Delhi Police – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 28 Jun 2022 04:33:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Delhi Police – The News বাংলা https://thenewsbangla.com 32 32 হিন্দুদের দেবদেবী নিয়ে দিনের পর দিন ক’টূক্তি, গ্রেফতার মহম্মদ জুবেইর, প্রতিবাদ শুরু https://thenewsbangla.com/hindu-deities-insult-day-after-day-journalist-mohammed-zubair-arrested-in-delhi/ Tue, 28 Jun 2022 04:31:18 +0000 https://www.thenewsbangla.com/?p=15718 হিন্দুদের দেবদেবী নিয়ে দিনের পর দিন ক’টূক্তি; গ্রেফতার মহম্মদ জুবেইর, প্রতিবাদ শুরু। হিন্দুদের ধ’র্মীয় ভাবাবেগে আ’ঘাত দেওয়া ও শ’ত্রুতা তৈরির অভিযোগে; দিল্লিতে গ্রেফতার এই সাংবাদিক। ‘অল্ট নিউজ’-র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য় সাংবাদিক; মহম্মদ জুবেইরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। আর তাই নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন অনেকেই। সূত্রের খবর, এক টুইটার ব্য়বহারকারীর কাছ থেকে স’তর্কবার্তা পেয়েই ফ্য়াক্ট-চেক সংস্থার ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়।

দিল্লি পুলিশকে সতর্ক করে এক টুইটার ব্যবহারকারী জানিয়েছিলেন; “মহম্মদ জুবেইর এমন পোস্ট করছেন; যাতে সা’ম্প্রদা’য়িক স’ম্প্রীতি বি’ঘ্নিত হতে পারে”। পরে সংবাদসংস্থা এএনআই দিল্লি পুলিশকে উদ্ধৃত করে লেখে; ‘মহম্মদ জুবেইরের পোস্টটিতে হিন্দু ধ’র্মের বি’রুদ্ধে; এমন কিছু ছবি ও শব্দ ব্যবহার করা হয়েছিল যা উস’কানি’মূল’ক। হিং’সার বাতাবরণ তৈরি করে আমজনতার শান্তি নষ্ট করতেই; উদ্দে’শ্যপ্রণো’দিত ভাবে সবটা করা হয়’। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ২৯৫ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে; মহম্মদ জুবেইরের নামে।

আরও পড়ুনঃ অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন, কোন পদে কী যোগ্যতা জেনে নিন এখনই

হিন্দুদের দেবদেবী নিয়ে দিনের পর দিন মজা করেছেন; এই মহম্মদ জুবেইর। কখনও শিব আবার কখনও অন্যান্য দেবদেবী নিয়ে দিনের পর দিন কু’মন্ত’ব্য করেছেন মহম্মদ জুবেইর; টুইটারের বিভিন্ন ছবি ভিডিও দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ‘AltNews’-এর বিরুদ্ধে; বিভ্রান্তিকর খবর পরিবেশনের একাধিক অভিযোগ রয়েছে। সাংবাদিক মহম্মদ জুবেইরের বিরুদ্ধে; ধ’র্মীয় ভাবা’বেগে আ’ঘাত হা’না এবং দুই স’ম্প্রদা’য়ের মধ্যে শ’ত্রুতা সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

দিল্লি পুলিশ জানিয়েছে, স্পেশ্যাল সেলের পুলিশ স্টেশনে; একটি মামলায় তদন্তের জন্য জুবেইরকে ডাকা হয়। যথেষ্ট তথ্যপ্রমাণ থাকায়; সেখানেই তাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করা হচ্ছে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই; জুবেইরকে আদালতে পেশ করা হবে। এই গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছে; কংগ্রেস, সিপিএম, তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। ২০১৭ সালে একটি অলাভজনক সংস্থা হিসেবে; আত্মপ্রকাশ করে AltNews।‘ফ্যাক্ট চেকিং’ বা সঠিক তথ্য সামনে আনার জন্য; প্রশংসাও লাভ করে সংস্থাটি। কিন্তু অনেকেরই অভিযোগ, অর্থের বিনিময়ে হি’ন্দুত্ববি’রোধী প্রো’পাগা’ন্ডা ছড়াচ্ছে সংস্থাটি।

