ECI – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 May 2019 15:20:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg ECI – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নির্বাচন কমিশনের বিরুদ্ধেই কি ক্ষোভ উগড়ে দিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী https://thenewsbangla.com/cm-mamata-banerjee-wrote-poetry-against-eci-in-angry-mood/ Wed, 22 May 2019 14:38:31 +0000 https://www.thenewsbangla.com/?p=13095 ভোট শুরুর লগ্ন থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই রাজ্যের তরফে বলা হয়েছিল; কেন্দ্রের বিজেপি নেতারা যাতে রাজ্যে দফায় দফায় এসে প্রচার চালাতে পারে; সেজন্যই মোট ৭ দফায় এই রাজ্যের নির্বাচনের দিন ঠিক করা হয়।

আরও পড়ুন নির্বাচন কমিশনের তোপে পড়ার আশঙ্কা, মমতার কাছে যাচ্ছেন না আমলারা

এই ৭ দফা নির্বাচনের শেষের ৩ দফা রমজান মাসে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের বক্তব্য; মুসলিম সম্প্রদায়কে ভোটদানে বিরত রাখতেই রমজান মাসে ভোটের দিন ফেলা হয়েছে।

আরও পড়ুনঃ কোচবিহার কি হাতছাড়া তৃণমূলের, মন্ত্রীর ফেসবুক পোস্টে বাড়ল জল্পনা

এদিকে ভোট মিটে যেতেই ইভিএম কারচুপি নিয়ে সরব হয়েছে তৃণমূল। কমিশনের নজরদারি এড়িয়ে কেন্দ্র সরকার ইভিএম বলদে ফেলতে পারে বলে বারবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূল। এর আগে ইভিএম মেশিনের বদলে ব্যালট পেপারে ভোট গ্রহনের প্রস্তাব রেখেছিল বিজেপি বিরোধী দলগুলি। কিন্তু এসব দাবিই নস্যাৎ করে দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ভোটের ফল দেখেই বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের দুই সাংসদ

এবার তাই ইভিএম হ্যাকিংয়ের আশঙ্কা নিয়ে নির্বাচন কমিশনে বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নতুন কবিতা লিখে ট্যুইট করলেন। কবিতার নাম দিলেন “জরুরী”। দেখে নিন সেই কবিতাটি।

জরুরী

সবটাই জরুরী-
কিছু কথা ছিল,
ওটাও জরুরী।
মধ্য রাতে সিদ্ধান্ত-
ওটাও জরুরী।
ভিলেনের মাঠে এ খেলা-
তাতেও জরুরী।
বিচারে বিধ্বস্ত-
ওটাও জরুরী।
গণতন্ত্র গুহায়-
ওটাও জরুরী।
প্রতিবাদ করবে?
না হুজুর-জরুরী।
মাথা খুটে কাঁদো
অশ্রুতেও জরুরী।
কি দেখলে নির্বাচন?
নির্বাসনও কি জরুরী?

শেষ দফা নির্বাচনের আগের দিন; আরও একটি কবিতা নিজের ফেসবুকে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘চেনা নয়’ নামের সেই কবিতাতেও মুখ্যমন্ত্রী ভোটের মধ্যে সন্ত্রাস; দাঙ্গা অঢেল টাকা উড়ে বেড়ানো নিয়ে লেখেন।

আরও পড়ুন সাট্টা বাজারের রিপোর্টেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত

ওই দিনেই ‘অবিশ্বাস্য কালো’ নামক আরও একটি কবিতায় মুখ্যমন্ত্রী লেখেন; সমাজের মধ্যে ইদানিং দাঙ্গা বৃদ্ধি; অহং বেড়ে যাবার কথা। স্বৈরাচারীদের ফন্দি; মিথ্যাচারী স্বভাব; গর্ধ শক্তি কলঙ্কিত ব্রেন এবং শেষে কালো অধ্যায়ের অবসানে ভোরের আশা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী ও অমিত শাহ এর কথা শুনেই চলছে, মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-criticizes-eci-is-doing-what-narendra-modi-amit-shah-said/ Wed, 15 May 2019 16:08:43 +0000 https://www.thenewsbangla.com/?p=12964 নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী ও অমিত শাহ; এর কথা শুনেই চলছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে এমনটাই বললেন; তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে বুধবার হুমকি দেন অমিত শাহ; সেই কারণেই কি রাতারাতি এই সিদ্ধান্ত? প্রশ্ন তুললেন মমতা।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হিংসা, বাংলায় ভোট প্রচার ১ দিন কমিয়ে দিল নির্বাচন কমিশন

সন্ত্রাস রুখতে ব্যর্থ; তাই সরিয়ে দেওয়া হল রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিবকে। স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে; সরিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবই দায়িত্ব সামলাবেন; স্বরাষ্ট্র সচিব এর কাজ এর। স্বাধীনতার পর এই প্রথম; এই ধরণের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বুধবার রাতেই এর প্রতিবাদেই নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে; এমন কথাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ সন্ত্রাস রুখতে ব্যর্থ, সরিয়ে দেওয়া হল মমতার স্বরাষ্ট্র সচিবকে

