Defence Minister Nirmala Sitharaman – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 18 Mar 2019 06:27:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Defence Minister Nirmala Sitharaman – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মমতা কি পাকিস্তানের কণ্ঠ, বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার https://thenewsbangla.com/mamata-banerjee-is-being-the-voice-of-pakistan-claims-defence-minister-nirmala-sitharaman/ Mon, 18 Mar 2019 06:20:35 +0000 https://www.thenewsbangla.com/?p=8666 ভোটের মুখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক প্রশ্ন দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের। “আপনি কি পাকিস্তানের কন্ঠ?”, কলকাতায় এসে মমতাকে এই বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার।

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি পাক জইশ জঙ্গিদের হামলায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর ভারত-পাক সম্পর্ক তলানিতে এসে ঠেকে। জঙ্গি হামলার জবাব দিতে ভারতের বিমানবাহিনী গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট সহ ৩ জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য বিমান হামলা চালায়।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

এই হামলার পর বিমান বাহিনীর সাফল্য নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান প্রশ্ন তোলেন। প্রশ্ন তোলেন পাক জঙ্গিদের মৃত্যুর সংখ্যা নিয়েও। এরই পাল্টা কলকাতায় এসে দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন মমতাকে প্রশ্ন করেন, “আপনি কি পাকিস্তানের কন্ঠ?”

রবিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। সেখানেই তিনি তোলেন এই বিতর্কিত প্রশ্ন।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

ওই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “বালাকোটে পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য জরুরি ছিল। কেন্দ্রীয় সরকার উগ্রপন্থাকে নির্মূল করতে বিমান হানার সিদ্ধান্ত নিয়েছিল।”

এরপরেই তিনি মমতার উদ্দেশে প্রশ্ন ছোড়েন, “যেখানে দেশাত্মবোধ উদ্বুদ্ধ হয়ে এ কাজে সমর্থন করা দরকার, সেখানে আপনি প্রমাণ চাইছেন? আপনি কার পক্ষে? দেশের পক্ষে নাকি পাকিস্তানের পক্ষে? আপনি কি পাকিস্তানের কণ্ঠস্বর?”

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “আমাদের মাত্র একজন বৈমানিককে আইন মেনে ওরা ছাড়তে বাধ্য হয়েছে। অথচ আমাদের এখানে কেউ কেউ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্য ধন্য করছেন। আর পাকিস্তানের টেলিভিশনে আমাদের এসব নেতার বক্তব্য বারবার প্রচার করছে”।

নির্মলা আরও বলেন, “পাকিস্তানের টিআরপি বাড়াতে আসরে নেমেছে আমাদের নেতা নেত্রীরা।” তিনি বলেন, “মুম্বাইয়ে ২৬/১১ হামলার পর তৎকালীন মনমোহন সিংয়ের সরকার এয়ার স্ট্রাইক করার হিম্মত দেখাতে পারেনি। কিন্তু মোদীজি সেই সাহস দেখিয়েছেন। কত দিন আমরা চুপ করে থাকব?”

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

নির্মলা সীতারামন পশ্চিমবঙ্গের মমতা সরকারকে বামফ্রন্ট সরকারের ‘ক্লোন’ বলে উল্লেখ করেন। তিনি প্রশ্ন করেন, “এ কোন বাংলা? এই বাংলা কি বন্দেমাতরমের? আন্দামানের সেলুলর জেলে গিয়ে দেখেছি প্রত্যেকটা সেলে কোনো না কোনো বাঙালি বিপ্লবী ছিলেন। এটা কি সেই বাংলা?”

সীতারমন মমতার উদ্দেশে আরও বলেছেন, “আপনি দুর্গার মতো একসময় বাম সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আপনি যে সন্ত্রাসের অত্যাচার সহ্য করেছিলেন, ক্ষমতায় এসে সেই অত্যাচার-সন্ত্রাস আপনিও করছেন”।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

তিনি আরও বলেন, ‘বাংলায় অবশ্যই বিজেপি ক্ষমতায় আসবে। আমরা এই লক্ষ্যের লড়াইয়ে পাশে আছি। ৩৪ বছর বামফ্রন্টের শাসনের পর মানুষ পরিবর্তন চেয়েছিল। কিন্তু এ কি সেই পরিবর্তন? যেখানে মানুষ সন্ত্রাসের আবহে ভোট দিতে পারেন না। প্রার্থী নিজের মনোনয়ন জমা দিতে পারেন না। বাংলায় আবার পরিবর্তন চাই।”

এদিকে প্রতিরক্ষামন্ত্রীর এসব মন্তব্যের পর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “প্রতিরক্ষামন্ত্রী আলোচনার বিষয়বস্তুতে না গিয়ে কেবল তৃণমূলের নিন্দায় সময় ব্যয় করেছেন। অথচ দেশের নিরাপত্তা, অর্থনীতি আজ বিপন্ন।”

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “ওদের হাতে সীমান্ত সুরক্ষিত নয়। ফলে আসল আলোচনায় না গিয়ে নির্বাচনী প্রচারই করেছেন। ওরা এখন সমাজকে দ্বিখণ্ডিত করার রাজনীতি করছে। বাংলার মানুষ এবার এর জবাব দেবে ব্যালটে।”