]]>
চারদিন ধরে ‘নিখোঁজ’ নূপুর শর্মা, বিজেপি ‘নেত্রী উধাও’ দাবি মহারাষ্ট্র সরকারের https://thenewsbangla.com/nupur-sharma-missing-for-four-days-bjp-leader-disappear-claim-maharashtra-govt/ Fri, 17 Jun 2022 12:15:35 +0000 https://www.thenewsbangla.com/?p=15540 চারদিন ধরে ‘নিখোঁজ’ নূপুর শর্মা; বিজেপি ‘নেত্রী উধাও’ দাবি মহারাষ্ট্র সরকারের। টানা চারদিন ধরে ‘নিখোঁজ’ নূপুর শর্মা; মহারাষ্ট্র সরকারের দাবিতে দেশ জুড়ে চাঞ্চল্য। তাঁর বিতর্কিত মন্তব্যে; কয়েক সপ্তাহ ধরেই উত্তাল গোটা দেশ। “দিল্লিতে বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার খোঁজ মিলছে না”; বলে দাবি করলেন মুম্বই পুলিশের আধিকারিকরা। দিল্লিতে গিয়ে বিজেপি নেত্রীর হদিশ পেল না; মুম্বই পুলিশের দল। সূত্রের খবর, মুম্বই পুলিশের আধিকারিকদের দাবি; নূপুরের খোঁজ পাওয়া যাচ্ছে না।

খোঁজ মিলছে না নূপুর শর্মার। হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জেরে; মহারাষ্ট্রের বেশ কয়েকটি থানায় তাঁর নামে মামলা রুজু করা হয়েছিল। সেগুলির ভিত্তিতেই নূপুরকে সমন পাঠানো হয়েছিল; সমনের কাগজ নূপুরের হাতে তুলে দিতে গিয়েই যত বিপত্তি। মুম্বই পুলিশের একটি দল গত চারদিন ধরে; বহিষ্কৃত বিজেপি নেত্রীর খোঁজ করছে বলে জানা গিয়েছে। কিন্তু তাঁকে কোথাও পাওয়া যাচ্ছে না। “দিল্লি পুলিশের সহায়তাতেই লুকিয়ে রয়েছেন নূপুর”; এমনও দাবি করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী।

মহারাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বিজেপি নেত্রীকে গ্রেফতারের জন্য; পুলিশের হাতে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। নূপুরের খোঁজে গত পাঁচদিন ধরে; রাজধানীতে ঘাঁটি গেড়েছে মুম্বই পুলিশের দল। আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দিতে; সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বয়ান রেকর্ড করা হবে। ২৫ জুন সকাল ১১টায় মুম্বই পুলিশের কাছে; নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায়; নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ।

আরও পড়ুনঃ দেশবাসি ও বিরোধীদের চমকে দিয়ে, রাষ্ট্রপতির নাম ঠিক করছে বিজেপি

পাইধোনি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে; সমন জারি করা হয় নূপুরের বিরুদ্ধে। প্রথমে ই-মেলে সমনের কপি পাঠানো হয়; কিন্তু সেই সমনের উত্তর দিয়ে হাজিরা দেননি তিনি। তারপরে নিয়মমাফিক সমনের কাগজ হাতে তুলে দিতে; দিল্লি পৌঁছয় মুম্বই পুলিশের দল। সেখানে চার-পাঁচদিন কাটিয়ে ফেলার পরেও, কাজ হয়নি তাঁদের; সন্ধান পাননি নূপুর শর্মার।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিলকে জিজ্ঞাসা করা হয়; “নূপুরকে সমন দিতে কি বাধা দিচ্ছে দিল্লি পুলিশ”? উত্তরে তিনি বলেছেন; “দিল্লি পুলিশের অসহযোগিতার কথা সত্যি। মহারাষ্ট্র পুলিশ একটা কাজ করতে চেষ্টা করছে; সেখানে দিল্লি পুলিশের সাহায্য করা উচিত”।

]]>
দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার মাস্টারমাইন্ড ফরিদ শেখ বাংলা থেকে গ্রেফতার https://thenewsbangla.com/farid-sheikh-mastermind-of-jahangirpuri-violence-in-delhi-arrested-from-bengal/ Thu, 28 Apr 2022 13:40:56 +0000 https://www.thenewsbangla.com/?p=14962 দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার মাস্টারমাইন্ড ফরিদ শেখ; বাংলা থেকে গ্রেফতার। অবশেষে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল; জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনার মূলচক্রি ফরিদ। বৃহস্পতিবার বিকেলে দিল্লি পুলিশের বিশেষ সেল; পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এই ঘটনার মূল মাস্টারমাইন্ড ফরিদ শেখ ওরফে নিতুকে গ্রেফতার করেছে। জাহাঙ্গিরপুরীর ঘটনায় মূল চক্রী হিসেবে; তার নাম উঠে আসে; হিংসায় মদত দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে।

