East Medinipur – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 11 May 2022 07:00:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg East Medinipur – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কাশীপুর, খেজুরির পর এবার ময়না, ফের বিজেপি কর্মীর রহস্যমৃত্যু https://thenewsbangla.com/kashipur-khejuri-moyna-again-the-mysterious-death-of-a-bjp-worker-suvendu-protest/ Wed, 11 May 2022 06:59:31 +0000 https://www.thenewsbangla.com/?p=15040 কাশীপুর, খেজুরির পর এবার ময়না; ফের এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। আবার এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘটল; পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকায়। এবার ময়নাগুড়ির পিড়খালি সেতুর কাছ থেকে উদ্ধার হল; বিজেপি কর্মী কৃষ্ণ পাত্রর রক্তাক্ত দেহ। দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে; মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে তদন্তকারীরা। বিজেপির দাবি, খু’ন করা হয়েছে; তাদের ওই যুবকর্মীকে।

ঠিক কী ঘটেছে ময়নায়?‌ স্থানীয় সূত্রে খবর; মৃত বিজেপি যুবকর্মীর নাম কৃষ্ণ পাত্র। পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কৃষ্ণ; বিজেপি কর্মী হিসেবে এলাকায় কাজ করতেন। পুরসভা নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। মঙ্গলবার থেকে বেপাত্তা ছিলেন বিজেপি কর্মী কৃষ্ণ; আর বুধবার সকালে পিড়খালি সেতুর কাছ থেকে উদ্ধার হয় কৃষ্ণর র’ক্তাক্ত দেহ।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে; বিজেপি করার জন্যই কৃষ্ণ পাত্রকে খু’ন করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কী করে তার দেহ ওখানে গেল; কারা মে’রেছে ওই বিজেপি কর্মীকে; কোথায় গিয়েছিলেন এই যুবক?‌ এইসব প্রশ্ন খতিয়ে দেখছে পূর্ব মেদিনীপুর পুলিশ।

আরও পড়ুনঃ রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছে, ঘোষণা তৃণমূল নেতার

এর আগেও কাশীপুর ও খেজুরিতে; দুই বিজেপি কর্মীর র’হস্যমৃত্যু নিয়ে চলছে বিতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের দিনই; বিজেপি যুবমোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার ঝু’লন্ত দেহ উদ্ধার হয় কাশীপুর রেল-কোয়ার্টারের ঘর থেকে। ঝু’লন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধে; কোনও সুইসাইড নোটও মেলেনি। তাঁকে পরিকল্পনা করে খু’ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে; বিজেপির তরফ থেকে। দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে, কেন্দ্রীয় সরকারের কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্টে; খু’নের অভিযোগ প্রমাণ হয়নি।

কাশীপুরের মতই একই ঘটনা ঘটে খেজুরিতে। বাড়ি ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার হয়; বিজেপি কর্মী দেবাশিস মান্নার (২২) দেহ। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার বাঁশগোড়া বাজার সংলগ্ন এলাকায়; এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খু’ন নাকি আ’ত্মঘাতী?‌ উঠছে প্রশ্ন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য; কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। “দেবাশিস মান্নাকে খু’ন করা হয়েছে”; অভিযোগ শুভেন্দু অধিকারীর। অভিযোগ উড়িয়ে দিয়েছেন; তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী অখিল গিরি।

]]>
ভারতবাসীকে নেতাজীর মৃত্যুদিন জানাল বাংলার পুরসভা https://thenewsbangla.com/a-municipality-of-bengal-told-india-the-date-of-death-of-netaji-subhas-chandra-bose/ Tue, 20 Nov 2018 08:01:07 +0000 https://www.thenewsbangla.com/?p=2740 The News বাংলা, এগরা: শেষ পর্যন্ত জানা গেল, নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যু তারিখ। ভারতবাসীকে নেতাজীর মৃত্যুর তারিখ জানাতে পারল এই বাংলারই একটি পুরসভা। পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভা জানিয়ে দিয়েছে, ঠিক কবে মারা যান নেতাজী সুভাষচন্দ্র বসু। এতগুলো কেন্দ্রীয় সরকার এত তদন্তের পরও যেটা জানাতে পারে নি, সেটা জানাল মমতার বাংলার একটি পুরসভা।

The News বাংলা Exclusive
Image : The News বাংলা Exclusive

১৮.০৮.১৯৪৫। গোটা বিশ্ব যে তারিখটা গত ৭৩ বছর ধরে খুঁজে আসছে, সেটাই এবার জানিয়ে দিল পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভা। এগরা পুরসভায় নেতাজীর যে ছবি
রাখা রয়েছে তাতে রয়েছে নেতাজীর মৃত্যুর এই তারিখ। বিভিন্ন বাসস্ট্যান্ডে নেতাজীর যে ছবি লাগিয়েছে পুরসভা, তাতেও নেতাজীর ছবির সঙ্গে মৃত্যু দিন লেখা হয়েছে ১৮.০৮.১৯৪৫।

আরও পড়ুনঃ ‘পুলিশ হত্যা মামলা’তেও বাংলার পুলিশের মুখে চুনকালি

কি ভাবে, কেন, নেতাজীর মৃত্যু দিন সাল তারিখ সহ মানুষের সামনে নিয়ে এল পুরসভা, উঠেছে প্রশ্ন। নেতাজীর মত ব্যক্তিত্বকে নিয়ে কিভাবে ছেলেখেলা করল পুরসভা, প্রশ্ন উঠেছে। নেতাজীর এই মৃত্যুদিন কোথা থেকে পেল তারা, কোন প্রশ্নেরই এখন কোন উত্তর নেই।

The News বাংলা Exclusive
Image: The News বাংলা Exclusive

তাঁর অন্তর্ধান বিতর্ক স্বাধীনতার এত বছর পরেও বন্ধ হয় নি। কিভাবে সুভাষচন্দ্র বসু মারা গেলেন বা কিভাবে তিনি উধাও হয়ে গেলেন সেই নিয়ে অনেক বিতর্ক আছে। জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম তাঁরই কিনা তা নিয়েও রয়েছে অনেক বিতর্ক।

সেই বিতর্ক না জেনেই খুব সহজেই পুরসভা সব ছবিতে ও বাস স্ট্যান্ডে লাগিয়ে দিল নেতাজীর মৃতু দিনের তারিখ। আর এই নিয়েই ক্ষুব্ধ হয়েছে এগরার সাধারণ মানুষ। বিষয়টা চোখে পড়তেই প্রতিবাদে পথে নেমেছেন নেতাজী প্রেমীরা। প্রতিবাদ জানিয়েছে আজাদ হিন্দ পরিষদও।

আরও পড়ুনঃ হাসপাতাল চত্বরে রাতভর ডিজে-নাচা-গানা নীরব পুলিশ

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এগরা পুরসভার চেয়ারম্যান শঙ্কর বেরা। ‘বেসরকারি সংস্থা যাদের নেতাজী ব্যানার তৈরি করতে দেওয়া হয়েছিল, তারাই ভুলটা করেছে’ সাফাই এগরা পুরসভার চেয়ারম্যানের। যাদের টেন্ডার দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, এগরা পুরসভার চেয়ারম্যান শঙ্কর বেরা।

The News বাংলা Exclusive
The News বাংলা Exclusive

তবে এই বিতর্কের মধ্যেই রসিকতায় মেতেছেন এগরার বাসিন্দারা। যাক, শেষ পর্যন্ত কেউ তো নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যু দিন জানাতে পারল! আর সেটা করে দেখাল আমাদের বাংলারই একটি পুরসভা।

]]>