Eknath Shinde – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 28 Jun 2022 13:05:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Eknath Shinde – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপিকে সঙ্গে নিয়েই মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে একনাথ শিণ্ডের শিবসেনা https://thenewsbangla.com/eknath-shinde-shiv-sena-is-going-to-form-maharashtra-govt-with-bjp/ Tue, 28 Jun 2022 13:04:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15745 বিজেপিকে সঙ্গে নিয়েই মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে; একনাথ শিণ্ডের শিবসেনা; শেষ খবর পাওয়া পর্যন্ত আপাতত এটাই মহারাষ্ট্রের রাজনৈতিক অবস্থা। মহারাষ্ট্র থেকে যা খবর আসছে তাতে, বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে; নয়া সরকার গড়ার প্রস্তাব দিতে চলেছেন শিণ্ডে। বিজেপি-কে ১৬ জন মন্ত্রী দিয়েও; নয়া সরকারের নীল নকশা তৈরি; এভাবেই উদ্ধব সরকার ফেলতে এগোচ্ছেন শিন্ডে ও বিদ্রোহী শিবসেনা বিধায়করা।

সূত্রের খবর, মহারাষ্ট্রে নয়া সরকারের নতুন নকশাও; ছকে ফেলেছেন একনাথ শিন্ডে। নয়া সরকারে শিন্ডে শিবিরের বিধায়কদের এবং বিজেপি-র বিধায়কদের মন্ত্রিত্ব দেওয়া হবে বলেই খবর। এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, শিন্ডে শিবিরের ছয় জন বিক্ষুব্ধ বিধায়ক; নতুন মন্ত্রিসভায় জায়গা পাবেন। রাজ্যের মন্ত্রী হবেন; অন্য ছয় জন। শুরুতে চার জন মন্ত্রী নিযুক্ত করা হবে। উপমুখ্যমন্ত্রী নিযুক্ত করা হবে একজনকে। উদ্ধব সরকারের পতন ঘটলে নয়া সরকারে; বিজেপি-র ১৮ জন ক্যাবিনেট মন্ত্রী হবেন এবং ১০ জন প্রতিমন্ত্রী হতে পারেন বলেও খবর।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন, ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক

প্রশ্ন এখন একটাই; মুখ্যমন্ত্রী কি বিজেপি থেকেই হবেন? রাজনৈতিক মহল মনে করছে, বিজেপির মুখ্যমন্ত্রী হলে; শিণ্ডে হবেন উপ-মুখ্যমন্ত্রী। আবার শিণ্ডে মুখ্যমন্ত্রী হলে; বিজেপি থেকে হবে উপ-মুখ্যমন্ত্রী। উদ্ধব সরকারের পতন ঘটলে, নয়া সরকারে; বিজেপির দেবেন্দ্র ফড়নবীশের কী ভূমিকা থাকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শিবসেনা সূত্রে খবর, উদ্ধব ঠাকরে সম্প্রতি; দেবেন্দ্র ফড়নবীশকে ফোন করেন। কিন্তু তাঁর সঙ্গে কথা বলতে রাজি হননি ফড়নবীশ। শিবসেনাকে সরাসরি বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলতে হবে; বিজেপি-র তরফে এমন বার্তাই দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য, বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট

অন্যদিকে, অসমের রাজধানী গুয়াহাটির হোটেলে থাকা; বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের উদ্দেশ্যে উদ্ধব ঠাকরে বলেছেন; “শিবসেনা পরিবারের প্রধান হিসাবে; আমি আপনাদের জন্য উদ্বিগ্ন। আপনারা গত কয়েকদিন ধরে; তালাবদ্ধ আছেন। আপনাদের সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে; আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ রয়েছে। আপনারা এখনও হৃদয় থেকে; শিবসেনার সঙ্গে আছেন”। মখ্যমন্ত্রী আরও বলেছেন; “আমি আপনাদের জন্য চিন্তিত; মুম্বই ফিরে আমার সঙ্গে কথা বলুন”।

