Dipveer – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 07 Dec 2018 17:07:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Dipveer – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা? https://thenewsbangla.com/deepika-pregnant-deepika-will-be-the-mother-of-ranveer/ Fri, 07 Dec 2018 16:56:18 +0000 https://www.thenewsbangla.com/?p=3724 The News বাংলা, মুম্বাইঃ এক প্রশ্নেই বিব্রত রণবীর! সব প্রশ্নের চটপট উত্তর দেওয়া ‘এক্সট্রা স্মার্ট’ রণবীর এক প্রশ্নেই ঘায়েল। দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?

আরও পড়ুন: বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

বিয়ের ঘোর এখনও কাটেনি। রণবীর সিং ব্যস্ত হয়ে পড়েছেন কাজ নিয়ে। আর না করে বা উপায় কী। আসছে সপ্তাহে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘সিম্বা’। সে ছবির প্রচারে অংশ নিচ্ছেন রণবীর। আর এর মধ্যেই দীপিকার গর্ভবতী হবার ফেক খবরে বিরক্ত এই নতুন জুটি। ইতিমধ্যেই ফেক ছবিতে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া।

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা
দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

‘সিম্বা’র প্রচার চলছে জোরকদমে। তেমনই একটি আয়োজনে এই অভিনেতা মুখোমুখি হলেন বিয়ে নিয়ে নানা প্রশ্নের। সেখানে উঠে এলো স্ত্রী দীপিকা পাড়ুকোনের গর্ভবতী হওয়ার বিষয়ও। সেখানে নানা প্রশ্ন ও উত্তরের ভিডিও ভাইরালও হয়ে গেছে।

আরও পড়ুন: অবিশ্বাস্য, ‘বাহুবলী’কে মাত করে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’

অনুষ্ঠানের যে অংশের ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে সাংবাদিকদের মধ্যে থেকে একজন মহিলা রণবীরকে প্রশ্ন করছেন, এক সাক্ষাৎকারে রণবীর নাকি বলেছিলেন, তিনি বুঝে গিয়েছিলেন দীপিকা তার সন্তানের মা হবেন। তিনি কী করে জানলেন দীপিকা তার সন্তানের মা হবেন?

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

এই প্রশ্নে রণবীর বেশ বিব্রত হয়ে পড়েন। তবে নিজেকে সামলে নিয়ে তিনি উত্তর দেন,’দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের। দীপিকার সঙ্গে দেখা হওয়ার ছয় মাসের মধ্যেই তিনি বুঝে গিয়েছিলেন যে এই মেয়েই তার সন্তানের মা হওয়ার জন্য পারফেক্ট’। তার সঙ্গে এখন মা হওয়ার কোন যোগ নেই বলেই ‘দীপিকার গর্ভবতী’ হওয়ার খবর উড়িয়ে দেন তিনি।

আরও পড়ুন: বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা
দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

তবে এই বলে সামাল দিলেও দীপিকার মা হওয়ার অংশটাই ভাইরাল হয়ে যায়। তাহলে কি দীপিকা প্রেগন্যান্ট? ‘দিপবীর’এর ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় গসিপে নেমে পরেন। সংবাদপত্রেও ভাইরাল হয়ে যায় খবরটি। যদিও খবরটা ‘ফেক’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে দীপিকা ও রণবীরের শিবির থেকে।

আরও পড়ুন: ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকে না হীরালাল সেন?

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা
দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই আরেক মহিলা ভক্ত রণবীরকে জোর করেই চুমু খেয়ে বসেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। প্রসঙ্গত, রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে রণবীর, সারা, সোনু সুদ রয়েছেন মুখ্য চরিত্রে। আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।

]]>