Diwali – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 07 May 2019 06:01:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Diwali – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মহরম ঈদে বিদ্যুৎ দিলেও, হোলি দিওয়ালিতে দিত না আগের সরকার, মন্তব্য আদিত্যনাথের https://thenewsbangla.com/yogi-adityanath-communal-comments-on-holi-diwali-with-eid-muharram/ Tue, 07 May 2019 05:53:17 +0000 https://www.thenewsbangla.com/?p=12521 সাম্প্রদায়িক মন্তব্য করে আবারও বিতর্ক তৈরি করলেন; উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোট প্রচারে ফের বৈষমের প্রচার করলেন তিনি; মহরমের ঠিক আগে আবারও হিন্দু মুসলমান ভেদাভেদের রাজনীতি শুরু করলেন যোগী আদিত্যনাথ।

নির্বাচনী সভা থেকে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। আগের সরকার মহরম ঈদে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করলেও; হোলি দিওয়ালিতে বিদ্যুৎ সরবরাহ করতো না; বলে অভিযোগ করেছেন যোগী আদিত্যনাথ। সোমবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক জনসভা থেকে; তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুনঃ ভোটে দিনভর ছুটে বেড়ালেন লকেট, দিনের শেষে হাসছেন অসীমা পাত্র, কিন্তু কেন?

গোরক্ষপুরের সিদ্ধার্থনগর জেলায় একটি নির্বাচনী জনসভা চলাকালীন যোগী আদিত্যনাথ মন্তব্য করেন; নরেন্দ্র মোদী র শ্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু পূর্বতন সরকার শুধু জাত পাত ও ধর্মের ভিত্তিতে বাছাই করে তোষনের কথা ভেবেছে।

এরপরই তিনি বলেন; মুসলিমদের ঈদ ও মহরমে বিদ্যুৎ অতিরিক্ত সরবরাহ করলেও হোলি দিওয়ালিতে বিদ্যুৎ সরবরাহ করতো না কংগ্রেস সরকার; তিনি বলেন নরেন্দ্র মোদী সরকারে এসে এই বৈষম্য মিটিয়েছেন; নরেন্দ্র মোদী সবার উন্নতি সাধন করেছেন বলেও মন্তব্য করেন যোগী।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নাম মমতা নয়, হওয়া উচিৎ নিষ্ঠুর ব্যানার্জী সরাসরি বললেন বাবুল সুপ্রিয়

আদিত্যনাথের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধী দলগুলি। মহাজোটের বক্তব্য; বিজেপির খারাপ সময় আসন্ন। ভোটে হার বুঝেই বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির পথে; নামতে চাইছে বলে তাদের অভিযোগ। এমনকি সংখ্যালঘুদের উন্নয়ন থেকে; বঞ্চিত রাখতে চায় বলেও অভিযোগ তাদের।

লোকসভা নির্বাচনে সপা-বসপা জোট নিয়ে কটাক্ষ; করার সময় মায়াবতীর প্রসঙ্গও তিনি টেনে আনেন। সপার শিবপাল যাদবকে উদ্দেশ্য করে আদিত্যনাথ এদিন বলেন; “শিবপাল যাদব (অখিলেশের কাকা) এক সময় বলেছিলেন; তার কোনো বোন নেই, তাহলে পিসি এল কোথা থেকে”?

আরও পড়ুনঃ মোদীর সভা থেকে সোজা অনুমতিহীন বেশ্যাপল্লীতে ঢুকে গ্রেফতার বিজেপি কর্মীরা

এরপর তিনি বলেন; “সকলেই জানেন যে নিজেদের পাপ ঢাকতেই নতুন সম্পর্ক পাতানো হয়েছে; যা ২৩ মের পরে ভাঙতে বাধ্য”। একে অন্যের অপরাধ ঢাকা দিতেই সপা বসপা জোট করেছে এবং পেছনে কংগ্রেস ইন্ধন যোগাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

]]>
বাজপেয়ীর হাতে শুরু চীনা ব্যবসা বাংলায় শেষ মোদীর আমলে https://thenewsbangla.com/starts-in-atal-bihari-vajpayees-time-chinese-business-ends-in-narendra-modis-era/ Tue, 30 Oct 2018 09:29:12 +0000 https://www.thenewsbangla.com/?p=1679 শিলিগুড়ি: এবার চীনা মাল থেকেও কি মুখ ফেরাল বাংলা ? দক্ষিনবঙ্গের পাশাপাশি এবার চীনা মালের বিক্রি কমল উত্তরবঙ্গেও। কিছুটা হলেও আশার আলো দেখছেন বাংলার ব্যবসায়ীরা। অটলবিহারী বাজপেয়ীর হাত ধরে শুরু ব্যবসা কি শেষ নরেন্দ্র মোদীর আমলে?

