Election 2019 – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 11 Apr 2019 16:26:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Election 2019 – The News বাংলা https://thenewsbangla.com 32 32 LIVE: সারাদিন কি হল বাংলার ভোটে, রাজ্য পুলিশ থাকা বুথেই যত অশান্তি https://thenewsbangla.com/live-election-2019-what-is-happening-all-day-in-bengal-see-all-the-events-from-first-to-last/ Thu, 11 Apr 2019 02:22:57 +0000 https://www.thenewsbangla.com/?p=10543 শেষ হল প্রথম দফার ভোট। তবে এখনও অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছে। পুনরায় কিছু বুথে ফের ভোট হতে পারে, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

৪০। অভিযোগ নিয়ে আলোচনা করে পুনরায় ভোট করা হবে কিনা জানাবে নির্বাচন কমিশন।
৩৯। রাজ্যে ভোট পড়ল ৮০ শতাংশের বেশি।
৩৮। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন জানাল, ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই।
৩৭। কেন্দ্রীয় বাহিনী ও সীমান্তসেনা বিএসএফের জওয়ানরা বুথের মধ্যে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন বলেও অভিযোগ করেন মন্ত্রী।
৩৬। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ তোলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকেই একের পর এক ইভিএম মেশিন বিকল হতে শুরু হয়। এর পিছনে চক্রান্ত আছে।

৩৫। আলিপুরদুয়ারের বেশ কয়েকটি বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে
৩৪। কোচবিহারের দিনহাটা মহকুমার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের রসমন্ডা স্কুলে তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৩। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অভিযোগ, দিনহাটার একাধিক বুথ থেকে বিজেপির এজেন্টদের বের করে দিয়েছে তৃণমূল।
৩২। গীতালদহে বুথ থেকে জোর করে বিজেপি এজেন্টকে বের করে দিতে চেষ্টা করার অভিযোগ।
৩১। ১৬৬ বুথে পুনরায় নির্বাচনের দাবী তুললেন বিজেপি ও তৃণমূল প্রার্থী।
৩০। বেলা ১ টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে ৫০ শতাংশের বেশি।
২৯। বেলা ১ টা পর্যন্ত রাজ্যের দুই লোকসভায় ভোট পড়ল ৫০ শতাংশের উপর। আলিপুরদুয়ারে বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৪৫%,

LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন সব ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত:

১। বাংলার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট গ্রহণ শুরু।
২। উত্তরবঙ্গের দুই আসনেই ভোট দিতে ভোর থেকে মানুষের লাইন বুথে বুথে।
৩। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের বাইক বাহিনীকে আক্রমণ বিজেপির, আহত তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ ৩। বিজেপির তরফে হামলার কথা অস্বীকার।
৪। বানারহাটে ভোট দিলেন বিজেপি প্রার্থী জন বারলা। স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী নেই, অভিযোগ জন বারলার।
৫। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট, ভোর ৫ টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। উৎসাহ নতুন ভোটারদের মধ্যে।

আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

৬। ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারলেন না তৃণমূল প্রার্থী দশরথ তিরকি। দলের প্রতীক লাগিয়ে ভোট দিতে যান দশরথ তিরকি। পরে খুলে নেন প্রার্থী।
৭। আলিপুরদুয়ারের সূর্যনগরের ঘটনা। ইভিএম খারাপ থাকায় সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় নি। সূর্যনগরের লেবুবাগান স্কুলের ১৯৮ নং বুথের ঘটনা। এখানে কোন কেন্দ্রীয় বাহিনী নেই। প্রায় এক ঘণ্টা পর ৮ টা নাগাদ আবার ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোর থেকে লাইনে দাঁড়ানো অনেকেই ভোট না দিয়েই ফিরে যান।
৮। দিনহাটার আবুতারাতে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধার অভিযোগ।
৯। মাথাভাঙার পচাগড়ে ৯ নং ওয়ার্ডের ঘটনা। ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণ বন্ধ। ২/২৫৪ বুথে সকাল থেকে শুরু হয় নি ভোট। বিশাল লাইন মানুষের।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

