Earthquake – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 01 Apr 2019 13:38:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Earthquake – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পরপর নয় বার কম্পন আন্দামান নিকোবরে https://thenewsbangla.com/9-earthquakes-hit-andaman-and-nicober-island-in-2-hours/ Mon, 01 Apr 2019 10:01:56 +0000 https://www.thenewsbangla.com/?p=9633 দু ঘন্টার মধ্যে পরপর ৯ বার কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ। সোমবার সকাল ৫ টা থেকে ৭ টার মধ্যে মোট ৯ বার কম্পন অনুভূত হয়। দুই ঘণ্টায় মোট নয়বার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তবে কম্পনের তীব্রতা ছিল মাঝারি। রিখটার স্কেলে ৪.৭ থেকে ৫.২-এর মধ্যেই ছিল এর প্রাবল্য। তাই তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

আরও পড়ুনঃপুলওয়ামায় ৪ লস্কর ই তৈবা জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা

জাতীয় ভূকম্পন বিভাগের তরফে জানানো হয়েছে, সকাল ৫ টা ১৪ মিনিটে প্রথমবার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৯। এর কিছুক্ষন পরেই ৫ মাত্রার মাঝারি কম্পন অনুভূত হয়। সর্বশেষ কম্পন অনুভূত হয় সকাল ৬ টা ৫৪ মিনিটে, যার মাত্রা ছিল ৫.২।

আরও পড়ুনঃপ্যান কার্ড আধার কার্ড লিংক করিয়েছেন, ৩১শে মার্চ ছিল শেষ দিন

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সমগ্র অংশই ভূমিকম্পপ্রবন। অল্প বা মাঝারি মাপের ভুমিকম্প এখানে অস্বাভাবিক নয়, তবে পর পর ৯ বারের কম্পন সাম্প্রতিক অতীতে এখানে দেখা যায়নি। সোমবার ভোর ৫টা ১৪ মিনিটে ৪ দশমিক ৯ রিখটার স্কেল তীব্রতায় প্রথমবার কেঁপে ওঠে আন্দামান। এর কয়েক মিনিটের মধ্যে ৫ রিখটার স্কেলে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। পরে থেমে থেমে আরো ৭ বার কেঁপে ওঠে দীপপুঞ্জটি। শেষবার কাঁপে ৫ দশমিক ২ রিখটার স্কেলে সকাল ৬টা ৫৪ মিনিটে।

আরও পড়ুনঃদলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

এমনিতে ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই পরিচিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দিনে দুই থেকে তিনবার ভূমিকম্প প্রায়ই হয়। মাত্র দুঘণ্টায় নবার ভূমিকম্প এই প্রথম। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি দীপপুঞ্জটিতে।

এর আগে, গত ২৩ মার্চ ৫ দশমিক ১ তীব্রতায় কেঁপে উঠেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তার আগে ১৩ ফেব্রুয়ারিও ভূমিকম্প হয় সেখানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৫।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর https://thenewsbangla.com/volcanic-eruption-by-earthquake-the-city-is-burning/ Wed, 26 Dec 2018 13:13:11 +0000 https://www.thenewsbangla.com/?p=4762 The News বাংলাঃ ভয়ংকর ভূমিকম্প আর তার আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ। আর এর জেরেই জ্বলছে ইতালির কাতানিয়া শহর। চোখের সামনে পুড়ছে আস্ত একটা সাজানো গোছানো শহর। কাঁপিয়ে দিয়েছে পুরো পূর্ব সিসিলি উপত্যকাকে।

আরও পড়ুনঃ ১৪ বছর আগের স্মৃতি ফিরিয়ে সুনামিতে বাড়ছে মৃতের সংখ্যা

ইতালির সিসিলি দ্বীপে আঘাত হেনেছে একটি শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক এক। বুধবার(২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ২টা ১৯মিনিটে দ্বীপটির কাতানিয়া শহর থেকেও এর কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) এই তথ্য এর বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর/The News বাংলা
ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর/The News বাংলা

জানা গেছে, ইউরোপের সবচেয়ে সক্রিয় মাউন্ট এতনা আগ্নেয়গিরির খুব কাছেই সেই দ্বীপটির অবস্থান। গত সোমবার (২৪ ডিসেম্বর) থেকে কয়েক দফা কম্পনের ফলে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের শুরু হয়। ভূমিকম্পের আঘাতেই এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ শুরু হয় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

