donald trump – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 27 Jun 2019 15:22:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg donald trump – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মি টু আন্দোলনে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ https://thenewsbangla.com/me-too-movement-rape-allegation-against-usa-president-donald-trump/ Thu, 27 Jun 2019 10:00:36 +0000 https://www.thenewsbangla.com/?p=14542 মার্কিন যুক্তরাষ্ট্রের এক সুন্দরী নারী; প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। এই অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন; ‘ওই নারী আমার পছন্দের সঙ্গে যান না’। তাঁর এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা।

ই জিন ক্যারল নামের এই নারী দ্য ওয়াল ম্যাগাজিনের কাছে; প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ৭৫ বছর বয়সী ক্যারল অভিযোগ করেন; নব্বইয়ের দশকে ডোনাল্ড ট্রাম্প; নিউইয়র্কের একটি মার্কেটে; তাঁর ওপর যৌন হামলা চালিয়েছিলেন। কিন্তু ট্রাম্প অভিযোগ অস্বীকার করে জানান; ক্যারল ‘সম্পূর্ণ মিথ্যা’ কথা বলছেন।

আরও পড়ুনঃ Breaking News; ভারত সরকারের চাপে নীরব মোদীর ২৮৩ কোটি টাকার সুইস ব্যাঙ্ক আকাউন্ট বন্ধ হল

নিউইয়র্ক থেকে প্রকাশিত দ্য হিল নামের একটি সাময়িক সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি— প্রথমত, ওই নারী আমার পছন্দের সঙ্গে যান না। দ্বিতীয়ত, এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি’।

ট্রাম্পের এ মন্তব্যের পর; জিন ক্যারল বলেন, ‘আমি যে পছন্দের তালিকায় পড়ি না; এটা জেনে আমি খুশি’। পরে সংবাদমাধ্যম সিএনএন ও এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারল জানান; প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার কথা তিনি ভাবছেন।

আরও পড়ুনঃ ভারতের রঙ কমলা, পরিবর্তনের পিছনেও মোদীর হাত দেখছে বিরোধীরা

ক্যারল আরো জানান; দোকানে ট্রাম্প একজন নারীর জন্য; পোশাক কেনার ব্যাপারে ক্যারলের কাছে পরামর্শ চেয়েছিলেন। ট্রাম্প কৌতুক করে বলেছিলেন যে; ক্যারল ওই পোশাকটি পরে তাঁকে দেখাতে পারেন কি না। পরে ট্রায়াল রুমে ট্রাম্প একটি দেয়ালের সঙ্গে ক্যারলকে চেপে ধরে; ধর্ষণ করেছিলেন।

খবর সূত্রে; এর আগে ২০১৬ সালে আরো একজন ধর্ষণের অভিযোগকারীর ব্যাপারেও; একই ধরনের মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জেসিকা লিডস অভিযোগ করেছিলেন; ট্রাম্প আশির দশকে বিমানে তাঁর গায়ে হাত দিয়েছিলেন। এ অভিযোগের জবাবে ট্রাম্প এক সমাবেশে বলেন, ‘তিনি আমার পছন্দের নন’।

আরও পড়ুনঃ কাটমানি দুর্নীতি কান্ডে চাঞ্চল্যকর মোড়, তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

এ নিয়ে ক্যারলসহ মোট ১৬ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন। অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ের তদন্ত করছে মার্কিন প্রশাসন।

]]>
আগামী তিন বছরে কৃষক আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/prime-minister-narendra-modi-promised-to-double-the-farmer-income-in-the-next-three-years/ Wed, 19 Jun 2019 06:16:22 +0000 https://www.thenewsbangla.com/?p=14077 আগামী তিন বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই ঘোষণা কীসের ভিত্তিতে দেয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন-সহ কয়েকটি দেশ এর ব্যাখ্যা চেয়েছে। একই সঙ্গে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কৃষি নীতি নিয়েও জানতে চেয়েছে ডব্লিউটিও’র সদস্যরা।

২০১৬ সালে মোদি সরকার; প্রথমবার কৃষকদের আয় দ্বিগুণ করার কথা তোলেন। সম্প্রতি লোকসভা নির্বাচনে; কৃষক সমস্যাই ছিল অন্যতম প্রধান ইস্যু। একপ্রকার চাপে পড়েই এমপি-কিষান প্রকল্প ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। যার অধীনে প্রায় সাড়ে ১৪ কোটি কৃষককে; ৬ হাজার ‍টাকা করে অনুদান দেয়ার কথা ঠিক হয়।

