DRDO – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 08 Jun 2022 14:37:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg DRDO – The News বাংলা https://thenewsbangla.com 32 32 আওতায় সব প্রতিবেশী দেশ, অগ্নি-৪ এর সফল পরীক্ষা করল ভারত https://thenewsbangla.com/agni-iv-missile-successfully-tested-range-4000-kms-all-neighboring-countries-under-scanner/ Wed, 08 Jun 2022 14:36:42 +0000 https://www.thenewsbangla.com/?p=15314 আওতায় সব প্রতিবেশী দেশ; অগ্নি-৪ এর সফল পরীক্ষা করল ভারত। গত বছরই পরমাণু অস্ত্র বহনে সক্ষম; অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে ভারত। সেটির পাল্লা ছিল ১০০০-২০০০ কিলোমিটার; আর এবার অগ্নি ৪ এর পাল্লা ৪০০০ কিলোমিটার। যার আওতায় ভারতের সব প্রতিবেশী দেশই।

অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের; সফল পরীক্ষা সেরে ফেলল ভারত। সোমবার ওড়িশা উপকূল থেকে; ওই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করা হয়। পরমাণু অস্ত্র বহনে সক্ষম, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা; ৪০০০ কিলোমিটার। ফলে অগ্নি-৪ এর আওতায় চলে এল; সব প্রতিবেশী দেশ।

আরও পড়ুনঃ ‘ভারতকে বয়কট’, কোন দেশের হিম্মত নেই, গবেটদের গল্পের গরু গাছে উঠেছে

অগ্নি-৪ এর সফল পরীক্ষা নিয়ে, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে; “এটি একটি রুটিন পরীক্ষা। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে; এটির উত্ক্ষেপণ করা হয়। সেই পরীক্ষা সফল হয়েছে”।

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৪; ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এই ক্ষেপণাস্ত্র ৪ হাজার কিলোমিটার; দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর ফলে ভারতের সামরিক সক্ষমতার; একটি উল্লেখযোগ্য অগ্রগতি হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ নতুন ভারতে আপোষ নয়, ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ‘পাল্টা’ দিলেন ভারতীয়রা

গত বছরই পরমাণু অস্ত্র বহনে সক্ষম; অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ভারত। যদিও সেটির পাল্লা ছিল ১০০০-২০০০ কিলোমিটার। এবার যেটির পরীক্ষা করা হল; সেটি অগ্নি সিরিজের চতুর্থ ক্ষেপণাস্ত্র। কেন্দ্র সরকার বলেছে, “এই উৎক্ষেপণে সব ধরনের প্রায়োগিক মানদণ্ড এবং এই ব্যবস্থার নির্ভরযোগ্যতা যথার্থভাবে যাচাই করা গেছে।

অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রটি; অগ্নি সিরিজের চতুর্থ ক্ষেপণাস্ত্র। এটি আগে অগ্নি-২ প্রাইম হিসেবে পরিচিত ছিল। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও; এই ক্ষেপণাস্ত্রের উদ্ভাবক। এই পরীক্ষা ভারতের বেশ কিছু প্রতিবেশী দেশের কপালে; চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে, সেকথা বলাই যায়।

]]>
আত্মনির্ভর ভারত, দেশে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল নৌসেনা https://thenewsbangla.com/atmanirbhar-bharat-indian-navy-drdo-launched-country-first-anti-ship-missile/ Wed, 18 May 2022 14:53:50 +0000 https://www.thenewsbangla.com/?p=15118 আত্মনির্ভর ভারত, দেশে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র; উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ হওয়ার পথে; আরও একধাপ এগিয়ে গেল ভারত। বুধবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইল; উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও(DRDO)। এদিন ওড়িশার বালাসোরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে; এই মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এদিন ওড়িশার বালাসোরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে; এই জাহাজ বিধ্বংসী মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। নৌসেনার একটি সি-কিং ৪২বি হেলিকপ্টার থেকে; ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্রটি। নৌসেনা ও ডিআরডিও-র যৌথ উদ্যোগে; এই মিসাইল পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষায় বিশেষ করে মিসাইল প্রযুক্তিতে, আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে; দেশের প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইলের উৎক্ষেপণ বড় পদক্ষেপ বলেই মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুনঃ কাশীর পর মথুরা, কৃষ্ণের জন্মস্থানে মসজিদ বন্ধের আর্জি, ইদগাহ সিল করতে মামলা

