Devastating Fire – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 24 May 2019 17:55:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Devastating Fire – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সুরাটের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, ঝাঁপ দিয়ে নিহত ২০ https://thenewsbangla.com/devastating-fire-at-coaching-center-in-surat-gujarat-many-students-dead/ Fri, 24 May 2019 17:39:07 +0000 https://www.thenewsbangla.com/?p=13270 ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণ হারাল; সুরাটের এক কোচিং সেন্টারের প্রায় ১৫ জন ছাত্র-ছাত্রী; ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাটের একটি কোচিং সেন্টারে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩ টায়; সুরাটের তক্ষশীলা কমপ্লেক্সের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে।

গুজরাতের সুরাট শহরের একটি কোচিং সেন্টারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন; আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে; নিহতদের অধিকাংশই শিক্ষার্থী।

জানা গেছে, ওই ভবনে বহুদিনের কোচিং সেন্টার রয়েছে। বিল্ডিংটির একেবারে উপরের তলায়; কোচিং সেন্টারটি ছিল। আগুন লাগার পরে প্রাণ বাঁচাতে; বিল্ডিঙের ছাদ থেকে লাফ দেয় একের পর এক এক ছাত্রছাত্রী। ভয়ঙ্কর সেই দৃশ্য ইতিমধ্যেই দেশ জুড়ে ভাইরাল।

আরও পড়ুনঃ স্যোশাল মিডিয়ায় মোদীকে শুভেচ্ছাবার্তা বলিউড তারকাদের চুপ টালিগঞ্জ

তৃতীয় ও চতুর্থ তলা থেকেও মানুষকে লাফ দিতে দেখা যায়; লাফ দেওয়ার ভিডিও ফুটেজ দেখা গেছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। নিহতদের মধ্যে কোচিংয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা রয়েছেন; ওই ভবনে ৫০ জনের বেশি আটকে পড়েন।

কোচিং সেন্টারের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত; মনে করা হচ্ছে সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পক্ষে জানানো হয়; ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায়; দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে অনেকেই উপর থেকে ঝাঁপ দেয়। নিহত এবং আহত অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৪ থেকে ১৭ বছর। মেয়র জানিয়েছেন; বিল্ডিং এর ভেতর থেকেও আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আশপাশের সব বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সুরাটের পুলিশ কমিশনার সতীশকুমার মিশ্র জানিয়েছেন; মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে; কারণ সব মিলিয়ে প্রায় ৪০ জন ঝাঁপ দিয়েছেন ওই বহুতলের উপর থেকে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; টুইট করে মোদী গুজরাত সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন। শোকপ্রকাশ করে তিনি জানান; ‘সুরাটের অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক; শোকগ্রস্ত পরিবারগুলিকে সহানুভূতি জানাই। গুজরাট সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা করতে বলা হয়েছে।

]]>
ডানলপে ভয়াবহ আগুন, লেলিহান আগুনের গ্রাসে সব https://thenewsbangla.com/devastating-fire-at-dunlop-the-flaming-fire-burns-slums-near-rail-area/ Tue, 12 Feb 2019 07:55:13 +0000 https://www.thenewsbangla.com/?p=6723 ডানলপে ভয়াবহ আগুন, লেলিহান আগুনের গ্রাসে সব। রেল লাইন লাগোয়া বস্তিতে আগুন লেগেছে বলে জানা গেছে। পুরোপুরি জ্বলে ছারখার হয়ে যাচ্ছে পুরো বস্তি এলাকা। বন্ধ আছে ট্রেন চলাচল। ঘটনাস্থলে ইতিমধ্যেই ৬টি দমকল ইঞ্জিন গেছে আগুন নেভানোর জন্য। বস্তির মধ্যে কেউ আটকে আছে কিনা তা দেখছে দমকল বাহিনী।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

এর জেরে বন্ধ ডানকুনি দমদম রেল চলাচল ব্যহত। পুড়ে গেছে প্রায় কয়েকশ বস্তি ঘর। বস্তির আগুন ছড়িয়ে পরেছে পাশের দুটি ফ্লাট বাড়িতেও। পুরো বস্তি খালি করা হয়েছে দমকল বাহিনীর তরফ থেকে। খালি করা হয়েছে আশে পাশের সব ফ্লাট বিল্ডিংও। দমকলের আরও এঞ্জিন ঘটনাস্থলে এসেছে। আগুন আয়ত্ত্বে আনার চেষ্টা চলছে। তবে এখনও হতাহতের কোন খবর নেই। শর্ট সার্কিট থেকেই আগুন ধরেছে বলে জানিয়েছেন বস্তিবাসিরা।