আরও পড়ুনঃ শিল্পাঞ্চলের ৫ টি পুরসভাই তৃণমূলের হাত থেকে কেড়ে নিল বিজেপি

যদিও মোদী সরকার কৃষিঋণ মাফ করার বিরোধিতা করে আসছিল। এর পরিবর্তে প্রধানমন্ত্রীর ফসলবিমা পরিকল্পনা; সংস্কারের উপর মনোযোগী ছিল বিজেপি সরকার। প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাজেটে কৃষি ও গ্রামোন্নয়ন খাতের ২৫ লাখ কোটি টাকা নিয়ে। জানতে চাওয়া হয়েছে পাঁচ বছরে ওই খাতে; কীভাবে বরাদ্দ করা যাবে ১০০ লাখ কোটি টাকা।

বর্তমানে ভারতের অর্থনীতি মোটেই মজবুত নয়। তবু কৃষিনির্ভর অর্থনীতির দেশে কৃষকদের রোজগার; আগামী তিন বছরে দ্বিগুণ করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেটা কীভাবে সম্ভব হবে; ডব্লিউটিও-র বৈঠকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউরোপীয় ইউনিয়ন-সহ কয়েকটি দেশ।

আরও পড়ুনঃ পাকিস্তানি নারীরা বিয়েতে বিক্রি হচ্ছে চীনে, সহ্য করছে ধর্ষণ

শুধু ভারত নয়; খতিয়ে দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃষি নীতিও। বৈঠকে ইইউ-র তরফে প্রশ্ন তোলা হয়েছে; “বাড়তি কৃষি উৎপাদন কমাতে গোটা বিশ্বে বেঁধে দেওয়া হয়েছে ফসল উৎপাদনের সর্বোচ্চ মাত্রা; বিশ্বব্যপী বাজার মূল্যও নির্দিষ্ট; তাহলে এই নীতি কীভাবে প্রয়োগ সম্ভব?”

বৈঠকে আমেরিকার কৃষি নীতি নিয়ে যেমন প্রশ্ন তুলেছে ভারত; অস্ট্রেলিয়া; কানাডা; চীন; ইউরোপীয় ইউনিয়ন; নিউজিল্যান্ড ও ইউক্রেন। তেমনই বাসমতী ছাড়া অন্য চাল রপ্তানিকে উৎসাহ দিতে ভারত যে ৫ শতাংশ ভর্তুকি দিচ্ছে; তা নিয়ে আমেরিকা ও অস্ট্রেলিয়া প্রশ্ন তুলেছে ডব্লিউটিও-র বৈঠকে।

]]>
মোদীকে অভিনন্দন জানালেন ট্রাম্প এবং ইমরান খান https://thenewsbangla.com/donald-trump-imran-khan-congratulates-modi-on-his-victory-in-election/ Fri, 24 May 2019 08:54:27 +0000 https://www.thenewsbangla.com/?p=13233 লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির গদিতে বসার খবরে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদীর জয়ের খবর শুনে এক টুইট বার্তায় এই বিশাল জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানান।

ডোনাল্ড ট্রাম্প তার টুইট বার্তায় লিখেছেন; ‘বিশাল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে অভিনন্দন; যুক্তরাষ্ট্র আর ভারতের যৌথ ইস্যুতে যেসব বিষয় এখনো জমা আছে; ফের ক্ষমতায় আসায় আমরা আমাদের বাকি গুরুত্ব কাজ গুলো সম্পূর্ণ করতে পারব’।

মার্কিন প্রেসিডেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তার টুইট বার্তায়। ২০১৪ সালের তুলনায় আরও বেশি আসনে বিজয়ের মাধ্যমে ফের ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। গত ১১ এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হয়; সাত দফার ভোট গ্রহণ শেষ হয় ১৯ মে; বৃহস্পতিবার ২৩ ছিল ফলাফল ঘোষণার দিন।

বৃহস্পতিবার দেশের সাত দফার নির্বাচনের ফলাফলে; বিজেপি একাই তিন শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। প্রধান বিরোধী দল কংগ্রেস গতবারের চেয়ে এবার বেশি আসন পেলেও বিজেপির ধারে কাছেও যেতে পারেনি।

আরও পড়ুন রাজীব কুমারের সময়সীমা শেষ, যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই

ভারতের জাতীয় নির্বাচনে বিশাল ব্যবধানে বিজেপির জয়লাভ এরপরে হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও; বৃহস্পতিবার এক টুইটে মোদীকে শুভেচ্ছা জানান ইমরান। নির্বাচন চলাকালিন ও ইমরান খান জানিয়েছিলেন তিনি মোদীকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান।

মোদীকে শুভেচ্ছা জানিয়ে ইমরান খান টুইটারে লিখেছেন; দক্ষিণ এশিয়ার শান্তি; উন্নতি ও সমৃদ্ধির জন্য; নরেন্দ্র মোদীর সাথে কাজ করতে চাই। বালাকোট ও পুলওয়ামা পরবর্তী পরিস্থিতির পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিপুল জয় চাপে রেখেছে বিশ্বকে।

