Election at Bengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 05 May 2019 16:56:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Election at Bengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পঞ্চম দফার ভোটে নির্বাচন কমিশনের চিন্তার ও মাথাব্যাথার কারণ বাংলার কোন লোকসভা https://thenewsbangla.com/election-commission-feels-pressure-in-this-lok-sabha-seat-election-at-bengal/ Thu, 02 May 2019 06:42:04 +0000 https://www.thenewsbangla.com/?p=12162 বিছিন্ন কিছু ঘটনা ও চতুর্থ দফার ভোটে এক ভোটারের মৃত্যু বাদ দিলে; মোটের উপর বাংলায় ভোট শান্তিপূর্ণ হয়েছে বলেই মনে করে রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর। তবে পঞ্চম দফায় এসে; নির্বাচন কমিশনের মুখে দুশ্চিন্তার ছাপ। সৌজন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্র।

ব্যারাকপুরের ভোট নিয়ে কমিশনের কপালে ভাঁজ। একের পর এক ঘটনা যেভাবে ঘটে চলেছে; তার পরিপ্রেক্ষিতেই রীতিমতো বড় চিন্তার ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের কপালে। দুদিন আগেই এলাকায় হয়ে গিয়েছে একটি খুন।

প্রতিদিন জগদ্দল; ভাটপাড়া; কাকিনারা; নৈহাটি; ব্যারাকপুর; সব জায়গাতেই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ। অর্জুন সিং অনুগামী ও তৃণমূল সমর্থকদের মধ্যে প্রতিদিন চলছে রাজনৈতিক সংঘর্ষ।

আরও পড়ুনঃ মাওবাদী দমনে ব্যর্থ মোদী, মেদিনীপুরের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রীর

এর মাঝে আবার মদন মিত্রকে ভাটপাড়া বিধানসভা উপ নির্বাচনে দাঁড় করিয়ে; অর্জুনকে আরও লড়াইয়ে ফেলেছেন মমতা। মদন মিত্র ভাটপাড়ায় প্রচার শুরু করার পর; এই লড়াই আরও বেড়েছে। এবার লড়াইটা মদন মিত্র বনাম অর্জুন সিং হয়ে দাঁড়িয়েছে; কারণ ভাটপাড়া বিধানসভা উপ নির্বাচনে বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন সিং।

তারপর যেভাবে শাসক-বিরোধী প্রচারে পারদ চড়ছে; তাতে করে কিভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করানো যায়; এই ব্যারাকপুরে তা নিয়ে নির্বাচন কমিশন দফায় দফায় বৈঠক করছে প্রতিদিন। আগামী ৬ই মে পঞ্চম দফায় ব্যারাকপুরে নির্বাচন।

একদিকে অতীতের ঘটনা; অন্যদিকে বর্তমান পরিস্থিতি। সব মিলিয়ে রীতিমতো টানটান এক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় এই উত্তেজনার পারদকে স্বাভাবিক করে কমিশন কতটা তৎপরতার সঙ্গে সুষ্ঠ; অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে পারে।

আরও পড়ুনঃ মহারাষ্ট্র ও ছত্তিসগড়ের মত ভোটে মাওবাদী হামলার আশঙ্কা বাংলায়

তবে কমিশন সূত্রের খবর; বুধবার গভীর রাত পর্যন্ত এখনও সেই অর্থে কোনো সমাধান করতে পারেনি কমিশন। সব বুথে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীই থাকবে তা কিন্তু নয়; কমিশন সূত্রে খবর ব্যারাকপুরের ভোটকে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলতে চলেছে নির্বাচন কমিশন।

সেক্ষেত্রে শুধু বুথ নয়; গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে দিয়ে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। তাই অপেক্ষা এখন শুধু সময়ের। তারপরই কমিশনের পাশফেল সকলের সামনে উঠে আসবে; আগামী ৬ মে তারিখে।

