Dibyendu Palit – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 19 Jan 2019 13:30:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Dibyendu Palit – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নীরেন্দ্রনাথ, দিবেন্দ্যুর পর বাংলাকে কাঁদিয়ে নিঃস্ব করে চলে গেলেন অতীন https://thenewsbangla.com/after-nirendranath-chakravarty-and-dibyendu-palit-atin-bandyopadhyay-says-good-bye-to-bangla-literature/ Sat, 19 Jan 2019 13:14:26 +0000 https://www.thenewsbangla.com/?p=5800 আবার ইন্দ্রপতন। বাংলা সাহিত্যে আবার ছন্দপতন। প্রয়াত বিখ্যাত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দিবেন্দ্যু পালিতের পর এবার অতীন বন্দ্যোপাধ্যায়। বাংলাকে কাঁদিয়ে এক মাসের মধ্যেই একে একে চলে গেলেন তিন সাহিত্যিক। ২৫ শে ডিসেম্বর নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ৫ই জানুয়ারী দিবেন্দ্যু পালিতের পর ১৯ জানুয়ারী অতীন বন্দ্যোপাধ্যায় এর প্রয়াণে অনেকটাই নিঃস্ব বাংলা সাহিত্য।

সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে মস্তিস্কে গুরুতর চোট পান অতীন বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তাঁর চিকিৎসক ছেলের তত্ত্বাবধানেই তিনি ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার দুপুর ৩.৪০ নাগাদ মৃত্যু হয় এই বিখ্যাত লেখকের।

আরও পড়ুনঃ

বাংলায় আবার নক্ষত্র পতন, চলে গেলেন বিখ্যাত সাহিত্যিক

বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৩৪ সালে বর্তমান বাংলাদেশের ঢাকায়। প্রথম যৌবন থেকেই পেশার তাগিদে তিনি পৃথিবী ভ্রমণ করেছেন। সেই অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে তাঁর চারটি বিখ্যাত উপন্যাস, নীলকন্ঠ পাখির খোঁজে, মানুষের ঘরবাড়ি, অলৌকিক জলযান ও ঈশ্বরের বাগান-এ।

নীরেন্দ্রনাথ, দিবেন্দ্যুর পর বাংলাকে কাঁদিয়ে নিঃস্ব করে চলে গেলেন অতীন/The News বাংলা
নীরেন্দ্রনাথ, দিবেন্দ্যুর পর বাংলাকে কাঁদিয়ে নিঃস্ব করে চলে গেলেন অতীন/The News বাংলা

নীলকন্ঠ পাখির খোঁজের ছিন্নমূল মানুষের হাহাকার ভাষা পায় তাঁর লেখনীর হাত ধরে। জীবন প্রবাহে আলো আঁধারে অনন্ত মানুষের মুখ তাঁর ভাষায় বাঙ্ময়। অতীন বন্দ্যোপাধ্যায়ের কলমে বাংলা সাহিত্যে বারবার ঘুরে ফিরে আসে মানুষের বাঁচার আর্তি। বঙ্কিম পুরস্কার, মানিক স্মৃতি পুরস্কার, সাহিত্য অকাদেমি সহ অজস্র পুরস্কারে ভূষিত হয়েছেন অতীন বন্দ্যোপাধ্যায়।

লেখকের কিছু সুপরিচিত গ্রন্থ, একনজরে: নীলকন্ঠ পাখির খোঁজে, মানুষের ঘরবাড়ি, অলৌকিক জলযান, ঈশ্বরের বাগান, পঞ্চযোগিনী, দেবীমহিমা, শেষ দৃশ্য, দ্বিতীয় পুরুষ, সুন্দর অপমান, দুঃস্বপ্ন, উপেক্ষা, মানুষের হাহাকার, সবুজ শ্যাওলার নীচে, সমুদ্র মানুষ, সাগরে মহাসাগরে, ঋতুসংহার, একটি জলের রেখা, নগ্ন ঈশ্বর, পুতুল, বিদেশিনী, রোদ্দুরে জ্যোৎস্নায়, নীল তিমি।

আরও পড়ুনঃ

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা

অতীন বন্দ্যোপাধ্যায় এর আরও কিছু অসাধারণ সৃষ্টি: ধ্বনি প্রতিধ্বনি, ফোটা পদ্মের গভীরে, গম্বুজে হাতের স্পর্শ, একালের বাংলা গল্প, সুখী রাজপুত্র, রাজা যায় বনবাসে, একজন দৈত্য একটি লাল গোলাপ, অন্নভোগ, কাপাশি, ঝিনুকের নৌকা, তুষার কুমারী, দুই ভারতবর্ষ, নদীর সঙ্গে দেখা, নারী ও পুরুষ, মধ্যযামিনী, উড়ন্ত তরবারি, গিনি রহস্য, বিন্নির খই লাল বাতাসা, নারী এবং নদীর পারে বাড়ী, একটি জলের রেখা ও ওরা তিনজন, অমৃতা, অপহরন, অরণ্য, উত্তাপ, আবাদ, জীবন মহিমা, মৃন্ময়ী, ফোটা পদ্মের গভীরে, গম্বুজে হাতের স্পর্শ।