]]>
হাতেনাতে ‘শিক্ষা’, বিজেপিকে আটকাতে জোট ভেঙে জোর করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন উদ্ধব https://thenewsbangla.com/uddhav-thackeray-became-the-cm-by-force-and-broke-nda-alliance-to-stop-bjp/ Wed, 22 Jun 2022 15:25:16 +0000 https://www.thenewsbangla.com/?p=15662 হাতেনাতে ‘শিক্ষা’, বিজেপিকে আটকাতে জোট ভেঙে; জোর করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন উদ্ধব। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায়; ম্যাজিক ফিগার ১৪৫। গত বিধানসভায় বিজেপি-শিবসেনা জোট; জয়ী হল ১৬২টি আসনে। ১০৬ টি আসন পায় বিজেপি; ৫৬ টি আসন পায় শিবসেনা। কংগ্রেস ও এনসিপি-র জোটের দখলে যায়; ১০০টি বিধানসভা কেন্দ্র। অন্যান্যের ঝুলিতে যায় ২৬টি আসন। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫ এর; অনেক বেশি পেয়েও বিজেপি শিবসেনার সরকার হয়নি। কারণ মাত্র ৫৬ টি আসন পেয়েও; মুখ্যমন্ত্রী হতে চেয়ে; জোট ভেঙেছিলেন উদ্ধব।

মহারাষ্ট্রে এখন ঘোর সঙ্কটে; শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার। শিবসেনার বিদ্রোহী বিধায়ক-মন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গেই আছেন; ৪৪ এর বেশি বিধায়ক। আরও বিধায়করা যোগ দিচ্ছেন তাঁর সঙ্গে। তবে এখনই ইস্তফা দিচ্ছেন না; দলের বিক্ষুব্ধরা চাইলে তিনি ইস্তফা দিতেও রাজি; বলেছেন শিবসেনা সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার সন্ধেয় দলের নেতাকর্মীদের উদ্দেশে উদ্ধবের বার্তা; “আমি ইস্তফা দিতে তৈরি; মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে মাতশ্রীতে চলে যাব। তবে আমার সামনে সামনাসামনি এসে; আপনাদের কথা বলতে হবে”।

আরও পড়ুনঃ জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু

নিজের বক্তব্যে বিক্ষুব্ধদের খোঁচা দিয়েছেন উদ্ধব; সেই সঙ্গে উ’সকে দিয়েছেন মারাঠী অস্মিতা। বিক্ষুব্ধদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনারা কি আমাকে নিশ্চিত করে বলতে পারেন; যে পরের মুখ্যমন্ত্রী শিবসেনা থেকে হবে? কে মুখ্যমন্ত্রী হল; সেটা গুরুত্বপূর্ণ নয়। শিবসেনার কেউ হবে কি”? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমার দলের একজন নেতা অসমে গিয়ে আমাকে বলছেন; আমরা নাকি হিন্দুত্ব ভুলে গিয়েছি”।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে সরকার গড়ছে বিজেপি, শিবসেনা বি’দ্রোহী বিধায়করা পৌঁছে গেলেন মহারাষ্ট্র থেকে অসমে

উদ্ধবের আরও দাবি, “শিবসেনা আর হিন্দুত্ব একই মুদ্রার এপিঠ-ওপিঠ; শিবসেনা কখনও হিন্দুত্ব ছাড়বে না। আমি বালাসাহেব ঠাকরের আদর্শকে; আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি”। এদিকে একনাথ শিন্ডেকে মহারাষ্ট্র বিধানসভায়; শিবসেনার পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করলেন তাঁর সঙ্গে থাকা শিবসেনা বিধায়করা। এই নিয়ে একটি রেজোলিউশনও পাশ করা হয়েছে; সঙ্গে থাকা ৪৬ বিধায়ক; সংখ্যাটা আরও বাড়তে পারে। সূত্রের খবর, মুম্বই থেকে আরও ২জন বিদ্রোহী শিবসেনা বিধায়ক; রওনা হয়েছেন গুয়াহাটির উদ্দেশ্যে।

