন সিং অনুগামী ও মদন মিত্রের তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যপক বোমাবাজি হয়। তিনজন গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ গা বাঁচাতেই বিজেপিতে গিয়েছে, মুকুলকে গদ্দার বলে তীব্র কটাক্ষ মমতার

মঙ্গলবার রাতে ভাটপাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্রের সভা ঘিরে উত্তপ্ত হয় বিস্তীর্ণ এলাকা। কথা কাটাকাটি থেকে ব্যাপক সংঘর্ষের আকার নেয় গোটা এলাকা, চলে দফায় দফায় বোমাবর্ষণ। গতকাল রাতে কাঁকিনাড়ার আর্যসমাজ এলাকায় জনসভা ছিল মদন মিত্রের।

সেখানেই অর্জুন সিংয়ের নাম তুলে গালাগালি ও বিতর্কিত মন্তব্য করেন মদন মিত্র, এমনটাই অভিযোগ। মদন মিত্র উপস্থিত থাকা অবস্থাতেই বিজেপির দলীয় অফিস লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেই অভিযোগ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের জন্য সুখবর, প্রচুর বেতন বাড়ছে

সভা শেষ হবার মুখেই মদনের মঞ্চের চারপাশে জড়ো হয় অর্জুন সিং সমর্থকরা। মদন মিত্রকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। মদন মিত্র সভাস্থল ত্যাগ করতেই পাল্টা তৃণমূলের সভামঞ্চ ভাংচুর করে পুড়িয়ে দেয় অর্জুন সিং এর বিজেপি সমর্থকরা।

ভাটপাড়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের ফলে ওই আসনটি খালি হয়। এই আসনেই উপ নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই প্রচারে নামেন মদন মিত্র।

আরও পড়ুনঃ মুনমুনের বেড টি ইস্যু নিয়ে এবার কড়া আক্রমণ করলেন স্বস্তিকা

মদন মিত্রের নাম ঘোষনার পরেই মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে অর্জুন সিং কটাক্ষ করে বলেছিলেন, মদন সন্ধ্যের পর মাতাল হয়ে থাকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর প্রার্থী পেলেন না, বলে মন্তব্য করেছিলেন তিনি। পাল্টা মদন বলেছিলেন, তিনি মাতাল নন, তিনি দাঁতাল।

লোকসভার টিকিট না পেয়েই রাতারাতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন ভাটপাড়ার দাপুটে এবং প্রভাবশালী নেতা অর্জুন সিং। ২০১৪ লোকসভা নির্বাচনেই তিনি দলের তরফে লোকসভার টিকিট পাবেন বলে প্রত্যাশা করেছিলেন। কিন্তু এবারেও লোকসভার টিকিট না মেলায় আর দ্বিতীয়বারের জন্য ভাবেননি তিনি।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় টানা ৩ দিন প্রচার বন্ধ মদন পবনের, নির্বাচন কমিশনের দারস্থ প্রার্থীরা

শিবির বদলে গেরুয়া দলে ভিড়ে তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছেন তিনি। এই ভাটপাড়া বিধানসভা আসনে মদন মিত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন অর্জুন পুত্র পবন সিং। নিজেরই প্রাক্তন দলের প্রার্থীকে এবার চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের।

তবে লড়াই এখানে অর্জুন বনাম মদনেরই। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদ গেছে। কোনোরকমেই ভাটপাড়া বিধানসভা আসন হারতে রাজি নন অর্জুন সিং। অন্যদিকে জেলে থেকে গতবার কামারহাটি বিধানসভায় হেরে যাওয়ায়, এবারের ভাটপাড়া বিধানসভার লড়াই মদন মিত্রের অ্যাসিড টেস্ট। ফলে কেউ কাউকে একইঞ্চি জমি ছাড়তে রাজি নন।

]]>
LIVE: দিদির নৌকা ডুবছে শিলিগুড়িতে বললেন নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/live-narendra-modi-delivering-his-speech-on-election-campaign-at-shiliguri/ Wed, 03 Apr 2019 07:34:00 +0000 https://www.thenewsbangla.com/?p=9813 উত্তরবঙ্গে শিলিগুড়ি দিয়ে বাংলায় ভোট প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। দুপুরে শিলিগুড়িতে জনসভা করে বিকালে ব্রিগেডে আসবেন মোদী। কি বলছেন মোদী। জেনে নিন, নজর রাখুন The News বাংলা তে।

