Digha Sea Beach – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 20 Jun 2022 16:01:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Digha Sea Beach – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “মন্দারমণির নাম এখন দাদামণি হয়ে গেছে”, এ কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/mandarmani-now-become-dadamani-said-mamata-banerjee-in-assembly-session/ Mon, 20 Jun 2022 16:00:14 +0000 https://www.thenewsbangla.com/?p=15572 “মন্দারমণির নাম এখন দাদামণি হয়ে গেছে”; এ কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের বিধানসভায় বিজেপিকে আ’ক্রমণ করে; রীতিমতো রু’দ্রমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী। এসএসসি দুর্নীতি নিয়ে বিরোধীদের আ’ক্রমণ শা’নাতে গিয়ে তিনি যা বললেন, বাংলার রাজনৈতিক মহলের মতে; আসলে তিনি নি’শানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন ঠিক কী বলেছেন তৃণমূল নেত্রী? এদিন রাজ্য বিধানসভায় মমতা বলেন; “মন্দারমণির নাম এখন ‘দাদামণি’ হয়ে গেছে। কেন হয়েছে? আর বলা হচ্ছে, ১৭ হাজার চাকরি খেয়ে নেব। তা হলে ওই সব ছেলেমেয়েদের ওঁর বাড়ি পাঠিয়ে দেব; আমরা জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে”?

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও বলেন; “চাকরি থেকে যারা ছাঁটাই হচ্ছে; তাদের বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব। সিপিএম জমানায় অনেক অবৈধ চাকরি হয়েছিল; আমি ক্ষমতায় এসে সেই সব চাকরি খেতে পারতাম। কিন্তু, তেমনটা করিনি। বলা হচ্ছে, ২০২৪-এ সব জিতে ক্ষমতায় আসবে; আর সবাইকে জেলে ভরে দেবে”।

আরও পড়ুনঃ “অগ্নিবীরের নামে বিজেপি ক্যাডার তৈরি করছে”, বিধানসভায় ভারতীয় সেনা নিয়ে মন্তব্য মমতার

স্কুল সার্ভিস শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে; হাইকোর্টে ল্যাজেগোবরে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায়, এর বিরুদ্ধেই মুখ খুলেছেন; মুখ্যমন্ত্রী মমতা। আর সেখানেই তিনি নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে; তীব্র কটাক্ষও করেছেন। নাম না করেই, শুভেন্দুকে ‘দাদামণি’ বলে চিহ্নিত করে; মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “পার্থর বিরুদ্ধে মামলা করেছো; কিন্তু দাদামণি যাদের চাকরি দিয়েছে তাঁদের কী হবে? সিবিআই তাঁদের ধরবে না”?

আরও পড়ুনঃ “লাখখানেকের মধ্যে ৫০-১০০টা ভুল হতেই পারে”, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সাফাই মুখ্যমন্ত্রীর

এদিন বিধানসভায় বক্তব্য রাখতে উঠে মমতা বলেন; “এক-লক্ষ চাকরি দিতে গিয়ে; একশোটা ভুল হতেই পারে। তা শুধরে নিতে হবে; সময় দিতে হবে। বেকারদের চাকরি দেব; তাতে যদি কোনও সমস্যা হয়, তা মিটিয়ে নেব। আর দাদামণি যে চাকরি দিয়েছেন; তাঁর হিসেব কে নেবে? সিবিআই তাঁদের ধরবে না? মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর; সেই সব জায়গায় দাদামণি চাকরি দিয়েছেন। পুরুলিয়া জেলায় চাকরি দেননি; বঞ্চিত করেছিলেন ওঁদের। মন্দারমণির নাম এখন ‘দাদামণি’ হয়ে গেছে। কেন হয়েছে”?

]]>
মন্দারমনি ও দিঘাতে নিষিদ্ধ হল পর্যটকদের সমুদ্র সৈকতে যাওয়া https://thenewsbangla.com/tourists-at-digha-and-mandarmoni-is-banned-to-go-to-sea-beach-for-fani-cyclone/ Wed, 01 May 2019 08:37:14 +0000 https://www.thenewsbangla.com/?p=12087 ঘূর্ণিঝড় ফনির জন্য পর্যটকদের সি-বিচে যাওয়ার নিষেধ করল প্রশাসন। আগামী তিনদিন সি-বিচের উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। ফনি নিয়ে আবাহাওয়া দপ্তরের সাবধান বার্তা আনুসারে এই ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।

দিঘা, মন্দারমণি সহ বাংলার সব সি বিচেই আগামী তিনদিন পর্যটকরা যেতে পারবেন না। নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন থেকে সব সমুদ্রে বিচে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। আগামী তিনদিন কাউকেই বিচে যেতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রের গড়চিরোলিতে ভয়ঙ্কর মাওবাদী হামলা, ১৫ জন কম্যান্ডোর মৃত্যুর আশঙ্কা

পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় ফনি। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এর প্রভাবে বৃহস্পতিবার থেকেই শুরু করে শনিবার পর্যন্ত ভারী ঝড় বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। শুধু ঝড় বৃষ্টি নয়, বজ্র বিদ্যুৎ সহ ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতার পাশাপাশি, সব বন্দরে সতর্কতা জারী হয়েছে।

২ মে অর্থাৎ বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরের দিন অর্থাৎ শুক্রবার একই পরিস্থিতি থাকবে ও হাওড়ার বেগ বাড়তে পারে বলে জানা গেছে। হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি।