অভিনন্দন এসেছে চিন রাশিয়া জাপান ফ্রান্স ইজরায়েল বাংলাদেশ সিঙ্গাপুর ও নেপাল থেকে; সবচেয়ে প্রথমে মোদীকে টেলিফোন করে অভিনন্দন জানান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন; তিনি মোদীর সঙ্গে রণনীতি নিয়ে একসাথে কাজ করতে ইচ্ছুক।

চিনা প্রেসিডেন্ট জ়ি জিনপিং বলেন; তিনি ভারত-চিন সম্পর্কের উন্নতির বিষয়টি গুরুত্ব দিতে চান। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি মোদীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানান চিনের প্রেসিডেন্ট।

]]>
গির্জায় সন্ত্রাসবাদী হামলার পর এবার ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকবাজ হামলা https://thenewsbangla.com/gunman-opened-fire-at-a-synagogue-in-california-hate-crime-says-donald-trump/ Sun, 28 Apr 2019 09:52:19 +0000 https://www.thenewsbangla.com/?p=11827 নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার পর এবার আমেরিকায় ইহুদীদের উপাসনালয়ে হানা। নিউজিল্যান্ড এ মসজিদ ও শ্রীলঙ্কায় গির্জায় সন্ত্রাসবাদী হামলার রেশ কাটতে না কাটতে এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইহুদিদের উপাসনালয় সিনাগগে হামলা চালায় এক বন্দুকধারী।

এই হামলায় এক মহিলা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার পর জন আরনেস্ট নামে ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে আমেরিকার পুলিশ।

খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে সান ডিয়েগো শহরের পাওয়েতে এই ঘটনা ঘটে। ইহুদি ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান চলাকালিন এই হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ শীঘ্রই আসছি ইনশাল্লাহ, বাংলায় পোস্টার ভয়ঙ্কর ইসলামিক স্টেটের

পুলিশ হামলার কারণ জানাতে না পারলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে ‘হেইট ক্রাইম’ অভিহিত করে বলেছেন, এখন পর্যন্ত এই হামলাকে হেইট ক্রাইম বলেই মনে হচ্ছে। ক্ষতিগ্রস্তদের প্রতি আমি গভীর সহানুভূতি জানাই। এই ঘটনার আদ্যোপান্ত বের করবো আমরা।

ছয় মাস আগেও যুক্ররাষ্ট্রের পিটসবার্গ শহরের একটি সিনাগগের পাশে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইহুদিবিরোধী হামলা ছিল সেটি।

পাওয়ের মেয়র স্টিভ ভাউস বলেছেন, কেউ হয়তো ইহুদি সম্প্রদায়ের ওপর ঘৃণা থেকে এই হামলা চালিয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ ইসলামী জঙ্গিবাদ রুখতে বোরখা নিষিদ্ধ করতে চলেছে শ্রীলঙ্কা

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সন্দেহভাজনের কার্যকলাপ ও অনলাইনে প্রকাশ করা তার একটি খোলা চিঠি তদন্তকারীরা পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছেন সান ডিয়াগোর কাউন্টি শেরিফ বিল গোর। গত মাসে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় হামলাকারী আর্নেস্টের বিরুদ্ধে তদন্ত চলছিল বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে শেরিফ গোর বলেছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার একটু আগে চাবাদ সিনাগগ থেকে কর্মকর্তাদের ডাকা হয়। এর আগে এক ব্যক্তি সেখানে ‘এআর-১৫ টাইপ’ আধা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি করেন। সিনাগগটির রাবাইয়ের হাতে একটি গুলি লেগেছে। ঘটনায় চার ব্যক্তিকে দ্রুত পালমার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজন মারা যান। অন্য তিন জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুনঃ ৮টি বিস্ফোরণে মৃত ৩০০, তদন্তে উঠে এল জামাত জঙ্গি যোগ

ঘটনার বর্ণনায় তিনি আরও জানান, সন্দেহভাজন একটি গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় অফ-ডিউটিতে থাকা সীমান্ত টহল পুলিশের এক কর্মকর্তা তার দিকে গুলি ছোড়েন, কিন্তু গুলি আর্নেস্টের শরীরে লাগেনি। তিনি পরিষ্কারভাবে সন্দেহভাজনের গাড়িটি দেখতে পাচ্ছিলেন।

সন্দেহভাজন হাত উপরে তুলে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তাকে আটক করে হেফাজতে নেন তিনি। ওই কর্মকর্তা ১৯ বছর বয়সী ওই তরুণকে হেফাজতে নেওয়ার সময় সন্দেহভাজনের গাড়ির সামনের সিটে একটি রাইফেল দেখতে পান।

গত রবিবার শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় প্রায় ৪০০ জন নিহত হন। এছাড়া গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এক উগ্রবাদী সন্ত্রাসীর এলোপাথাড়ি গুলিতে ৫০ জন নিহত হন। বারবার মানুষের উপাসনালয়গুলি দুষ্কৃতীদের হামলার মুখে পরছে গত একবছরে।

