Darjeeling – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 19 Jun 2019 13:04:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Darjeeling – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দার্জিলিং পুরসভা ভাঙলেন মমতা, বিরোধিতায় পাহাড়ের সব দল https://thenewsbangla.com/chief-minister-mamata-banerjee-broke-the-darjeeling-municipality/ Wed, 19 Jun 2019 13:04:13 +0000 https://www.thenewsbangla.com/?p=14112 দার্জিলিং পুরসভাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। ২০১৭ সালে দার্জিলিং পুরসভার নির্বাচন হয়েছিল। সেই হিসেবে ২০২২ সাল পর্যন্ত পুরসভা চলার কথা। কিন্তু দু’বছরের মাথায় পুরবোর্ড ভেঙে দিয়ে; পুর-প্রশাসক বসানোর নির্দেশিকা পেশ করেন রাজ্য সরকার। এই ঘটনার তীব্র বিরোধীতা করেন শিলিগুড়ির বিধায়ক; তথা মেয়র সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য।

দার্জিলিঙের জেলাশাসক দীপাপ প্রিয়া পি বলেন; “সরকারি নির্দেশ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে; পুর প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে দার্জিলিংয়ের অতিরিক্ত জেলাশাসক ময়ূরী বসুকে। প্রশাসক বসানোর এই নির্দেশিকাকে কেন্দ্র করে; পৌরসভার আইনকে তুলে ধরলেন শিলিগুড়ি পুর নিগম মেয়র অশোক ভট্টাচার্য।

আরও পড়ুনঃ পার্ক সার্কাস খিদিরপুরে বিনা হেলমেটের বাইক বাহিনী ঘিরে পুলিশের উপর ক্ষোভ বাড়ছে মানুষের

পুরসভার আইন তুলে ধরে অশোক বাবু সাফ জানিয়েছেন; রাজ্য সরকারের এই নির্দেশিকা বেআইনি; কোনো বৈধতা নেই। কোন নির্বাচিত পৌরসভাকে এভাবে ভেঙে দিতে পারেনা। পুরসভার আইন অনুযায়ী ৪৩১ নং ধারায় সাফ লেখা আছে ছয় মাসের মধ্যে নির্বাচন করতে হবে; তার মেয়াদ যদি আড়াই বছর থাকে তাহলে পুনরায় ভোটের মেয়াদও আড়াই বছরই থাকবে। কোনমতেই এভাবে সিদ্ধান্ত নিয়ে নিষ্ক্রিয় করা যায় না পুরসভাকে।

দার্জিলিং পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর শুধুমাত্র বিজেপি তে যোগদান করেছে বলেই এভাবে কোন নির্বাচিত পুরসভাকে নিষ্ক্রিয় করে প্রশাসন নিয়োগ করা যায়না। রাজ্যের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জাপের সভাপতি হরকাবাহাদুর ছেত্রীও।

আরও পড়ুনঃ টুইট বিতর্কে আবার জড়ালেন তসলিমা নাসরিন

দিনহাটা; মেটলিগঞ্জ; হলদিবাড়ি; ডালখোলা; মুর্শিদাবাদ; কালিয়াগঞ্জ সহ আরো যেসব বামেদের পুরসভা রাতারাতি ভেঙে তৃণমূলের দখলে চলে গেল সেক্ষেত্রে এই নিয়ম বিধি লাগু হলনা কেন? এই প্রশ্ন করছেন অশোক বাবু। এর বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিল বামেরা।

গত ২৯ মে দার্জিলিং পুরসভায় অনাস্থা প্রস্তাব জমা দেন ১৭ জন কাউন্সিলর। পরবর্তীতে তাঁরা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। ফলে সংখ্যার হিসেবে পুরসভায় পাল্লা ভারী এখন বিজেপির। রাজ্যের ওই সিদ্ধান্তের কথা জানতেই পাহাড়ের রাজনৈতিক মহলে হৈচৈ শুরু হয়। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন বিজেপি ও বিমলপন্থী মোর্চা নেতৃত্ব।

