Diamond Harbour – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 11 Jun 2022 11:02:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Diamond Harbour – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তৃণমূল নেতাকে মা’রধর, জাতীয় সড়কে সংখ্যা’লঘুরা ভাঙল তৃণমূল বিধায়কের গাড়িও https://thenewsbangla.com/kulpi-tmc-mla-jogaranjan-halder-beaten-during-protest-at-nh-117-in-diamond-harbour/ Sat, 11 Jun 2022 11:01:46 +0000 https://www.thenewsbangla.com/?p=15414 তৃণমূল নেতাকে মা’রধর, জাতীয় সড়কে সংখ্যা’লঘুরা ভাঙল; তৃণমূল বিধায়কের গাড়িও। প’য়গম্বর বিতর্ক ইস্যুতে, বিক্ষোভ চলাকালীন; এবার ভাঙা হল কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের গাড়ি। ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কে; সংখ্যা’লঘুদের বিক্ষোভের মুখে পড়েলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। তাঁকে মা’রধর করে; ভা’ঙচুর করা হয় তাঁর গাড়ি। এই ঘটনায় বিষ্ণুপুর থানার পুলিশ; তদন্ত শুরু করেছে। তৃণমূল বিধায়ককে মা’রধরের অভিযোগ উঠল; সংখ্যা’লঘুদের বিরুদ্ধে।

বিধানসভা থেকে বাড়ি ফেরার পথে আ’ক্রান্ত হলেন; কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। অভিযোগের তীর সংখ্যা’লঘু স’ম্প্রদায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার; বিষ্ণুপুর খানার চৌরাস্তা মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলপির বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি যোগরঞ্জন হালদার; শুক্রবার বিধানসভার কাজ সেরে ডায়মন্ড হারবারে নিজের বাসভবনে ফিরছিলেন।

আরও পড়ুনঃ সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্বলছে পাঁচলা, বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি

সেই সময় দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত চৌরাস্তা মোড়ের কাছে; সংখ্যা’লঘু সংগঠনের পক্ষ থেকে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে বি’ক্ষোভ দেখাচ্ছিল কয়েকজন বি’ক্ষোভকারী। বি’ক্ষোভকারীদের আক্র’মণে ভাঙা হয়; কুলপির বিধায়কের গাড়ি। সেই সময় একদল সংখ্যা’লঘু বি’ক্ষোভকারী; তাঁকে মা’রধর করে; তাঁর গাড়িতে হা’মলা চালায় বলে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার।

আরও পড়ুনঃ দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী

বিজেপি-র কেন্দ্রীয় নেত্রী নূপুর শর্মার, প’য়গম্বর হজরত মহ’ম্মদকে নিয়ে করা অব’মাননাকর মন্তব্যের অভিযোগে; তিনদিন ধরে উ’ত্তপ্ত হয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। মূলত জাতীয় সড়ক অবরোধ করে; বি’ক্ষোভ দেখাচ্ছেন সংখ্যা’লঘু স’ম্প্রদায়ের একাংশ। এদিনের ঘটনায় তাঁর নিরাপত্তা-রক্ষী এবং পুলিশের তৎপরতায়; বিধায়ককে নিরাপদে উদ্ধার করা হয়। না হলে তৃণমূল নেতার আরও বড় বিপদের আ’শঙ্কা ছিল।

এই নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার জানান; “বিষয়টি প্রশাসনের তরফে তদন্ত করে দেখা হচ্ছে; বিষ্ণুপুর থানাকে এর দায়িত্ব দেওয়া হয়েছে”। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। তবে সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতারা বলছেন; “আমি তৃণমূল নেতা বিধায়ক” বলেও; সংখ্যালঘু-দের মা’রধরের হাত থেকে রেহাই পাননি যোগরঞ্জন হালদার। তাহলে কি না জেনেই, তৃণমূল নেতাকে পি’টিয়ে দিল; সংখ্যা’লঘু স’ম্প্রদায়ের বিক্ষোভ’কারীরা? এটাই এখন বড় প্রশ্ন।

]]>
ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানা এলাকা থেকে মানুষকে পালাতে হল কেন https://thenewsbangla.com/people-have-to-run-away-from-the-bishnupur-area-of-diamond-harbour/ Thu, 16 May 2019 13:28:46 +0000 https://www.thenewsbangla.com/?p=12945 ডায়মন্ডহারবার লোকসভার বিষ্ণুপুর থানা এলাকার নহাজারি, বোয়াখালি এলাকা থেকে হিন্দুদের পালাতে হল কেন? উত্তর নেই প্রশাসনের। The News বাংলা-কে পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডে জানাচ্ছেন; দুদিন আগেই সব মিটে গেছে। বিষ্ণুপুর থানার আইসি আশক মিশ্রও বললেন; ২ দিন আগেই মিটে গেছে সব। কিন্তু কি ঘটেছিল বিষ্ণুপুরে? দুদিন আগেই ৩-৪ দিন ধরে কি হল?

