Education Department – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 19 May 2022 06:09:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Education Department – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মমতার মন্ত্রীর দাপট, আদালতের নির্দেশও মানলেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ https://thenewsbangla.com/mamata-minister-power-state-minister-for-education-paresh-adhikari-disobeyed-court-order/ Thu, 19 May 2022 06:08:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15130 মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর দাপট; আদালতের নির্দেশও মানলেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। সিবিআই দফতরে গেলেন না মন্ত্রী পরেশ অধিকারী; জারি হতে পারে আদালত অবমাননার নোটিস। সিবিআই দফতরে হাজিরার নির্দিষ্ট সময়ের, প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও; নিজাম প্যালেসে যাননি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এই নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন; স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি-কাণ্ডে মামলাকারীর আইনজীবী।

রাজ্য জুড়ে তোলপাড় চলছে; এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। এই মামলায় পরেশ অধিকারীকে; সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সিবিআই দপ্তরে হাজিরা না দিয়ে; আচমকাই উধাও হয়ে গেলেন মেখলিগঞ্জ এর তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী সঙ্গে মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ে। আর তাতেই বেড়েছে চাঞ্চল্য। তবে এবার মনে করা হচ্ছে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বিরুদ্ধে; আদালত অবমাননার নোটিশ জারি করা হতে পারে। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে; মামলাকারীর আইনজীবীরা।

আরও পড়ুনঃ লজ্জায় ডুবল বাংলা, আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দখল নিল কেন্দ্রীয় বাহিনী

প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছেল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে। এই মামলায় মঙ্গলবার সন্ধ্যা ৮টায়, পরেশকে সিবিআইয়ের দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল; হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। তবে মঙ্গলবার জলপাইগুড়ি স্টেশন রোড থেকে পদাতিক এক্সপ্রেসে চ়ড়ে; কলকাতায় রওনা দিয়েছিলেন সকন্যা পরেশ।

তবে কলকাতায় আসেননি তিনি। তার বদলে বুধবার ভোরে মেয়েকে নিয়ে এক নিরাপত্তারক্ষী-সহ; বর্ধমান স্টেশনে নেমে যেতে দেখা যায় পরেশকে। সূত্রের খবর, বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বর্ধমানের সার্কিট হাউস থেকে, গাড়িতে করে বেরিয়ে যান পরেশ; এবং তাঁর মেয়ে। তারপর থেকেই পরেশের মোবাইল বন্ধ; আর তিনি মেয়ে-সহ উধাও।

সিবিআই দফতরে হাজিরার নির্দিষ্ট সময়ের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও; নিজাম প্যালেসে যাননি পরেশ। উল্টে বুধবার মেয়ে অঙ্কিতা অধিকারীর সঙ্গে কলকাতায় আসার আগেই; সিবিআই হাজিরায় স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও আদালতের নির্দেশ ছিল, মঙ্গলবার রাত ৮টায় তাঁকে; সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তবে তাতে কান দেননি পরেশ অধিকারী। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরেশ যে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেননি; তা জানিয়েছেন সিবিআই আধিকারিকেরা।

]]>
তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার করেননি, উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী https://thenewsbangla.com/vice-chancellor-sabyasachi-basu-ray-chaudhury-rabindra-bharati-university-not-bow-to-tmc-pressure/ Thu, 19 May 2022 05:36:00 +0000 https://www.thenewsbangla.com/?p=15127 তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার করেননি; রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। তৃণমূল ছাত্র পরিষদ ও অধ্যাপক সংগঠনকে অগ্রাহ্য করে সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য। তৃণমূল ছাত্র পরিষদ ও রাজ্যের শাসক দলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’ বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার দাবি করে। সেই দাবি উড়িয়ে, রবীন্দ্রভারতী কর্তৃপক্ষ; স্নাতক-স্নাতকোত্তরে অফলাইন পরীক্ষা হবে বলে ঘোষণা করেছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব‍্যসাচী বসু রায়চৌধুরী বলেছেন; “বিশ্ববিদ‍্যালয়ের কর্মসমিতির বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে; ছাত্রছাত্রীদের স্বার্থে সব পরীক্ষাই হবে বিশ্ববিদ‍্যালয়ে বসে অফলাইনে”।