জাহাঙ্গিরপুরীতে হিংসা ছড়ানোর পর; যখন পুলিশ কড়া পদক্ষেপ করে; ঠিক সেসময় থেকেই বেপাত্তা ছিল ফরিদ। তার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালায়; দিল্লি পুলিশের বিশেষ সেল। এরপর তমলুকে ফরিদের কাকার বাড়ি থেকে; ফরিদকে গ্রেফতার করা হয়। এদিনই তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। পুলিশ সূত্রে খবর,ফরিদ শেখ ওরফে নিতু; উসকানিতে মদত দিয়েছিল।

চলতি মাসের মাঝামাঝি সময়ে, হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে; দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় হিংসা ছড়ানোর ঘটনা ঘটে। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। একটি গোষ্ঠীর দাবি ছিল; শোভাযাত্রা চলাকালীন স্থানীয়রা ইট-পাথর ছোঁড়া শুরু করে। অপর গোষ্ঠীর আবার দাবি ছিল; শোভাযাত্রা থেকেই স্থানীয় দোকানপাটে ভাঙচুর চালানো হয়। মসজিদে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিল্লি পুলিশ।

এর আগেও, দিল্লির হিংসার ঘটনায় সামনে আসে বাংলা যোগ। ধৃত মহম্মদ আনসার দিল্লির বাসিন্দা হলেও; হলদিয়ায় তাঁর বাড়ি রয়েছে। স্থানীয়দের দাবি, বছরে এক-দুবার এখানে আসে আনসার। এরপরেই মহিষাদল থানায় আসে; দিল্লি পুলিশের একটি দল; গ্রেফতার করে আনসারকে।

প্রশাসন সূত্রের খবর, আনসার-সহ ধৃত ৫ জনের বিরুদ্ধে; জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। জাহাঙ্গিরপুরীর ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত মহম্মদ আনসার। ধৃতদের মধ্যে আরও ৫ জনের সঙ্গে বাংলার কোনও যোগ রয়েছে কি না; তাও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় মূল অভিযুক্ত আনসার শেখ তৃণমূল নেতা; এমনটাই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর দাবি, ‘২ মে ভোটে জেতার পর আমি যখন সার্টিফিকেট নিতে যাই; তখন যারা আমার গাড়িতে পাথর ছুঁড়েছিল; তার মধ্যে ২ জন দিল্লিতে হিংসা কাণ্ডে ধরা পড়েছে তারা ছিল। শুভেন্দু বলেন; “পশ্চিমবঙ্গ জ-ঙ্গি সাপ্লাই দিচ্ছে”। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতারা।

]]>
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি চিঠি https://thenewsbangla.com/threat-e-mail-to-kill-prime-minister-narendra-modi/ Sun, 14 Oct 2018 12:53:30 +0000 https://www.thenewsbangla.com/?p=1176 নিজস্ব সংবাদদাতা: হত্যা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এক লাইনের এই হুমকি ইমেল পেলেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। তাঁর সরকারি ইমেল আইডিতেই এই হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

২০১৯ এর শুরুর দিকেই লোকসভা নির্বাচন। সেই হিসাবে নির্বাচনের ছ’মাসও আর বাকি নেই। এমন সময়ে প্রাণনাশের হুমকি প্রধানমন্ত্রী মোদীকে। সরাসরি হুমকি পেয়েছেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। তাঁকে পাঠানো ই-মেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একলাইনের হুমকিতে ২০১৯-এর একটি তারিখের উল্লেখ করা রয়েছে বলে জানা গেছে। অন্য একটা সূত্রে আবার, নভেম্বরেই নাকি হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

হুমকি চিঠি পাওয়ার পরই সর্বোচ্চ স্থরে সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী ও নিরাপত্তা কর্মীদের বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। বছরের শেষেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই নভেম্বরে দেশজুড়ে একাধিক জনসভা ও মিছিল করার কথা প্রধানমন্ত্রীর। সেই কারণেই নভেম্বর মাসটিকে টার্গেট করছে জঙ্গিরা, হুমকি চিঠি পাবার পর এমনটাই অনুমান গোয়েন্দাদের।

ইমেল পাওয়ার পরই দেশজুড়ে সক্রিয় গোয়েন্দাদের নেটওয়ার্ক। কারা মোদীকে খুন করার ষড়যন্ত্র করছে, তা এখনও জানা যায়নি। যদিও হুমকি ইমেলটি যে সার্ভার থেকে পাঠানো হয়েছে, সেই সার্ভারটি উত্তর-পূর্ব ভারতের অসমে অবস্থিত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা।