১০। ফের হুমকি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। “যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে লাফাচ্ছেন, ভোটের পর যেন সেখানেই বাড়ি করে থাকে যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকে”। বলেন তিনি। জানিয়ে দেন, ভোটের দাওয়াই যা দেবার তা দিয়ে দিয়েছেন।
১১। কোচবিহার থেকে কলকাতায় ফিরছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। সঠিক জায়গায় বাহিনী মোতায়েন হয়ে গেছে, জানিয়ে ফিরছেন তিনি।
১২। কোচবিহারের বিভিন্ন বুথে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ জমা পরেছে নির্বাচন কমিশনে। সিতাই এ ৩৯ নং বুথে ঢুকতে বাধা। দিনহাটায় ৭/১৬৫, ৭/২২৪, বুথে ঢুকতে বাধা দিয়েছে তৃণমূল, এমনটাই অভিযোগ জমা পরেছে নির্বাচন কমিশনে।
১৩। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিএসএফ জওয়ানরাও সীমান্ত ছেড়ে বুথে ঢুকে পড়েছেন বলেই খবর। প্রচুর ইভিএম খারাপ বলে অভিযোগ করেন মন্ত্রী। ইভিএম কারচুপি করে, ভোটে চক্রান্তের অভিযোগ তাঁর।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

১৪। বুথ থেকে বিজেপি এজেন্টকে বের করে দেবার চেষ্টা। বাধা দেন প্রিজাইডিং অফিসার। মাথাভাঙার ঘটনা। ঘটনা ক্যামেরাবন্দি। অভিযোগের তীর তৃণমূলের দিকেই। ভিডিও জমা পরছে নির্বাচন কমিশনের কাছে।
১৬। দিনহাটায় রাস্তা অবরোধ বিজেপির। মাতালহাট- বক্সিরহাট রাস্তা অবরোধ। বিজেপি এজেন্টকে বাইরে বের করে দেবার অভিযোগ নিয়ে রাস্তা অবরোধ। রাজ্য পুলিশ তৃণমূল নেতাদের কথায় চলছে এবং কেন্দ্রীয় বাহিনী নেই বলেই অভিযোগে রাস্তা অবরোধ।
১৭। মুখ্যমন্ত্রী মমতার ফোন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কাছে। ইভিএম খারাপ নিয়ে রিপোর্ট নিলেন মমতা।
১৮। কোচবিহারের বিভিন্ন বুথে তৃণমূল বনাম বিজেপি লড়াইয়ের ছবি। কথা কাটাকাটি থেকে হাতাহাতি। সামাল কেন্দ্রীয় বাহিনীর।

আরও পড়ুনঃ নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী

১৯। ফের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ। ভোট কর্মীদের বিক্ষোভ। আলিপুরদুয়ারের ছাটরামপুরের ঘটনা।
২০। ৫ টি বুথে পুনরায় নির্বাচন করার দাবি রবীন্দ্রনাথ ঘোষের।
২১। দিনহাটার মাতালহাটে বোমাবাজির অভিযোগ।
২২। মাতালহাটে বিজেপি সমর্থকদের রাস্তায় বসে বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনী এসে তুলে দিল অবরোধ।
২৩। দিনহাটায় আতঙ্কিত পুলিশকর্মী।
২৪। কোচবিহারের শীতলকুচিতে ভোটারদের ভোটদানে বাধা। অভিযোগ তৃণমূলের দিকে। মহিলাদের হেনস্থা করার অভিযোগ।
২৫। কোচবিহারে এখনও পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৮৫%
২৬। আলিপুরদুয়ারে এখনও পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৩০%
২৭। নির্বাচন কমিশনের কাছে এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ৪৬৯ টি
২৮। আলিপুরদুয়াররের নাগরাকাটাতে ইভিএম মেশিনে বিজেপির প্রতীকের উপরে সাদা কাগজ লাগিয়ে দেবার অভিযোগ।