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের জনবহুল স্টেশনেও কি লুকিয়ে আছে বিপদ

শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই আসন্ন দীপাবলি বা কালীপুজোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে গোটা রাজ্য জুড়ে। কোথাও মন্ডপ নির্মানের প্রস্তুতি কোথাও বা প্রতিমা নির্মানের প্রস্তুতি, কোথাও আবার আলোকসজ্জ্বার প্রস্তুতি চলছে। আর দীপাবলী মানেই আলোর রোশনাইয়ের উৎসব।

The News বাংলা

সমাজের যত অন্ধকার আছে তা দুর করে গোটা সমাজকে আলোকমালায় ভরিয়ে তোলার নামই দীপাবলি। হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি এই আলোর উৎসবের। এই উৎসবে আলোর রোশনাইয়ে আলোকিত করতে শিলিগুড়ির বাজারে নতুন নতুন চাইনিজ আলোকের সম্ভার থাকলেও তেমন কোন ক্রেতার দেখা নেই বাজারগুলিতে। কমে গেছে চীনা মালের বিক্রি।

আরও পড়ুনঃ রাম মন্দির না বাবরি মসজিদ, লড়াই পিছিয়ে গেল

প্রতিবছর প্রত্যেকটি গৃহস্থের বাড়ি নতুন কোন বৈদ্যুতিক আলোর উপকরনে সাজিয়ে তোলার পরিকল্পনা শুরু হয়ে যায় লক্ষ্মীপুজোর দিন থেকেই। তার জন্য শিলিগুড়ির বিধানমার্ক, হংকং মার্কেট সহ বিভিন্ন বাজারগুলি ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী বিক্রির দোকানগুলিতে ক্রেতাদের ভিড় লেগে থাকত লক্ষ্মী পুজোর পর থেকেই।

The News বাংলা

কিন্তু গত দু-তিন বছর থেকেই ভিড় এখন হাতে গোনার মত। শুধু ক্রেতা নয়, নতুন কোনো উপকরনও এখন দোকানিরা সেভাবে আনতে পারেন নি। পুরোনো মজুত যা আছে তাই নিয়েই দোকান সাজিয়ে বসেছেন তাঁরা। অনেক দোকানির বক্তব্য, এখন কি? সময় তো আছে পরে নতুন উপকরন তুলব। অনেকে কোনো প্রশ্নের জবাব দিতেই নারাজ।

আরও পড়ুনঃ ভাইরাল ছবির জেরে ‘দুধের বাচ্চা’ নিয়ে বদলি মহিলা পুলিশ

তবে অনেকেই বলছেন আসল কথা। কেন্দ্র সরকার চাইনিজ মালপত্র আমদানির ওপর বেশ কড়াকড়ি করার জন্য, চোরা পথে মাল আনতে হচ্ছে। তাছাড়া জিএসটির প্রভাবে মালের দাম ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অধিক মুল্যের জন্য তেমনভাবে ক্রেতা পাওয়া যাচ্ছে না।

The News বাংলা

তবে চাইনিজ সামগ্রী বিক্রির ক্ষেত্রে রাজ্যের অন্য কোথাও কেনাবেচার ওপর প্রভাব পড়লেও শিলিগুড়িতে কিন্তু বরাবরই চাইনিজ সামগ্রীর রমরমা অবস্থা ছিল। সে বিভিন্ন ধরনের দেওয়ালীর লাইট হোক কিংবা খেলনা, কিংবা হরেকরকম রংবাহারী জিনিসপত্র। তবে এবারই চাইনিজ সামগ্রীর প্রতি সাধারন মানুষের আকর্ষণ আগের তুলনায় অনেক কমেছে। চীনা মালে বিমুখ বেশীরভাগ মানুষই।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’

দাম বাড়াটাই বিক্রি কমার কারন বলে মনে করা হচ্ছে। তাই চাইনিজ লাইট বর্জন করাটা মুখ্য বিষয় নয় এবছর বিক্রি কম হওয়ার। দামের অনেকটা তারতম্যই বিক্রি কমে যাওয়ার প্রধান কারন বলে মনে করেন প্রায় সমস্ত দোকানদাররাই।

The News বাংলা

রাতের অন্ধকার দূর করে দীপের আলোয় আলোকিত করে সমস্ত অন্ধকার নাশ করতে দীপাবলী উৎসবের আয়োজন হয়ে আসছে কয়েকশ বছর ধরে। দিন বদলেছে, বদলেছে আলোকিত করার উপকরন। অটলবিহারী বাজপেয়ী সরকার চীনের সঙ্গে ভারতের ব্যবসার দ্বার উন্মুক্ত করার পর পরই বাজারে ছেয়ে যায় বিভিন্ন চাইনিজ আলোক সজ্জ্বা ও সামগ্রীতে। আর নরেন্দ্র মোদী সরকার শুল্ক ও অন্যান্য কর বাড়িয়ে সেই ব্যবসায় রাশ টানলেন।