প্রধানমন্ত্রীকে খুনের হুমকি অবশ্য এই প্রথম নয়। এই বছরের জুনেই একটি গোপন চিঠি উদ্ধার করার কথা জানিয়েছিল পুণে পুলিশ। সেই চিঠিতে মোদীকে খুন করার কথা লেখা ছিল, এমনটাই জানানো হয়েছিল পুলিশের তরফে। সেক্ষেত্রে অবশ্য সন্দেহের তীর ছিল মাওবাদীদের দিকেই।

জানা গিয়েছিল, রাজীব গান্ধীকে যে ভাবে মারা হয়েছিল সেভাবেই মোদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। মহারাষ্ট্রে ভিমা-কোরেগাঁও দাঙ্গার তদন্ত করতে গিয়েই এই চিঠিটি হাতে এসেছিল গোয়েন্দাদের। ১৮ এপ্রিল, ২০১৭ সালে লেখা এই চিঠিটি পাওয়া গিয়েছিল রোনা উইলসন নামের এক সমাজকর্মীর দিল্লির বাড়ি থেকে। অন্তত পুণে পুলিশের দাবি এরকমই ছিল।

ভিমা কোরেগাঁও কাণ্ডে রোনা উইলসন-সহ আরও পাঁচ সমাজকর্মীকে জুনেই গ্রেফতার করা হয়েছিল। তখনই মোদীকে হত্যার ষড়যন্ত্রের কথা প্রথম সামনে আসে। সেই চিঠিটি লিখেছিল ‘আর’ নামের এক ব্যক্তি। তা লেখা হয়েছিল কমরেড প্রকাশ নামের কোনও একজনকে।

চিঠিতে রোড-শো চলাকালীন নরেন্দ্র মোদীকে রাজীব গান্ধী স্টাইলে হত্যা করার কথা বলা হয়েছিল। পুণে পুলিশ এই দাবি করলেও অনেকেই অবশ্য এই দাবীর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ভিমা কোরেগাঁও কাণ্ড থেকে মুখ ঘুরিয়ে দিতেই প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের গল্প সামনে আনছে পুণে পুলিশ, এই অভিযোগও করেন বিরোধীরা।

আগেও, ভারতের প্রধানমন্ত্রী হলেই মোদীকে খুন করা হবে বলে হুমকি দিয়েছিলেন মৌলবাদী জঙ্গি গোষ্ঠী জইশ-ঈ-মহম্মদ বা জেইএম। জেইম-এর পাকিস্তানের প্রতিষ্ঠাতা মৌলনা মাসুদ আজহার অন লাইন সাপ্তাহিক ম্যাগাজিন আল-কালাম-এ মোদীর নামে ফতোয়া ঘোষণা করেছিলেন।

তদন্তকারী সংস্থাগুলির অনুসন্ধান অনুযায়ী, ইমেলটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম থেকে এসেছে বলেই সন্দেহ। যদিও এক্ষেত্রে প্রেরকের পরিচয় জানা যায়নি। ইমেল প্রেরককে শনাক্তকরণের চেষ্টা করছে দিল্লি পুলিশ। ওই হুমকি ইমেল আসার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ, আগামী মাসগুলিতে মোদী বেশ কয়েকটি সমাবেশে যোগ দেবেন। দেশ জুড়ে উৎসবপর্ব মিটলেই, বিধানসভা ভোট হতে চলা রাজ্যগুলোতে মোদীর জনসভা করার কথা।

তবে এই বছরের নভেম্বরে না ২০১৯ সালের একটি নির্দিষ্ট দিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের চক্রান্ত করা হয়েছে, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে, লোকসভা ভোটের আগেই খুনের চক্রান্ত করা হয়েছে বলেই জানিয়েছে দিল্লী পুলিশ।

যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। জারি করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা। এর আগেও বেশ কয়েকবার নানা গোষ্ঠী মোদীকে খুনের হুমকি দিয়েছে। তবে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ ও গোয়েন্দারা।

তবে, এটিকে স্রেফ ‘গিমিক’ বলে উড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেসের তরফ থেকে এটিকে ৫ রাজ্যে বিধানসভা ভোটের স্টান্ট বলে অভিহিত করা হয়েছে। ‘দেশের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি চিঠি দেওয়া হচ্ছে, আর তাতেও রাজনীতি আনছে কংগ্রেস’, সমালোচনা বিজেপির। তবে, রাজনৈতিক বিতর্ক যাই হোক, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি চিঠিতে তোলপাড় গোটা দেশ।

]]>