অন্যদিকে এডিজি সিআইডির পদ থেকে; সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকে। শুধু তাই নয়, রাজীব কুমারকে রাজ্য থেকে সরিয়ে; একেবারে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হল। বৃহস্পতিবারই সকাল ১০ টার মধ্যে; দিল্লির স্বরাষ্ট্র দফতরে তাঁকে রিপোর্ট করতে হবে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, জানালেন প্রিয়াঙ্কা শর্মা

এছাড়াও, স্বাধীনতার পর এই প্রথম নির্বাচন কমিশন; ৩২৪ নং ধারা প্রয়োগ করে ভোটের প্রচার ১ দিন কমিয়ে দিল। শেষ ও সপ্তম দফার ভোটে ভোট প্রচারের; শেষ সময়সীমা ছিল শুক্রবার বিকাল ৪টে। তার বদলে বৃহস্পতিবার রাত ১০ টাতেই; শেষ হচ্ছে ভোট প্রচার। নজিরবিহীন সিদ্ধান্তে গোটা ভারতের সামনে মুখ পুড়ল রাজ্যের; এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর জয়ের ভবিষ্যৎবানী করে বরখাস্ত কলেজ অধ্যাপক

আর এতেই প্রচণ্ড ক্ষিপ্ত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা পরিষ্কার অভিযোগ জানান; নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী ও অমিত শাহ এর কথা শুনেই চলছে। নির্বাচন কমিশনের এইসব সিদ্ধান্ত নিয়ে মমতা এও বলেন; বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পুরস্কার পেল বিজেপি।

নির্বাচন কমিশনের এইসব সিদ্ধান্ত অসাংবিধানিক; পরিষ্কার জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে; অত্যন্ত অন্যায় করেছে বলেই জানিয়ে দেন মমতা। তাঁর প্রচার বন্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের; পরিষ্কার জানিয়ে দেন।

]]>
ফিরদৌসের পর গাজী নূরকে বাংলাদেশ ফেরত পাঠাল ভারত সরকার https://thenewsbangla.com/eci-order-bangladeshi-actor-gaji-nur-to-leave-india-for-campaing-for-tmc/ Thu, 18 Apr 2019 11:25:04 +0000 https://www.thenewsbangla.com/?p=11135 ফিরদৌসের পর এবার বিপাকে পড়লেন বাংলাদেশের অভিনেতা গাজী নূর। গাজী নূর বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমনিতে রাজা রাজচন্দ্রের চরিত্রে অভিনয় করছিলেন। তাঁর বিরুদ্ধেও তৃণমূলের হয়ে প্রচারে অংশ নেবার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল বিজেপি। আর আজ নির্বাচন কমিশনের নির্দেশে তিনিও ভারতের কালো তালিকায় চলে গেলেন। তাঁকেও ভারত ছাড়ার নির্দেশ দিল সরকার।

আরও পড়ুনঃ রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ায় সঞ্জয় দত্তকে শোকজ করল নির্বাচন কমিশন

গাজী নূরের বিরুদ্ধে অভিযোগ, গত ১২ই এপ্রিল কামারহাটিতে তৃণমূল নেতা মদন মিত্রের আমন্ত্রনে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন। নির্বাচনী প্রচারের ভিডিওটি মদন মিত্র সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। দু ঘন্টার সেই ভিডিওই গাজীর বিরুদ্ধ বিজেপির হাতিয়ার ছিল।

আরও পড়ুনঃ পয়সা দিয়ে আনা হয় সেলিব্রিটিদের, বিদেশি অভিনেতা প্রসঙ্গে বেফাঁস কল্যাণ

এই অভিযোগেই বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তার বিরুদ্ধে ভিসা রেগুলেশন আইন না মানার অভিযোগ দায়ের করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। বিজেপির দাবি, টেম্পোরারি বিজনেস ভিসা নিয়ে গাজী নূর ভারতে এসেছেন। কিন্তু রাজনৈতিক দলের হয়ে ভোট প্রচারে অংশ নিয়ে তিনি ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। সম্ভবত এবার তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ চোপড়া বাস স্টান্ডে বাইক বাহিনীর হাতে আক্রান্ত ভোটাররা

তদন্তে দেখা গেছে ভিসার মেয়াদ পেরিয়ে যাবার পরেও গাজী নূর ভারতে বাস করছিলেন। দেশ ছেড়ে নির্দেশ দেবার সাথে ভিসার মেয়াদ পরেও কেন তিনি ভারতে ছিলেন সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যাবস্থা নেবে ভারত সরকার।

আরও পড়ুনঃ ইসলামপুরে ছাপ্পা ভোট রুখলেন মহম্মদ সেলিম, রাগে গাড়িতে ভাংচুর দুষ্কৃতীদের