আরও পড়ুনঃ

সুপ্রিম কোর্টেও মমতার হাতে আটকে গেল মোদীর গেরুয়া রথ

আবার প্রথম থেকে শুরু, সুপ্রিম নির্দেশে রথ চালাতে ফের নবান্নে বিজেপি

কি কি পুরস্কার পেয়েছেন অতীন বন্দ্যোপাধ্যায়? একনজরে দেখে নিন পুরস্কার তালিকাঃ মানিক স্মৃতি পুরস্কার- ১৯৫৮ সালে সমুদ্র মানুষ এর জন্য। বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার- ১৯৯১ সালে। ভুয়াল্কা পুরস্কার- ১৯৯৩ সালে পঞ্চযোগিনী এর জন্য। বঙ্কিম পুরস্কার- ১৯৯৮ সালে দুই ভারতবর্ষ এর জন্য। পেয়েছেন, মতিলাল পুরস্কার, তারাশঙ্কর স্মৃতি পুরস্কার। পেয়েছেন, নারায়ণ গঙ্গোপাধ্যায় ও সুধা পুরস্কার- কলকাতা বিশ্ববিদ্যালয়। সাহিত্য অকাদেমি পুরস্কার- ২০০১ সালে পঞ্চাশটি গল্প-এর জন্য।

আরও পড়ুনঃ

এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল বাংলায়

নৃশংসভাবে কুকুর বাচ্চা খুনে দুই নার্সিং ছাত্রী গ্রেফতার, নজরে আরও কয়েকজন

মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন

অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্ম বাংলা ১৩৩৭ সালে, ঢাকা জেলার রাইনাদি গ্রামে। যৌথ পরিবারে কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। দেশভাগের পর হয়েছেন ছিন্নমূল। কলকাতায় যাযাবরের মতন কাটিয়েছেন পুরোটা যৌবন। যখন যে কাজ পেয়েছেন করেছেন। কখনও নাবিক, কখনো ট্রাক-ক্লিনার, স্কুল শিক্ষক, কখনও কারখানার ম্যানেজার, সবশেষে সাংবাদিকতা। তাঁর লেখায় তাই সমাজের সবস্তরের মানুষের কথা উঠে এসেছে।

দেশভাগ নিয়ে অতীনের সেরা লেখার একটি ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’, যার মধ্যে তার পুরো স্বত্তা ডুবে আছে। একই সিরিজের আরও কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস গুলো হল, ‘মানুষের ঘরবাড়ী’, ‘অলৌকিক জলযান’ এবং ‘ইশ্বরের বাগান’। দেশভাগ নিয়ে, উদ্বাস্তু পরিবারগুলোকে নিয়ে তিনি লিখেছেন। জন্ম দিয়েছেন নানা অভিনব চরিত্র। বাংলা সাহিত্যে তিনি ছিলেন একজন তাজা তেজস্বী লেখক। তাঁর মৃত্যুতে অনেকটাই শূন্য হয়ে গেল বাংলা সাহিত্য।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ

অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের

অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ‘বিরাট’ ভারতের

পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিরল বিশ্বরেকর্ডের চূড়ায় বাঙালি

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলায় আবার নক্ষত্র পতন, চলে গেলেন বিখ্যাত সাহিত্যিক https://thenewsbangla.com/famous-litterateur-passed-away-at-kolkata-the-star-again-fell-in-bengal/ Thu, 03 Jan 2019 08:26:20 +0000 https://www.thenewsbangla.com/?p=5175 The News বাংলা, কলকাতা: আবার নক্ষত্র পতন বাংলায়। এবার চলে গেলেন সাহিত্যিক দিব্যেন্দু পালিত। বৃহস্পতিবার সকালে, যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৭৯ বছর বয়স হয়েছিল এই বিখ্যাত সাহিত্যিকের। কয়েকদিন আগেই মারা যান মৃণাল সেন। শোকের পরিবেশ কাটতে না কাটতেই আবার দুঃসংবাদ।

আরও পড়ুন: বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

এক ঈর্ষণীয় পরিমিতিবোধে উজ্জ্বল ছিল তাঁর রচনারীতি। সমসময়, ভাষা নিয়ে তাঁর গভীর ভাবনা ছিল। দিব্যেন্দু পালিত বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র নাম। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই সাহিত্যিক।

আরও পড়ুন: বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন

১৯৩৯ এর ৫ই মার্চ বিহারের ভাগলপুর শহরে জন্মগ্রহণ করেন দিব্যেন্দু পালিত। তিনি তুলনামূলক সাহিত্যের ছাত্র ছিলেন। সেই বিষয়েই তিনি এমএ করেন। ১৯৫৫ সাল থেকে গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি লিখতে শুরু করেন।