পরে বুধবার এই অগ্ন্যুৎপাতের ফলে আচমকা কেঁপে ওঠে পুরো কাতানিয়া শহর। মূলত এতেই কুড়িজন আহত হয়েছেন। এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সান্টা ভেনেরিনা দ্বীপে একটি চার্চের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

উদ্ধারকারীদের মতে, আগ্নেয়গিরির কাছাকাছি পাহাড়ি এলাকায় বসবাসরত সব লোকজনকেই খুব দ্রুত সেই এলাকা থেকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শহরটির বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর/The News বাংলা
ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর/The News বাংলা

আরও পড়ুনঃ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

উল্লেখ্য, আক্রান্ত এলাকাটিতে প্রায় তিন লাখের বেশি লোকের বসবাস। ভূমিকম্পের ফলে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে ইতিমধ্যেই চারদিকে ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। পুড়ে ছাই হওয়ার পথে আশেপাশের সব গ্রাম। সমস্ত মানুষদের সরিয়ে নেওয়া হলেও পুড়ে মরছে হাজার হাজার গবাদি পশু।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

বড়দিনের ঠিক আগেই লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরি ফেটে সমুদ্রে তলিয়ে যাবার প্রভাবে, ভয়ংকর সুনামি আছড়ে পরে ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেইটের সৈকতগুলিতে। মারা যান প্রায় ৫০০ মানুষ। তারপর এবার জেগে উঠল ইতালির এটনা আগ্নেয়গিরি। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পরছে পৃথিবীতে।

]]>
বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী https://thenewsbangla.com/the-unknown-stories-of-earthquake-around-the-world/ Sun, 11 Nov 2018 09:34:36 +0000 https://www.thenewsbangla.com/?p=2174 The News বাংলা: সারা বিশ্বেই বড়ো বড়ো ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প হয় ভারতেও। সম্প্রতি এধরনের ভূমিকম্পের সংখ্যাও বেড়ে গেছে। ভূমিকম্প হলে তার পরপরই এনিয়ে নানান ধরনের কথাবার্তা হয়। কিন্তু প্রাকৃতিক এই ঘটনা সম্পর্কে আমরা কতটুকু জানি।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

ভূমিকম্প নিয়ে ১২টি বিস্ময়কর তথ্য:

Image Source: Google

আরও পড়ুন: হাজার হাজার রুটি নষ্ট করে কৃষক আন্দোলনে ইতিহাস বাংলার বামেদের

১. সারা পৃথিবীতে বছরে লাখ লাখ ভূমিকম্প হয়:

Image Source: Google

যুক্তরাষ্ট্রে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে বলছে, প্রত্যেক বছর গড়ে ১৭টি বড় ধরনের ভূমিকম্প হয় রিখটার স্কেলে যার মাত্রা সাতের উপরে। এবং আট মাত্রার ভূমিকম্প হয় একবার।

আরও পড়ুন: ভিড়ে ঠাসা কলকাতা মেট্রোতে আগুন ও ধোঁয়া, অসুস্থ বহু

তবে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বছরে লাখ লাখ ভূমিকম্প হয়। এর অনেকগুলো হয়তো বোঝাই যায় না। বোঝা যায় না কারণ খুব প্রত্যন্ত এলাকায় এসব হয় অথবা সেগুলোর মাত্রা থাকে খুবই কম।

২. ভূমিকম্পের কারণে দিনের দৈর্ঘ্য কমবেশি হতে পারে:

Image Source: Google

জাপানের উত্তর-পূবে ২০০৯ সালের ১১ই মার্চ একটি বড়ো ধরনের ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিলো ৮ দশমিক ৯। এর ফলে পরিবর্তন ঘটে পৃথিবীর ভরের বণ্টনে। এবং তার প্রভাবে পৃথিবী ঘুরতে থাকে সামান্য দ্রুতগতিতে আর তখন দিনের দৈর্ঘ্য কমে যায়। ১১ মার্চে দিন ১.৮ মাইক্রো সেকেন্ড ছোট ছিলো।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি

৩. সান ফ্রান্সিসকো সরে যাচ্ছে লস অ্যাঞ্জেলসের দিকে:

Image Source: Google

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর প্রত্যেক বছর গড়ে দুই ইঞ্চি করে লস অ্যাঞ্জেলসের দিকে সরে যাচ্ছে। এই একই গতিতে বাড়ে আমাদের আঙ্গুলের নখ। শহরের এই অবস্থান পরিবর্তনের কারণ হচ্ছে সান অ্যানড্রেয়াস ফল্টের দুটো দিক ক্রমশ একটি অপরটিকে ছাড়িয়ে যাচ্ছে। এই গতিতে চলতে থাকলে এই দুটো শহর কয়েক লাখ বছর পর একত্রিত হয়ে পড়বে। ভূমিকম্পকে সামাল দিতে সান ফ্রান্সিসকোর একটি সেতুতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

Image Source: Google

আরও পড়ুন: EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

৪. ভূমিকম্পের আগে স্থির জল থেকে গন্ধ বের হয়ঃ

বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্পের আগে পুকুর, খাল-বিল, হ্রদ, জলাশয়ের স্থির জল থেকে দুর্গন্ধ আসতে পারে। এমনকি সেই জল সামান্য উষ্ণও হয়ে পড়তে পারে। প্লেট সরে যাওয়ার কারণে মাটির নিচ থেকে যে গ্যাস নির্গত হয় তার কারণে এটা হয়ে থাকে।

আরও পড়ুনঃ ফের ভাঙছে হিমবাহ, ভয়ঙ্কর বিপদের মুখে পৃথিবী

এর ফলে ওই এলাকার বন্যপ্রাণীর আচরণেও পরিবর্তন ঘটতে পারে। ওপেন ইউনিভার্সিটির প্রাণী বিজ্ঞান বিভাগ বলছে, ২০০৯ সালে ইটালিতে এক ভূমিকম্পের সময় এক ধরনের ব্যাঙ সেখান থেকে উধাও হয়ে গিয়েছিলো এবং ফিরে এসেছিলো ভূমিকম্পের পরে। বলা হয়, এই ব্যাঙ পানির রাসায়নিক পরিবর্তন খুব দ্রুত শনাক্ত করতে পারে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

৫. ভূমিকম্পের পরেও জলে ঢেউ উঠতে পারে:

ভূমিকম্পের পরেও পুকুরে কিম্বা সুইমিং পুলের জলেতে আপনি কখনো কখনো ঢেউ দেখতে পারেন। একে বলা হায় শ্যাস। বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্প হয়তো শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও কয়েক ঘণ্টা ধরে অভ্যন্তরীণ এই জলেতে তরঙ্গ অব্যহত থাকতে পারে।

Image Source: Google

মেক্সিকোতে ১৯৮৫ সালে একবার ভূমিকম্প হয়েছিলো। মেক্সিকো থেকে ২০০০ কিলোমিটার দূরে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের জল ছিটকে পড়তে পড়তে শেষ হয়ে গিয়েছিলো।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

৬. ভূমিকম্পের কথা মনে রেখেই ইনকা সভ্যতা ও জাপানি বাড়িঘর তৈরি:

Image Source: Google

ভূমিকম্পের কারণে যাতে বাড়িঘর ধসে না যায় সে বিষয়টি মাথায় রেখেই ইনকা আমলের স্থাপত্য ভবন ও জাপানি প্যাগোডা নির্মিত হয়েছিলো। ৫০০ বছর আগে ইনকার স্থাপত্য কর্মীরা যখন মাচু পিচু শহর নির্মাণ করে তারা বাড়িঘর নির্মাণের ব্যাপারে একটি আদিকালের জ্ঞান কাজে লাগিয়েছিলো যাতে ঘন ঘন হওয়া ভূমিকম্পের হাত থেকে তাদের বাড়িঘর বেঁচে যেতে পারে।

Image Source: Google

আরও পড়ুনঃ ‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’ বিস্ফোরক তৃণমূল সাংসদ

৭. বেশিরভাগ ভূমিকম্পেরই উৎস প্রশান্ত মহাসাগর:

পৃথিবীতে যতো ভূমিকম্প হয় তার অধিকাংশ, ৯০ শতাংশই হয় রিং অফ ফায়ার এলাকাজুড়ে। এই এলাকাটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

৮. ভূমিকম্পের কারণে চিলির একটি শহর ১০ ফুট পশ্চিমে সরে যায়:

Image Source: Google

২০১০ সালের ২৭শে ফেব্রুয়ারি বড়ো ধরনের এক ভূমিকম্প আঘাত হেনেছিলো চিলির কনসেপসিওন শহরে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিলো ৮.৮। এর ফলে পৃথিবীর শক্ত উপরিভাগে ফাটল ধরে এবং শহরটি ১০ ফুট পশ্চিমে সরে যায়।

আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর

৯. ভূমিকম্পে খাটো হয়ে যায় এভারেস্ট:

Image Source: Google

নেপালে ২০১৫ সালের ২৫শে এপ্রিল আঘাত হানে ৭.৮ মাত্রার ভূমিকম্প। এতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়। কমে আসে হিমালয়ের অনেক পর্বতের উচ্চতাও। মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গিয়েছিলো এক ইঞ্চির মতো।

১০. জাপানি পৌরাণিক কাহিনীতে ভূমিকম্প হয়েছিলো বড়ো আকারের এক ক্যাটফিশের কারণে:

Image Source: Google

ইতিহাসে দেখা যায় জাপানি এক দ্বীপে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিলো নামাজু নামের বিশাল এক ক্যাটফিশ। পৌরাণিক কল্প কাহিনীতে বলা হয়, অনেক ভূমিকম্প হয়েছিলো এই মাছটির কারণে। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করতেন সমুদ্রের দেবতা পজিডন রেগে গিয়ে পৃথিবীর ওপর আঘাত করলে ভূমিকম্প হতো।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যা ও তারপরের গণহত্যার না জানা সত্যি

হিন্দু পুরাণে আছে এই পৃথিবীকে ধরে রেখেছে আটটি হাতি। এই হাতিগুলো দাঁড়িয়ে আছে একটি কচ্ছপের পিঠের ওপর। আর ওই কচ্ছপটি ছিলো কুণ্ডলী পাকিয়ে থাকা একটি সাপের উপরে। এই প্রাণীগুলোর যে কোনো একটি যখন নড়ে উঠতো তখনই ভূমিকম্প হতো।

১১. ভূমিকম্পের আগে প্রাণীর আচরণে পরিবর্তন ঘটে:

ভূমিকম্পের ফলে যে শুধু ব্যাঙের আচরণেই পরিবর্তন ঘটে তা নয়। ইন্দোনেশিয়া এবং ২০০৪ সালে সুনামির আগে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তারা অনেক পশু পাখিকে দেখেছেন উঁচু এলাকার দিকে ছুটে যেতে। বিজ্ঞানীরা মনে করেন, ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন পশুপাখিরা টের পেয়ে যায়।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

১২. ব্রিটিশ একজন বিজ্ঞানী ভূমিকম্পের কারণ চিহ্নিত করেছেন:

Image Source: Google

ব্রিটেনের একজন ইঞ্জিনিয়ার জন মাইকেল ভূমিকম্পের কারণ উদঘাটন করেছেন। এই আবিষ্কার হয়েছে ১৮শ শতাব্দীর শুরুর দিকে। তাঁকে দেখা হয় ভূকম্পন বিদ্যার একজন জনক হিসেবে। তিনিই প্রথম বলেন, ভূ-পৃষ্ঠের বহু নিচে শিলা-খণ্ডের অবস্থান পরিবর্তনের কারণে ভূমিকম্প হয়ে থাকে।

]]>
ভারতে আরও বড় ‘প্রাণঘাতী’ ভূমিকম্প হওয়ার আশঙ্কা https://thenewsbangla.com/india-fears-of-big-lethal-earthquake-at-himalayan-area-in-near-future/ Sun, 11 Nov 2018 04:30:38 +0000 https://www.thenewsbangla.com/?p=2151 The News বাংলা, নিউ দিল্লি: শনিবার রাতে এক ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, বাংলাদেশ ও মায়ানমার। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিজ়োরামের রাজধানী আইজ়ল থেকে ৭৯ কিমি দূরে ভারত-মায়ানমার সীমান্তে ভূপৃষ্ঠের ২৪ কিমি নিচে। ভারতে আরও বড় ‘প্রাণঘাতী’ ভূমিকম্প হওয়ার আশঙ্কা।