]]>
মহারাষ্ট্রে সরকার গড়ছে বিজেপি, শিবসেনা বি’দ্রোহী বিধায়করা পৌঁছে গেলেন মহারাষ্ট্র থেকে অসমে https://thenewsbangla.com/bjp-forming-govt-in-maharashtra-eknath-shinde-uddhav-thackeray-disagreement-continue/ Wed, 22 Jun 2022 03:36:24 +0000 https://www.thenewsbangla.com/?p=15633 মহারাষ্ট্রে সরকার গড়ছে বিজেপি; শিবসেনা বি’দ্রোহী বিধায়করা পৌঁছে গেলেন মহারাষ্ট্র থেকে অসমে। টালমাটাল মহারাষ্ট্র সরকার। একঝাঁক বি’দ্রোহী বিধায়ককে নিয়ে, বেমালুম গায়েব হয়ে গেলেন; শিবসেনার বর্ষীয়ান নেতা ও রাজ্যের মন্ত্রী একনাথ শিন্ডে। দলবদলের জল্পনা যখন তুঙ্গে; ঠিক তখনই বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাতে ঘাঁটি গাড়েন বিক্ষুব্ধ শিবসৈনিকরা। দিনভর চলে জারি টানটান নাটক; এরপর বি’দ্রোহী শিবসনিক বিধায়করা পৌঁছে গেলেন বিজেপি শাসিত অসমের গুয়াহাটিতে।

রাজনৈতিক মহলের বক্তব্য, এমন ঘটনা যে ঘটতে পারে; তার আঁচ বিধান পরিষদের নির্বাচনেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ক্রস-ভোটিংয়ের জেরে বড়সড় ধাক্কা খেয়েছিল; শিবসেনার নেতৃত্বাধীন মহারাষ্ট্রের শাসক জোট মহা বিকাশ আগাড়ি। কিন্তু মঙ্গলবার আর বুধবার যা ঘটল, তারপর মহারাষ্ট্রে বড়সড় রদবদল স্রেফ সময়ের অপেক্ষা; বলেই ধারণা রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ দেশের পরবর্তী রাষ্ট্রপতি আদিবাসী নেত্রী দ্রৌপদী, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা

বি’দ্রোহী একনাথ শিণ্ডে; শিবসেনার সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে একজন। সূত্রের খবর, দলে তাঁর গুরুত্ব কমে যাওয়া নিয়ে; বহুদিন ধরে অসন্তুষ্ট ছিলেন থানের অঘোষিত ‘রাজা’। শিবসেনায় সঞ্জয় রাউতের গুরুত্ব বাড়াটাও; তাঁর ক্ষোভের অন্যতম কারণ। শিণ্ডের শিবিরের দাবি, তাঁর সঙ্গে অন্তত ২২ জন শিবসেনা বিধায়ক আছেন; আরও জনা পাঁচেক কংগ্রেস বিধায়ক তাঁর শিবিরে যোগ দেবেন। সবাই বিজেপি যোগ দিলে; মহারাষ্ট্রে একক সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গড়বে বিজেপিই।

আরও পড়ুনঃ প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে দাঁড় করালেন মমতা ও বিরোধীরা

একনাথ শিণ্ডের বিদ্রোহের পরে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মঙ্গলবারই; দলের বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। তাতে শিবসেনার বিধায়কদের; একটা বড় অংশই অনুপস্থিত ছিল। ফলে চিন্তার ভাঁজ আরও বাড়ে শিবসেনা শিবিরে। তাতে আত’ঙ্কিত না হয়ে, পাল্টা শিণ্ডের বিরুদ্ধে; পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী ঠাকরে। বি’দ্রোহী নেতাকে বিধানসভায় দলের পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে; তার জায়গায় অজয় চৌধুরীকে করেছেন।

শিণ্ডে আবার পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন, “আমরা শিবসৈনিক, বাল ঠাকরের অনুগামী। উনি আমাদের হিন্দুত্ব শিখিয়েছেন। ঠাকরের আদর্শ আমাদের কখনও প্রতারণার মাধ্যমে; ক্ষমতায় আসতে শেখায়নি”। মহারাষ্ট্র বিধানসভায় আসনসংখ্যা ২৮৮; কিন্তু শিবসেনার বিধায়ক রমেশ লতকের মৃত্যু হওয়ায় সংখ্যাটি এখন ২৮৭। ফলে এই মুহূর্তে আস্থা ভোট হলে; ক্ষমতায় ফিরতে শাসকজোটকে ১৪৪টি আসন জিততে হবে।