]]>
ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার https://thenewsbangla.com/narendra-modi-wins-election-satta-bajar-bets-on-bjp-crossing-250-nda-300/ Mon, 18 Mar 2019 14:18:06 +0000 https://www.thenewsbangla.com/?p=8736 অপ্রতিরোধ্য বিজেপি। জিতবে এবার সেই বিজেপি। ক্ষমতায় আসবে ফের নরেন্দ্র মোদী। না কোন জনমত সমীক্ষা বা ওপিনিওন পোল নয়। ভোটের আগেই এমন ফলের কথা জানাচ্ছে ভারতের সাট্টাবাজার। জুয়োর বাজারে মোদী আর বিজেপির ক্ষমতায় ফেরার পক্ষেই বাজি ধরছেন মানুষ।

২০১৯ লোকসভা নির্বাচনে কার ঝুলিতে কটা আসন যাবে, তা নিয়ে ইতিমধ্যেই অনেকগুলি সংস্থার জনমত সমীক্ষা সামনে এসেছে। এবার সমীক্ষার ফলপ্রকাশ করল রাজস্থানের যোধপুরের সাট্টাবাজার। নির্বাচন সংক্রান্ত ফলাফলের সম্ভাবনায় যাদের সমীক্ষা বহুক্ষেত্রেই মিলে যায়। এর আগেও অনেকবার এই সাট্টাবাজার এর ফলাফল মিলে গেছে।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

সম্প্রতি রাজস্থান সহ সারা দেশে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জনমত সমীক্ষা চালায় সাট্টাবাজার। তাদের সমীক্ষা বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারই পুনরায় ক্ষমতায় আসতে চলেছে।

সাট্টাবাজারের সমীক্ষা বলছে, বিজেপি একক রাজনৈতিক দল হিসেবে ২৫০ টি আসন লাভ করতে পারে। আর ম্যাজিক ফিগার অতিক্রম করে ৩০০ থেকে ৩১০ টি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপির এনডিএ জোট।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সর্বভারতীয় মিডিয়ার সমীক্ষায় বলা হয়েছে বিজেপি এককভাবে ২০০ সিটের সামান্য কিছু বেশি আসন লাভ করতে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ২৬৫ এর মতো আসন। সেক্ষেত্রে ম্যাজিক ফিগার থেকে সামান্য কিছু দূরে আটকে যাবে বিজেপির এনডিএ জোট। সাট্টাবাজার যদিও আগেই বলেছিল এনডিএ জোটের প্রাপ্ত সম্ভাব্য আসন সংখ্যা ২৮০ টি।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

কিন্তু এবার তারা জানাচ্ছে, এয়ার স্ট্রাইকের আগে প্রায় সমস্ত জনমত সমীক্ষায় এনডিএর সম্ভাব্য আসন সংখ্য কিছুটা কম প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু পাকিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইকের পরেই বিজেপি তথা এনডিএর প্রতি জনসমর্থন হু হু করে বেড়েছে। যার ফলে ভোটের আসন সংখ্যায় একধাক্কায় অনেকটাই বাড়ছে। ২৮০ থেকে এনডিএ জোটের প্রাপ্ত সম্ভাব্য আসন সংখ্যা হতে পারে ৩০০ থেকে ৩১০ টি।

আরও পড়ুনঃ মমতা কি পাকিস্তানের কণ্ঠ, বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার

আগের সমীক্ষায় সংখ্যাটা ম্যাজিক ফিগারের আশেপাশে থাকলেও এবার এনডিএর আসন সংখ্যা ৩০০ অতিক্রম করে ৩১০ অবধি আসন পেতে পারে বলে জানিয়েছে সাট্টাবাজার। সেক্ষেত্রে বিজেপি একক ভাবে পাবে ২৫০ টি আসন। কংগ্রেসের ক্ষেত্রে আগে ১০০ টি আসন দেওয়া হলেও এখন কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা ৭০ থেকে ৭২ এর মধ্যে আটকে যাবে বলে তারা জানিয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