অনলাইনে পরীক্ষা নেওয়ার চাপ ছিল। কিন্তু সেই চাপ উড়িয়ে, স্বশাসনকে মর্যাদা দিয়ে; সমস্ত পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা কোন মোডে হবে তা নিয়ে জরুরি কর্মসমিতির বৈঠকে বসে; রবীন্দ্রভারতী কর্তৃপক্ষ। তারপরেই উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন; “সদস্যরা আগের মতই অফলাইনে পরীক্ষার পক্ষে মত দেন; তাই আমাদের সব পরীক্ষাই অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে; দূরশিক্ষা বিভাগের পরীক্ষাও অফলাইনে হচ্ছে”।

আরও পড়ুনঃ লজ্জায় ডুবল বাংলা, আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দখল নিল কেন্দ্রীয় বাহিনী

স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা অনলাইনে হবে নাকি অফলাইনে; তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে ঠিক করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ১৩মে উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে জানায়; রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কোন পদ্ধতিতে পরীক্ষা হবে; তা নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে। বিষয়টি মাথায় রেখে কোন মোডে পরীক্ষা হবে; বিশ্ববিদ্যালয়গুলিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হল।

নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় ও পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও; সিদ্ধান্ত নেয় পরীক্ষা হবে অনলাইনে। এই পদ্ধতিতে বাড়িতে বসে বই দেখে; পরীক্ষা দেওয়া যায়। তৃণমূল ছাত্র পরিষদ ও রাজ্যের শাসক দলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’ অনলাইন পরীক্ষার দাবি করেছে। টিএমসিপির যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটও; উপাচার্যকে চিঠি দিয়ে অনলাইন পরীক্ষার দাবি করেছে।

অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে; বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়াদের একাংশ। অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল হয়; রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরীর; ঘরের দরজায় লাথি মারে ছাত্রছাত্রীরা। শিক্ষামহলের মতে এই আবহে স্রোতের বিপরীতে হেঁটে; রবীন্দ্রভারতীর অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। তৃণমূলের বিরুদ্ধে গিয়ে, সাহসী সিদ্ধান্ত; রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর।

]]>
সবাইকে টেক্কা দিয়ে এবারের মাধ্যমিকে সেরা খোকা ৪২০ https://thenewsbangla.com/khoka-420-is-the-best-in-this-year-west-bengal-board-of-secondary-exam/ Wed, 20 Feb 2019 17:06:12 +0000 https://www.thenewsbangla.com/?p=7063 কেউ এবার আটকাতে পারেনি তাকে। রেজাল্ট প্রকাশের আগেই মাধ্যমিকে সেরা ‘খোকা ৪২০’। এবারের মাধ্যমিকে সবার সেরা, সংবাদ এর শিরোনামে সেই ‘খোকা ৪২০’ ই। সাতে সাত করে একশ শতাংশ নম্বর নিয়ে এবারের মাধ্যমিকে সবাইকে টেক্কা দিয়ে সেরা ‘খোকা ৪২০’।

প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর

মাধ্যমিক পরীক্ষা শেষ। শেষ দিন ছিল জীবনবিজ্ঞান। সবার ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়ে শেষদিনেও পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেল। এবারের মাধ্যমিকে অবশ্য এই প্রশ্নপত্র ফাঁসটা খানিকটা যেন প্রত্যাশিতই হয়ে গেছে। তাই বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ভৌতবিজ্ঞান এর পর এবার জীবনবিজ্ঞানের প্রশ্নও ফাঁস হয়ে যাওয়ায় অবাক হননি কেউই। এদিনও পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্যেই আবার হোয়াটসঅ্যাপে অবাধ বিচরণ শুরু করে জীবনবিজ্ঞান প্রশ্নপত্র।

ফল প্রকাশের আগেই এবারের মাধ্যমিকে সেরা খোকা ৪২০/The News বাংলা
ফল প্রকাশের আগেই এবারের মাধ্যমিকে সেরা খোকা ৪২০/The News বাংলা

সাতে সাত। প্রত্যাশিত ভাবেই শেষ দিনেও ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র। বুধবার সপ্তম ও শেষ দিনেও পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্যেই হোয়াটসআপে ছড়িয়ে পরে প্রশ্ন। এবারের মাধ্যমিকে পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গেই বাইরে প্রশ্ন বেড়িয়ে যাওয়ায় রেকর্ড গড়ল রাজ্য। রেজাল্ট বেরনোর আগেই মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর। সঙ্গে ডাহা ফেল শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। আর এবার কেউ আটকাতে পারেনি ‘খোকা ৪২০’ কে।