তৃণমূলের হয়ে ভোট প্রচারে অংশ নিয়ে রবিবারই বিতর্ক তৈরি করেছিলেন বাংলাদেশী অভিনেতা ফিরদৌস। বিজেপির তরফে অভিযোগ পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রক তার ভিসা বাতিল করে। তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়। কলকাতার বাংলাদেশ হাইকমিশনও ফিরদৌসকে দেশে ফেরার পরামর্শ দেয়। বিপদ বুঝে মঙ্গলবার গভীর রাতেই বাংলাদেশে ফেরেন তিনি। আজ রাতের মধ্যে গাজীকেও ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পরপর দুই বাংলাদেশী অভিনেতার বিরুদ্ধে যেভাবে বিজেপি অভিযোগ এনেছে, তাতে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল। উল্টে তৃণমূলের বিরুদ্ধেই তোষনের অভিযোগ তুলে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ করছে বিজেপি। বিজেপির দাবি, একটি সম্প্রদায়কে খুশি করতেই বাংলাদেশী অভিনেতাদের ওপর নির্ভরশীলতা বাড়িয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ায় সঞ্জয় দত্তকে শোকজ করল নির্বাচন কমিশন https://thenewsbangla.com/sanjay-dutta-show-caused-by-eci-for-voting-with-service-revolver-in-booth/ Thu, 18 Apr 2019 10:46:33 +0000 https://www.thenewsbangla.com/?p=11133 বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত নিজের কাছে একে ৪৭ রাইফেল রেখে জেল খেটেছিলেন। আর বাংলায় সার্ভিস রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ায় ফরেস্ট অফিসার সঞ্জয় দত্তকে শোকজ করল নির্বাচন কমিশন। জলপাইগুড়ির বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তকে সার্ভিস রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ার কারণ জানতে চাইল কমিশন।

আরও পড়ুনঃ চোপড়া বাস স্টান্ডে বাইক বাহিনীর হাতে আক্রান্ত ভোটাররা

বেলাকোবায় বুথের ভিতরে বনকর্মী সঞ্জয় দত্ত সার্ভিস রিভালবার নিয়ে ঢুকে পড়েছিলেন ভোট দিতে। এর জন্য প্রিসাইডিং অফিসার ও বনকর্মী সঞ্জয় দত্ত-কে শোকজ করা হল। ঘটনাস্থল ব্রম্ভতলপাড়া স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুল এর ১৮/২৩১ নম্বর বুথ। ঘটনার পরেই বনকর্মী সঞ্জয় দত্ত-কে শোকজ করে নির্বাচন কমিশন।

ইসলামপুরে ছাপ্পা ভোট রুখলেন মহম্মদ সেলিম, রাগে গাড়িতে ভাংচুর দুষ্কৃতীদের

তবে ফরেস্ট অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, সকাল থেকে হাতির উপদ্রব ঠেকাতে এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। ফলে নিজের সার্ভিস রিভলভার সঙ্গে রাখতে হয়েছে। তাই এই ভুল হয়ে গেছে। ইতিমধ্যেই রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ায় সঞ্জয় দত্তকে শোকজ করল নির্বাচন কমিশন। উত্তরে সন্তুষ্ট না হলে তিনি সাসপেন্ডও হয়ে যেতে পারেন।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

এদিন বেলাকোবায় ভোট দিতে আসেন ফরেস্ট অফিসার সঞ্জয় দত্ত। তখন তাঁর কোমড়ে ঝুলছে সার্ভিস রিভালবার। নির্বাচন কমিশন এর নিয়মানুযায়ী কেউ নিজের সার্ভিস রিভালবার নিয়ে বা অন্য কোন অস্ত্র নিয়ে বুথে ঢুকতে পারবেন না। কিন্তু সেই নিয়মটাই দ্বিতীয় দফার ভোটে ভাঙলেন এই বন কর্মী। তাঁকে সার্ভিস রিভালবার নিয়েই বুথে ঢুকে ভোট দিতে দেখা যায়।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়ে সাসপেন্ড অবজার্ভার মহম্মদ মহসিন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দার্জিলিং লোকসভার সব বুথে শুধু নোটার জন্যই সম্পূর্ণ আলাদা একটা ইভিএম https://thenewsbangla.com/a-completely-separate-evm-in-darjeeling-lok-sabha-for-nota-from-eci/ Wed, 17 Apr 2019 13:48:12 +0000 https://www.thenewsbangla.com/?p=11042 আগামীকাল দেশে দ্বিতীয় দফার ভোট। সেই সঙ্গে আমাদের রাজ্যেও। আর বাংলায় ভোট হবে তিনটি লোকসভা কেন্দ্র। রায়গঞ্জ, জলপাইগুড়ি এবং দার্জিলিং। রায়গঞ্জ এবং জলপাইগুড়িতে প্রত্যেক বুথে একটি করে ইভিএম থাকলেও দার্জিলিং এর প্রত্যেকটি বুথে থাকবে দুটি করে ইভিএম। দার্জিলিং এ শুধু নোটার জন্যই থাকছে সম্পূর্ণ আলাদা একটা ইভিএম।

আরও পড়ুনঃ বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা

গতকাল দার্জিলিং এর তিনটি বুথ এবং কালিম্পং এর এগারোটি বুথে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভোট কর্মীরা ও ইভিএম মেশিন। বুধবার সকাল থেকে দার্জিলিং এর বাকি বুথগুলোতে ভোট কর্মীরা ভিভিপ্যাট সহ দুটি করে ইভিএম নিয়ে পৌঁছে গেছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই পারে কেন একমাত্র এই দার্জিলিং এ প্রত্যেক বুথে দুটি করে ইভিএম ব্যবহার করা হবে?