সাট্টাবাজারের এই সমীক্ষা খুশীর খবর এনেছে গেরুয়া শিবিরে। অন্যদিকে এটা ভোটের আগে বিজেপির একটা নতুন চাল বলে এই সাট্টাবাজারের সমীক্ষা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। এই সাট্টাবাজারের সমীক্ষা মেলে কিনা সেটা বোঝা যাবে আগামী ২৩ মে তারিখেই।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
উত্তরপ্রদেশে চরম অসম্মানজনক প্রস্তাব মহাজোটকে, ক্রুদ্ধ অখিলেশ মায়াবতী https://thenewsbangla.com/mayabati-and-akhilesh-yadav-angry-on-rahul-gandhis-congress/ Mon, 18 Mar 2019 10:48:27 +0000 https://www.thenewsbangla.com/?p=8709 আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে। কংগ্রেসের সাথে জোট না হলেও রায়বেরেলি ও আমেঠির আসন দুটি ছাড়া হয়েছে কংগ্রেসের জন্য।

সম্প্রতি বিভিন্ন সংস্থার ভোটের আগের সমীক্ষায় দেখা দিয়েছে ২০১৯ লোকসভা নির্বাচনে এনডিএ শিবির পুনরায় ক্ষমতায় আসতে পারে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য বিজেপির প্রধান বাধা উত্তরপ্রদেশ। ফলে ২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি নাও হতে পারে।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

এদিকে এককভাবে কংগ্রেস অনেক পিছিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য মহাজোটই ভরসা কংগ্রেসের। একমাত্র উত্তরপ্রদেশ সমস্ত হিসেব নিকেশ বদলে দিতে পারে। সেই সম্ভাবনা থেকে উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির সাথে জোট ঘোষণা করেই একসাথে এগোতে চাইছে কংগ্রেস, যাতে কিছুতেই বিজেপি জায়গা না পায়।

কিন্তু জোট প্রস্তাবে উত্তরপ্রদেশের বড় দুই দল এসপি ও বিএসপিকে যে আসন ছাড়ার প্রস্তাব কংগ্রেস দিয়েছে, তাতে চরম অসন্তুষ্ট অখিলেশ ও মায়াবতী। কংগ্রেস নিজেদের জন্য ৭৩ টি আসন রেখে বাকি ৭ টি আসন এসপি, বিএসপি ও আরএলডিকে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

আর তাতেই বেজায় চটেছে অখিলেশ ও মায়াবতী। মায়াবতী জানিয়ে দিয়েছেন, কংগ্রেস চাইলে তারা নিজেরা ৮০ টি সিটেই লড়াই করতে পারে। কংগ্রেসের সাথে তাদের জোটের দরকার নেই। এসপি, বিএসপি ও আরএলডি মিলেই বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে বলে জানিয়ে দিয়েছেন মায়াবতী।

বিজেপিকে হারাতে যেভাবে জোটে অংশগ্রহনকারী দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে পারছে না এবং নিজেরাই নিজেদের জমি ছাড়তে নারাজ, তাতে লাভের গুড় যে বিজেপির ঝুলিতে যাবে, তাতেই সীলমোহর দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

শেষ পর্যন্ত যে কোনরকমে উত্তরপ্রদেশে মহাজোট হচ্ছে না সেটা এখন পরিষ্কার। এখন ত্রিপক্ষের লড়াইয়ে উত্তরপ্রদেশ কার হয় সেটাই দেখার। উত্তরপ্রদেশে বেশি আসন মানেই যে দেশের ক্ষমতা দখলে দিকে এককদম এগিয়ে যাওয়া জানে কংগ্রেস, বিজেপি সহ সবাই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পঞ্চায়েত ভোটে চরম হিংসা দেখেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলায় ৭ দফায় ভোট https://thenewsbangla.com/7th-phase-vote-for-bengal-with-central-force-after-violence-in-the-panchayet-polls/ Sun, 10 Mar 2019 17:19:26 +0000 https://www.thenewsbangla.com/?p=8046 বিরোধীদের অভিযোগ মেনেই ৭ দফার লোকসভা ভোটের প্রত্যেক দফাতেই পশ্চিমবঙ্গে ভোট রাখল কেন্দ্র নির্বাচন কমিশন। এই প্রথমবার ৭ দফায় ভোট হচ্ছে রাজ্যে। পঞ্চায়েত ভোটে বিরোধীদের অসংখ্য অভিযোগ জমা পরেছিল নির্বাচন কমিশনে। সব খতিয়ে দেখেই পশ্চিমবঙ্গে ৭ দফাতেই লোকসভা ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কেন্দ্র নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