চিনকে নজরে রেখেই, ভারতীয় নৌবাহিনীকে; অত্যাধুনিক মিসাইল ও রণতরীতে সাজিয়ে তুলছে ভারত। মঙ্গলবার মুম্বইয়ের মাজগাওঁ ডক থেকে, আইএনএস সুরাট ও আইএনএস উদয়গিরি নামে; দু-দুটি যুদ্ধজাহাজের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার জাহাজ বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ করে; চিনা নৌবহরকেই বার্তা দিল নয়াদিল্লি; এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষঙ্গরা।

আরও পড়ুনঃ শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মন্ত্রীর মেয়ে, দুর্নীতির জালে জর্জরিত রাজ্য প্রশাসন

গত এপ্রিল মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে; ফের অত্যাধুনিক ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করে ভারতীয় নৌসেনা ও বিমানবাহিনী। লাদাখে সীমান্ত সংঘাতের পর থেকেই; মুখোমুখি ভারত ও চিনের সেনাবাহিনী। এই পরিস্থিতিতে গতবছর ভারত মহাসাগরে, সুমাত্রার পশ্চিমে নজরদারি চলতে দেখা যায়; ‘শিয়াং ইয়াং হং ০৩’ নামের একটি চিনা জাহাজকে।

উপগ্রহ ছবিতেও ওই চিনা রণতরীর; হদিশ পাওয়া যায়। তারপর থেকেই দারুণ সতর্ক ভারত। চিনা নৌসেনার গতিবিধির উপর; তীক্ষ্ণ নজর রেখেছে ভারত এর গোয়েন্দারা। নয়া দিল্লি সাফ জানিয়েছে, ভারতীয় জলসীমায় কোনও ধরনের অনুপ্রবেশ; মেনে নেওয়া হবে না। যদিও এই আগ্রাসী কার্যকলাপের পরও বেজিংয়ের দাবি; জলদস্যু দমনের জন্য আন্তর্জাতিক জলসীমায় নৌবহর পাঠাচ্ছে তারা। চিনকে সাবধান করতেই এবার, দেশে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র; উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা।

]]>
পাকিস্তান চিনকে চরম চিন্তায় ফেলে মহাকাশে গোয়েন্দা উপগ্রহ পাঠাল ভারত https://thenewsbangla.com/isro-launches-pslv-c45-carrying-drdo-emisat-28-other-satellites/ Mon, 01 Apr 2019 11:26:24 +0000 https://www.thenewsbangla.com/?p=9647 মিশন শক্তির পর আরও একটি মাইলফলক পেরল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো। ইলেকট্রনিক ইন্টেলিজ্যান্স স্টাটেলাইটের উৎক্ষেপণ করল ভারত। এর মাধ্যমে গোয়েন্দা উপগ্রহ ছেড়ে বিশ্বের খুব কম দেশের মধ্যে স্থান করে নিল ভারত। পাকিস্তান চিনকে চরম চিন্তায় ফেলে মহাকাশে গোয়েন্দা উপগ্রহ পাঠাল ভারত। গোয়েন্দা এমিস্যাট-সহ ২৯ টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর পিএসএলভি-সি ৪৫।

আরও পড়ুনঃ কংগ্রেসের সঙ্গে যুক্ত ৬৮৭ টি ভুয়ো পেজ ওড়াল ফেসবুক

ইসরোর মুকুটে আবার নতুন পালক। ঠিক ছদিন আগেই মহাকাশে শক্তির প্রমাণ দিয়েছে ভারত। সোমবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট পিএসএলভি-সি ৪৫। সঙ্গে নিয়ে গেল ডিআরডিও-র কৃত্রিম উপগ্রহ এমিস্যাট-সহ আরও ২৮ টি ছোট উপগ্রহ। এগুলো সবই বিদেশি। শুধু দেশের নয়, একই সঙ্গে অন্য ৩ দেশের ২৮টি উপগ্রহের উৎক্ষেপণও করেছে ইসরো।