বসিরহাট, বাদুরিয়ার ছায়া এবার ডায়মন্ডহারবার লোকাসভার সাতগেছিয়া বিধানসভা এলাকার; বিষ্ণুপুর থানা এলাকার দুটি গ্রামে। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে; কয়েকদিন আগেই গোষ্ঠী সংঘর্ষ লেগে যায়। গত দু তিনদিন ধরেই চলে এই সংঘর্ষ।

ভাঙচুর চালান হয় বাড়িতে, দোকানে। আগুনে পুড়েছে গাড়ি, বাড়ি, রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। আহত হন অনেকেই। দুই গোষ্ঠীর সংঘর্ষে; উত্তপ্ত হয় দুটি গ্রাম। মারাত্মক অভিযোগ; এলাকার মসজিদ থেকেই মাইকে হিন্দুদের বিরুদ্ধে প্রচার করা হয়। অভিযোগ করেছেন নারী পুরুষ সবাই। ভয়ে এলাকা ছাড়েন হিন্দুদের অনেকেই।

জানা গেছে, জয় শ্রীরাম ধ্বনি তোলা নিয়ে; এই ঝামেলার শুরু হয়। অনেকে বলছেন, বিদ্যুত চলে যাওয়া নিয়েই নাকি অশান্তির সুত্রপাত। কিন্তু পরে এটা দুই ধর্মের গোষ্ঠীদ্বন্দ্বে পরিণত হয়। বাড়ি, দোকান ভাঙচুর ও লুট করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত সংখ্যালঘু দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্ক ছড়ায় হিন্দুদের মধ্যে। মহিলারা গ্রাম ছাড়েন।

পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি; এলাকার বেশ কয়েকটি বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায়; বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

পুড়িয়ে দেওয়া হয় সংখ্যাগুরু মানুষদের ঘর বাড়ি। ভাঙচুর চালান হয় দোকানে। পুড়িয়ে দেওয়া হয় এম্বুলেন্স, গাড়ি। এর আগেও বসিরহাট বাদুরিয়ায় দুই ধর্মের গোষ্ঠীদ্বন্দ্ব দেখেছে বাংলার মানুষ।

ঘটনার কথা উড়িয়ে দিয়েছে; রাজ্য প্রশাসন। বিজেপি শেষ দফার ভোটের আগে বাংলায় অশান্তি ছড়াচ্ছে; অভিযোগ তৃণমূলের। অন্যদিকে বিজেপির অভিযোগ; তৃণমূল সংখ্যালঘু দুষ্কৃতীদের নিয়ে সংখ্যাগুরুদের উপর অত্যচার করছে।

The News বাংলার হাতে প্রমাণ, ভিডিও, ছবি, সাধারণ মানুষের বক্তব্য সব আছে। তবে ৩ দিন অপেক্ষা করে সব ঘটনা থেমে যাওয়ার পরেই; আসল সত্য প্রকাশ্যে আনাটা জরুরী মনে হল। বাংলার বুকেও কিন্তু ধর্মীয় গোষ্ঠীদ্বন্দ্ব ধীরে ধীরে হলেও থাবা বসাচ্ছে; যেটা যথেষ্ট চিন্তার কারণ।

]]>
প্রচারেই প্রার্থীকে মারধর বাংলায়, কেন্দ্রীয় বাহিনী কোথায় উঠছে প্রশ্ন https://thenewsbangla.com/tmc-goons-attacks-left-front-candidates-in-asansol-diamond-harbour/ Tue, 09 Apr 2019 17:40:57 +0000 https://www.thenewsbangla.com/?p=10413 মঙ্গলবার রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র আসানসোল এবং ডায়মন্ড হারবারের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী যথাক্রমে গৌরাঙ্গ চ্যাটার্জি এবং ডা. ফুয়াদ হালিম নির্বাচনী প্রচারের সময় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীবাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন। বামেদের তরফ থেকে এমন অভিযোগ ভিডিও দিয়ে জমা দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের দফতর।