]]>
দার্জিলিংয়ে আবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, ১৯ মে পাহাড়ে ফের ভোট https://thenewsbangla.com/election-commission-announced-assembly-vote-in-darjeeling-on-19th-may/ Fri, 19 Apr 2019 17:02:32 +0000 https://www.thenewsbangla.com/?p=11262 আবার ভোট দার্জিলিংয়ে। শুক্রবার এই ঘোষণা করল নির্বাচন কমিশন। না, কোনও পুনর্নির্বাচন নয়। দার্জিলিংয়ে বিধানসভা উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। সদ্যসমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে আসা দার্জিলিংয়ের বিধায়ক অমর সিং রাই। আর সেই কারণেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি প্রার্থী বিনয় তামাং।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর

লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের সচিব জয়দেব লাহিড়ি জানিয়েছেন, ১৯ মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ মে লোকসভা ভোটের গণনার সঙ্গেই এই ভোটের গণনা হবে।

আরও পড়ুনঃ বিজেপি নেত্রী লকেটের বাড়ি ভাংচুর, বিজেপি তৃণমূল তরজা

দার্জিলিং এর বিধায়ক অমর সিং রাই গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন। নিয়ম মেনে তাঁকে বিধায়ক পদ থেকে আগে ইস্তফা দিতে হয়েছে। ফলে দার্জিলিং বিধানসভা আসনটি ফাঁকা রয়েছে। লোকসভা ভোট চলাকালিনই এই বিধানসভা উপনির্বাচন সেড়ে নিতে চায় নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

শুক্রবার কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনের শেষ দফায় অর্থাত্ ১৯ মে উপনির্বাচন হবে দার্জিলিংয়ে। লোকসভা ভোটের ফলের সঙ্গেই একইসঙ্গে ২৩ মে উপনির্বাচনেরও ফল ঘোষণা হবে। কমিশন আরও জানিয়েছে, দার্জিলিং ছাড়াও আরও ৫ জায়গায় উপনির্বাচন হবে। তবে তার দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

আরও পড়ুনঃ ভোটের পরেও অশান্ত চোপড়ায় গুলির লড়াই, গুলিবিদ্ধ সপ্তম শ্রেণীর ছাত্র

আগামী ৬ মে, পঞ্চম দফা লোকসভা ভোটের দিন উলুবেড়িয়া-পূর্ব বিধানসভা আসনেও উপনির্বাচন। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক হায়দার আজিজ সফির মৃত্যুর পর ওই আসনটি শূন্য হয়ে পড়ে। ফলে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ এপ্রিল। উপনির্বাচনের ফল ঘোষণা লোকসভা ভোটের সঙ্গেই আগামী ২৩ মে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে সত্যজিত রায়ের গুপি বাঘার শরণাপন্ন হল নির্বাচন কমিশন

দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি প্রার্থী বিনয় তামাং। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচারে পাহাড়ে বারবার বলে আসছেন, লোকসভা আসনে তৃণমূলের প্রার্থীকে জেতান। বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চাকে বিধানসভায় সমর্থন করবে তৃণমূল। বিমল গুরুংকে ছুটি করে, গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং-কেই জিটিএ প্রধান বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দার্জিলিং লোকসভা আসনটিকে পাখির চোখ করে দার্জিলিংয়ে বিধানসভা আসনটি গোর্খা জনমুক্তি মোর্চাকে ছেড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। তবে দার্জিলিংয়ে বিধানসভাতেও তৃণমূলের প্রধান প্রতিপক্ষ সেই বিজেপিই। লুকিয়ে থাকা বিমল গুরুং ও তার অবশিষ্ট গোর্খা জনমুক্তি মোর্চা এখানেও বিজেপিকেই সমর্থন করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ভোটের দায়িত্বে থাকা অর্ণব রায়ের উধাও হওয়া ফিরিয়ে এনেছে রাজকুমার রায়ের স্মৃতি
আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দার্জিলিং লোকসভার সব বুথে শুধু নোটার জন্যই সম্পূর্ণ আলাদা একটা ইভিএম https://thenewsbangla.com/a-completely-separate-evm-in-darjeeling-lok-sabha-for-nota-from-eci/ Wed, 17 Apr 2019 13:48:12 +0000 https://www.thenewsbangla.com/?p=11042 আগামীকাল দেশে দ্বিতীয় দফার ভোট। সেই সঙ্গে আমাদের রাজ্যেও। আর বাংলায় ভোট হবে তিনটি লোকসভা কেন্দ্র। রায়গঞ্জ, জলপাইগুড়ি এবং দার্জিলিং। রায়গঞ্জ এবং জলপাইগুড়িতে প্রত্যেক বুথে একটি করে ইভিএম থাকলেও দার্জিলিং এর প্রত্যেকটি বুথে থাকবে দুটি করে ইভিএম। দার্জিলিং এ শুধু নোটার জন্যই থাকছে সম্পূর্ণ আলাদা একটা ইভিএম।

