ECI take action – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 22 Mar 2019 07:30:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg ECI take action – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোটের গানে বিপাকে বাবুল, কমিশনের হাতে টুইট অস্ত্র https://thenewsbangla.com/babul-supriyo-in-big-travel-by-eci-related-to-bjp-campaining-song/ Fri, 22 Mar 2019 07:10:03 +0000 https://www.thenewsbangla.com/?p=8973 বিজেপির ভোটের গান নিয়ে বিপাকে পরলেন বাবুল সুপ্রিয়। নির্বাচন কমিশনের হাতে বাবুলেরই টুইট অস্ত্র। নিজের টুইটই ফাঁসিয়ে দিল বাবুল সুপ্রিয়কে। তাঁর বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

এবার নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল দাবি করেছিলেন তিনি কোন থিম সং প্রকাশ করেননি। কিন্তু ভিলেন হল তারই টুইটার একাউন্ট। রাজনৈতিক মহল বলছে, নিজের জালেই জড়িয়ে পড়ছেন বাবুল সুপ্রিয়। বিতর্কিত থিম সং টি তিনি প্রকাশ করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। সূত্রের খবর, সেটাই অস্ত্র করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর।

আরও পড়ুনঃ বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ

বিতর্কের কেন্দ্রে রাজ্য বিজেপির জন্য বাবুল সুপ্রিয়র গাওয়া থিম সং। যা নিয়ে বেজায় চটেছে তৃণমূল। কমিশনের অনুমোদন না নিয়ে থিম সং প্রকাশ করায় ইতিমধ্যেই শোকজ করা হয়েছে বাবুল সুপ্রিয়কে। কমিশনের কাছে গানের বিষয় নিয়ে জমা পড়েছে অভিযোগ। তৃণমূলের তরফে এক আইনজীবী এই অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনে। বিষয়টি খতিয়ে দেখছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, গানের বিষয় নিয়েও নেওয়া হতে কড়া পদক্ষেপ।

আরও পড়ুনঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম

তৃণমূলের তরফে এক আইনজীবী বাবুলের তৈরি বিজেপির থিম সং নিয়ে অভিযোগ দায়ের করেছেন প্রমাণ সহ। বাবুলের তৈরি থিম সংয়ের সিডি দিয়ে গানের বিষয়বস্তু নিয়ে একগুচ্ছ অভিযোগ আনেন তিনি। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে সেই কথা স্বীকার করে নেওয়া হয়েছে, এবং সেই অভিযোগের সারবত্তা পেয়ে ইতিমধ্যেই বাবুলকে শো কজ করেছে কমিশন।

আরও পড়ুনঃ বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ

পাশাপাশি বাবুল সুপ্রিয়কে নিয়ে থানায় দায়ের করা হয়েছে দুটি অভিযোগ। পূর্ব বর্ধমানের শক্তিগড় থানায় সিভিক ভলান্টিয়ার শ্যামল মণ্ডল একটি অভিযোগ দায়ের করেছেন। মেমারির কলানবগ্রামের বাসিন্দা তন্ময় ঘোষের করা অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের সূত্র ধরে অপরাধে উৎসাহিত করা, সরকারি আদেশ অমান্য করা, ক্ষতিকারক কাজ করা এবং কুৎসা করার ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বাংলায় নির্বাচন কমিশনের কিছু কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির

এদিকে শোকজ করা হয়েছে শুনে বাবুল বলেছেন, তিনি ওই গান প্রকাশ করেননি। পরিচিত দু-একজনকে দিয়েছিলেন শোনার জন্য। সেই সূত্রে শোকজের জবাব দিয়ে যদি বাবুল প্রথম দফায় অভিযোগ থেকে মুক্ত হয়ে যান, তারপরেও মুক্তি নাও মিলতে পারে। কারণটা তার টুইটার হ্যান্ডেল।

আরও পড়ুনঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, ওই গান বাবুল সুপ্রিয় নিজেই টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন। তার রেকর্ড ইতিমধ্যেই তুলে নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। বাবুল নিজের শোকজের উত্তরে যদি ভিডিও প্রকাশের কথা না উল্লেখ করেন তবে ব্যবহার করা হবে টুইটার হ্যান্ডেলের ওই ভিডিও।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

সূত্র বলছে, তাতেও নিস্তার নেই। কারণ, গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসা অভিযোগ। গতকাল বাবুল সুপ্রিয় এর সাংবাদিক বৈঠক নিয়ে অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের এক আইনজীবী। ওই আইনজীবী বলেছেন, “উনি যেভাবে মিথ্যা কথা বলছেন তা ঠিক নয়। আমরা তাঁর প্রেস কনফারেন্স নিয়ে অভিযোগ জমা দিয়েছি”।