প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ বাংলায় যুবরাজ হবার পথে পার্থ চট্টোপাধ্যায়

এদিকে মাধ্যমিকের প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে পাচারের ঘটনায় বুধবার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল সিআইডি। বুধবার মালদহের গাবগাছি এলাকায় হানা দেয় সিআইডি-র একটি দল। স্থানিয় একটি আবাসিক মিশন থেকে নাজিম আখতার নামে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল ফোন।

ফল প্রকাশের আগেই এবারের মাধ্যমিকে সেরা খোকা ৪২০/The News বাংলা
ফল প্রকাশের আগেই এবারের মাধ্যমিকে সেরা খোকা ৪২০/The News বাংলা

সিআইডি সূত্রে খবর, হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাচারে তৈরী ‘খোকা ৪২০’ গ্রুপের সক্রিয় সদস্য ধৃত নাজিম। প্রশ্ন পরীক্ষার হল থেকে বাইরে আসার পর তাঁর উত্তর তৈরী করার কাজ করত মেধাবী পড়ুয়া নাজিম। মালদহের কালিয়াচকের রাজনগর পঞ্চায়েতের নয়াগ্রামের বাসিন্দা নাজিম। অত্যন্ত দরিদ্র পরিবারের নাজিম মেধাবী পড়ুয়া হিসেবে পরিচিত।

প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়

মাধ্যমিক পরীক্ষা শুরুর কয়েকদিন আগে বাড়িতে গিয়ে মোবাইল ফোন নিয়ে মিশনে আসে নাজিম। বুধবার গ্রেপ্তারের পর মালদা শহরের সিআইডি দফতরে দফায় দফায় নাজিমকে জেরা করেন গোয়েন্দারা। দুপুরে তাঁকে মালদা আদালতে তোলা হয়। মাধ্যমিকে প্রশ্ন পাচার সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য জানার জন্য নাজিমকে হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেয় সিআইডি।

ফল প্রকাশের আগেই এবারের মাধ্যমিকে সেরা খোকা ৪২০/The News বাংলা
ফল প্রকাশের আগেই এবারের মাধ্যমিকে সেরা খোকা ৪২০/The News বাংলা

কিভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ‘খোকা ৪২০’ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হল, এখন তাই খুঁজে বের করার চেষ্টা করছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা জানতে পেরেছেন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এই চক্র সক্রিয় হওয়ার পরিকল্পনা ছিল। প্রশ্ন পাচারের এই চক্রের সঙ্গে আবাসিক মিশনগুলির যোগাযোগ কতটা তাও খতিয়ে দেখছে সিআইডি।

প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

দিন দুয়েক আগেই প্রশ্ন পাচার কাণ্ডে মালদহের দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে সিআইডি। এদিন নাজিমের গ্রেপ্তারের পর শুধু মালদাতেই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বেড়ে দাঁড়াল তিন। তবে এত কিছু করেও সাত দিনে সাতবারই প্রশ্নপত্র ফাঁস আটকাতে পারেনি সিআইডি। আর সাতে সাত করে ফল প্রকাশের আগেই এবারের মাধ্যমিকে সেরা ‘খোকা ৪২০’।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব
আরও পড়ুনঃ পুলওয়ামা হামলার জেরে পাক বন্দিকে পিটিয়ে মারল ভারতীয়রা
আরও পড়ুনঃ ইমরানের সুরেই পাকিস্তানের পক্ষে মুখ খুললেন কাশ্মীরের এই নেত্রী
আরও পড়ুনঃ ভারতের সব মন্দির গুঁড়িয়ে দেবার হুমকি পাকিস্তানের মন্ত্রীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
Exclusive: বাংলা সংস্কৃতির ‘ব্যান্ড’ বাজাল অনুব্রতর চ্যালারা https://thenewsbangla.com/student-leaders-playing-the-band-of-the-bengali-culture-in-anubratas-area/ Sat, 01 Dec 2018 14:02:38 +0000 https://www.thenewsbangla.com/?p=3413 The News বাংলা, দুবরাজপুর: কলেজে নবীন বরণ বলে কথা। সেখানে মঞ্চে বাউল, পল্লীগীতি, ছৌ নাচ চলছে। সহ্য হয় বলুন!? হয়ও নি। তারপর যা হবার তাই হল। মঞ্চে উঠে বাংলা সংস্কৃতির ‘ব্যান্ড’ বাজিয়ে দিল ছাত্র সংসদের ছেলেরা। ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে অনুষ্ঠানের উদ্যোক্তা অধ্যক্ষ ভাবছেন ভুলটা কোথায় হল!

