Dharmatala Dharna – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 11 Feb 2019 14:47:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Dharmatala Dharna – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ধর্মতলায় আন্দোলনের অধিকার শুধু মমতার, বাকি সবার জন্য নিষিদ্ধ https://thenewsbangla.com/right-to-dharna-in-dharmatala-is-just-for-mamata-banerjee-the-rest-are-banned/ Mon, 11 Feb 2019 14:38:27 +0000 https://www.thenewsbangla.com/?p=6700 প্রশ্ন কিন্তু উঠছে? কলকাতার মেট্রো চ্যানেল শুধুই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের? ধর্মতলায় মেট্রো চ্যানেল এ আন্দোলনের অধিকার শুধু কি মমতার একার? অভিযোগ তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। পরপর ঘটনা সেই দিকেই ইঙ্গিত করছে, বলেই মনে করছে রাজনৈতিক মহলও।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

সোমবার কলকাতার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণায় বসতে গিয়ে আটক হলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান-সহ কংগ্রেস কর্মীরা। ধৃত অবস্থানকারীদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বিজেপির তরফ থেকেও মেট্রো চ্যানেলে ধর্ণায় বসার আবেদন করা হয়েছে পুলিশের কাছে। যথারীতি সেই অনুমতি এখনও আসে নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে হলেই অনুমতির তোয়াক্কা না করে ধর্ণায় বসে পড়েন মেট্রো চ্যানেলে। এরপরেই প্রশ্ন উঠেছে, মেট্রো চ্যানেল কি মমতার একার? এখানে আন্দোলনের অধিকার কি শুধুই মমতার?

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

রাজ্যের বিভিন্ন চিটফান্ড কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে এর আগেও বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই এদিনের মেট্রো চ্যানেলে অবস্থান। কিন্তু পুলিশ এসে আটক করে তাঁদের। গ্রেফতার হবার পর কংগ্রেস নেতা আব্দুল মান্নানের প্রশ্ন, “যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন ধরে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসতে পারেন, তাহলে আমরা বসতে পারব না কেন”?

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানাকে কেন্দ্র করে হঠাৎ ঘোষণায় মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, অভিযোগ ছিল তৃণমূল নেত্রীর। তাঁর তিনদিনের ধর্ণার পর একে একে সিপিএম, কংগ্রেস ও বিজেপিও মেট্রো চ্যানেলে ধর্ণায় বসবে বলে জানায়। কিন্তু কেউই এখনও অনুমতি পায় নি। এসব আলচনার মধ্যেই এদিন ধর্মতলার রাস্তায় বসে পড়েন কংগ্রেস নেতারা। আটক করা হয় তাঁদের।

আরও পড়ুনঃ বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড

এদিন দুপুরে প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান, পঙ্কজ পাঠক, যুবনেতা রোহন মিত্র প্রমুখ কংগ্রেস কর্মীদের নিয়ে ধর্মতলার রাস্তায় বসে পড়েন। চিটফান্ড কেলেঙ্কারির দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে এই ধর্ণায় বসে কংগ্রস। এরপর ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের বিশাল বাহিনী। আব্দুল মান্নান-সহ অন্যান্যদের পুলিশের গাড়িতে তোলা হয়। তারপর ধৃত কংগ্রেস নেতা ও কর্মীদের লালবাজারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

আব্দুল মান্নানের বক্তব্য, মমতার মত তাঁরাও চিটফান্ড কাণ্ড নিয়ে ধর্ণায় বসেছেন। পুলিশ তাঁদের জোর করে তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিন দিন ধরে ধর্ণায় বসতে পারেন তাহলে তিনি কেন বসতে পারবেন না? অন্যদিকে আবার রাজ্য বিজেপিও মেট্রো চ্যানেলে তিন দিন ধর্ণায় বসতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছে।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে হত্যা মামলা থেকে মুক্তি নরেন্দ্র মোদীর

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেছিলেন। এবার সেখানেই মেট্রো চ্যানেলে ধর্ণায় বসতে চায় বিজেপি। বিষয়টি নিয়ে অনুমতির জন্য কলকাতা পুলিশের কাছে ইমেল করা হয়েছে, চিঠিও পাঠান হয়েছে রাজ্য বিজেপির তরফে। জানা গিয়েছে, ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ধর্ণায় বসতে চায় বিজেপি। সেইমত করা হয়েছে আবেদন। মেট্রো চ্যানেলে ধর্ণার অনুমতি এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ

তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরে মেট্রো চ্যানেলে ধর্ণা নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ৩ ফেব্রুয়ারি নগরপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই আধিকারিকদের হানা এবং তার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দলনে নামেন মমতা। রাজীব কুমারের বাড়ি থেকেই মমতা সোজা চলে যান ধর্মতলার মেট্রো চ্যানেলে। সেখানে ধর্ণা শুরু করে দেন তিনি।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই মেট্রো চ্যানেলে ধর্ণায় বসল কংগ্রেস, ধর্ণায় বসতে চায় বিজেপি। কিন্তু মমতা ছাড়া কারোর সেখানে বসার অনুমতি নেই। তাহলে মমতাকে কি করে অনুমতি দেওয়া হল? তাকে কেন আটক করা হল না? মমতার পাশে বসে রইলেন রাজ্য পুলিশের বড় কর্তারা। অপরাধ তো একই। তাহলে কি রাজ্যে মমতার জন্য আলাদা নিয়ম আর বাকিদের জন্য আলাদা আইন? বিরোধী প্রশ্ন কিন্তু উঠছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা https://thenewsbangla.com/to-protect-indias-constitution-a-dharna-is-again-in-dharmatala/ Wed, 06 Feb 2019 16:43:51 +0000 https://www.thenewsbangla.com/?p=6524 ধর্মতলায় আবার ধর্ণা! ধর্মতলায় কেন্দ্রের বিরুদ্ধে মমতার ধর্ণা দিয়ে রাজ্য ছাড়িয়ে তোলপাড় গোটা দেশ। সেই আন্দোলনের রেশ এখনও রয়ে গেছে। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এর নয়। এই ধর্ণা বামেদের। কলকাতায় মেট্রো চ্যানেলে ধর্ণায় বসতে চলেছেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা রাজ্যের বিধায়ক অশোক ভট্টাচার্য। বুধবার শিলিগুড়ি পুরনিগমে একটি সাংবাদিক বৈঠক করে এমন হুঁশিয়ারি দিলেন তিনি।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

বুধবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা রাজ্যের বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, “পুরনিগমের কাজে নানাভাবে হস্তক্ষেপ করছে রাজ্য সরকার। এছাড়াও প্রচুর টাকা বকেয়া আছে। টাকা দিচ্ছে না মমতার সরকার। সেকারণে সমস্যা হচ্ছে কাজে। বন্ধ হয়ে গেছে সব উন্নয়নের কাজ”। আর তার বিরুদ্ধেই এবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণায় বসছেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা/The News বাংলা
ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা/The News বাংলা

খুব শীঘ্রই রাজ্য সরকারের কাছে পাওনা বকেয়া আদায়ে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসতে চলেছেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র ও শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বুধবার সাংবাদিক সম্মেলন করে অশোক ভট্টাচার্য একথা জানিয়ে বলেন, “ফেডারেল স্ট্রাকচারের মানে শুধু কেন্দ্র এবং রাজ্য সরকার নয়। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বা লোকাল সেলফ্ গভর্নমেন্টকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হয় না”।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

তিনি আরও বলেন, “কেন্দ্র, রাজ্য ও স্থানীয় সরকার মিলেই এই কাঠামো। আমি সিবিআই নিয়ে কোন মন্তব্য করতে চাইছি না। কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত হানার অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ণা বসেছিলেন। রাজ্য সরকার দ্বারা বামফ্রন্ট পরিচালিত শিলিগুড়ি পৌর কর্পোরেশনকে বঞ্চিত করা হচ্ছে তার সাংবিধানিক অধিকার থেকে। তাহলে আমিও সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসব”।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

পার্টি এবং কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করেই দিনক্ষণ চূড়ান্ত করা হবে, বলে জানিয়েছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি হুঁশিয়ারি দেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তাই তিনি রাজ্য সরকারের অনুমতির তোয়াক্কা না করেই ধর্ণায় বসেছিলেন। আমি রাজ্য সরকারের কাছে অনুমতি চাইব।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা/The News বাংলা
ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা/The News বাংলা

অশোক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, “রাজ্য সরকার মেট্রো চ্যানেলে ধর্ণায় বসার অনুমতি দিলে ভালো। রাজ্য সরকার অনুমতি না দিলেও শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বকেয়া আদায়ে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণায় বসব। মানুষের উন্নয়নের স্বার্থেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি”।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সংবিধান রক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ধর্ণায় বসেছিলেন ধর্মতলায় মেট্রো চ্যানেলে। এবার সেই সংবিধান রক্ষা অস্ত্র তাঁর বিরুদ্ধেই প্রয়োগ করতে চলেছেন অশোক ভট্টাচার্য। তবে তিনি মেট্রো চ্যানেলে ধর্ণার অনুমতি পান কিনা সেটাই এখন দেখার। পেলে লোকসভা ভোটের আগে সেই ধর্ণা বামেদের লড়াইয়ে কতটা সাহায্য করে সেটার দিকেই তাকিয়ে বাম কর্মী সমর্থকরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>