দার্জিলিং লোকসভায় শুধু নোটার জন্যই একটা সম্পূর্ণ আলাদা ইভিএম/The News বাংলা
দার্জিলিং লোকসভায় শুধু নোটার জন্যই একটা সম্পূর্ণ আলাদা ইভিএম/The News বাংলা

আরও পড়ুনঃ বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি, অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটি ইভিএম এর ব্যালট ইউনিট এ সর্বোচ্চ ১৬ টি নাম অন্তর্ভুক্ত করা যেতে পারে। সেই জায়গায় দার্জিলিংয়ের প্রার্থীর সংখ্যা ১৬ জনই। তাই দ্বিতীয় ব্যালট ইউনিটের মধ্যে কেবলমাত্র থাকছে নোটার ঘরটি। প্রথম ব্যালট ইউনিট এ ১৬ জন প্রার্থী এবং দ্বিতীয় ইউনিটের একটি ঘর পূর্ণ থাকবে নোটার জন্য এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

সাধারণত নোটার জন্য ইভিএম এর শেষ ঘরটা থাকে। অর্থাৎ প্রার্থী তালিকা শেষ হলেই থাকে নোটা। কিন্তু বাংলার দার্জিলিং লোকসভা কেন্দ্রে ঠিক ১৬ জন প্রার্থী হওয়ায় নোটার থাকার কথা ১৭ নম্বর স্থানে। কিন্তু একটা ইভিএম মেশিনে ১৬ টা জায়গাই থাকে। কিন্তু ইলেকশন কমিশনের নিয়মে নোটা তো রাখতেই হবে। তাই নোটার জন্য সম্পূর্ণ আলাদা একটা ইভিএম মেশিনের ব্যবস্থা করতে হয়েছে কমিশনকে।

আরও পড়ুনঃ হাত মেলাতে গিয়ে মিমির হাত মুচড়ে দিলেন ফ্যান, যন্ত্রণায় কেঁদে ফেললেন অভিনেত্রী

দার্জিলিং এর লোকসভা ভোটে বুথে থাকছে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং এই তিনটি জায়গায় আছে ৮৭৪ টি বুথ। এই তিনটি জায়গায় ১০০% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি দার্জিলিং লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা কেন্দ্রে ৬০% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। দার্জিলিং এর প্রতিটি বুথেই ২ টি করে ইভিএম থাকবে বৃহস্পতিবার ভোটে। শুধু নোটার জন্যই একটা আলাদা ইভিএম।

একনজরে দেখে নিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে কত বুথ, কত ভোটারঃ

দার্জিলিংঃ
মোট বুথ ১৬২৩ টি
বুথ প্রেমিসেস ১৩৭০ টি
পুরুষ ভোটার ৮২৮৩৩৩ জন
মহিলা ভোটার ৭৬৭২৬২ জন
তৃতীয় লিঙ্গের ভোটার ৭৩ জন
নতুন ভোটার ৩২৮৬৭ জন

আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুসলিম বলেই আব্বার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কমিশন, দাবি আজম পুত্রের https://thenewsbangla.com/eci-takes-action-against-azam-khan-because-he-is-a-muslim-claims-son/ Wed, 17 Apr 2019 06:52:18 +0000 https://www.thenewsbangla.com/?p=10996 বিজেপি প্রার্থী জয়া প্রদার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা আজম খান। তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তার ভোট প্রচারের ওপর ৭২ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করে। আজম খানের পুত্র আবদুল্লাহ খানের দাবি, মুসলিম বলেই আব্বার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির হয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলেও তোপ দাগেন আজম খানের পুত্র।

প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশবাসী, বিস্ফোরক উমা ভারতী

আবদুল্লাহ খান বলেন, আব্বা মুসলিম বলেই তার ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন৷ বিজেপির পক্ষে নির্বাচন কমিশন এক তরফা সিদ্ধান্ত নিয়েছে বলে তার দাবি। এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন আগে জানায়নি এবং দলিত ও মুসলিমদের কন্ঠরোধ করতেই নির্বাচন কমিশন কারসাজি করছে বলে বিতর্কিত মন্তব্য করেন আজম খানের পুত্র।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

আজম পুত্রের আরও অভিযোগ, বিজেপি মুসলিম মহিলাদের বোরখা পরতে বাধা প্রদান করছে, জয়া প্রদা তার আব্বা আজম খানকে অসুর বলে সম্বোধন করছে, অমর সিং তার আব্বাকে মারার চেষ্টা করছে; অথচ নির্বাচন কমিশন এই সব মন্তব্যের ক্ষেত্রে ব্যবস্থা নিতে অসমর্থ হয়েছে। শুধুমাত্র নিরপেক্ষতা প্রমান করতে যোগী আদিত্যনাথের প্রচারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বলে তিনি নির্বাচন কমিশনের ওপর তোপ দাগেন।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ভারতী ঘোষের বাড়িতে মমতার পুলিশ