আরও পড়ুনঃ বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা

গতকাল দার্জিলিং এর তিনটি বুথ এবং কালিম্পং এর এগারোটি বুথে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভোট কর্মীরা ও ইভিএম মেশিন। বুধবার সকাল থেকে দার্জিলিং এর বাকি বুথগুলোতে ভোট কর্মীরা ভিভিপ্যাট সহ দুটি করে ইভিএম নিয়ে পৌঁছে গেছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই পারে কেন একমাত্র এই দার্জিলিং এ প্রত্যেক বুথে দুটি করে ইভিএম ব্যবহার করা হবে?

দার্জিলিং লোকসভায় শুধু নোটার জন্যই একটা সম্পূর্ণ আলাদা ইভিএম/The News বাংলা
দার্জিলিং লোকসভায় শুধু নোটার জন্যই একটা সম্পূর্ণ আলাদা ইভিএম/The News বাংলা

আরও পড়ুনঃ বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি, অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটি ইভিএম এর ব্যালট ইউনিট এ সর্বোচ্চ ১৬ টি নাম অন্তর্ভুক্ত করা যেতে পারে। সেই জায়গায় দার্জিলিংয়ের প্রার্থীর সংখ্যা ১৬ জনই। তাই দ্বিতীয় ব্যালট ইউনিটের মধ্যে কেবলমাত্র থাকছে নোটার ঘরটি। প্রথম ব্যালট ইউনিট এ ১৬ জন প্রার্থী এবং দ্বিতীয় ইউনিটের একটি ঘর পূর্ণ থাকবে নোটার জন্য এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

সাধারণত নোটার জন্য ইভিএম এর শেষ ঘরটা থাকে। অর্থাৎ প্রার্থী তালিকা শেষ হলেই থাকে নোটা। কিন্তু বাংলার দার্জিলিং লোকসভা কেন্দ্রে ঠিক ১৬ জন প্রার্থী হওয়ায় নোটার থাকার কথা ১৭ নম্বর স্থানে। কিন্তু একটা ইভিএম মেশিনে ১৬ টা জায়গাই থাকে। কিন্তু ইলেকশন কমিশনের নিয়মে নোটা তো রাখতেই হবে। তাই নোটার জন্য সম্পূর্ণ আলাদা একটা ইভিএম মেশিনের ব্যবস্থা করতে হয়েছে কমিশনকে।

আরও পড়ুনঃ হাত মেলাতে গিয়ে মিমির হাত মুচড়ে দিলেন ফ্যান, যন্ত্রণায় কেঁদে ফেললেন অভিনেত্রী

দার্জিলিং এর লোকসভা ভোটে বুথে থাকছে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং এই তিনটি জায়গায় আছে ৮৭৪ টি বুথ। এই তিনটি জায়গায় ১০০% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি দার্জিলিং লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা কেন্দ্রে ৬০% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। দার্জিলিং এর প্রতিটি বুথেই ২ টি করে ইভিএম থাকবে বৃহস্পতিবার ভোটে। শুধু নোটার জন্যই একটা আলাদা ইভিএম।

একনজরে দেখে নিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে কত বুথ, কত ভোটারঃ

দার্জিলিংঃ
মোট বুথ ১৬২৩ টি
বুথ প্রেমিসেস ১৩৭০ টি
পুরুষ ভোটার ৮২৮৩৩৩ জন
মহিলা ভোটার ৭৬৭২৬২ জন
তৃতীয় লিঙ্গের ভোটার ৭৩ জন
নতুন ভোটার ৩২৮৬৭ জন

আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি https://thenewsbangla.com/seven-mountain-peak-won-the-satyarup-eyes-of-world-record-to-win-seven-volcano/ Fri, 07 Dec 2018 04:22:16 +0000 https://www.thenewsbangla.com/?p=3651 The News বাংলা, কলকাতাঃ সক্রিয় আগ্নেয়গিরি জয় করে বিশ্বরেকর্ডের পথে বাঙালি পর্বতারোহী। ষষ্ঠ আগ্নেয়গিরির চূড়ায় উঠে বিশ্বরেকর্ডের দোরগোড়ায় এভারেস্ট জয়ী সত্যরূপ সিদ্ধান্ত। সপ্তশৃঙ্গ জয় আগেই হয়ে গিয়েছে। এবার বিশ্বের সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরি জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোলেন বাংলার এই পর্বতারোহী। বাকি মাত্র আর একটি আগ্নেয়গিরি। তাহলেই গ্র্যান্ড স্লাম।

