Defamation Case – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 27 Apr 2019 16:44:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Defamation Case – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সব মোদীই চোর, বক্তব্যের জেরে রাহুলকে সমন পাঠালো বিহারের আদালত https://thenewsbangla.com/modis-are-thief-bihar-court-summons-rahul-gandhi-in-defamation-case/ Sat, 27 Apr 2019 16:35:41 +0000 https://www.thenewsbangla.com/?p=11783 সব মোদীই চোর, বক্তব্যের জেরে রাহুলকে সমন পাঠালো বিহারের আদালত। ভোটের মধ্যে ফের সমস্যায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর এই নিয়েই ভোটের আগে ফের সরব বিজেপি। সব মোদীই চোর, বক্তব্যে আপাতত ব্যাকফুটে রাহুল।

“সব মোদীই চোর”, গত ১৩ই এপ্রিল একটি নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্য করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই মন্তব্যে ‘মোদী’ পদবীধারী সকল ব্যক্তিকে অপমান করা হয়েছে এমন অভিযোগে আদালতের দ্বারস্থ হন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী। তার জেরেই রাহুলকে সমন পাঠাল বিহারের একটি নগর দায়রা আদালত।

আরও পড়ুনঃ রাহুল গান্ধী ও আলি জিন্নাহকে স্বাধীনতা সংগ্রামী বলে বিতর্কে শত্রুঘ্ন

ইদানীং প্রায় সমস্ত নির্বাচনী জনসভায় রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রতিটি সভায় রাহুলের সুরে সুর মিলিয়ে উপস্থিত জনতাও বলেছেন “চৌকিদার চোর”। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের ভোর প্রচারে একই রকম প্রচার করছেন।

উল্লেখ্য, আর্থিক দুর্নীতির জেরে অভিযুক্ত ললিত মোদী এবং নীরব মোদী এখন বহুল পরিচিত নাম। ললিত মোদী ও ললিত মোদীর দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে কেন্দ্রকে বহুবার তোপ দেগেছে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। দুর্নীতিগ্রস্ত দুই মোদীর বিরুদ্ধে কেন্দ্র সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ছিল তাদের।

আরও পড়ুনঃ অন্যান্য নেতাদের কুর্তা ও মিষ্টি না পাঠানোয় মমতার ওপর ক্ষুব্ধ কংগ্রেস নেতা

সম্প্রতি রাফায়েল কেলেঙ্কারি নিয়ে নরেন্দ্র মোদীকে আগাগোড়া আক্রমণ করেছেন রাহুল গান্ধী। এবার একই সাথে দুর্নীতি ইস্যুতে আক্রমণ করতে গিয়ে নরেন্দ্র মোদী সহ ললিত মোদী ও নীরব মোদীকে বোঝাতে গিয়ে ১৩ই এপ্রিল সব মোদীকেই চোর বলে সম্বোধন করেন রাহুল গান্ধী।

রাহুলের এই মন্তব্যেই অপমানিত বোধ করে মানহানির মামলা করেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী। তার পরিপ্রেক্ষিতে শনিবার বিহারের একটি নগর দায়রা আদালত সমন পাঠায় রাহুলকে। আগামী ২০শে মের মধ্যে রাহুলকে উক্ত মন্তব্যের জন্য জবাবদিহি করতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অস্বস্তিতে রাহুল গান্ধী। আর ভোটের মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে এটাকেই ইস্যু করেছে বিজেপি।

আরও পড়ুনঃ নুড়ি পাথর ভরা মাটির মিষ্টি খাইয়ে মোদীর দাঁত ভাঙবেন, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার

নরেন্দ্র মোদীর নির্দেশেই সুশীল মোদী এই কাজ করেছেন বলে অভিযোগ কংগ্রেসের। এই নিয়ে শুরু হয়েছে জোর চাপান উতোর। ভোট সিজনে যে এই লড়াই চলবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে চৌকিদার চোর ও সব মোদীই চোর, মন্তব্যে রাহুল যে আপাতত ভোটের মধ্যে ব্যাকফুটে, সেটাই মনে করছে রাজনৈতিক মহল।

]]>
প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা কেন্দ্রীয় মন্ত্রীর https://thenewsbangla.com/union-minister-mj-akbar-files-defamation-case-against-priya-ramani-over-metoo-charges/ Mon, 15 Oct 2018 15:34:26 +0000 https://www.thenewsbangla.com/?p=1238 নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন সাংবাদিক ও বর্তমানে বিজেপি সরকারের মন্ত্রী এম জে আকবর মানহানির মামলা করলেন। তার নামে যৌন হয়রানির অভিযোগ আনা সাংবাদিক প্রিয়া রামানির নামে মানহানির অভিযোগ দায়ের করলেন মি-টু (#MeToo)-তে অভিযুক্ত বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। আদালতে লড়াই করবেন জানিয়েছেন রামানি।

আকবরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ প্রথম এনেছিলেন সাংবাদিক প্রিয়া রামানি। যদিও এক বছর আগে লেখা সেই প্রতিবেদনে তিনি আকবরের নাম করেন নি। কিন্তু সম্প্রতি এক ট্যুইটে তিনি পুরোনো ঘটনা মনে করিয়ে সরাসরি আকবরের নাম নেন।

তার পর থেকে একাধিক মহিলা সাংবাদিক আকবরকে নিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা জানাতে থাকেন। কীভাবে হোটেলের ঘরে ইন্টারভিউর নামে মহিলা সাংবাদিকদের আকবর ডেকে পাঠাতেন, মদ খাওয়াতেন, ঘনিষ্ঠভাবে কাছে বসতে বাধ্য করতেন, অশালীন আচরণ করতেন, মহিলা সাংবাদিকেরা তার বিবরণ দিয়েছেন।

পরিচয় প্রকাশ না করা এক সাংবাদিক লিখেছেন তাঁকে হোটেলে ডাকার কাহিনি। ‘সম্পাদক মশাই’ তাঁকে জোর করে মদ খাওয়ালেন এবং জড়িয়ে ধরলেন। সেই মহিলা লিখেছেন, একটা সময় জোর করে আকবারকে ঠেলে দিয়ে, দরজা খুলে তিনি হোটেল থেকে বেরিয়ে আসেন।

আকবরের বিরুদ্ধে এই অভিযোগগুলো প্রধানত সেই সময়ের যখন তিনি কলকাতায় ‘সানডে’ ম্যাগাজিন ও ‘দ্য টেলিগ্রাফ’-এর সম্পাদনা করছেন। এর পর তিনি ‘এশিয়ান এজ’ ও ‘দ্য সানডে গার্ডিয়ান’ পত্রিকা সম্পাদনা করেন। সাংবাদিকতা ছেড়ে আকবর প্রথমে যোগ দেন কংগ্রেসে। সাংসদও হন। পরে বিজেপিতে যোগদান ও মন্ত্রিত্ব লাভ।

প্রিয়া রামানি নামের ওই সাংবাদিক এবং আরও কয়েকজন মহিলা অভিযোগ করেন যে এম জে আকবর পত্রিকার সম্পাদক থাকার সময় তাদের যৌন হেনস্থা করেছিলেন। যদিও আকবর, যিনি দি টেলিগ্রাফ এবং দি এশিয়ান এজ নামে দুটি পত্রিকার সম্পাদক ছিলেন, বলছেন, এসব দাবি ‘মিথ্যা এবং অতিরঞ্জিত।’

এর পর প্রিয়া রামানিও একটি বিবৃতি দিয়েছেন । তাতে তিনি বলেন, এ মামলা করে মি আকবর ভীতি প্রদর্শন ও হয়রানির মাধ্যমে অভিযোগকারীদের চুপ করিয়ে দিতে চাইছেন। প্রিয়া রামানি আরো বলেন, তিনি মামলা লড়ার জন্য প্রস্তুত।

প্রিয়া রামানির বিরুদ্ধে মামলা করা ছাড়াও মি আকবর তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা অন্য মহিলাদের বিরুদ্ধেও মামলা করার হুমকি দিয়েছেন। তিনি আরো বলেন যে তিনি পদত্যাগ করবেন না। সোমবার বিদেশ থেকে ফেরার পর মি আকবর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, যৌন হয়রানির এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নিউ দিল্লির পাতিয়ালা হাউস আদালতে মামলা করলেন আকবর।

মহাত্মা গান্ধির জন্মজয়ন্তী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে নাইজেরিয়া গিয়েছিলেন আকবর। আর সেই সময়ে ৪ অক্টোবর সাংবাদিক প্রিয়া রামানি টুইটারে প্রথম অভিযোগ করেন।

পরে প্রেরণা সিং বিন্দ্রা, ঘাজালা ওয়াহাব, সুতপা পাল, অঞ্জু ভারতী, সুপর্ণা শর্মা, সুষমা রাহা, মালিনী ভূপ্তা, কণিকা গহলত, কাদম্বরী এম ওয়াদেও অভিযোগ করেছেন। মহিলা সাংবাদিকদের অভিযোগ নানা ভাবে হেনস্থা করতেন দ্য টেলিগ্রাফ বা এশিয়ান এজের মতো সংবাদপত্রের মাথা হিসেবে কাজ করা আকবর।

এবার আদালতেই ফয়সালা হবে আকবরের বিরুদ্ধে ওঠা সত্য না মিথ্যা। শেষ পর্যন্ত #MeToo আন্দোলনের ফয়সালা হবে নিউ দিল্লির পাতিয়ালা হাউস আদালতেই।

]]>