LIVE: শিলিগুড়িতে ভোট প্রচারে কি বলছেন নরেন্দ্র মোদী, জেনে নিন/The News বাংলা
LIVE: শিলিগুড়িতে ভোট প্রচারে কি বলছেন নরেন্দ্র মোদী, জেনে নিন/The News বাংলা

শিলিগুড়িতে ভোট প্রচারে কি বলছেন নরেন্দ্র মোদী, দেখুনঃ
শিলিগুড়ি এসে পৌঁছুলেন মোদী। কিছুক্ষণের মধ্যেই মোদীর বক্তব্য শুরু হবে শিলিগুড়ির জনসভায়। কি বলছেন নরেন্দ্র মোদী পড়ুন

১. বাংলায় বক্তব্য শুরু করলেন মোদী। আপনারা কেমন আছে জিজ্ঞাসা করলেন?

২. ছোট থেকেই শুনে আসছি, ‘বাংলা যা করে, সারা দেশ তা পরে করে’ এমনটাই বললেন প্রধানমন্ত্রী।

৩. দিদির নৌকা ডুবে গেছে পশ্চিম বাংলায়। শিলিগুড়ির এই জনসভা তারই প্রমাণ।

৪.যেই গতিতে আমি সারা দেশে কাজ করেছি, সেই গতিতে আমি বাংলায় কাজ করতে পারিনি কারন বাংলায় একজন ‘স্পীড ব্রেকার’ আছে। তার নাম, মমতা বন্দোপাধ্যায়।

৫. পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী গরিব মানুষদের নিয়ে রাজনীতি করে। তাই, তিনি চাননা বাংলায় উন্নয়ন আসুক।

৬. NDA সরকার মধ্যবিত্তদের জন্য।

৭. গরিবদের টাকা নিয়ে চিটফান্ডের কেলেঙ্কারি করেছেন ‘দিদি’।

৮. আয়ুষ্মান প্রকল্প চালাতে দেননি দিদি।

৯. কৃষকদের টাকাতেও ‘ব্রেক’ লাগিয়েছে মমতা দিদি।

১০. বিজেপির প্রতি বাংলার মানুষের সমর্থন অভূতপূর্ব।

১১. চা বাগানের দুরবস্থার কথা আমি জানি। তাদের জন্য অনেক কিছু করেছে বিজেপি। ভবিষ্যতে এই চা ওয়ালা চা বাগানের শ্রমিকদের জন্য আরও করবে।

১২. দেশের সেনা বালাকটের হামলার পর, দেশের সুরক্ষা করার জন্য বিরোধী দলের তরফ থেকে অনেক প্রশ্নের মুখে পড়েছিল দেশের সেনা। সেই বিরোধী দলের সঙ্গে আমাদের লড়াই।

১৩. পাকিস্তানের জঙ্গি হামলার পর, আমরা তাদের জবাব দিয়েছিলাম। সেই জবাবে পাকিস্তানীদের থেকেও বেশি কষ্ট পেয়েছিলেন বাংলার ‘দিদি’।

১৪. এই লড়াই এক সৎ চৌকীদারের সঙ্গে দাগিদের।

১৫. আমরা জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছি। দেশের শত্রুদের এই ভাবেই শেষ করব আমরা।

১৬. বিজেপিকে এই ভাবে সমর্থন করলে, দেশে আরও উন্নতি হবে।

১৭. আমার লড়াই দেশের চোরদের বিরুদ্ধে।

১৮. সারা দেশে আমরা চৌকিদারের ভুমিকা পালন করলে, কোন শত্রুই আমদের কোন ক্ষতি করতে পারবে না।

১৯. গরিবদের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ করা থাকলেও তা আটকে দিয়েছেন দিদি।

২০. জনসভা শেষ করার আগে, ‘মে ভি চৌকিদার’ স্লোগান বারবার বলে সভা শেষ করলেন প্রধানমন্ত্রী।

]]>
ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে https://thenewsbangla.com/no-helicopters-for-mamata-banerjee-in-election-campaign-allegation-against-modi-govt/ Tue, 02 Apr 2019 07:15:55 +0000 https://www.thenewsbangla.com/?p=9702 ভোটের প্রচারের জন্য কেন্দ্রের মোদী সরকারের চাপে হেলিকপ্টার পাচ্ছেন না বলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। বহুবার বলেও দেশের বড় বড় কোন সংস্থাই নির্বাচন প্রচারের জন্য বাংলায় শাসকদল তৃণমূলকে হেলিকপ্টার ভাড়া দিতে রাজি হয়নি বলেই অভিযোগ। আর এর পিছনে নরেন্দ্র মোদী সরকার কলকাঠি নেড়েছে বলেই অভিযোগ মমতার তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুনঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি

বাংলায় চলতি লোকসভা প্রচারের জন্য বেশ কয়েকমাস ধরেই হেলিকপ্টার ভাড়া নেবার চেষ্টা চলছে তৃণমূলের তরফ থেকে। মমতা ব্যানার্জী ও তাঁর দলের অন্যান্য নেতা-নেত্রী বা স্টার প্রার্থী ও অভিনেতা অভিনেত্রীরা যাতে কম সময় বেশি জায়গায় প্রচার চালাতে পারে তার জন্যই এই মুহূর্তে হেলিকপ্টার এর প্রয়োজন তৃণমূলের।

আরও পড়ুনঃ ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি

কিন্তু দলের বক্তব্য অনুযায়ী, কোন ‘অজানা’ কারণে তৃণমূলকে হেলিকপ্টার দিতে রাজি হয়নি কোন সংস্থাই। প্রসঙ্গত, নিয়মিত হেলিকপ্টার চালাতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমতি লাগে। তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় সরকারের চাপেই সংস্থাগুলো বাংলায় তৃণমূলকে হেলিকপ্টার দিতে রাজি হচ্ছে না। এমনকি কয়েক মাস আগে দেওয়া অগ্রিম টাকাও ফিরিয়ে দিয়েছে সংস্থা গুলি। তবে কপ্টার সংস্থা গুলো এই নিয়ে মুখ খুলতে রাজি হয় নি।

আরও পড়ুনঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের

রবিবার অন্ধপ্রদেশে প্রচারের উদ্দেশ্য গেছিলেন মমতা ব্যানার্জী, সেখানে চন্দ্রবাবুর সাথে তাঁর কথা হয় কপ্টার নিয়ে। চন্দ্রবাবু তেলেগু দেশম এর প্রচারের জন্য একাধিক হেলিকপ্টার ভাড়া নিয়েছেন। যেগুলো বেশ আধুনিক। ১১ এপ্রিল অন্ধ্রপ্রদেশে নির্বাচন শেষ হচ্ছে। মমতা ব্যানার্জী অনুরোধ করেন তারপর ওই হেলিকপ্টার গুলো যেন বাংলায় তৃণমূল এর নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে পাওয়া যায়। মমতাকে আশ্বাস দিয়ে চন্দ্রবাবুও এ ব্যাপারে চেষ্টা করবে বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা

নির্বাচন প্রচারের জন্য এই মুহূর্তে মাত্র চারটি হেলিকপ্টার ভাড়া পেয়েছে তৃণমূল। কিন্তু সেগুলো বেশ পুরোনো, তাদের গতিও যথেষ্ট কম। তাছাড়া এই হেলিকপ্টার গুলি আয়তনে এতই বড় যে প্রত্যন্ত এলাকায় সেগুলো নিয়ে ঘুরে প্রচার চালানো বেশ কষ্টকর। তাছাড়া এই কাপ্টার গুলোর নামার জন্য বেশ বড় হেলিপ্যাড প্রয়োজন, যা তৈরি করা বেশ অসুবিধাজনক।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

২০১৯ নির্বাচনের আগে প্রচারের ২০০৭ সালে তৈরি ১৭ বছরের পুরনো এই হেলিকপ্টারই এখন প্রচারে ভরসা তৃণমূলের। যা সাধারণত তৃণমূলের তরফে ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ আদালত নাক গলাবে না, শুক্রবারেই রিলিজ হচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক

তবে কেন্দ্রের বঞ্চনার কথা উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতারা। সব বিষয়েই সরকার বা দলকে অভিযোগের কেন্দ্রে আনা ঠিক নয় বলেই মন্তব্য বিজেপি নেতাদের। তাদের অভিযোগ, বাংলাতেও বিরোধীরা সরকারের চাপে বাস ভাড়া পর্যন্ত পায় না।