আরও পড়ুনঃ হোটেলে ভয়াবহ আগুন, জীবন্ত দগ্ধ ১৫, লাফ মেরে মৃত আরও ২

তবে আগুন লাগার কারণ অনুসন্ধান করছে দমকল বাহিনী। কোন একটি বস্তির ঘরে একটি গ্যাস সিলিন্ডার ফাটে ফলে আগুন এর প্রকোপ আরও বেড়ে যায় বলেই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দমকল বাহিনী এসে আগুন ছড়িয়ে পরা থেকে রক্ষা করে আশেপাশের বাড়ি ও ফ্লাটগুলিকে।

আরও পড়ুনঃ ধর্মতলায় আন্দোলনের অধিকার শুধু মমতার, বাকি সবার জন্য নিষিদ্ধ

এর জেরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যহত হয়েছে। বিশাল জ্যাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। শেষ পর্যন্ত দমকল বাহিনীর ১০টি এঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সর্বস্ব হারিয়েছেন বস্তিবাসিরা। অনেকেই কিছুই বের করে আনতে পারেননি। আগুনে পুড়ে গেছে সব কিছুই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে এসেছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার
আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার
আরও পড়ুনঃ রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ
আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে হত্যা মামলা থেকে মুক্তি নরেন্দ্র মোদীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
গড়িয়াহাটের রেশ কাটতে না কাটতেই শহরের মার্কেটে ফের বিধ্বংসী আগুন https://thenewsbangla.com/after-gariahat-market-fire-devastating-fire-again-in-the-city-market/ Thu, 07 Feb 2019 03:28:45 +0000 https://www.thenewsbangla.com/?p=6549 গড়িয়াহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই শহরে ফের বিধ্বংসী আগুন। তবে এবার নিউটাউনের সাপুরজি মার্কেটে। পুড়ে গেছে প্রায় ৩০টি দোকান। আগুনে নেভাতে গিয়ে একজন দমকলকর্মী সহ আহত তিন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ শাসকের মামলায় আদালতে হাজিরা দেবেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়

বৃহস্পতিবার ভোরে নিউটাউনের সাপুরজি সব্জি মার্কেটে ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত অন্তত ৩০টি ঝুপড়ি দোকান। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একজন দমকলকর্মী। আহত হয়েছেন আরও দুজন স্থানীয় ব্যবসায়ী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুনঃ মৃত্যুদিনে মহাত্মা গান্ধীকে গুলি মেরে গ্রেফতার নেত্রী

বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ নিউটাউনের সাপুরজি মার্কেটে আগুন লাগে। ওই মার্কেটে বেশিরভাগই ঝুপড়ি দোকান ছিল। বেশ কিছু ছোট হোটেল, রেস্টুরেন্ট রয়েছে। এখানে কাজে মানুষরা এইসব জায়গায় দুপুরে খেতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও একটি ছোটো হোটেলেই আগুন লাগে।

আরও পড়ুনঃ ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা

নিউটাউনের সাপুরজি মার্কেটের উপর দিয়েই গেছে বিদ্যুতের হাই টেনশন তার। সেখান থেকে হুকিং করার চেষ্টা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। হোটেলগুলিতে রাখা পরপর বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ফলে আগুন আরও ছড়িয়ে পরে।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

স্থানীয় দোকানদাররাই দমকলে খবর দেন। প্রথমে দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। এক ঘণ্টার মধ্যে দমকলের আরও ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ভয়ে রাস্তায় নেমে আসেন বহুতলের বাসিন্দারাও। তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পরে।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

আগুনে প্রায় ৩০টি ঝুপড়ি দোকান পুড়ে গেছে। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে। তবে এদিন দমকল কর্মীদের তত্পরতায় বড় দুর্ঘটনায় এড়ানো সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

অনেক ঝুপড়ি দোকানেই বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। এর ফলে সবকটি গ্যাস সিলিন্ডার ফেটে গেলে বড় বিপত্তি ঘটতে পারত। তার আগেই সেগুলি সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে এর মধ্যেই বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এর একটি লাগে স্থানীয় এক দোকানদারের গায়ে মাথায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

তবে আগুন এখন নিয়ন্ত্রণে। তবে কোথাও আগুন রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। আপাতত কুল ডাউন প্রসেস করে গোটা মার্কেট এখন জলে ঠাণ্ডা করা হয়েছে। বেআইনি দোকানে এইভাবে গ্যাস সিলিন্ডার মজুত করার বিরুদ্ধে এবার নজরদারি চালাবে প্রশাসন, জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ
আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী
আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>