রবিবার এক নির্বাচনী জনসভা থেকে আজম খান তার কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বলিউড অভিনেত্রী জয়া প্রদা সম্পর্কে নারীবিদ্বেষী মন্তব্য করেন, যার ফলে নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সাথে একই মঞ্চে নির্বাচনী জনসভায় প্রচার চলাকালীন জয়া প্রদার সাথে আরএসএসের সম্পর্ক নিয়ে কুরুচিপূর্ণ আক্রমণ করেন আজম খান। তিনি বলেন, জনসাধারণ যা ১৭ বছরেও বুঝতে পারেননি, তা তিনি ১৭ দিনের মধ্যেই বুঝেছেন যে জয়া প্রদা খাকি রঙের অন্তর্বাস পরেন।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের

এর পরেই বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই বক্তব্যের নিন্দা শুরু হয়। উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মুখপাত্র চন্দ্রমোহন এই বক্তব্যকে সমাজবাদী পার্টির নেতাদের নীচ মানসিকতা বলে উল্লেখ করেন। অখিলেশ এবং মায়াবতী কোন ধরনের নেতাদের সমর্থন করছেন, তা নিয়েও জোটকে প্রশ্ন করেন তিনি। আজম খানের বিরুদ্ধে বিজেপি ও জাতীয় মহিলা কমিশন অভিযোগ দায়ের করে। এরপরেই অভিযোগ খতিয়ে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। মঙ্গলবারই কমিশন ৭২ ঘন্টার জন্য আজম খানের ভোট প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

আরও পড়ুনঃ দেশকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনে রূপান্তরকামী রাধা
আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের https://thenewsbangla.com/ferdous-bangladeshi-actor-campaign-for-tmc-bjp-complaint-to-eci/ Tue, 16 Apr 2019 10:33:24 +0000 https://www.thenewsbangla.com/?p=10919 চলচ্চিত্র অভিনেতা হিসেবে দুই বাংলায় জোড়া খ্যাতি রয়েছে ফিরদৌসের। সিনেমার কাজে প্রায়ই আসেন কোলকাতায়, কিন্তু একজন বিদেশী হয়ে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ তিনি কিভাবে করতে পারেন, তা নিয়ে গত দুই দিন ধরেই চলছিল বিস্তর বিতর্ক। সমালোচনার মুখে পড়ে শীঘ্রই ফিরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ দিল কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন।

তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার

গতকালই রায়গঞ্জে কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে তৃণমূলের ভোট প্রচারে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ফিরদৌস। ফিরদৌসের সাথে একই সাথে রোড শোতে ছিলেন টালিগঞ্জের অঙ্কুশ ও পায়েল। তৃণমূলের তরফে এটাকে চমক বলা হলেও বিদেশী নাগরিক কিভাবে ভারতের ভোট প্রচারে অংশ নিচ্ছেন, সেই বিষয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন বিরোধীরা।

আরও পড়ুনঃ চৌকিদারকে চোর বলে ভোটের মুখে সুপ্রিম কোর্টের নোটিশ পেলেন রাহুল

রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসে টলিউড অভিনেতা অভিনেত্রীদের সাহচর্য আজ নতুন নয়। রাজ্যে পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেস সরকারের সাথে টলিউডের বহু সংখ্যক নায়ক নায়িকা সরকারের কাজে প্রার্থী হয়ে প্রত্যক্ষভাবে কাজ করতে দেখা গেছে। আবার প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তাদের আমন্ত্রিত অতিথি হিসেবে থাকতে দেখা গেছে।

আরও পড়ুনঃ সরকারী কর্মীদের বদলির হুমকি দিয়ে ভোটের মধ্যেই বিতর্কে তৃণমূল নেতা

ফিরদৌস যদিও জানিয়েছেন, টলিউডের কাজের ব্যাপারেই তিনি ভারতে আমন্ত্রিত হয়ে এসেছেন। কিন্তু দেখা গেল, শুধু অনুষ্ঠানে আমন্ত্রণ নয়, একেবারে ভোট প্রচারের ময়দানে এলেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে কালো বাক্স রহস্য, নির্বাচন কমিশনে কংগ্রেস

অভিনেতা অভিনেত্রীদের ভোটের প্রচারে ব্যবহার করলে তা ভোটবাক্সে অনেকটাই ইতিবাচক ফল দেয়, তা বহুবার প্রমানিত হয়েছে। অন্তত তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বিষয়টি প্রতিষ্ঠিত সত্য, কারণ টলিউডের একাধিক প্রথম শ্রেনীর নায়ক নায়িকাকে তৃণমূল বিধানসভা অথবা লোকসভা নির্বাচনে টিকিট দিয়ে আসন দখল করেছে। শতাব্দী রায়, দেবশ্রী রায়, তাপস পাল থেকে চিরঞ্জিত চক্রবর্তী সকলেই রয়েছেন তালিকায়। কিন্তু বিদেশি অভিনেতা এনে ভোট প্রচারের ইতিহাস ভারতে নেই।

আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। তারা বলছেন, দেশের মধ্যে কি আর কোনও ফিল্মস্টার পাওয়া গেলো না ? সম্প্রতি বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, রায়গঞ্জে বিজেপির জমি তৈরি হচ্ছে। এদিকে কংগ্রেসের তরফে লড়াই করবেন হেভিওয়েট প্রার্থী দীপা দাশমুন্সি। লড়াই এখানে মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। রায়গঞ্জে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে সংখ্যালঘু ভোট। সেই ভোটেই থাবা বসাতে বাংলাদেশী স্টারকে দিয়ে ভোটের প্রচার করছে তৃণমূল; এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ কেজরীর অনুরোধে কংগ্রেসের তরফে আসন ছাড়ার প্রস্তাব আপকে

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়
আরও পড়ুনঃ কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নির্বাচনবিধি লঙ্ঘনের দায়ে দেশের বিখ্যাত দুই নেতা ও দুই নেত্রীর ওপর নিষেধাজ্ঞা https://thenewsbangla.com/eci-banned-yogi-adityanath-mayawati-azam-khan-maneka-gandhi-from-campaigning/ Tue, 16 Apr 2019 06:34:42 +0000 https://www.thenewsbangla.com/?p=10895 নির্বাচনবিধি লঙ্ঘনের দায়ে দেশের বিখ্যাত দুই নেতা ও দুই নেত্রীর ওপর নিষেধাজ্ঞা। যোগী আদিত্যনাথ, আজম খান, মানেকা ও মায়াবতীর ওপর ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কাউকে ২ দিন ও কাউকে ৩ দিন ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কেজরীর অনুরোধে কংগ্রেসের তরফে আসন ছাড়ার প্রস্তাব আপকে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রাক্তণ মুখ্যমন্ত্রী মায়াবতী, আজম খান ও কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, চারজনের ওপরই নির্বাচনী প্রচার চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন সোমবার নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই নিষেধাজ্ঞা দেয়।

আরও পড়ুনঃ উর্মিলার সভায় মোদীর হয়ে শ্লোগান দিয়ে কংগ্রেসের হাতে প্রহৃত বিজেপি সমর্থকরা

সাম্প্রদায়িক বক্তব্যের কারণে যোগী আদিত্যনাথের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা দেয় কমিশন। আর মায়াবতীর ওপর আরোপ করা হয়েছে দু দিনের নিষেধাজ্ঞা। আজম খান ও মানেকার বিরুদ্ধেও তিনদিনের নিষেধাজ্ঞা দেয় কমিশন।

আরও পড়ুনঃ কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা

যোগী আদিত্যনাথের বিরুদ্ধে দেওবন্দে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। কমিশন এ নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে। এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপি নেতাদের প্রতি নমনীয় আচরণ করার অভিযোগ তুলেছিল বিরোধী পক্ষগুলো।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে কালো বাক্স রহস্য, নির্বাচন কমিশনে কংগ্রেস

এর আগে ২০১৪ সালের নির্বাচনে ঘৃণাপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে বিজেপি প্রধান অমিত শাহ ও সমাজবাদী দলের নেতা আজম খানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন এবারও একই কারণে যোগী আদিত্যনাথ ও মায়াবতীর বিরুদ্ধে ব্যবস্থা নিল।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

উসকানিমূলক ব্যবস্থা দিয়ে শাস্তির মুখে পড়েছেন মানেকা গান্ধীও। অন্যদিকে অশ্লীল মন্তব্য করে শাস্তির মুখে আজম খান। প্রত্যেকেই ৩ দিনের জন্য নির্বাচন প্রচার থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম

তবে এরপরও হয়তো কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পক্ষপাতের অভিযোগ থেকেই যাবে। কারণ সোমবারই সুপ্রিম কোর্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন। তবে এই শাস্তির পর দেশের শীর্ষ আদালত নিজেদের খুশির কথা জানিয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা

সোমবারই কমিশনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এর আগে অবশ্য দুই নেতাকে সতর্ক করেছিল কমিশন। দুই নেত্রীকেও শাস্তি দিল কমিশন। এরপর দেশের বাকি নেতাদেরও এই শাস্তির মুখে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে

ভারতের নির্বাচনী আচরণবিধিতে প্রচারের সময় কোনো ধরনের সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ায় স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সম্প্রতি দেওবন্দে দেওয়া বক্তব্যে বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা মায়াবতী মুসলিম সম্প্রদায়কে কংগ্রেস ও তাঁর জোটের মধ্যে ভোট ভাগাভাগি না করার বিষয়ে সতর্ক করেন।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

এর কয়েক দিন পর মায়াবতীকে একহাত নিতে যোগী আদিত্যনাথ বলেন, ‘কংগ্রেস, সমাজবাদী পার্টি (এসপি) ও বিএসপি আলীতে আস্থা রাখেন, তবে আমাদেরও বজরংবলীর ওপর বিশ্বাস রয়েছে।’ যোগী আদিত্যনাথের এ বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে। সুস্পষ্ট এ সাম্প্রদায়িক বক্তব্যের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী নেতারা। এ অবস্থায় বিরোধী দলগুলো আদালতের শরণাপন্ন হয়। সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধি বলেন, ‘আমাদের কোনো ক্ষমতা নেই। প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া থেকে আমরা বিরত করতে পারি না।’

আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া

এই বক্তব্যের পর ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈই বলেন, ‘নির্বাচন কমিশন বলছে, “আমরা নখদন্তহীন”। আচরণবিধি ভাঙলে তারা একটি নোটিশ দেয়, তা না মানলে একটি সতর্কবার্তা। আসলেই বিষয়টি এমন কিনা, তা জানতে চাই আমরা। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের এমন একজন প্রতিনিধির কাছ থেকে শুনতে চাই, যার এ বিষয়ে গভীর জ্ঞান রয়েছে।’

এরপরেই চার নেতা নেত্রীকে নির্বাচনী প্রচার চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ভারতের নির্বাচন কমিশন সোমবার নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই নিষেধাজ্ঞা জানিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন https://thenewsbangla.com/vivek-dube-election-commission-in-shame-unable-to-prevent-rigging-in-cooach-behar/ Thu, 11 Apr 2019 08:22:54 +0000 https://www.thenewsbangla.com/?p=10600 প্রতিশ্রুতি কি শুধু রাজনৈতিক নেতারা দেন? প্রতিশ্রুতি দেয় নির্বাচন কমিশনও। বাংলার সাধারণ মানুষকে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাব। বাংলার ভোটারদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের ভোটে নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেও। কিন্তু মিল একটাই। রাজনৈতিক নেতারাও প্রতিশ্রুতি রাখেন না। আর বিবেক দুবে ও নির্বাচন কমিশনও বাংলার মানুষকে দেওয়া কথা রাখতে পারলেন না। শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন।

LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন প্রথম দফার ভোটের সব ঘটনা

রাজ্যে পঞ্চায়েত ভোটে চরম সন্ত্রাসের পরিস্থিতি দেখেও শিক্ষা নেয় নি ভারতের নির্বাচন কমিশন। আর সেই রাজ্য পুলিশের উপর ভরসা করেই ডুবল ভারতের নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী না থাকায় চরম সন্ত্রাস দেখতে পেল কোচবিহার এর বিভিন্ন এলাকা। যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেখানেই দাপিয়ে বেড়াচ্ছে রাজনৈতিক দলের গুণ্ডারা। বিশেষ করে তৃণমূলের দাদাগিরি দেখতে পেয়েছে গোটা কোচবিহার। একের পর এক ছবি উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিরোধীরা।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

কোচবিহার কেন্দ্র নিয়ে বাড়তি নজর ছিল কমিশনের। ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রায় পুরোটাই রয়েছে কোচবিহারে। কোচবিহারে ২০১০টি বুথের মধ্যে ১০৬০টি বুথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাকি ৯৫০টি বুথে রয়েছে রাজ্যের সশস্ত্রবাহিনী। আর বৃহস্পতিবার ভোটের দিন সারাদিন কোচবিহারে থাকার কথা ছিল বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের। কোচবিহারে থেকেই ভোট মনিটরিং করবেন তিনি, এমনটাই কথা ছিল।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার

কিন্তু দেখা গেল ঠিক উল্টো ছবি। বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে কলকাতায় ফিরে গেলেন সকালেই। আর যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেই সেই বুথেই দেখা গেল চরম সন্ত্রাস। ঠিক পঞ্চায়েত ভোটের মতই তৃণমূলের ফের সন্ত্রাস দেখছে রাজ্য। তাও শুধুমাত্র দুটো লোকসভার ভোটে। কোচবিহারে যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানেই তৃণমূল সন্ত্রাস চালিয়েছে বলেই অভিযোগ সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলির।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

কোচবিহারের শিতলকুচির অনেক বুথেই বিরোধী প্রার্থীর পোলিং এজেন্টকে ঢুকতেই দেওয়া হয় নি বলেই অভিযোগ। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এজেন্টদেরই দেখা যাচ্ছে। এমনকি বুথে যেতে বাধা দেওয়া হয় ভোটারদেরও। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই চলে হুমকি। ভোটের আগে সব বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবি ছিল বিরোধীদের। কিন্তু কোচবিহারে ৯৫০টি বুথে রয়েছে রাজ্য পুলিশ। আর সেই সব বুথের অধিকাংশতেই চলছে চরম রিগিং।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার

রাজ্য পুলিশ থাকা অধিকাংশ বুথেই চলছে চরম দাদাগিরি, গুন্ডাগিরি এমনটাই অভিযোগ করেছেন বিরোধীরা। মাথাভাঙা ও দিনহাটার অধিকাংশ বুথেই চলছে ভোটারদের বাধা দেওয়ার কাজ। অনেক বুথেই বিরোধী এজেন্টদের বসতেই দেওয়া হয় নি বলেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি, বাম ও কংগ্রেস। পঞ্চায়েত ভোট এর কথা বিরোধীদের কাছে বারবার শুনেও কান দেয় নি কমিশন। তার খেসারত প্রথম দফার একটা লোকসভাতেই চোকাতে হল কমিশনকে।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন। রাজ্যের পুলিশের উপর নির্ভর করে ডুবল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস চলছে অধিকাংশ কেন্দ্রীয় বাহিনী হীন বুথে। এমনটাই ভুরি ভুরি অভিযোগ জমা পরেছে নির্বাচন কমিশন এর কাছে। তবে রাজ্য ও রাজ্য পুলিশের উপর ভরসা করে এইভাবে ডুবতে হবে তা ভাবেনইনি বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে ও নির্বাচন কমিশন। শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাজ্যকে না জানিয়ে পুলিশ কর্তাদের সরিয়ে দেওয়ায় মমতার তোপের মুখে নির্বাচন কমিশন https://thenewsbangla.com/eci-removes-police-officers-of-bengal-without-inform-the-state-angry-mamata/ Sat, 06 Apr 2019 10:48:25 +0000 https://www.thenewsbangla.com/?p=10200 রাজ্যকে না জানিয়ে পুলিশ কর্তাদের সরিয়ে দেওয়ায় মমতার তোপের মুখে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবারই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে প্রতিবাদপত্র পাঠাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব। কি কারণে এই পুলিশ কর্তাদের হথাৎ অকারনে সরিয়ে দেওয়া হল, জানতে রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া হচ্ছে, বলেই নবান্ন সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

শুক্রবার রাতেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে রাজ্যের ৪ পুলিশ কর্তাকে বদলে অন্য ৪ পুলিশ অফিসারকে বসানোর নির্দেশ দেওয়া হয়। রাতারাতি চিঠি দিয়ে কলকাতার পুলিশ কমিশনার পরিবর্তন করার নির্দেশ দেয় ইলেকশন কমিশন। শুধু তাই নয়, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখার নির্দেশও দেওয়া হয়।

আরও পড়ুনঃ বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে মমতার পুলিশ দিয়েই ভোট হবে রাজ্যে

শুক্রবার রাতেই নির্বাচন কমিশনের চিঠি এসে পৌঁছায় নবান্নে রাজ্যের মুখ্যসচিবের কাছে। সেখানেই দূষণ নিয়ন্ত্রক পর্ষদের এডিজি রাজেশ কুমারকে কলকাতার নতুন নগরপাল হিসাবে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। নটরাজন রমেশ বাবুকে নিয়োগ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার হিসাবে।

আরও পড়ুনঃ ভোটের মুখে বাংলার সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর

পরিবর্তন করা হয়েছে অনুব্রতের জেলা বীরভূমের পুলিশ সুপারকে। দায়িত্ব দেওয়া হয়েছে আভান্নু রবীন্দ্রনাথকে। এর সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে মমতা ঘনিষ্ঠ বেশ কিছু পুলিশ অফিসারকে ভোটের কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সব পরিবর্তন আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

কিছুদিন আগেই রাজীব কুমারকে সরিয়ে অনুজ শর্মাকে কলকাতার নগরপাল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একমাসের মধ্যেই সেই অনুজ শর্মাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। দায়িত্ব দেওয়া হল দূষণ নিয়ন্ত্রক পর্ষদের এডিজি রাজেশ কুমারকে। মমতা ঘনিষ্ঠ বলেই ভোটের মুখে সরিয়ে দেওয়া হল অনুজ শর্মাকে, এমনটাই মত রাজনৈতিক মহলের। এরপরেই ক্ষেপে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অঙ্গুলি হেলনেই এইসব কাজ করছে নির্বাচন কমিশন, জানান হয় তৃণমূলের তরফ থেকে।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

তবে এটা শুধুই ভোটের সময় পর্যন্ত। ভোট শেষ হলেই ফের অনুজ শর্মাকে কলকাতার পুলিশ কমিশনার করে আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিধাননগর এর কমিশনার, বীরভূমের পুলিশ সুপার ও ডায়মন্ডহারবার পুলিশ সুপারকেও পরিবর্তন করে দিল নির্বাচন কমিশন। বীরভূম নিয়েও একাধিক অভিযোগ ছিল বিরোধী দলগুলি।

আরও পড়ুনঃ মোদী সরকারের উদ্যোগে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান মনোনয়নে বাংলার দুর্গাপূজা

দূষণ নিয়ন্ত্রক পর্ষদের এডিজি রাজেশ কুমারকে কলকাতার নতুন নগরপাল হিসাবে নিয়োগ করা হয়েছে। নটরাজন রমেশ বাবুকে নিয়োগ করা হল বিধাননগরের পুলিশ কমিশনার হিসাবে। আভান্নু রবীন্দ্রনাথকে বীরভূমের পুলিশ সুপার পদে ও শ্রীহরি পাণ্ডেকে ডায়মন্ডহারবার এর পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে। তবে ভোটের পর ফের তাঁদের নিজের নিজের জায়গায় ফিরিয়ে দেবেন মমতা, এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ শনি রবি সপ্তাহ শেষের দুই দিন দফায় দফায় কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিনবঙ্গে

তবে এখানেই থেমে না থেকে সরাসরি পক্ষপাতের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবারই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে প্রতিবাদপত্র পাঠাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব। তবে মমতার প্রতিবাদ মানা হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে ভোট এর ফল প্রকাশের পরেই যে নির্বাচন কমিশনের এই অর্ডার বাতিল করবেন মমতা, সেটা পরিষ্কার।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>