Earthquake The News Bangla
The News বাংলা

আইজ়লেও কম্পন অনুভূত হয়। লোকজন বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।। এর আগে ৭ নভেম্বরও মণিপুর ও মিজোরামে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে যে কম্পনের মাত্রা ছিল ৪.১।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যা ও তারপরের গণহত্যার না জানা সত্যি

শনিবার রাতে ভূ-কম্পন অনুভূত হল দেশের উত্তর-পূর্বের তিন রাজ্য মিজোরাম, মণিপুর ও অসমে। এদিন রাত পৌনে ১১টা নাগাদ কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। প্রাণহানির খবরও মেলেনি।

Image Source: Google

আবহাওয়া দফতর সূত্রে খবর, ভূমিকম্পের উত্‍‌পত্তিস্থল মিজোরামের রাজধানী আইজল। রিখটার স্কেলে ৫.৫ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে।

আরও পড়ুন: অনেক চমক নিয়ে ২৪ তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু

জানা গিয়েছে, ভারতের এই তিন রাজ্য ছাড়াও প্রতিবেশী বাংলাদেশ ও মায়ানমারেও এদিন রাতে ভূমিকম্পন অনুভূত হয়েছে। তীব্রতা ছিল ৫.২-এর আশপাশে। তবে সেখানেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

Image Source: Google

এদিকে, হিমালয় অঞ্চলে বড় কোনো ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। রিখটার স্কেলে এর মাত্রা হতে পারে ৮ দশমিক ২ বা তারও বেশি। বড় ধরনের বিপর্যয়ে বড় ক্ষতি হতে পারে ভারতের উত্তর ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে।

আরও পড়ুন: রামকৃষ্ণ বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন ছেড়ে বিপ্লবী হন এই নারী

ভারতীয় আবহবিদরা এই আশঙ্কার কথা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার বিশেষজ্ঞরা এই সতর্ক বার্তা শুনিয়ে রেখেছেন। বিশেষজ্ঞদের মতে, গত এক বছরে মিজোরাম ও মণিপুরে আঘাত হানা ভূমিকম্পের চেয়েও অনেক বেশি শক্তিশালী ভূমিকম্প ভবিষ্যতে এই অঞ্চলগুলিতে আঘাত হানতে পারে।

Image Source: Google

২০১৬ সালের ৫ ই জানুয়ারী রিখটার স্কেলে মণিপুরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ২০১৫ সালের মে মাসে নেপালে ৭ দশমিক ৩ ও ২০১১ সালে সিকিমে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়।

আরও পড়ুন: ফের ভাঙছে হিমবাহ, ভয়ঙ্কর বিপদের মুখে পৃথিবী

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে ক্রমিক ভূমিকম্পে টেকটোনিক প্লেটে ফাটল সৃষ্টি হয়েছে। প্লেটের এই পরিস্থিতি ভবিষ্যতে আরও ভূমিকম্পের জন্ম দিতে পারে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৮ ছাড়িয়ে যেতে পারে। সেটা হলে অসংখ্য মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ভেঙে পরবে সব বাড়িঘর।

Image Source: Google

আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বড় ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করেছেন কেন্দ্রকে। যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পনবিদ রজার বিলহামের সতর্কতা, বর্তমান পরিস্থিতিতে অন্তত চারটি বড় ভূমিকম্প আঘাত হানতে পারে ভারতে।

আরও পড়ুন: লাইফ বিয়ন্ড ডেথ’, কী ভাবে জানবেন মৃত্যুর পর কী

এসব ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৮ ছাড়িয়ে যেতে পারে। আর সেটা হলে অসংখ্য মানুষের মৃত্যুর আশঙ্কা থাকছে। ২০১৯-এই কি তাহলে নেমে আসবে বড়সড় বিপর্যয় ? বিশেষজ্ঞদের মতে বড় আশঙ্কা থেকেই যাচ্ছে।

Image Source: Google
]]>