আরও পড়ুনঃ বাংলায় ৭ পর্বের ভোটে ঝড় তুলতে ১০ দিন জনসভা করবেন মোদী

তবে এই নিয়ে ভোটের প্রচারে এখনও পর্যন্ত কোন ইস্যু করে নি তৃণমূল। তবে মমতার আগামী প্রচারসভাগুলোতে হেলিকপ্টার ইস্যু উঠতেই পারে, বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ দলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
শোভন বাদ, তৃণমূলের ভোটের দায়িত্বে রত্না চট্টোপাধ্যায় https://thenewsbangla.com/sovan-chatterjee-dropped-from-tmc-lok-sabha-election-campaign/ Tue, 26 Mar 2019 07:28:28 +0000 https://www.thenewsbangla.com/?p=9261 কোন লোকসভা বা জেলার দায়িত্ব তো অনেক দূর। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জীর দায়িত্বে থাকা ১৩১ ওয়ার্ড এলাকায় লোকসভা ভোটের সব দায়িত্ব সামলাবেন রত্না চট্টোপাধ্যায়। তৃণমূলের সব দায়িত্ব থেকেই বাদ দেওয়া হল শোভনকে। তাহলে কি দলও ভাবছে শোভন যেতে পারেন বিজেপিতে?

আরও পড়ুনঃ যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই শুনবে স্কুল সার্ভিস কেলেঙ্কারির ঘটনা

সোমবার বেহালায় দলীয় বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেতৃত্ব। আসন্ন লোকসভা ভোটে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থীর সমর্থনে ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি, এলাকার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন ২১ জন কাউন্সিলর। সেখানেই ভোটের দায়িত্ব শোভনের হাত থেকে কেড়ে দেওয়া হয় রত্নাকে।

আরও পড়ুনঃ খোলা রাস্তায় বসে মমতার ঘেরাটোপ অনশনের রেকর্ড ভাঙল স্কুল সার্ভিস উত্তীর্ণরা

তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না বিধায়ক তথা কাউন্সিলর শোভন চ্যাটার্জী। নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পূর্ব থেকে লোকসভা ভোটের আগে নিজেকে সরিয়েই রাখলেন শোভন। আর এদিন তৃণমূল এর পক্ষ থেকেও সেই বার্তাই দিয়ে দেওয়া হলো দলের ভিতরেও। বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন ‘দল কারুর জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারে না। বেহালা কেন্দ্রে বিধায়ক ছাড়াই দল ভোটের তরী পার করতে পারবে’।

আরও পড়ুনঃ অভিষেকের স্ত্রী ও সোনা কাণ্ডে এবার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

ব্যক্তিগত কারণে মেয়রপদ ও মন্ত্রিত্ব ছেড়েছেন শোভন চ্যাটার্জী। আর তারপর থেকেই দলের সাথে বেড়েছে দুরত্ব। এখনো দলের বিধায়ক ও কাউন্সিলর হলেও গত কয়েকমাসে কোন রাজনৈতিক কাজে যোগ দেননি তৃণমূল এর দক্ষ সংগঠক। দলের কাজকর্ম থেকে কার্যত সরিয়ে নিয়েছেন নিজেকে। এদিন পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট ভাবে জানান ‘ওঁকে বারবার ডাকা হয়েছে কিন্তু অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত থেকেছেন’।

আরও পড়ুনঃ নিজের স্ত্রী ও সোনা কাণ্ডে মুখ খুললেন অভিষেক

বেহালা পূর্ব ও পশ্চিম এই দুই কেন্দ্রের প্রতিনিধি ও দলের পদাধিকারীদের উপস্থিতিতে পার্থ বাবু জানান ১৩১ নম্বর ওয়ার্ডে ভোটের কাজ দেখবেন রত্নাদেবী। ওয়ার্ডের সভাপতির সঙ্গে তাঁকে ভোট পরিচালনার কাজ দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ধামাচাপার দেওয়ার চেষ্টা বিফলে, অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুল্ক দফতরের

এর আগে শোভন চ্যাটার্জীর এর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে গুজব ছড়িয়ে ছিল। ভোটের আগে শেষ বৈঠকে তাঁর অনুপস্থিতি এবং তাঁকে বাদ দিয়ে তাঁর স্ত্রী রত্নাদেবীর হাতে দায়িত্ব তুলে দেওয়া আবারও নতুন করে অনেক প্রশ্ন তুলে দিল।