তবে বাবুল জানিয়েছেন, “তিনি শো কজের উত্তর জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। গান এখনও প্রকাশিতই হয়নি। তাহলে কিসের নিয়ম ভঙ্গ?” তবে সবটাই এখন খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা https://thenewsbangla.com/citizen-vigilance-or-c-vigil-app-to-check-model-code-violations-eci-to-take-action-in-100-miniutes/ Fri, 22 Mar 2019 05:44:45 +0000 https://www.thenewsbangla.com/?p=8967 আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি-ভিজিল। মানে? সিটিজেন্স ভিজিল। যার মাধ্যমে আম-আদমি যে কেউ নির্বাচনী বিধিভঙ্গের জন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন। এই অ্যাপের মাধ্যমে যে কোনও কারও করা যে কোনও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ একশ মিনিটের মধ্যে নিষ্পত্তি করতে হবে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই সি-ভিজিল অ্যাপ।

আরও পড়ুনঃ বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ

কিভাবে ব্যবহৃত হবে এই অ্যাপ? ধরা যাক, কোনও সাধারণ মানুষ দেখলেন কোনও জায়গায় নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন কেউ বা কোনও রাজনৈতিক দল। তিনি তাহলে তাঁর আগে গুগল অ্যাপ থেকে যদি সিভিজিল অ্যাপ ডাউনলোড করে থাকেন, তাহলে সেই নির্দিষ্ট জায়গা থেকে লাইভ ছবি বা ভিডিও তুলে অ্যাপে আপলোড করতে পারেন।

আরও পড়ুনঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম

তার জন্যে তিনি সময় পাবেন ৫ মিনিট। তাঁর আপলোড করা অভিযোগ সরাসরি চলে যাবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ৫ মিনিট সময় পাবেন সেই অভিযোগটি নির্দিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে। ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছনোর পরে ম্যাজিস্ট্রেটের সময় শুরু।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

তাঁকে ১৫ মিনিটের মধ্যে যে জায়গা থেকে অভিযোগটি এসেছে সেখানে পৌঁছোতে হবে। তারপর তিনি ৩০ মিনিট সময় পাবেন সমগ্র বিষয়টি তদন্ত করে একটি সিদ্ধান্তে পৌঁছনোর যে অভি্যোগটি সত্যি না মিথ্যা। ম্যাজিস্ট্রেট তদন্ত রিপোর্ট লিখে ছবি বা ভিডিও তুলে আপলোড করে দেবেন অ্যাপে ওই ৩০ মিনিটের মধ্যে।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

তাঁর সেই রিপোর্ট পৌঁছবে অতিরিক্ত নির্বাচন আধিকারিকের কাছে। তিনি এবার সেই রিপোর্টের ওপর ভিত্তি করে ৫০ মিনিট সময় পাবেন অভিযোগটির সারবত্তা প্রমাণের। এই হল সি-ভিজিল। এখন প্রশ্ন হচ্ছে, অভিযোগ পাওয়ার পরে দেশের সব জায়গায় ১৫ মিনিটের মধ্যে তদন্তকারীর কি বাস্তবে পৌঁছনো সম্ভব?

আরও পড়ুনঃ বাংলায় নির্বাচন কমিশনের কিছু কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির

এক্ষেত্রে নির্বাচন কমিশন কি শহর ছেড়ে দুর্গম অঞ্চলের কথা ভেবেছেন? যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছেন কমিশন? যদি যা আপলোড হবে, তা যদি নির্বাচন সংক্রান্ত না হয় তাহলে যিনি আপলোড করছেন তাঁর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছেন কমিশন?

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

তদন্তকারী মিথ্যা বা অযৌক্তিক অভিযোগে অযথা হেনস্থা হলে তার জন্যে কি ভেবেছে কমিশন? সব দিক ভেবে সিভিজিল অ্যাপ কাজে লাগানোর কথা ভেবেছে তো নির্বাচন কমিশন? নাকি শুধুই নির্বাচনী চমক? উঠছে প্রশ্ন। তবে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন নির্বাচন কমিশনের এই নতুন অ্যাপ সি-ভিজিল বা সিটিজেন্স ভিজিল।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন এই নতুন অ্যাপ সি-ভিজিল বা সিটিজেন্স ভিজিল। অভিযোগ থাকলেই ছবি তুলে পাঠিয়ে দিন কমিশনে। ভোট সংক্রান্ত কোন রকম সমস্যা বা কোন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ থাকলে তার ছবি তুলেই পাঠিয়ে দিন কমিশনে। দেখুন ১০০ মিনিটের মধ্যেই ব্যবস্থা নেবে কমিশন।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>