]]>
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী https://thenewsbangla.com/tulsi-gabbard-the-first-hindu-in-us-congress-against-donald-trump-in-usa-president-election/ Sat, 12 Jan 2019 10:44:35 +0000 https://www.thenewsbangla.com/?p=5529 The News বাংলা: বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এবার কি বসবেন এক হিন্দু নারী? গোটা বিশ্ব এখন তাকিয়ে সেই দিকেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা দিয়েছেন, ডেমোক্র্যাট দলের প্রতিনিধি পরিষদ সদস্য তুলসি গাবার্ড। ২০২০ সালে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তুলসি গাবার্ড জিতলে তিনিই হবেন আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্টও।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে পারেন এক হিন্দু নারী, তুলসি গাবার্ড। ডেমোক্র্যাট দলের দলীয় মনোনয়ন পেলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হবেন প্রথম হিন্দু সম্প্রদায়ের প্রতিদ্বন্দ্বী।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News  বাংলা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News বাংলা

তুলসি গাবার্ড এর বাবা-মা ছিলেন আমেরিকান সামোয়া। তুলসির দুবছর বয়সের সময়ই তাঁরা পাকাপাকিভাবে হাওয়াই-য়ে চলে আসেন। বাবা-মা খ্রিস্টান হলেও হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্র, কীর্ত্তন চর্চা করতেন। তাঁর মা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন এবং হিন্দু ধর্মের কিছু আচার, রীতি-নীতিও পালন করতেন। আর মেয়ে তুলসি কিশোরী বয়স থেকেই হিন্দু ধর্ম গ্রহণ করেন।

আরও পড়ুনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। ভারতের পরে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এইদেশেই। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন গণতন্ত্রগুলির একটিও বটে। ২০২০ সালে সেদেশের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জায়গায় এবার কে? উঠছে প্রশ্ন।

২০১৬ সালের ৮ই নভেম্বর আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে, ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হিলারি ক্লিন্টন। তিনি জিতলে তিনিই আমেরিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে রেকর্ড করতেন।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News  বাংলা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News বাংলা

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে তুলসি বলেন, “আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী সপ্তাহে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে দেব”। তুলসির এই ঘোষণায় মার্কিন মুলুকের ভারতীয় বংশোদ্ভুদরা দারুণ খুশি। আর এই হিন্দু নারী ও রাজনীতিবিদ আবার প্রবাসী ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়।

আরও পড়ুনঃ

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

তুলসি গাবার্ড হলেন ইরাক-যুদ্ধ বিরোধী একজন রাজনীতিক এবং নির্বাচনে জিতলে তিনি যুদ্ধ-বিরোধী প্রচারকেই বিশেষ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। আগামী নির্বাচনে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়বেন তিনি। অবশ্য দলের আভ্যন্তরীণ নির্বাচনে জয়ী হলেই তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News  বাংলা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News বাংলা

তুলসি গাবার্ড তার জীবনের প্রথম দিকেই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জিতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন তাহলে মার্কিন ইতিহাসে একসঙ্গে চারটি রেকর্ড গড়বেন। প্রথমত তিনি হবেন সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। দ্বিতীয়ত মার্কিন ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট। তৃতীয়ত তিনি হবেন খ্রিস্টান নন, এমন প্রেসিডেন্ট। চতুর্থত প্রথম হিন্দু প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ

নিজের দেশেই হামলা চালাতে ইরাককে অনুমতি দিলেন প্রেসিডেন্ট আসাদ

অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

কিন্তু তুলসি গাবার্ড এর জন্য জয়ের রাস্তা খুবই কঠিন। মার্কিন মুলুকে হিন্দুদের সংখ্যা এক শতাংশেরও কম। তবে, ভারতীয় বংশোদ্ভুদদের মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। যদিও নিজের দলেই একাধিক নেতার থেকে তিনি লড়াইয়ে পিছিয়ে আছেন। শেষ পর্যন্ত তিনি ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হন কিনা সেটাই এখন দেখার।

প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি আবারও রিপাবলিকানদের প্রার্থী হতে চান। সেক্ষেত্রে, ট্রাম্পের বিরুদ্ধে কোনও শক্তিশালী প্রার্থীকেই দাঁড় করাতে চাইবেন ডেমোক্র্যাটরা। নির্বাচিত হলে ২০২০ এর নির্বাচনে প্রথমবার ইতিহাস গড়তে পারেন তুলসি গাবার্ড।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News  বাংলা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News বাংলা