এবার তিনি জয় করলেন মেক্সিকোর সর্বোচ্চ আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবা। গত মাসে প্রথম ভারতীয় হিসাবে জয় করেছিলেন পাপুয়া-নিউগিনির সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট গিলাউয়ে৷ যে সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরি জয়ের লক্ষ্যে বেরিয়েছেন মেক্সিকোর আগ্নেয়গিরিটি সেগুলিরই অন্যতম। সামনে শুধুই অ্যান্টার্কটিকায় অবস্থিত মাউন্ট সিডলে।

বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা
বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা

বুধবার ভারতীয় সময় রাত ২.০৯ মিনিটে স্থানীয় সময়ে মেক্সিকোর পিকো দে ওরিজাবার চূড়ায় ভারতের পতাকা উত্তোলন করেন সত্যরূপ। সক্রিয় আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবা উত্তর আমেরিকার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। যাত্রাপথও যথেষ্ট দূর্গম ছিল বলে জানিয়েছিলেন পর্বতারোহী।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল মহামেডানকে নিয়ে ৩৩ বছর পর ফের দার্জিলিং গোল্ড কাপ

চূড়ায় পৌঁছানোর আগে শেষ ২০০ মিটার খুবই বিপদসঙ্কুল ছিল। সেই বিপদসঙ্কুল পথ দিয়েই আগ্নেয়গিরির চূড়ায় পৌঁছান তিনি। তবে আগ্নেয়গিরি জয় করলেও দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি ও তাঁর গাইড সালভাদোর। ফেরার পথে একটি বড় পাথর ভেঙে পরে তাঁদের উপর।

বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা
বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা

বড়সড় বিপর্যয় থেকে বেঁচে গিয়েছেন দুজনেই। সত্যরূপ এখনও হাসপাতালে রয়েছেন। তবে তিনি সুস্থ রয়েছেন, বলে জানিয়েছেন তাঁর ফেসবুক প্রোফাইলে। তাঁর গাইড সালভাদোর এর পা ভেঙে গেছে। ওই অবস্থাতেই তাঁকে নামিয়ে আনেন সত্যরূপ। কিছুদূর নেমে আসার পর তাঁরা সাহায্য পান।

আরও পড়ুনঃ সৌরভের পর বিরাট ওষুধে স্লেজিং শেষ অস্ট্রেলিয়ার

এবার তাঁর লক্ষ্য দক্ষিণ মেরুর সর্বোচ্চ আগ্নেয়গিরি। অ্যান্টার্কটিকায় অবস্থিত মাউন্ট সিডলেয় চলতি মাসের ২১ তারিখ ওঠার চেষ্টা করবেন সত্যরূপ। এই শৃঙ্গ জয় হলেই সাতটি শৃঙ্গ ও সাতটি আগ্নেয়গিরি জয়ের বিশ্বরেকর্ড ঝুলিতে পুরবেন সত্যরূপ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লেখাবেন তিনি।

বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা
বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা

এর আগে পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ওজস ডেল সালাডো জয় করার বিরল রেকর্ড রয়েছে সত্যরূপ সিদ্ধান্তের ঝুলিতে। এই সক্রিয় আগ্নেয়গিরির উচ্চতা ৬,৮৯৩ মিটার। দ্বিতীয় ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়েছিলেন সত্যরূপ৷ তাঁর আগে এই সক্রিয় আগ্নেয়গিরিতে পা রেখেছিলেন পর্বতারোহী মাল্লি মাস্তান বাবু।

তার আগেই সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফেলেছেন সত্যরূপ। মাউন্ট কসকিয়স্কো, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট এভারেস্ট, কারস্টেন্টজ, মাউন্ট এলব্রুজ, মঁ ব্লাঁ, মাউন্ট ডেনালি, মাউন্ট অ্যাকনকাগুয়া, ভিনসন ম্যাসিফের শীর্ষে পা রেখেছেন এই বাঙালি পর্বতারোহী।