]]>
মহারাষ্ট্রে ভাঙছে শিবসেনা, সরকার গড়বে বিজেপি, ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে গুজরাতে https://thenewsbangla.com/shiv-sena-is-breaking-up-in-maharashtra-bjp-will-form-the-govt-uddhav-thackeray-meeting/ Tue, 21 Jun 2022 08:12:19 +0000 https://www.thenewsbangla.com/?p=15602 মহারাষ্ট্রে কি ভাঙছে শিবসেনা; সরকার গড়বে বিজেপি? ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে; এখন গুজরাতে। ২০১৯ বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পায় ১০৬টি; শিবসেনা পায় ৫৬টি; এনসিপি পায় ৪৪টি ও কংগ্রেস পায় ৪৪টি আসন। সরকার গড়ে শিবসেনা-বিজেপি জোট। এবার সেই জোটেই বড় ভাঙন। এবার কি একাই সরকার গড়বে বিজেপি? কিন্তু কিভাবে? একাধিক ‘উধাও’ হয়ে যাওয়া শিবসেনা বিধায়ক; কি বিজেপিতে যোগ দিচ্ছেন? উঠে গেছে প্রশ্ন। সব নিয়েই চরম ডামাডোল মহারাষ্ট্রে।

শিবসেনার প্রবীণ নেতা ও মন্ত্রী একনাথ শিন্ডে; দলের বিরুদ্ধে বি’দ্রোহী মনোভাব নিয়েছেন। দলের প্রায় ২০ জন বিধায়ককে নিয়ে; মহারাষ্ট্র ছেড়ে তিনি গুজরাতের সুরাটে পৌঁছে গেছেন তিনি। মঙ্গলবার দুপুর ২টার দিকে; একটি সাংবাদিক সম্মেলন করবেন তিনি। এই সব বিধায়ক কি বিজেপিতে যোগ দেবেন; সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি কি এবার সরকার গড়বে? এটাই এখন প্রশ্ন দেশ জুড়ে।

আরও পড়ুন; ‘অগ্নিবীর’ নিয়োগ শুরু, সেনার তিন প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

অন্যদিকে, শিবসেনা প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও; বেশ অ্যাকশন মুডে রয়েছেন। এদিন দুপুরে জোটের বৈঠক ডেকেছেন তিনি। এদিকে, বিভক্তির আশঙ্কায় কংগ্রেসও; তাদের সমস্ত বিধায়ককে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। বিজেপির বিরুদ্ধে ‘ঘোড়া কেনাবেচার’ অভিযোগ করছে বিরোধীরা।

আরও পড়ুন; সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী, আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা

সোমবার মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনে, শিবসেনার বিধায়কদের বিরুদ্ধে; ক্রস ভোটিংয়ের অভিযোগের পরই বিধায়কদের নিয়ে ‘গা-ঢাকা’ দিয়েছেন শিন্ডে। ওই বিধায়করা গুজরাতের সুরাতের একটি হোটেলে রয়েছেন বলে সূত্রের খবর। এমএলসি নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক আলোড়ন তীব্র হয়েছে। রাজ্যের উধ্বব ঠাকরে-শরদ পাওয়ারের এমভিএ সরকার জোর ধাক্কা খেয়েছে। এই ২০ জন বিধায়কই ক্রস ভোটিংয়ে অংশ নিয়েছেন; বলে সন্দেহ করা হচ্ছে।

শিবসেনায় বিদ্রোহের আশঙ্কায়; মঙ্গলবার বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেবেন না সঞ্জয় রাউত। এই বৈঠক ডেকেছিলেন শরদ পাওয়ার। অন্যদিকে, মঙ্গলবার দুপুর ১২টায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। এতে সব বিধায়ককে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে কি শিবসেনা সরকার ভেঙে যাবে? শিবসেনা বিধায়করা যোগ দেবেন গেরুয়া শিবিরে? সরকার গড়বে বিজেপি? এই সব প্রশ্নেই এখন উ’ত্তাল গোটা দেশ।

]]>