নির্বাচিত হয়ে জিতলে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হবেন তিনি। যদি না জেতেন, তবুও সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট পদপ্রার্থী, হিন্দু প্রার্থী— এরকম একাধিক ইতিহাস তৈরি করবেন তিনি। মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভে চার বারের ডেমোক্র্যাট সদস্য তিনি। ভোটে জিতে প্রথমবারের জন্য মার্কিন কংগ্রেসে ভগবৎ গীতা হাতে শপথ নেন এই তুলসি। ভারতবিরোধী যে কোনো সিদ্ধান্তে তিনি সবসময়ই প্রতিবাদ করেছেন। সে কারণে মার্কিন প্রবাসী ভারতীয়দের কাছে তার জনপ্রিয়তা তুঙ্গে।

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

সম্প্রতি লস এঞ্জেলেসে এক সভায় মার্কিন প্রবাসী প্রখ্যাত এক ভারতীয় চিকিৎসক সম্পত শিবাঙ্গি তুলসি গাবার্ড সম্পর্কে বলেন, “৩৭ বছরের এই তুলসিই ২০২০ সালে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট”। পরে তুলসীও ওই মঞ্চ থেকে জনতার উদ্দ্যেশে ভাষণ দেন।

তুলসির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তার নির্বাচনী টিম ইতিমধ্যেই প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রচার শুরু করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি বাছাইয়ের দৌড় শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইওয়া ককেসাস দিয়ে। তারপর হ্যাম্পশায়ার, নেভাদা হয়ে শেষ হবে দক্ষিণ ক্যারোলিনায়। সবার নজর এখন তুলসি গাবার্ড এর দিকেই।

আরও পড়ুনঃ

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের https://thenewsbangla.com/usa-president-donald-trump-may-be-in-jail-after-his-president-term/ Tue, 11 Dec 2018 15:02:37 +0000 https://www.thenewsbangla.com/?p=4049 The News বাংলাঃ ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য অ্যাডাম শিপ বলেছেন, ক্ষমতা হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় অবৈধভাবে অর্থ পরিশোধের নির্দেশ দেয়ার জন্য ট্রাম্পের জেল হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি মনে করেন।

বিরোধী ডেমোক্র্যাটিক দলের সিনিয়ার কংগ্রেসম্যান অ্যাডাম শিপ বলেন, ‘গত সপ্তাহে প্রসিকিউটররা যে ইঙ্গিত দিয়েছেন তা থেকে এমন ধারণাই করা হচ্ছে’। মার্কিন প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তিনি।

জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/The News বাংলা
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/Image Source: Google

অ্যাডাম শিপ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা ছাড়বেন সেদিন তার জেলে যাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। বিচার বিভাগ তাকে জেলে পুড়তেই পারে এবং ট্রাম্প হতে পারেন প্রথম প্রেসিডেন্ট যিনি জেলে যাবেন’।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

দুই পর্ন তারকার সঙ্গে ট্রাম্পের অবৈধ যৌন সম্পর্ক ছিল-এমন কথা গোপন রাখার জন্য ২০১৬ সালের নির্বাচনের সময় অর্থের বিনিময়ে ওই দুই নারীর মুখ বন্ধ করার চেষ্টা করেন ট্রাম্প। ট্রাম্পের হয়ে দুই নারীকে অর্থ পরিশোধ করেছিলেন তারই ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। কোহেনকে আগেই বরখাস্ত করেছেন ট্রাম্প।

আরও পড়ুনঃ খিদের জ্বালায় কান্না ভুলেছে ৫০ লাখ শিশু

নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য জেরল্ড ন্যাডলার বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে কয়েকজন নারীকে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। আর তিনি এটা করেছিলেন ওই নারীদের মুখ বন্ধ রাখতে। এটা প্রমাণিত হলে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে’।

জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/The News বাংলা
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/Image Source: Google

‘দ্য হাউস জুডিশিয়ারি কমিটি’র হবু চেয়ারম্যান ন্যাডলার বলেন, ‘যদিও কাজগুলো তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে করেছেন। কিন্তু তিনি এগুলো করেছেন জালিয়াতি করে প্রেসিডেন্ট হওয়ার উদ্দেশ্যেই। তিনি আমেরিকার জনগণের সঙ্গে প্রতারণা করেছেন’। তিনি আরও বলেন, ‘রিপাবলিকান কংগ্রেস এর আগে এসব অভিযোগ থেকে প্রেসিডেন্টকে রক্ষা করেছেন। তবে নবগঠিত কংগ্রেস এবার আর তাকে রক্ষা করবে না’।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

ইতিমধ্যেই ট্রাম্পের প্রাক্তন আইনজীবী কোহেনের এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। নিউইয়র্কের আইনজীবীরাও কোহেনের শাস্তির বিষয়ে একমত হয়েছেন। আগামীকাল বুধবার এই সাজা ঘোষণা করা হতে পারে। নির্বাচনী প্রচারে আর্থিক আইন, কর ফাঁকি
ও কংগ্রেসকে মিথ্যা তথ্য দেওয়ার কারণে তার কারাদণ্ড পাওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা।

জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/The News বাংলা
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/Image Source: Google