আরও পড়ুনঃ ছত্তিশগড়ে বিজেপি নেতার কনভয়ে ভয়ঙ্কর মাওবাদী হামলায় মৃত বিধায়ক সহ ছয়

ভিডিওতে দেখা যাচ্ছে বাম প্রার্থীদের এলাকায় না ঢোকার হুমকি দিচ্ছে একদল দুষ্কৃতী। এরপর রীতিমত মারধর করা হয় দুই প্রার্থীকেই। মারধর করা হয় প্রার্থীদের সঙ্গে থাকা কর্মী সমর্থকদের। দুই ক্ষেত্রেই আহতদের হাসপাতালে ভর্তি করতে হয়।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ভরাডুবির আশঙ্কা, ইঙ্গিত সমীক্ষায়

মঙ্গলবার সকালে আসানসোলের বারাবনীর মদনপুর গ্রামে পুলিশ প্রশাসনকে আগাম অবহিত করে নির্বাচনী প্রচারের সময় গৌরাঙ্গ চ্যাটার্জির ওপরে তৃণমূল কংগ্রেসের আশ্রিত কয়লা মাফিয়াদের বাহিনী আক্রমণ চালায়। অভিযোগ বামেদের। এই ঘটনায় প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি সহ ছয়জন সিপিআই(এম) নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

এদিনই দুপুরে ডায়মন্ড হারবারের ফলতায় ডা. ফুয়াদ হালিমকে প্রচারে বাধা দিতে রাজ্যের শাসকদলের দুষ্কৃতীবাহিনী হামলা চালিয়েছে। অভিযোগ বামেদের। এখানেও ভিডিওতে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতী প্রার্থীকে হুমকি দিচ্ছে ও মারধর করছে।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

প্রার্থীসহ সাতজন সিপিআই(এম) নেতাকর্মী আহত হন সেখানে। ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রীর ভাইপোর জয় সম্পর্কে সন্দিহান হয়ে ধারাবাহিক মরিয়া আক্রমণ চালাচ্ছে শাসকদলের দুষ্কৃতী বাহিনী। এমনটাই অভিযোগ বামেদের। তবে বামেদের উপর আক্রমণের ঘটনায় তাদের কোন কর্মীর কোন যোগ নেই বলেই জানিয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

গতকাল সোমবার পুলিশ প্রশাসনকে দক্ষিণ ২৪ পরগনা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে শাসকদলের হামলা সম্পর্কে আশঙ্কার কথা আগাম জানানো সত্ত্বেও ফলতায় এদিনের ঘটনা ঘটেছে। এর আগে সোমবার বসিরহাট লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্তকেও গাড়ি থামিয়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা খুনের হুমকি দিয়েছে। প্রচারে এলে লাশ ফেলে দেবার হুমকি দেওয়া হয়েছে। বামেদের তরফে অভিযোগ জমা পরেছে নির্বাচন কমিশনের কাছে।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, “বামফ্রন্ট প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা ও আক্রমণের ঘটনাগুলি প্রমাণ করছে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কতটা দুর্বল ও মরিয়া হয়ে গেছে। আমরা সিপিআই(এম) এর পক্ষ থেকে শাসকদলের দুষ্কৃতীদের এই সব আক্রমণের তীব্র নিন্দা করছি এবং নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে প্রচারকালে প্রার্থীদের ওপরে হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকরী ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি”।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

যেহেতু পুলিশ প্রশাসনকে বামফ্রন্ট প্রার্থীদের প্রচার কর্মসূচীগুলি সম্পর্কে আগাম অবহিত করার পরেও উপরোক্ত আক্রমণের ঘটনাগুলি ঘটেছে, তাই এর জন্য বামেদের তরফ থেকে দায়ী অফিসারদের চিহ্নিত করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে নির্বাচন কমিশনের কাছে। বামফ্রন্ট প্রার্থীদের ওপরে শাসকদলের আক্রমণ সন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল বুধবার রাজ্যের সর্বত্র নির্বাচনী প্রচার কর্মসূচীর সঙ্গে যুক্ত করে প্রতিবাদ মিছিল সংগঠিত করার আবেদন জানান হয়েছে।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>