আরও পড়ুনঃ ভোট প্রচারে উত্তপ্ত জগদ্দল, গুলি আগুন বোমাবাজি, তুমুল সংঘর্ষ

ঘূর্ণিঝড় ফনির প্রভাব রাজ্যে সেরকম ভাবে না পড়লেও, ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, শুক্রবার বজ্র বিদ্যুতের সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকালে চেন্নাইয়ের দক্ষিণ পূর্বের ৪৪০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল ফনি এবং আস্তে আস্তে এটি উত্তর-পশ্চিমে স্থানান্তরিত হচ্ছে। বুধবার সকাল থেকে উত্তর পূর্ব দিকে দ্রুত গতিতে ওড়িশা উপকূলের এগিয়ে আসবে ফনি। দক্ষিণবঙ্গে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিন দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ গা বাঁচাতেই বিজেপিতে গিয়েছে, মুকুলকে গদ্দার বলে তীব্র কটাক্ষ মমতার

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ঘূর্ণিঝড় ফনি তীব্রতর ঝড়ের আকার ধারন করবে।

ভারতীয় কোস্ট গার্ড থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। মৎস্যজীবীরা যাতে সমুদ্রে প্রবেশ না করে সেই আহ্বান জানিয়েছেন কোস্ট গার্ড। ইতিমধ্যে ফনি মাঝ সমুদ্রে নিজের ক্ষমতা বাড়িয়ে বিশাল শক্তিশালী হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় টানা ৩ দিন প্রচার বন্ধ মদন পবনের, নির্বাচন কমিশনের দারস্থ প্রার্থীরা

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে যাঁরা মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশে সতর্কবার্তায় দেওয়া হয়েছে। মৎস্যজীবীরা যেন গভীর সমুদ্রে, বিশেষ করে উত্তর পশ্চিম দিকে না যান মাছ ধরতে। আর যাঁরা গিয়েছেন, তাঁদের আজ ১ মে সকালের মধ্যে ফেরত আসতে বলা হয়েছে।

তবে এই সময় যারা দিঘা, মন্দারমণিতে যারা গেছেন তাঁরা সমস্যায় পড়লেন। তিনদিন হোটেল বন্দী থাকতে হবে তাঁদের। অনেকেই ফিরে আসছে বা যাদের যাবার কথা ছিল তাঁরা যাওয়া ক্যান্সেল করছেন।

]]>
আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে https://thenewsbangla.com/further-decoration-will-be-done-on-bengalis-favorite-digha-sea-beach/ Fri, 07 Dec 2018 11:17:38 +0000 https://www.thenewsbangla.com/?p=3687 The News বাংলা, দিঘাঃ সেজে উঠেছে বাঙালির প্রিয় দিঘা। এখানেই শেষ নয়। আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে। এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের পুর্ব মেদিনীপুর জেলা সফর শেষে শুক্রবারই কলকাতা ফিরে যান মুখ্যমন্ত্রী। মমতার নির্দেশে দিঘায় গড়ে তোলা হবে জগন্নাথ মন্দির।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে দিঘা জুড়ে বেশ কিছু নতুন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। জানালেন রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। চারদিনের পুর্ব মেদিনীপুর জেলা সফর শেষে আজই কলকাতা ফিরে যান মুখ্যমন্ত্রী। ফিরে যাওয়ার সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শুভেন্দুকে প্রেস মিট করে দিঘাকে সাজিয়ে তোলার কথা বলতে বলেন।

আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে/The News বাংলা
আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে/The News বাংলা

দিঘাকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে বেশ কিছু প্রস্তাব নিয়েছেন। প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা মিডিয়াকে জানাতে বলেন রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। দিঘার হেলিপ্যাড মাঠের গেটে দাঁড়িয়েই সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

শুভেন্দু অধিকারী বলেন, দিঘার নতুন নতুন পরিকল্পনার কথা। পরিকল্পনার অংশ হিসাবে দিঘার জগন্নাথ ঘাটে মন্দির গড়ার কাজ শুরু হবে। লারিকা হোটেলের আধুনিকীকরণ করা হবে। এবং সমুদ্র শহরের যানজট সমস্যা কাটাতে পার্কিং প্লাজা সহ বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুততার সংগে শেষ করা হবে।

আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে/The News বাংলা
আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে/The News বাংলা

এদিন দিঘার জগন্নাথ ঘাট এলাকা মুখ্যমন্ত্রী নিজেই ঘুরে দেখেন। ঘুরে দেখার পরই দিঘা নিয়ে নিজের নতুন পরিকল্পনা ঠিক করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সব কাজই দ্রুততার সঙ্গে শুরু ও শেষ করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ দেশের সব গোয়েন্দাদের টপকে সেরা লালবাজারের অফিসার

দিঘা সমুদ্রসৈকতে বিশেষ করে নিউ দিঘা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়াবার দিকে নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমুদ্রসৈকতকে পরিষ্কার রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে ও মানুষকে সচেতন করার বিভিন্ন পরিকল্পনা নিতে বলেছেন মমতা। সব মিলিয়ে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে ঢেলে সাজাবার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চারদিনের পুর্ব মেদিনীপুর জেলা সফর শেষে আজই কলকাতা ফিরে যান মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে ফেরার সময় ‘সকলের কথা’ প্ত্রিকা পড়তে পড়তে ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর আদলেই মমতার নির্দেশে দিঘায় গড়ে তোলা হবে জগন্নাথ মন্দির।

]]>