আরও পড়ুনঃ স্বীকৃতি না রাজনৈতিক ফায়দা, নেতাজীকে নিয়ে বিতর্কে মোদী

এখন শুধু নিয়ম রক্ষার তাগিদেই কয়েকটি প্রদীপ জ্বালানো হয় দীপাবলি উৎসবে। বাকি সমস্তটাই থাকে চাইনিজ লাইটের প্রদর্শনী। কার বাড়িতে কে কত ভালো লাইট দিয়ে সাজাতে পারে, চলে তার নীরব প্রতিযোগিতা। চোখ ধাঁধানো আলোর রোশনাইয়ে ভরে ওঠে গোটা রাজ্য। পিছিয়ে নেই ভারতের অন্যান্য রাজ্যগুলিও।

Image Source: Google

ইতিমধ্যেই দীপাবলি উৎসবে শব্দবাজী ফাটানোর ওপর অনেক কড়া হয়েছে প্রশাসন। এবার কি নিজেরাই আলোতেও রাশ টানতে চলেছে গোটা দেশের আপামর জনসাধারন? তবে রাজ্যবাসীর মনে একটা প্রশ্ন শোনা যাচ্ছে, এক বিজেপি প্রধানমন্ত্রীর হাত ধরে চীনা মাল দেশে ব্যবসা শুরু করে, আর এক বিজেপি প্রধানমন্ত্রীর হাত ধরেই কি সেই ব্যবসার অবলুপ্তি ঘটবে?

]]>
কালীপুজোয় আতশবাজি পোড়ানোয় কোন নিষেধাজ্ঞা নেই https://thenewsbangla.com/there-is-no-ban-on-the-firecrackers-on-diwali-ordered-by-supreme-court/ Tue, 23 Oct 2018 05:44:19 +0000 https://www.thenewsbangla.com/?p=1335 নিউ দিল্লী: কালীপূজা বা দীপাবলির উৎসবে মানুষের আতশবাজি পোড়ানোর উপর কোন নিষেধাজ্ঞা চাপাল না সুপ্রিম কোর্ট। রাত ৮ টা থেকে ১০ টার মধ্যে আতশবাজি পোড়ানো যাবে আজ রায় দিয়েছে দেশের সর্ব্বোচ্চ আদালত। রাজ্য সরকারগুলোকে নিয়মিত বাজি কারখানাগুলিতে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে আদালত।

শুধু দীপাবলি নয়, ইংরাজি নববর্ষের রাত বা ৩১ শে ডিসেম্বর রাতেও ১১.৫৫ থেকে ১২.১৫ পর্যন্ত এই ২০ মিনিটই আতশবাজি পোড়ানো যাবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে। যে কোন উৎসবেই নিৰ্দিষ্ট সময় মেনেই আতশবাজি পোড়াতে হবে বলে মঙ্গলবার জানিয়ে দেয় আদালত।

পরিবেশ দূষণ রোধ করতে আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা আনতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবেশ কর্মীরা। গত বছর কালীপুজোর ঠিক আগেই আতশবাজি বিক্রি সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছিল আদালত। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করে আতশবাজি ব্যবসায়ীরা।

মঙ্গলবার, ‘দীপাবলিতে আতশাবাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা নয়’, এমনই রায় জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে যে সমস্ত বাজি কম দূষণ ছড়ায় সেই বাজি বিক্রির পক্ষেই সায় দিয়েছে আদালত। সেটা দেখার দায়িত্ত্বও সরকারের বলে জানিয়ে দিয়েছে আদালত। লাইসেন্স থাকা ব্যবসায়িরাই যাতে আতশবাজী তৈরি ও বিক্রি করতে পারে তার দিকে কড়া নজর রাখতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে দেশের সর্ব্বোচ্চ আদালত।

পাশাপাশি এদিন সুপ্রিম কোর্ট জানায়, অনলাইনে ও ই কমার্স সাইটে কোনওমতেই বিক্রি করা যাবে না আতশবাজি। এছাড়াও বাজি কারখানাগুলিতে প্রশাসনিক নজরদারি রাখতে হবে বলেও জানিয়েছে দেশের শীর্ষ আদালত। নির্দিষ্ট নিয়ম মেনেই বাজি তৈরি যাতে হয় তার দিকেই সরকারকে নজর দিতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

এছাড়াও বাজি কারখানায় কি কি রাসায়নিক, কত পরিমাণে ব্যবহার করা হচ্ছে তার দিকেও প্রশাসনকে কড়া নজর রাখতে বলেছে দেশের সর্ব্বোচ্চ আদালত।

]]>