দেশে মোট ৭ দফায় ২০১৯ লোকসভা ভোট হবে। আর পশ্চিমবঙ্গেও সেই ৭ দফাতেই লোকসভা ভোট হবে।

বাংলায় কথায় কবে ভোট দেখে নিন একনজরেঃ

১১ এপ্রিল প্রথম দফায় ২টি আসনে ভোটঃ কোচবিহার ও আলিপুরদুয়ার

১৮শে এপ্রিল দ্বিতীয় দফায় ৩টি আসনে ভোটঃ জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ

২৩শে এপ্রিল তৃতীয় দফায় ৫টি আসনে ভোটঃ বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ

২৯শে এপ্রিল চতুর্থ দফায় ৮টি আসনে ভোটঃ বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, আসানসোল ও বীরভূম

৬মে পঞ্চম দফায় ৭টি আসনে ভোটঃ বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগ

১২মে ষষ্ঠ দফায় ৮টি আসনে ভোটঃ তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর

১৯মে সপ্তম ও শেষ দফার ভোটে ৯টি আসনে ভোটঃ দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর

আরও পড়ুনঃ ৭ দফায় লোকসভা ভোট শুরু ১১ এপ্রিল, ভোট গণনা ২৩ মে

মোট ৭ দফায় ২০১৯ লোকসভা ভোট হবে দেশে। ভোট শুরু ১১ এপ্রিল। ওই দিন প্রথম দফার ভোট। ১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট। ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোট। ৬ মে পঞ্চম। ১২ মে ষষ্ঠ দফা ও ১৯ মে সপ্তম ও শেষ দফার ভোট। আর এই ৭ দফাতেই বাংলায় ভোট হচ্ছে।

বাংলায় ৭ দফাতেই ভোট হওয়ায় হইচই পরে গেছে রাজ্য রাজনীতিতে। কেন বাংলায় ৭ দফাতেই ভোট? উঠে গেছে প্রশ্ন। বিজেপি রাজ্যে জোর দিচ্ছে বলেই কি ৭ দফাতে ভোট? প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও বাংলার শাসক দলের তরফে বলেই দেওয়া হয়েছে “কত ফেজে ভোট হল তাতে কিছুই এসে যায় না, মানুষ মমতাকে ভোট দেবে”।

আরও পড়ুনঃ সপ্তদশ লোকসভা ভোট ৭ দফায়, দেখে নিন কবে কোথায় কত আসনে ভোট

বিজেপির তরফ থেকে বলা হয়েছে, “রাজ্যে ভোটের পরিস্থিতি নেই। পঞ্চায়েত ভোটে সেটা প্রমাণ হয়ে গেছে। তাই নির্বাচন কমিশন ৭ ফেজেই ভোট করাচ্ছে রাজ্যে”। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ৭ ফেজে ভোট করানো হবে।

মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটে চরম হিংসা ও ৫০ শতাংশের বেশি আসনে বিরোধীদের প্রার্থীরা দিতে না পারাটাই বিচার করে কেন্দ্র নির্বাচন কমিশন বাংলায় ৭ ফেজেই ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের।

ভোট গণনা হবে ২৩মে, ২০১৯। ওইদিনই জানা যাবে ভারতের শাসনভার আগামী ৫ বছরের জন্য কোন দলের হাতে থাকবে। আর সেদিনই দেখা যাবে, বাংলায় তৃণমূল-বিজেপি লড়াই এর ফল কি হল। আর সিপিএম কংগ্রেস জোট কতটা সাফল্য পেল।

]]>