আরও পড়ুনঃ মমতার নির্দেশকে বুড়ো আঙুল, সিন্ডিকেট জুলুমে রাজ্য ছাড়ছেন শিল্পপতি

কলেজের নবীন বরন অনুষ্ঠানে চটুল গান নাচের দৃশ্য অনেক দেখা গিয়েছে, তা নিয়ে বিতর্কও হয়েছে অনেক। কিন্ত, বীরভূমের দুবরাজপুরে কৃষ্ণচন্দ্র কলেজে চটুল গান-নাচ কেন হচ্ছে না, এর প্রতিবাদে মঞ্চ ভাঙলেন তৃণমূল ছাত্র সংসদ-এর ছাত্র নেতারা। এই কলেজের পরিচালন কমিটির সভাপতি আবার জেলার নেতা কৃষি মন্ত্রী আশিষ ব্যানার্জী।

বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা
বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা

অধ্যক্ষ গৌতম চ্যাটার্জীর দাবী কলেজের নবীন বরন অনুষ্ঠানে বাউল, ছৌ নৃত্য এর মতো সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায়, অনুষ্ঠানই বন্ধ করে দিল ছাত্ররা। এমনকি ভেঙে ফেলা হলো মঞ্চও। কৃষ্ণচন্দ্র কলেজের মত বীরভূমের ঐতিহ্যবাহী কলেজে এমন ঘটনায় হতবাক সকলেই।

কি বলছেন কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জীঃ

কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জীর দাবী, শনিবার ফেসার্সদের জন্য নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। যেখানে কলেজ কর্তৃপক্ষের তরফে আয়োজন করা হয়েছিলো বাউল গান, ছৌ নৃত্য সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান চলার সময়ই বেশ কিছু ছাত্র মঞ্চে উঠে ঝামেলা করতে শুরু করে। ভাগিয়ে দেয় সব শিল্পীদের।

বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা
বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা

আরও পড়ুনঃ আইনজীবী খুনে পুলিশের হাতে আটক রজতের স্ত্রী অনিন্দিতা

তারপরই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। তারা বলে, বাউল, ছৌ নাচ দিয়ে এরকম নবীন বরন অনুষ্ঠান হতেই পারে না। অনুষ্ঠান বাতিল বলে ঘোষণা করে তারা। ভেঙে দেওয়া হয় মঞ্চ। পরে চাঁদা তুলে আবার অনুষ্ঠান করার কথা জানায় তারা। সেখানে ‘অন্য’ গান নাচ হবার ঘোষণাও করে দেওয়া হয়েছে। আর সেটাই নাকি হবে ফেসার্সদের জন্য নবীন বরন অনুষ্ঠানের আসল আয়োজন হবে!

বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা
বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা

আরও পড়ুনঃ ‘বেআইনি মদের টাকা যায় মমতার ভাইপো অভিষেকের বাড়িতে’ কৈলাশ বিজয়বর্গীয়

সাংস্কৃতিক মঞ্চে ছাত্র সংসদের এইরকম অসাংস্কৃতিক তান্ডবে হতবাক কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জী। তিনি হাতজোড় করে বিক্ষুব্ধ ছাত্রদের অনুরোধ করেন শনিবারের অনুষ্ঠান হতে দাও, পরে আবার তাদের পছন্দ অনুযায়ী অনুষ্ঠান হবে। তা মানতে চায় নি ছাত্ররা। মঞ্চ ভেঙে অনুষ্ঠান বন্ধ করে দেয় তারা।

অনুষ্ঠান মাঝপথে এলাকা ছেড়ে ভয়ে পালিয়ে যায় বাউল, ছৌ শিল্পীরা। ভয়ে এলাকা ছাড়েন অনান্য সাংস্কৃতিক শিল্পীরাও। শিক্ষাবিদরা মজা করে বলছেন, ‘অনুব্রতের চ্যালারা কিছুটা ছাপ তো রাখবেই’।

]]>