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন https://thenewsbangla.com/abhinandan-varthaman-wants-to-sit-on-a-war-plane-very-soon-request-to-nirmala-sitharaman/ Sat, 02 Mar 2019 16:14:36 +0000 https://www.thenewsbangla.com/?p=7358 “ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই”, যেন কিছুই হয়নি এমনভাবেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে খুব তাড়াতাড়ি কাজে যোগ দেবার আর্জি জানালেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়ার সামনেই অভিনন্দন আরও একবার প্রমাণ রাখলেন নিজের দেশপ্রেম ও অটল সাহসিকতার।

আরও পড়ুনঃ ইমরান খানের শান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সেনা শিবিরে পাক জঙ্গি হানা

শনিবার, উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে সাক্ষাত করলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর সঙ্গে ছিলেন বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়া। দিল্লির সেনা হাসপাতালে অভিনন্দনের সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রতিরক্ষামন্ত্রী। পাক হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার রাতেই তাঁকে ওয়াঘা সীমান্ত থেকে দিল্লি নিয়ে আসে বায়ুসেনা।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

জানা গেছে, অভিনন্দন প্রতীরক্ষামন্ত্রীর কাছে পাকিস্তানে কাটানো তাঁর ৬০ ঘণ্টা সময়ের বিবরণ দেন। নির্মলা তাঁকে বলেন, “সারা দেশ অভিনন্দনের জন্য গর্বিত। দেশ তাঁর পাশেই আছে”। তখনই বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়ার সামনেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে খুব তাড়াতাড়ি কাজে যোগ দেবার আর্জি জানালেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। আরও একবার দেশবাসী মুগ্ধ তাঁর দেশসেবায়।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

পাকিস্তান থেকে ফেরার পর তাঁর শরীরের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার জন্য অভিনন্দনকে দিল্লির এয়ারফোর্স সেন্ট্রাল মেডিক্যাল এস্টাব্লিশমেন্ট বা এএফসিএমই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মেডিক্যাল চেকআপের নাম ‘কুলিং ডাউন প্রক্রিয়া’। অত্যাধুনিক এই হাসপাতালে সেনার তিন বিভাগেরই বিমানকর্মীদের চিকিৎসা করা হয়। রবিবার পর্যন্ত চলবে অভিনন্দনের চেকআপ।

আরও পড়ুনঃ মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু

শনিবার সকালেই বায়ুসেনার শীর্ষ কর্তা এবং বাবা, মা ও স্ত্রীর সঙ্গে হাসপাতালের রুমেই দেখা করেন অভিনন্দন। বায়ুসেনার তরফে শুক্রবারই এয়ার ভাইস মার্শাল আর জে কে কাপুর বলেছিলেন, “যেহেতু বিমান থেকে প্যারাশুটে বেড়িয়ে এসেছিলেন অভিনন্দন তাই এই রুটিন মেডিক্যাল চেকআপ জরুরি”।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

সূত্রের খবর, নির্মলা সীতারমন অভিনন্দনের কাছে শোনেন কীভাবে তিনি পাক সীমানায় গিয়ে পড়লেন। কীভাবে তাঁকে পাক সেনা গ্রেফতার করল। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী জানতে চান, পাকিস্তানে আটক থাকাকালীন তাঁর কী ধরনের চিকিৎসা হয়েছে। কোনও নির্যাতন করা হয়েছে কিনা।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

প্রসঙ্গত, এর আগে বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়ার সঙ্গে দেখা করে পাকিস্তানে তাঁর বন্দিদশার গোটা ঘটনা বর্ণনা করেন অভিনন্দন। বন্দিদশায় নিজের অভিজ্ঞতা এবং তাঁর প্রতি পাকিস্তানের আচরণের কথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকেও জানালেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

অভিনন্দন জানিয়েছেন, তাঁর উপর পাকিস্তান কোনো শারীরিক নির্যাতন চালায়নি। কিন্তু চরমভাবে চালানো হয়েছে মানসিক নির্যাতন। তাঁকে বন্দি করে পাক সেনা একটি পৃথক সেলে রেখে দেয়। সেখানে নিরন্তর তাঁর উপর মানসিক নির্যাতন চালান হয়। ক্রমাগত চাপ দেওয়া হতে থাকে পাক সেনার প্রশংসা করার জন্য। তাঁকে পৃথক সেলে রাখার উদ্দেশ্যই ছিল এটা। ওই সেলে কোনো সংবাদপত্র থেকে শুরু করে টেলিভিশনও ছিল না বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

এমনকি পাক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেও এ কথা তাঁকে ঘূণাক্ষরেও টের পেতে দেওয়া হয়নি। উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ উইং কামান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। গত বুধবার পাকিস্তানের হানাদার এফ ১৬ বিমানকে তাড়া করতে গেলে তাঁর মিগ ২১ বাইসনকে গুলি করে নামায় পাক সেনা।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

আপাতকালীন ইজেক্ট করে তিনি পাক সীমানায় নেমে পড়েন। তার পরেই তাঁকে গ্রেফতার করে পাক সেনা। এরপরই তাঁকে ফেরাতে দুদেশের মধ্যে শুরু হয় টানটান কূটনৈতিক দড়ি টানাটানি। শেষপর্যন্ত শুক্রবার রাতে ছাড়া পান অভিনন্দন। আর আজই কাজে ফেরার ইচ্ছের কথা জানিয়ে দিলেন ভারতের এই বীর সেনা।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>