]]>
সাংসদ আলুওয়ালিয়াকে পাহাড়ে ওঠার চ্যালেঞ্জ বিনয় তামাংয়ের https://thenewsbangla.com/mp-aluwaliya-challenged-by-binay-tamang-at-darjeeling/ Wed, 28 Nov 2018 10:49:41 +0000 https://www.thenewsbangla.com/?p=3229 The News বাংলা,দার্জিলিংঃ দার্জিলিংএর সাংসদ আলুওয়ালিয়ার চ্যালেঞ্জকে পাল্টা কটাক্ষ বিনয় তামাংয়ের। এই লোকসভা আসনে দাঁড়াবার প্রসঙ্গে এস এস আলুওয়ালিয়ার মন্তব্যের পরিপেক্ষিতে বিনয়ের পাল্টা কটাক্ষ, আলুওয়ালিয়ার থেকেও বড় কোন বিজেপি নেতা দার্জিলিং আসনে দাড়ালেই তিনি তার প্রতিদ্বন্দ্বিতা করবেন। দার্জিলিং-এ মোর্চার এক অভ্যন্তরিন বৈঠকের পর এমনটাই মন্তব্য করেন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং।

আরও পড়ুনঃ দার্জিলিং ‘ভূমিপুত্র’ বিতর্কে বিনয় তামাংকে চ্যালেঞ্জ আলুওয়ালিয়ার

গত রবিবার শিলিগুড়িতে পঞ্চায়েত ভবনে রথযাত্রা নিয়ে বৈঠক শেষে দার্জিলিং আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রসঙ্গে দার্জিলিং-এর সাংসদ সুরিন্দ্ররজিৎ সিং আলুওয়ালিয়া মন্তব্য করেন যে,’কে বিনয় তামাং’? ‘কেই বা আছে বিনয় তামাং-এর পেছনে’? পাহাড়ে বিনয় আর পুলিশ ছাড়া আর কিছু নেই। আর যে মমতার সাথে আছে, তার সমর্থন কেন নেবো আমি”।

Image: The News বাংলা
Image: The News বাংলা

পাশাপাশি ভুমিপুত্র বিতর্ককে উসকে দিয়ে আলুওয়ালিয়া ওই দিন আরও বলেন, এর আগেও ভুমিপুত্র হিসেবে বাইচুং ভুটিয়াও এই একই আসনে তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তার ফলাফল রাজ্য তথা দেশের কাছে স্পষ্ট। বিনয় তামাং খোদ নিজে তো ভুমিপুত্র পাহাড়ের, এরপরেও বিনয় তামাংকে তাঁর প্রতিদ্বন্দ্বি হিসেবে এই আসনে দাঁড়াক বলে চ্যালেঞ্জ করেন তিনি।

আরও পড়ুনঃ বডি স্পা এর আড়ালে দেহ ব্যবসা! গ্রেফতার ব্যাংক ম্যানেজার

এরপরই তার জবাবে আলুওয়ালিয়াকে পাল্টা চ্যালেঞ্জ করেন বিনয় তামাং। তার বক্তব্য, আলুওয়ালিয়ার চাইতেও বিজেপির বড় কোন নেতা যদি এই আসনে দাঁড়ায়, তখন বিবেচনা করে দেখবেন তিনি দাঁড়াবেন কিনা। পাশাপাশি আগামী নির্বাচনেও আলুওয়ালিয়া ফের দার্জিলিং কেন্দ্র থেকে প্রার্থী হলে, তাকে দেখিয়ে দেওয়া হবে পাহাড়ে কার গুরুত্ব বেশি, কার জনসমর্থন বেশি বিমল গুরুং এর নাকি বিনয় তামাং এর।

Image Source: Google

সেইসঙ্গে বিনয় তামাং এদিন বাইচুং এর ভুমিপুত্র বিতর্ককে ফের একবার উসকে দিয়ে বলেন, আলুওয়ালিয়া আসলে ভূমিপুত্রের অর্থই জানেন না। ভূমিপুত্র হিসেবে তিনি বাইচুং ভুটিয়াকে বলেছেন। কিন্তু, বাইচুং দার্জিলিংয়ের নয়। বাইচুং আসলে সিকিমের।

আরও পড়ুনঃ অসুস্থ শিল্পীকে ‘বঙ্গরত্ন’ দেওয়ার দাবী নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছাত্রছাত্রীরা

