ED Office – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 23 Jun 2022 08:01:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg ED Office – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কয়লাকাণ্ডে জেরা, একরত্তি ছেলেকে কোলে নিয়ে ইডি দফতরে অভিষেক পত্নী রুজিরা https://thenewsbangla.com/tmc-mp-abhishek-banerjee-wife-rujira-banerjee-at-ed-office-cgo-complex/ Thu, 23 Jun 2022 07:43:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15686 কয়লাকাণ্ডে জেরা, একরত্তি ছেলেকে কোলে নিয়ে; ইডি দফতরে অভিষেক পত্নী রুজিরা। কয়লা পাচার কাণ্ডে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে; ইডি দফতরে তলব করা হয়েছে; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। ইডির তলবে সাড়া দিয়ে, দু-বছরের ছেলেকে কোলে নিয়েই; কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক পত্নী রুজিরা। বৃহস্পতিবার সকালে ১১টা নাগাদ; ইডির দফতরে ঢোকেন তিনি। তদন্তকারীদের বিশেষ দল; অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদ করবে।

কয়লা পাচারকাণ্ডে কয়েকদিন আগেই; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার তাঁকে তলব করল ইডি। এই তলবকে ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে; সে কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। পরিচয়পত্র দেখিয়েই ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। কড়া পুলিশি পাহারা রয়েছে; গোটা সিজিও কমপ্লেক্স চত্বরে।

আরও পড়ুনঃ গরমের দুমাসেই উপচে পড়ল রাজ্যের কোষাগার, সৌজন্যে বাংলার ‘বিয়ারপ্রেমী’রা

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, দিল্লিতে নয়; কলকাতায় জেরা শুরু হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার। কোর্টের নির্দেশ মেনে বুধবারই রুজিরাকে; চিঠি পাঠিয়েছিল ইডি। দিল্লি থেকে ইডির একটি বিশেষ প্রতিনিধি দল, কলকাতায় এসে; রুজিরাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। ইডি সূত্রে খবর, কয়লা পা’চার কাণ্ডে তদন্তের কেন্দ্রে রয়েছে; ব্যাঙ্ককের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, সেখানে জমা পড়েছে; বাংলা থেকে কয়লা পা’চারের টাকা। ইডি সূত্রে দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে তারা জানতে পারে; বিদেশি ব্যাঙ্কে ওই অ্যাকাউন্টের মালিক রুজিরা নারুলা। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ‘জুতো মা’রার দা’ওয়াই’ দিয়ে বিতর্কে বিজেপি নেতা

কয়লাকাণ্ডে এর আগে একাধিকবার; অভিষেক ও রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। অভিষেক দুবার হাজিরাও দিয়েছিলেন ইডি দফতরে; কিন্তু যাননি রুজিরা। তিনি সাফ জানিয়েছিলেন; তাঁর দুবছরের পুত্র সন্তানকে কলকাতায় একা রেখে; দিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এদিন সেই শিশুপুত্রকে নিয়েই; সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক পত্নী।

“রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে; কেন্দ্রীয় এজেন্সিগুলিকে”; এই দাবিতে সরব হয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, “রাজনৈতিক হে’নস্থার শি’কার হচ্ছেন রুজিরা ও অভিষেক। “কয়লা পাচারের টাকা খেয়ে, এখন ছেলে কোলে সহানুভূতির ভিক্ষা চাইছে”; অন্যদিকে পাল্টা সমালোচনা বিজেপি নেতাদের।

]]>
দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী https://thenewsbangla.com/priyanka-gandhi-drops-robert-vadra-to-ed-office-big-signal-to-politics/ Wed, 06 Feb 2019 11:50:16 +0000 https://www.thenewsbangla.com/?p=6508 বুধবার থেকেই প্রিয়াঙ্কা গান্ধীর ভোটের প্রচার শুরু করার কথা। আর এদিনই প্রথমবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরার সামনাসমনি হতে রবার্ট বঢরা সঙ্গে করে নিয়ে এলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও। দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী? উঠেছে প্রশ্ন। আর এই নিয়েই দেশ জুড়ে কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছে বিজেপি। অন্যদিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার কথা বলেছে কংগ্রেস।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরাকে নিয়ে সকাল থেকেই শুরু হয়ে যায় বিতর্ক। নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতর ২৪, আকবর রোডের বাইরে টাঙিয়ে দেওয়া হয় বেশ কিছু পোস্টার। সেগুলিতে রাহুল-প্রিয়ঙ্কার ছবির সঙ্গেই ছিল রবার্ট বঢরার ছবিও। ফলে সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এবার কংগ্রেসে পদ পেতে চলেছেন প্রিয়ঙ্কার স্বামীও! বুধবার দুপুরের পর তড়িঘড়ি সেই পোস্টারগুলি সরিয়ে দেওয়া হয়।

দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা
দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা

বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটির বিরুদ্ধে বিকানিরে বেআইনি ভাবে জমি হাত বদল করার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত একবছর ধরেই তাঁকে একাধিকবার সমন পাঠিয়েছিল ইডি। বঢরা তাঁর প্রতিনিধিকে পাঠিয়েছিলেন ইডি দফতরে।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

তারপরে গত বছরেই ইডি অফিসারেরা দিল্লিতে বঢরার সুখদেব বিহারের অফিসে হানা দেন। অভিযোগ করা হয়, ইডি-র অফিসারদের কাছে তল্লাশির নির্দেশও ছিল না। বেআইনি ভাবে তাঁরা তালা ভেঙে ঢোকেন। সব কেবিনের তালা ভেঙে দেওয়া হয়। আইনজীবীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ভিতরে কর্মীদেরও আটকে রাখা হয়।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

ফের বুধবার ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হয়েছিল রবার্ট বঢরাকে। কিন্তু এই প্রথমবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী স্বামীকে ইডি দফতর অব্দি ছাড়তে আসেন। যা নিয়ে রাজধানীর রাজনীতিতে চলছে জোর জল্পনা। তাহলে কি প্রিয়াঙ্কা কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েই স্বামীকে ও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক ছত্রছায়ায় আনার চেষ্টা করছেন।

দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা
দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা

কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, “লোকসভা ভোটে নিশ্চিত হার দেখে বঢরার রবার্ট বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। ইডি, সিবিআই ও আয়কর দফতরকে ক্রীতদাস হিসেবে কাজে লাগাচ্ছেন মোদী”।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

সরকারি ভাবে এই বিষয়ে কিছু না-জানালেও, ইডি সূত্রের দাবি, রবার্ট বঢরা সহ এই দূর্নীতিতে জড়িত তিন জনের মধ্যে গাঁধী পরিবারের জামাই বঢরার সংস্থার সঙ্গে যুক্ত দুই ব্যক্তিও রয়েছেন। ইডি-র সন্দেহ, এই তিনজনই একটি প্রতিরক্ষা চুক্তিতে কমিশন বা ঘুষ নিয়ে সেই অর্থে দেশে বিদেশে সম্পত্তি কিনেছেন।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

প্রশ্ন উঠেছে, রাহুল গাঁধী যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাফায়েল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন, তখন তাঁর আত্মীয়ের বিরুদ্ধেই প্রতিরক্ষা চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ সাজাতে চাইছে কেন্দ্র? কোন প্রতিরক্ষা চুক্তি, সন্দেহভাজনদের পরিচয় কী, কোথায় জমি কেনা হয়েছে, তার কিছুই অবশ্য ইডি জানায়নি।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

অন্যদিকে সরিয়ে নেওয়া হলেও রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে রবার্ট বঢরার ছবি পোস্টারে দিয়ে কি কংগ্রেস পুরো বিষয়টাতেই এবার রাজনীতির রঙ লাগানর চেষ্টা করছে? সেই কারণেই কি ইডি অফিসে অভিযুক্ত স্বামীকে ছাড়তে গেলেন প্রিয়াঙ্কা? নাকি এবার প্রিয়াঙ্কার পাশাপাশি কংগ্রেসে আসতে চলেছেন রবার্ট বঢরারও। এই প্রশ্নই এখন রাজধানীর রাজনীতিতে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
আরও পড়ুনঃ অদ্ভুত জেল যেখান থেকে আর বাড়ি ফিরতে চায় না কয়েদিরা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>