আরও পড়ুনঃদলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

এমিস্যাটের উত্ক্ষেপণের উল্লেখযোগ্য বিষয় হল, এবারই প্রথম সাধারণ মানুষ উত্ক্ষেপণ দেখলেন ইসরোর ভিজিটর্স গ্যালারি থেকে। এবারই প্রথম উৎক্ষেপণ পর্ব সাধারণ মানুষদের দেখতে দেওয়া হয়েছিল। এর জন্য তৈরি হয়েছে বিশেষ গ্যালারি। অসংখ্য মানুষ সেখান থেকে সরাসরি স্টাটেলাইটের উৎক্ষেপণ দেখল।

আরও পড়ুনঃপ্যান কার্ড আধার কার্ড লিংক করিয়েছেন, ৩১শে মার্চ ছিল শেষ দিন

ভবিষ্যতে আরও বেশি করে ছাত্র ছাত্রীদের এখানে নিয়ে আসা হবে বলেই জানান হয়েছে। ফলে মহাকাশ গবেষণার প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলেই মনে করছে ইসরো। মহাকাশ গবেষণায় আসবে নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীরা, জানাচ্ছে ইসরো।

আরও পড়ুনঃ বাংলায় ‘ফ্রি এন্ড ফেয়ার’ ইলেকশন করানো হবে, জানালেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

কী কাজ করবে এই এমিস্যাট? এটি আসলে ডিআরডিও-র চর উপগ্রহ। বলা যায়, মহাকাশে ভারতের গোয়েন্দার কাজ করবে এই ডিআরডিও-র কৃত্রিম উপগ্রহ এমিস্যাট। এটি শত্রুর রেডার খুঁজে বের কারবে। শত্রু দেশের হাল হকিকতের খবর দেবে। পাশাপাশি এই উপগ্রহটি সামরিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের আগাম সতর্কতা দেবে।

আরও পড়ুনঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি

এর মাধ্যমে শত্রুপক্ষের রাডার কোথায় আছে তা জানতে পারবে ভারত। এতদিন পর্যন্ত এই খবর জানতে বিমানের উপর ভরসা করতে হত। কিন্তু এখন মহাকাশকে কাজে লাগিয়ে নজরদারি চালাতে পারবে। চিনের বাড়বাড়ন্ত ঠেকাতেই এই গোয়েন্দা উপগ্রহের ভাবনা বলেই মনে করা হচ্ছে। দেশের নিরাপত্তার জন্যই এই কাজ, জানিয়েছে ইসরো।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

সোমবার, মহাকাশে পাঠানো ২৮টি উপগ্রহ মোট তিনটি দেশের। এগুলিকে স্থাপন করা হবে তিনটি ভিন্ন কক্ষপথে। সম্প্রতি মিশন শক্তি অভিযানে এ-স্যাট ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি অচল উপগ্রহ ধ্বংস করেছে ভারত। এরপর শত্রুর গতিবিধি নজর রাখার ব্যাপারে এমিস্যাট-এর ওপরে অনেকটাই নির্ভর করবে ডিআরডিও।

আরও পড়ুনঃ মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্থান চিনকে ভয় দেখিয়ে বালাশোরে পিনাক রকেট ছুঁড়ল ভারত https://thenewsbangla.com/pinaka-multi-barrel-rocket-system-completes-successful-test-at-pokhran/ Mon, 11 Mar 2019 12:56:52 +0000 https://www.thenewsbangla.com/?p=8120 পাকিস্থান চিনকে ভয় দেখিয়ে ওড়িশার বালাশোরে অ্যাডভান্স ভার্সনের পিনাক রকেট ছুঁড়ল ভারত। পিনাক রকেটের আওতায় পাকিস্থান ও চিন। সোমবার পিনাক রকেটের পরীক্ষা করে ডিআরডিও। পিনাক রকেট নিখুঁত ভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করেছে বলেই জানান হয়েছে ডিআরডিও এর তরফ থেকে।

ভারত পাক যুদ্ধের এই আবহাওয়ায় পিনাক রকেটের এই সফল টেস্ট চিন্তায় রাখবে পাকিস্তান ও তার বন্ধু চিনকে এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। ডিআরডিও-কে পিনাক রকেট এর এই সফল পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধুনিক পর্যায়ের পিনাক রকেট টেস্ট করল ভারত।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

আজ সোমবার ভারতীয় সেনার জন্য বড় খুশির খবর নিয়ে এলো পিনাক। আজ উড়িষ্যার বালাশোরে পিনাক মিসাইলের দুবার সফল পরীক্ষণ করল ডিআরডিও। দুইবারই এই মিসাইল ৯০ কিমি দূরে থাকা টার্গেটকে ধ্বংস করে দিয়েছে।