অন্যদিকে এদিন মোর্চার স্পোকপার্সন ভূবন খালান বলেন, আলুওয়ালিয়ার মত একজন সাংসদের বক্তব্যে আমরা দুঃখিত। তিনি আরও বলেন, গত নির্বাচনের সময় পাহাড়ের মানুষ কিভাবে তাকে স্বাগত জানিয়েছিল, এখন তাকে কিভাবে স্বাগত জানায়, তা জানতে হলে তাকে পাহাড়ে আসতে হবে। শিলিগুড়িতে বসে এক রাজনৈতিক ব্যক্তির প্রসঙ্গে এধরনের বক্তব্যে পাহাড়ের মানুষ কিন্তু চুপ করে থাকবে না।

The News বাংলা

ভুবনবাবু এদিন পাল্টা চ্যালেঞ্জ করেন, ‘যদি আলুওয়ালিয়ার ক্ষমতা থাকে তাহলে পাহাড়ে উঠে দেখান। বিনয় তামাং-এর সঙ্গে মানুষ আছে কি নেই তখনই সেটা প্রমান হয়ে যাবে’। সেইসঙ্গে তার আরও বক্তব্য, পাহাড়ের মানুষ তাকে ভোট দিয়ে জয় করিয়েছিল, তারা এখন জানতে চায়, গত পাঁচ বছরে তিনি পাহাড়ের উন্নয়নে কি কি কাজ করেছেন?

মোর্চার স্পোকপার্সন ভূবন খালান একপ্রকার হুমকি দিয়েই বলেন, যতক্ষন না আলুওয়ালিয়া হিসেব দিতে পারছেন, ততক্ষন তিনি পাহাড়ে উঠতে পারবেন না। আর ভোটের আগে দার্জিলিং-এর এই বাকযুদ্ধে এখন থেকেই রীতিমত উত্তপ্ত হতে শুরু করেছে ভোটের বাতাবরণ।

]]>
লোকসভা ভোটের আগে ফের গুরুংকে নিয়ে লড়াই বিজেপি- তৃণমূলে https://thenewsbangla.com/before-the-lok-sabha-elections-the-bjp-tmc-fight-start-again-for-bimal-gurung/ Thu, 15 Nov 2018 19:02:06 +0000 https://www.thenewsbangla.com/?p=2471 The News বাংলা, শিলিগুড়িঃ পাহাড় নিয়ে ফের একবার সামনা-সামনি মমতা-মুকুল। বুধবারই মমতার ‘দ্বিমুখী নীতি’র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মুখ খুলেছিলেন মুকুল রায়। বৃহস্পতিবার সেই কটুক্তির পাল্টা দিলেন আর এক পাহাড়ি বিনয় তামাং।

আরও পড়ুনঃ রথযাত্রার আগেই ষাঁড়ের তাড়া খেলেন মুকুল রায়

গোটা রাজ্যে বিজেপির আসন্ন রথযাত্রা কার্যক্রমের প্রস্তুতি পর্বের বৈঠক করতে শিলিগুড়িতে এসে বুধবার রাজ্য সরকারের সমালোচনায় বিমল গুরুং-এর প্রকাশ্যে আসার প্রসঙ্গে জোর সাওয়াল করেন মুকুল রায়। মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, “যেখানে বিনয় তামাং এবং বিমল গুরুঙ দুজনাই একই কেসের আসামী, সেখানে বিনয় তামাং বাইরে ঘুরে বেরাবে আর বিমল গুরুং অন্তরালে থাকবে কেন?”

Image Source: Google

মুকুল রায় প্রশ্ন তোলেন, “মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও। যে কেসে গুরুং জড়িত, সেই একই কেসে বিনয় তামাঙের নামও আছে। অথচ বিনয় তামাং যদি প্রকাশ্যে বাইরে থাকতে পারে, তাহলে বিমল গুরুংকে কেন লুকিয়ে থাকতে হবে? দার্জিলিঙে বিনয় তামাঙের সঙ্গে রাজ্যের সম্পর্ক ভালো বলে তাকে গ্রেপ্তার করবে না পুলিশ?” সেইসঙ্গে মুকুলবাবু ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “পাহাড়ে গোর্খাকে বিভাজন করা, এটা অত্যন্ত অনৈতিক কাজ করেছে মমতা বন্দোপাধ্যায়”।