ট্রাম্প দায়িত্ব নেওয়ার দুমাসের মাথায় ২০১৭ সালের মার্চে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত শুরু করে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে বারবার তাঁর আইন কর্মকর্তাদের সমালোচনা করে আসছিলেন। হঠাৎ বরখাস্ত করেন প্রাক্তন এফবিআই প্রধান জেমস কমিকে।

আরও পড়ুনঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আছে আফ্রিকা

এরপর ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির ও মস্কোর মধ্যে সম্ভাব্য যোগাযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেন বিশেষ তদন্তকারী রবার্ট মুলার। আইন মন্ত্রণালয়ের তদারকিতে এই তদন্তে ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়। একে একে প্রাপ্ত সব তথ্য-প্রমাণ প্রকাশ করছেন মুলার। ট্রাম্পের ১৮ মাসের প্রচার এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার সময়েও তার অন্তত ১৪ সহযোগীর সঙ্গে যোগাযোগ করেছিল রুশ কর্মকর্তারা, বলেই তদন্তে প্রকাশ।

]]>
‘যাকে পছন্দ তার সব ইচ্ছে পূরণ’ কাকে ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প https://thenewsbangla.com/trump-has-sent-a-message-of-love-to-fulfill-all-his-wish-whom-he-love/ Tue, 04 Dec 2018 12:32:25 +0000 https://www.thenewsbangla.com/?p=3498 The News বাংলা, কলকাতাঃ ‘তিনি তাঁকে পছন্দ করেন, তাঁর সব ইচ্ছে তিনি পূরণ করবেন’—এমন কথা প্রেম নিবেদনেই বেশি মানায়। যে কথাটি যায় না বলা তাকে, সে কথাটি মনের মানুষকে আরেকজনের মাধ্যমে বলা হয়। আর এমন কাণ্ডই ঘটিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুনঃ খিদের জ্বালায় কান্না ভুলেছে ৫০ লাখ শিশু

কি বলা যায়, ব্যতিক্রমী ট্রাম্প। ‘তিনি তাঁকে পছন্দ করেন, তাঁর সব ইচ্ছে তিনি পূরণ করবেন’। ‘শত্রু’ বলে বিবেচিত উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনকে এই কথাই জানাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য ভায়া হিসেবে বেছে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জো-ইনকে। বহু কাঠখড় পোড়ানোর পর ট্রাম্প-কিমের ‘প্রায় অবিশ্বাস্য’ এবং এখনও পর্যন্ত একমাত্র বৈঠকটি মুন জো-ইনের মধ্যস্থতায় হয়েছিল বলেই হয়তো বার্তা পৌঁছানোর জন্য তাঁর উপর আস্থা রেখেছেন ট্রাম্প।

ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা
ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা

সংবাদ সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পর গত সোমবার নিউজিল্যান্ড যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জো-ইন। নিউজিল্যান্ডে তিন দিনের সফরে গেছেন তিনি। জি-২০ সম্মেলনের সময় ট্রাম্প তাঁকে এ কথা বলেছেন, বলে জানান প্রেসিডেন্ট মুন জো-ইন।

আরও পড়ুনঃ জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের প্রথমবারের জন্য দক্ষিণ কোরিয়া সফরের কথা রয়েছে। ওই সময় দুই নেতার বৈঠকে ট্রাম্প তাঁর বার্তাটি পৌঁছে দিতে বলেছেন। মুন বলেন বার্তাটি হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ারম্যান কিমের প্রতি অনুকূল মনোভাব রয়েছে এবং তিনি তাঁকে পছন্দ করেন।

আরও পড়ুনঃ ‘গরু তাণ্ডবে’ যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জো-ইন আরও বলেন,’যেমন তিনি (ট্রাম্প) আমাকে বলেছেন চেয়ারম্যান কিমকে জানাতে যে তাঁদের চুক্তির বাকি বিষয়গুলো একসঙ্গে তিনি (ট্রাম্প) বাস্তবায়ন করতে চান এবং তিনি চেয়ারম্যান কিমের ইচ্ছেগুলো পূরণ করবেন।’ আর এতেই অবাক পররাষ্ট্র বিশেষজ্ঞরা। হতবাক সাংবাদিকরাও।

ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা
ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা

ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হয়েছিল গত জুন মাসে সিঙ্গাপুরে। এদিকে জি-২০ সম্মেলনে অংশ নেওয়া শেষে রবিবার দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তাঁর সঙ্গে কিমের দ্বিতীয় বৈঠক হতে পারে। এর জন্য তিনটি জায়গা বিবেচনায় আছে। কিমের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক ভালো বলে তিনি জানান। তিনি কিমকে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানাবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুনঃ একদিকে মোদীর সমালোচনা অন্যদিকে অনুসরণ, মমতার ‘নিজশ্রী’