]]>
দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী https://thenewsbangla.com/central-force-will-deploy-in-all-booths-on-third-phase-election-at-bengal/ Fri, 19 Apr 2019 06:17:20 +0000 https://www.thenewsbangla.com/?p=11184 লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় রাজ্যের ৫ লোকসভা কেন্দ্রের ১০০ শতাংশ বুথেই দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। এই উপলক্ষ্যে রাজ্যে আসছে ৩২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই প্রথম রাজ্যের বিরোধী দলগুলোর কথা মেনে নিল নির্বাচন কমিশন। বিরোধীদের দাবী ছিল বাংলায় সব বুথেই রাখা হোক কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুনঃ ভোটের পরেও অশান্ত চোপড়ায় গুলির লড়াই, গুলিবিদ্ধ সপ্তম শ্রেণীর ছাত্র

রাজ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথম দফা ভোটের আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি উঠেছিল। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। কিন্তু বেশিরভাগ কেন্দ্রেই কেন্দ্র ও রাজ্য পুলিশকে যৌথভাবে নিয়োগ করা হয়। অনেক বুথেই শুধু রাজ্য পুলিশ ছিল। সেখানে ঝামেলাও হয়েছে প্রচুর।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

প্রথম দফার নির্বাচনের পর কেন্দ্রীয় বাহিনীর দাবি আরও জোরালো হয়। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক দুই শতাধিক বুথে ছাপ্পা ও বুথ জ্যামের অভিযোগ তোলেন। নির্বাচন কমিশনের দরবারে গিয়ে মাটিতে বসে ধর্ণা দেন মুকুল রায়। মুকুলের নেতৃত্বে দাবিতে অনড় থাকেন বিজেপির রাজ্যের প্রতিনিধিরা। কিন্তু দ্বিতীয় দফার ভোটেও সব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না। ঝামেলাও হয় সেই সব বুথে।

আরও পড়ুনঃ চলে গেলেন ৪২ এর স্বাধীনতা আন্দোলনের শেষ জীবিত সৈনিক

যদিও চাপের মুখে দ্বিতীয় দফায় ৮০ শতাংশ বুথে নিয়োগ হয় কেন্দ্রীয় বাহিনী। তা সত্ত্বেও রাজ্যে ৩ লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়। এদিন ভয় দেখানো, অবরোধ, বোমাবাজি, হামলা পাল্টা হামলা; এসবই টিভির পর্দায় প্রত্যক্ষ করেছে রাজ্য সহ রাজ্যবাসী। সকাল সকাল এক সাংবাদিকের মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ পাঁচে পাঁচ, ভোট হয়ে যাওয়া বাংলার ৫টি আসনেই জিতবে বিজেপি, দাবি মুকুল রায়ের

দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়ায় গ্রামবাসীরা সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট দেবার দাবি তোলেন। তৃণমূলের লোকেরা তাদের ভোট দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। রাজ্য পুলিশ তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার আশ্বাস দিলেও তারা তাদের দাবিতে অনড় থাকেন।

অবশেষে এক পর্যায়ে তারা রাজ্য পুলিশের সহায়তায় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। এদিকে রায়গঞ্জ কেন্দ্রের অন্তর্গত একটি সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে ৬০০ জন হিন্দু ভোটারের ভোটার কার্ড কেড়ে রেখে ভোট দানে বঞ্চিত করার অভিযোগ তোলা হয় গ্রামের কিছু প্রভাবশালী মুসলিম ব্যক্তির বিরুদ্ধে।

আরও পড়ুনঃ তৃণমূলের বোকামিতে বাংলার ফিল্ম সিরিয়াল পরিচালকদের মাথায় হাত

এই অবস্থায় অভিযোগ খতিয়ে তৃতীয় দফার নির্বাচনে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে সচেষ্ট নির্বাচন কমিশন। আগামী ২৩শে এপ্রিল রাজ্যের তৃতীয় দফার নির্বাচন। ভোট অনুষ্ঠিত হবে বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এই ৫ লোকসভা কেন্দ্রে।

আগে ঠিক হয়েছিল, ২৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে নিরাপত্তার দায়িত্বে থাকবে। কিন্তু পরিস্থিতি বিচার করে এই ৫ কেন্দ্রের ১০০ শতাংশ বুথে মোট ৩২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হচ্ছে কমিশনের তরফে।

আরও পড়ুনঃ রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ায় সঞ্জয় দত্তকে শোকজ করল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>