গত বছরে উড়িষ্যার চাদিপুরে Proof and Experimental Establishment এর সাহায্যে পিনাক রকেটের অ্যাডভান্স ভার্সনের সফল পরীক্ষা করা হয়েছিল। গাইডেড সিস্টেমের এই রকেটে ধংসের ক্ষমতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘দুবার এই মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছে, আরও কিছু পরীক্ষা করার পরিকল্পনা চলছে’।

আরও পড়ুনঃ মমতাকে মুকুলের ভয় দেখিয়ে কি রাজ্যে মন্ত্রী হচ্ছেন অর্জুন

পিনাক এমএলআর— এমন শক্তিশালী মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম খুব কম দেশেরই রয়েছে। পাকিস্তানের তো নেই-ই। একসঙ্গে ১২টি রকেট ধেয়ে যেতে পারে শত্রুর দিকে। পিনাক মাল্টিপল ব্যারেল রকেট লঞ্চিং সিস্টেমটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ভারতীয় সেনাবাহিনীর জন্য এই অস্ত্র বিশেষ যত্ন নিয়ে তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

যে কোনো প্রতিকূল পরিস্থিতি, যেমন বরফঢাকা উপত্যকায় চরম ঠাণ্ডার মধ্যেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই পিনাক। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় প্রথম পিনাক ক্ষেপণাস্ত্র সফলভাবে ব্যবহার করা হয়েছিল।

পিনাক লঞ্চিং সিস্টেম থেকে প্রতি ৪৪ সেকেন্ডে এক ডজন ক্ষেপণাস্ত্র ছোঁড়া সম্ভব। ব্যারেল খালি হয়ে গেলে মাত্র চার মিনিটে ‘রিলোড’ করা যায়। একটি সিঙ্গল লঞ্চিং সিস্টেমওয়ালা ৮x৮ টেট্রা ট্রাকে ১২টি ক্ষেপণাস্ত্র ‘লোড’ করা যায়। একেকটি মিসাইল ৪০-৬৫ কিমি দূরে লক্ষ্যবস্তুর উপর নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

আরও পড়ুনঃ সুব্রত বক্সির বদলে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুধু স্থির নয়, চলমান লক্ষ্যবস্তুর উপরেও আঘাত হানতে পারে পিনাক। এই কাজের জন্য পিনাকে ব্যবহৃত হয় অত্যাধুনিক অ্যাডভান্সড ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম। কম্পিউটার, মোশন সেন্সর ও রোটেশন সেন্সরের সাহায্যে লক্ষ্যবস্তুর পজিশন, চলাচল, কোন দিক থেকে কোন দিকে তা যাচ্ছে, সমস্তটাই নিখুঁতভাবে হিসেব করা যায়।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

পিনাক বেশ কয়েকটি মোডে ‘রান’ করতে পারে। যেমন অটোনমাস বা স্বয়ংক্রিয় মোড, স্ট্যান্ড অ্যালোন মোড, রিমোট মোড, ম্যানুয়াল মোড ইত্যাদি। এটিতে রকেটে জিপিএস গাইডেন্স সিস্টেম লাগানোর চেষ্টা চলচ্ছে। পাশাপাশি এর পাল্লা বাড়াতেও চলছে গবেষণা।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে বিজেপির একমাত্র ভরসা সেই নরেন্দ্র মোদীই

এবার যে পিনাক রকেট টেস্ট ফায়ার করা হল তাতে ১২০ কিমি দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে, জানিয়েছে ডিআরডিও। সব থেকে বড় ব্যাপার, পিনাকের সমান শক্তিসম্পন্ন আমেরিকান ক্ষেপণাস্ত্র এম ২৭০ এর দামের তুলনায় পিনাক দশগুণ সস্তা। প্রথমে পিনাকা মিসাইলে গাইডেড সিস্টেম ছিলনা, এখন সেটিকে অত্যাধুনিক করে গাইডলাইন সিস্টেম দিয়ে চালনা করা হবে। খুব শিঘ্রই পিনাকের এই অত্যাধুনিক রকেট সেনার হাতে তুলে দেওয়া হবে বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>