কিম ও ট্রাম্পের প্রথম বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণে তাঁরা কাজ করবেন বলে চুক্তি করেন। তবে নির্ধারিত সময়ে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে খুব কমই অগ্রগতি হয়েছে।

ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা
ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা

ট্রাম্প বারবার কিমের সঙ্গে তাঁর ভালো ব্যক্তিগত সম্পর্কের কথা বলে চলেছেন। ১৯৫০ সাল থেকে মার্কিন প্রেসিডেন্টরা যা এড়িয়ে গেছেন, এই বন্ধুত্ব তাঁকে কূটনৈতিকভাবে বিরাট সফলতা এনে দিতে পারে বলে মনে করছেন তিনি। ট্রাম্প ও কিমের বাদানুবাদের কথা গোটা বিশ্ব জানে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট এর ভালবাসার কথায় অবাক সবাই।

]]>
পাকিস্তান নিয়ে আমেরিকার দ্বিমুখী নীতি কবে পাল্টাবে https://thenewsbangla.com/when-will-the-two-pronged-policy-of-usa-for-pakistan-will-change/ Tue, 02 Oct 2018 15:31:06 +0000 https://www.thenewsbangla.com/?p=737 বিশেষ রিপোর্ট :‘গত ১৫ বছর ধরে সন্ত্রাস দমনের নামে আমেরিকার কাছে অর্থ নিয়ে ঠকিয়েছে পাকিস্তান’, বক্তার নাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকান প্রেসিডেন্টের হিসাব অনুযায়ী গত ১৫ বছরে ৩৩০০ কোটি ডলার পাকিস্তানকে দিয়েছে আমেরিকা৷ তাও আবার সেটা নাকি সন্ত্রাস দমনের জন্য৷ ভারতবাসীর কাছে এর চেয়ে হাসির তথ্য আর হতে পারে না৷ আর তাতেই প্রশ্ন উঠেছে সর্বত্র, এটাও কি আমেরিকার ফাঁকা বুলি৷

১৯৪৭ এ কাশ্মীরকে নিয়ে লড়াই বাদ দিলে ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ এ ভারত পাক যুদ্ধ দেখেছে গোটা বিশ্ব৷ ১৯৭১ সালে মুখোমুখি যুদ্ধে হারার পর ১৯৮০ র দশক থেকেই ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধে নেমেছে পাকিস্তান৷

১৯৮০ র পর আজ পর্যন্ত ৬ জন আমেরিকান প্রেসিডেন্টকে দেখেছে ভারত৷ এনারা হলেন, রোনাল্ড রেগন(১৯৮১-১৯৮৯), জর্জ বুশ (সিনিয়ার ১৯৮৯-১৯৯৩), উইলিয়াম ‘বিল’ ক্লিন্টন(১৯৯৩-২০০১), জর্জ বুশ (জুনিয়ার ২০০১-২০০৯), বারাক ওবামা (২০০৯-২০১৭) আর ২০১৭ থেকে ডোনাল্ড ট্রাম্প৷

এঁরা প্রত্যেকেই পাকিস্তানকে কখনও না কখনও সন্ত্রাসবাস কার্যকলাপ বন্ধ করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন, সাহায্য বন্ধ করে দেবার হূমকি দিয়েছেন৷ কিন্তু পাকিস্তান কোনদিন আমেরিকার সাহায্য পাওয়া থেকে বঞ্চিত হয় নি৷ ডোনাল্ড ট্রাম্পের স্বীকারোক্তিই তার প্রমাণ৷ ১৫ বছরের ৩৩০০ কোটি ডলার আমেরিকা দিয়েছে পাকিস্তানকে৷

ফের মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ‘সন্ত্রাস দমনের নামে বছরের বছর অর্থ নিয়ে ঠকিয়েছে পাকিস্তান৷ জঙ্গি দমনের নামে ১৫ বছর ধরে পাকিস্তান আমাদের থেকে ৩৩০০ কোটি ডলার নিয়েছে৷ অথচ বিনিময়ে ঝুড়ি-ঝুড়ি মিথ্যে কথা বলা ছাড়া কিছুই করেনি৷ প্রেসিডেন্টের এই ক্ষোভের পরই পাকিস্তানকে ২৫৫ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা আপাতত আটকে দিল আমেরিকা৷ হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, সে দেশে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ইসলামাবাদ কী ধরনের ব্যবস্থা নেয়, তার ওপরই নির্ভর করবে এই আর্থিক সাহায্যের ভবিষ্যত।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের এক পদস্থ আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ২০১৬ আর্থিক বর্ষের বিদেশী সামরিক সহায়তা খাতে ২৫৫ মিলিয়ন ডলার এবার পাকিস্তানের জন্য ব্যয়ের কোনও পরিকল্পনা নেই। প্রেসিডেন্ট সাফ বলেছেন যে, পাকিস্তান তাদের দেশে সন্ত্রাসবাদী ও জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেবে বলে আশা করে আমেরিকা৷ পাকিস্তানের সহযোগিতার মাত্রা খতিয়ে দেখার কাজও চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন৷