১৯৫৫ সালেই আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় পাতায় তাঁর প্রথম গল্পটি প্রকাশিত হয়। গল্পের নাম ছিল ছন্দপতন। উপন্যাস, গল্প, কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখছেন। বাংলা ও হিন্দি চলচিত্র, দূরদর্শন ও বেতারে রূপায়িত হয়েছে অনেকগুলি কাহিনি। তাঁর প্রথম গল্পগ্রন্থের নাম শীত গ্রীষ্মের স্মৃতি।

আরও পড়ুন: টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন

১৯৫৮ সালে পিতৃবিয়োগের পর কলকাতায় চলে আসেন তিনি। শুরু তাঁর জীবন সংগ্রাম। সেই সংগ্রামের জীবন, তাঁর সাহিত্য রচনার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে পরবর্তীকালে। কর্মজীবন শুরু হয় সাংবাদিক হিসাবে। হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় সাব এডিটর হিসাবে।

১৯৬৫ সালে যোগ দেন বিপণন ও বিজ্ঞাপন সংক্রান্ত পেশায়। সেই সূত্রে দীর্ঘকাল যুক্ত ছিলেন ক্ল্যারিয়ন ম্যাকান অ্যাডভার্টাইজিং সার্ভিসেস, আনন্দবাজার সংস্থা এবং দ্য স্টেটসম্যানে।

আরও পড়ুন: ‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম

তাঁর উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য সহযোদ্ধা (১৯৮৪), অন্তর্ধান (১৯৮৮), গৃহবন্দি (১৯৯০) প্রভৃতি। গল্পের মধ্যে রয়েছে মুখগুলি, শুক্রে শনি, বৃক্ষ ও অমানুষ প্রভৃতি। দিব্যেন্দুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে রাজার বাড়ি অনেক দূর (১৯৭০), আহত অর্জুন (১৯৭৩), কিছু স্মৃতি কিছু অপমান, সিন্ধুবারোয়াঁ, ভেবেছিলাম, মধ্যরাত, প্রণয়চিহ্ন, মুন্নির সঙ্গে কিছুক্ষণ ইত্যাদি।

আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

তাঁর লেখা গল্প নিয়ে, উপন্যাস নিয়ে একাধিক সিরিয়াল ও চলচ্চিত্র হয়েছে। ‘ঘরবাড়ি’ উপন্যাস নিয়ে বুদ্ধদেব দাশগুপ্তর ‘গৃহযুদ্ধ’। ‘অন্তর্ধান’ উপন্যাস নিয়ে একই নামে তপন সিংহের ছবি যাদের মধ্যে স্মরণীয়। নির্মাল্য আচার্যের সঙ্গে চলচ্চিত্র সংক্রান্ত একটি গ্রন্থও (‘শতবর্ষে চলচ্চিত্র’) সম্পাদনা করেছেন তিনি।

দিব্যেন্দু পালিত তাঁর সাহিত্যকীর্তির জন্য বহু পুরস্কার পেয়েছেন। ১৯৮৪ সালে তাঁর প্রথম পুরস্কার লাভ। পেলেন আনন্দ পুরস্কার। দু বছর পরে পেলেন ভুয়ালকা পুরস্কার। এর পর ১৯৯০ সালে পান পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম স্মৃতি পুরস্কার এবং ১৯৯৮-তে পেলেন সর্বভারতীয় স্বীকৃতি। এল সাহিত্য অকাদেমি পুরস্কার।

আরও পড়ুন: পরিচালক মৃণাল সেনের ফিল্ম পরিচালনার কিছু ‘মণি মুক্ত’

একনজরে পুরস্কার:
আনন্দ পুরস্কার (১৯৮৪), বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার (১৯৯০), সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯৮)।

কিছু সুপরিচিত গ্রন্থ:
অচেনা আবেগ, অনুভব, অনুসরণ, অন্তর্ধান, অমৃত হরিণ, একদিন সারাদিন, ঢেউ, যখন বৃষ্টি, সঙ্গ ও প্রসঙ্গ, রজত জয়ন্তী, সংঘাত, সতর্কবার্তা, সিনেমায় যেমন হয়, হঠাৎ একদিন,হিন্দু।

সাহিত্যিক দিব্যেন্দু পালিত এর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে ও বাড়িতে সাহিত্যিককে শেষ দেখা দেখতে ভিড় করেছে বাংলা সাহিত্য জগত ও তাঁর অসংখ্য গুণমুগ্ধ পাঠক। কয়েকদিন আগেই মারা যান মৃণাল সেন। শোকের পরিবেশ কাটতে না কাটতেই, বাংলায় আবার নক্ষত্র পতন। আগামীকাল সাহিত্যিকের শেষকৃত্য।

]]>