আরও পড়ুনঃ বাবুল সুপ্রিয়র প্রার্থীপদ বাতিল করা হোক, নির্বাচন কমিশনে অভিষেক

তাহলে কি তৃণমূলও ধরেই নিয়েছে যে শোভনের দলবদল করে বিজেপি শিবিরে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র? এখন নামেই তিনি বিধায়ক ও কাউন্সিলর। দল ও ভোটের সব কাজ থেকে সরিয়ে নিয়ে কি দলত্যাগ করার পথ পরিস্কার করলেন? এই নিয়ে মুখ খোলেন নি শোভন চ্যাটার্জী নিজে। তবে অনেক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তৃণমূল বাম কংগ্রেস প্রচারে, বিজেপি কর্মী সমর্থকরা বলছেন ‘আর কবে’ https://thenewsbangla.com/tmc-left-congress-in-election-campaign-bjp-activists-still-waiting-for-candidates/ Wed, 20 Mar 2019 05:37:59 +0000 https://www.thenewsbangla.com/?p=8851 তৃণমূল বাম কংগ্রেস, ৩ দল প্রচারে, বিজেপি কর্মী সমর্থকরা বলছেন ‘আর কবে’। কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় এখন এটাই প্রশ্ন, আর কবে? মঙ্গলবারও হল না। বুধবার বিকালে ফের প্রার্থী ঘোষণার আশা বিজেপির তরফ থেকে। তবে এখনও প্রার্থী না পাওয়ায় হতাশা গ্রাস করছে বিজেপি কর্মী সমর্থকদের।

রাজ্যে এবার চার দলের লড়াই। তৃণমূল, বাম, কংগ্রেস ও বিজেপির মুখোমুখি লড়াই। বাকি তিন দল প্রার্থী ঘোষণা করে প্রচারেও নেমে পড়েছে। ঘরে বসে বিজেপি কর্মী সমর্থকরা জিজ্ঞাসা করছেন, আর কবে ঘোষণা হবে? কেউ কেউ হতাশ, ভোটের আগে প্রার্থী তালিকা ঘোষণা হবে তো! আর এতেই বাংলায় ২২ আসন জেতার বিজেপির দাবি যে ক্রমশই ফিকে হয়ে আসছে সেটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

মঙ্গলবার প্রথম কয়েক দফায় বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয় নি। আরও একবার পিছিয়ে গেল বিজেপির প্রার্থী তালিকা। মঙ্গলবার দিল্লিতে প্রথম তিন দফার প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল গেরুয়া শিবিরের। কিন্তু তা প্রকাশ করতে পারল না তারা। আর এতেই হতাশ রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুনঃ সেন্ট্রাল ফোর্স বছরে এই কয়েকদিন থাকবে, হুমকি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

ভোটের দিন ঘোষণার পরই গত রবিবার ১০ই মার্চ নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপির প্রতিপক্ষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জোট ভেঙে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাম কংরেসও। কিন্তু এখনও নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি বিজেপি। আর এতেই বেজায় হতাশ বিজেপি কর্মী সমর্থকরা। ভোটের আগে অনেকটাই পিছিয়ে পরলেন তারা, এমনটাই মনে করছে বিজেপি কর্মীরা।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

ভোটের দিন ঘোষণার আগে থেকেই বাংলায় বিজেপির প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কিন্তু বুধবার সকাল পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা হল না। তৃণমূল কংগ্রেস অনেক আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এমনকি জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীরা। কংগ্রেস-সিপিএমও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিন্তু যে গেরুয়া ব্রিগেডের উত্থানের জল্পনা রাজ্যজুড়ে, তারাই এখনও পর্যন্ত প্রার্থী দিতে পারল না বাংলায়।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

আংশিক প্রার্থীতালিকা অর্থাৎ প্রথম তিন দফার আসনগুলির প্রার্থীদের নাম ঘোষণার কথা ছিল মঙ্গলবার। কিন্তু এদিনও পিছিয়ে যায়। দিল্লির রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে, প্রার্থী তালিকা নিয়ে রাজ্য বিজেপির নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বই এদিন প্রকট হয়েছে। প্রার্থী নিয়ে কোন রাজ্য নেতার সঙ্গে কোন রাজ্য নেতার আর রাজ্য নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মত একেবারেই মিলছে না বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

আবার জানা গেছে, ভোটের আগে অর্জুন সিং, শঙ্কুদেব পণ্ডার মতো নেতাদের দলে যোগ দিয়েই টিকিট পাওয়া নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। কলকাতায় রাজ্যে বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র কাছেও এনিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন অনেক রাজ্য নেতা। তাঁরা দাবি করেছিলেন, সারাবছর যাঁরা কাজ করেন, তাঁরা কেন টিকিট পাবেন না।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