১৯৮৪ সালের সেপ্টেম্বরে জেনারেল জিয়া উল হককে পরিস্কার জানিয়ে দিয়েছিলেন তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন, যে ভারত যেকোন মূহুর্তে পাকিস্তানের নিউক্লিয়ার বোমা বানাবার পরিকল্পনার উপর মিলিটারি হামলা চালাতে পারে৷ ‘‘Talking Points for Use in Delivering Letter to General Zi’’, ১৯৮৪ সালের ১২ ই সেপ্টেম্বর লেখা একটি চিঠি ফাঁস হবার পরই এই ঘটনা সামনে আসে৷

অর্থাৎ প্রেসিডেন্ট রেগনও পাকিস্তানের ভূমিকার কথা ও ভারতের প্রতিবাদের কথা জানতেন৷ প্রেসিডেন্ট রেগনের আমলেই CIA এর বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের লজ্জাজনক ভূমিকা বা দ্বিচারিতার কথা বারবার উঠে এসেছিল৷ কিন্তু তা সত্বেও পাকিস্তানকে আর্থিক ও সামরিক সাহায্য দিতে ছাড়ে নি আমেরিকা৷ যা পাকিস্তান পুরোপুরি ব্যবহার করে এসেছে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধে৷

২০০৩ সালে প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে ৩ বিলিয়ান ডলার সামরিক সাহায্য পায় পাকিস্তান৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার জন্য৷ আর তারপরেই পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখে এই জর্জ বুশই বলেছিলেন, বোমা ফেলে পাকিস্তানকে শেষ করে আবার পাথরের যুগে ফিরিয়ে দেওয়া হবে৷ আর এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন স্বয়ং পাক রাষ্ট্রপতি পারভেজ মুশারফ৷

২০০৮ এর মুম্বাই হামলার চক্রীদের কঠোর শাস্তি দিতে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ২০১৫ তে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন বারাক ওবামা৷ পাকিস্তানকে সমস্ত সন্ত্রাববাদী কার্যকলাপ বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন৷ জাতিসংঘকেও জানিয়েছিলেন যে, পাকিস্তানকে বাধ্য করা হোক সন্ত্রাসবাদকে মদত না দেওয়ার জন্য৷ এমনকি ২০১৬ তে নিজের পাকিস্তান সফর বাতিল করে দেন ওবামা৷ কিন্তু তারপরেও পাকিস্তানকে সামরিক সাহায্য থেকে বঞ্চিত করে নি আমেরিকা৷

তাই ট্রাম্পের এই হূমকিকেও সেই একই ‘থোড় বড়ি খাড়া’ হিসাবেই দেখছেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা৷ তাঁরা মনে করছেন এর সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কোন ভূমিকাই নেই৷ বিগত কয়েক বছরে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক অনেকটাই বেড়েছে পাকিস্তানের৷ আর সেটাতেই বেজায় ক্ষুব্ধ আমেরিকা৷ আর তার জন্যই আপাততঃ পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ রাখল আমেরিকা৷

তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ও আন্তর্জাতিক সম্পর্ক বিষেশজ্ঞ ইমনকল্যাণ লাহিড়ি মনে করছেন যে, এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা৷ যেভাবে এবার প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি পাকিস্তানের নাম করে হুঁশিয়ারি দিয়েছেন ও আমেরিকাকে ঠকানোর কথা বলেছেন তাতে এবার যে এটা আর ফাঁকা আওয়াজ নয়, তা আমেরিকার বিভিন্ন সিদ্ধান্তে পরিস্কার বলে মনে করছেন তিনি৷ ইমনকল্যাণ লাহিড়ির মতে, সম্প্রতি ভারত যে সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে এতটা ‘আপারহ্যান্ড’ বা সদর্থক ভূমিকা নিতে পারছে তার পিছনেও দুই শক্তিধর দেশ আমেরিকা ও রাশিয়ার পরোক্ষ মদত আছে৷

তাই ট্রাম্পের এই ক্ষোভ ও আর্থিক সাহায়্য বন্ধের ঘোষণা কতদিন বজায় থাকে সেটাই এখন দেখার৷ তবে, সীমান্তে যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে ভারত, তাতে বলাই যায় বিশ্বের শক্তিশালী দেশগুলির প্রচ্ছন্ন সমর্থন রয়েছে ভারতের দিকেই৷ সেদিক দিয়ে দেখতে গেলে এবার আর সহজে ছাড় পাবে না পাকিস্তান৷ তাই আমেরিকার এই কড়া পদক্ষেপের দিকে তাকিয়ে থাকবে ভারতও৷ শেষ ১৫ বছরের মত বড় ভুল আমেরিকা আর করবে না বলেই মনে করছে ভারত সরকার৷

]]>