সূত্রের খবর, দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক পিছিয়ে গিয়ে বুধবার ফের বৈঠক হবে। বুধবার দুপুরে ফের রাজ্য নেতাদের বৈঠকে ডাকা হয়েছে। শোনা যাচ্ছে, বুধবার প্রথম তিন দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বিজেপির তরফ থেকে। বিজেপির কেন্দ্রীয় নেতাদের দাবি ছিল, বাংলায় এবার ২২ টি আসন জিতবে বিজেপি। সেই দাবিও যে প্রার্থী তালিকা প্রকাশ করতে না পেরে আসতে আসতে ফিকে হচ্ছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল https://thenewsbangla.com/rahul-gandhi-says-pak-terrorist-masood-azhar-ji-in-election-campaign/ Mon, 11 Mar 2019 15:17:59 +0000 https://www.thenewsbangla.com/?p=8139 জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল। কোন পাক জঙ্গিকে কেউ সম্মান দিয়ে ‘জী’ বলতে পারে তা শেখালেন রাহুল, সমালোচনার ঝড় দেশ জুড়ে। পাক জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে দেশের শহিদ সেনাদের অপমান করেছেন রাহুল, দেশ জুড়ে ক্ষোভ।

পুলওয়ামার ক্ষত এখনও শুকোয়নি। ভারতবাসীর মনে তার রেশ এখনও দগদগে। পুলওয়ামায় হামলার পরিপ্রেক্ষিতে ২৬শে ফেব্রুয়ারির সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও কেন্দ্রকে প্রমান চেয়ে প্রশ্ন করা ও দোষারোপের পালা চলছেই বিরোধীদের তরফ থেকে।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

মৃত জওয়ানদের নিয়ে সরকার বা বিরোধী পক্ষের রাজনীতিও কম হয়নি। সব রাজনৈতিক দলই চেষ্টা করেছে, কীভাবে সেনাদের প্রতি নিজেদের সহমর্মিতা প্রমান করা যায়। সেনাদের প্রতি বরাবর বিরূপ মন্তব্য করা কিছু সংগঠনও সেই সু্যোগ নিতে ছাড়েনি।

আর সোমবার রাহুল গান্ধী দিল্লিতে তার একটি নির্বাচনী জনসভায় যা বললেন, তাতে কার্যত হতবাক আম জনতা থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রকাশ্য জনসভায় নরেন্দ্র মোদী ও অজিত ডোভালকে সমালোচনা করতে গিয়ে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড মাসুদ আজহারকে ‘জী’ বলে সম্বোধন করে সম্মান প্রকাশ করে বসেন রাহুল।

আরও পড়ুনঃ পাকিস্থান চিনকে ভয় দেখিয়ে বালাশোরে পিনাক রকেট ছুঁড়ল ভারত

ভারতে সেনা থেকে সাধারণ মানুষের রক্ত ঝরান পাক জইশ ই মহম্মদ জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্মানসূচক মন্তব্য করার পরেও কংগ্রেসের তরফ থেকে রনদীপ সূর্যওয়ালা ভুল সংশোধন করার পরিবর্তে রাহুলের পক্ষ সমর্থন করে সাফাই গাইতে দেখা যায়।

আরও পড়ুনঃ মমতাকে মুকুলের ভয় দেখিয়ে কি রাজ্যে মন্ত্রী হচ্ছেন অর্জুন

সোমবার দিল্লিতে এক জনসভায় রাহুল গান্ধী ১৯৯৯ সালের কান্দাহার বিমান অপহরণ কান্ডে মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে তুলোধুনো করেন। অজিত ডোভালকেও দায়ী করেন মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার জন্য৷ তখনই জঙ্গি মাসুদ আজহারকে, ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করেন তিনি।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

এরপরেই রাহুলের এই মন্তব্য নিয়ে আসরে নেমেছে বিজেপি। পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে যখন রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তখনই এই ‘আত্মঘাতী গোল’ করে ভোটের মুখে বিজেপির হাতে ব্রহ্মাস্ত্র তুলে দিলেন রাহুল গান্ধী স্বয়ং।

আরও পড়ুনঃ সুব্রত বক্সির বদলে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়

এর আগেও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ ওসামা বিন লাদেনকে ‘ওসামা জী’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। সোমবারের এই ঘটনা যে ভোটের মুখে রাহুলকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলবে, তা একবাক্যে স্বীকার করছেন সকলেই।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ লোকসভা ভোটে বিজেপির একমাত্র ভরসা সেই নরেন্দ্র মোদীই
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>