Image Source: Google

আরও পড়ুনঃ ‘আন্তর্জাতিক’ ফিল্ম ফেস্টিভ্যালে কাউন্সিলরের ‘বিজ্ঞাপন’, বিক্ষোভে মুখ পুড়ল বাংলার

তিনি আরও জানান, ‘বিজেপি চায় বিমল গুরুং প্রকাশ্যে আসুক। রাজনৈতিক কর্যক্রমে অংশ নিক’। সব মিলিয়ে পাহাড় সহ সমতলে নিজেদের শক্তি বুঝে পেতেই পাহাড় ও সমতলের নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার নির্বাচন কমিটির চেয়ারম্যান মুকুল রায়। সুত্রের খবর, পাহাড়ের বৈঠকে কর্মীদের মুকুল রায় পরিষ্কার জানিয়ে দেন, গুরুং-এর সঙ্গেই জোট বেঁধেই দার্জিলিং আসনটিতে এবারেও জয় নিশ্চিত করতে চায় বিজেপি।

Image Source: Google

একই কেসে অভিযুক্ত হয়ে বিনয় তামাং প্রকাশ্যে আর বিমল গুরুং অন্তরালে বলে মুকুল রায়ের বক্তব্যকে এবার পাল্টা দিলেন বিনয় তামাং। বৃহস্পতিবার শিলিগুড়ির শিমুল বাড়িতে এক অনুষ্ঠানে বিনয় তামাং বলেন, “আমার ওপরেও ২১৯টা কেস রয়েছে। কিন্তু যখন কোর্ট আমাকে তলব করে, তখনই আমি কোর্টে যাই। আমার ওপরেও বেশ কিছু নন বেলেবেল কেস ছিল। কিন্তু আমি কোর্টকে সম্মান জানিয়ে এন্টিসেপটারি বেল নিয়েছি, এবং আত্মসমর্পন করেছি। যাই হোক না কেন কোর্টে আসতে হবে, এন্টিসেপেটারি বেল নিতে হবে। কিন্তু বিমল গুরুঙ, রোশন গিরিদের গ্রুপটা বেআইনি কাজ করেছে তাই পালিয়ে গেছে”।

আরও পড়ুনঃ ‘কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’ তুমি কার ?

The News বাংলা

সেইসঙ্গে জিটিএতে নতুন বোর্ড ভেঙে দিতে চাইছে বলে মুকুল রায়ের বক্তব্যকে চালেঞ্জ জানিয়ে বিনয় তামাং বলেন, “এখন জিটিএ-তে যে উন্নয়নের কাজ হচ্ছে তা আরটিআই করে দেখতে পারেন। আগে যেখানে উন্নয়ন হয় নি। সেখানে আজ ব্যপক উন্নয়ন হচ্ছে”। সেইসঙ্গে বিমল গুরুং এর সুপ্রিম কোর্টে রিলিফ কেসের মুকুলবাবুর বক্তব্যকে কটাক্ষ করে বিনয় তামাং বলেন, “মুকুলবাবু জানেনই না যে, গত বছর বিমল গুরুং-এর সেই কেসের রিলিফ প্রে রিজেক্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট”।

বলা যায়, লোকসভা ভোটের আগে বিমল গুরুংকে নিয়ে ফের সরগরম পাহাড়ের রাজনীতি। লোকসভা ভোটের আগে ফের গুরুংকে নিয়ে লড়াই শুরু বিজেপি বনাম তৃণমূলে।

]]>
মুখ্যমন্ত্রী শহরে থাকাকালিন বিজেপি সভাপতির উপর দুষ্কৃতি হামলা https://thenewsbangla.com/when-the-chief-minister-is-in-the-city-while-the-mischief-attack-on-the-bjp-president/ Fri, 02 Nov 2018 18:36:32 +0000 https://www.thenewsbangla.com/?p=1920 কৃষ্ণা দাস, শিলিগুড়িঃ শহরের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে আক্রমন বিজেপির জেলা সভাপতির। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার সময়ই শহরের নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা ও আইনের অবনতির অভিযোগ তুলে পুলিশ প্রশাসনকে এক হাত নিলেন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির অন্যতম জনবহুল অঞ্চল, তাঁর বাড়ির সামনে দুই দুষ্কৃতি তাঁর ওপর আক্রমন করে। এবং তার মোবাইল ফোন কেড়ে নেবার চেষ্টা করে।

শিলিগুড়ি বিজেপি সুত্রে জানা গেছে, গত ১ নভেম্বর রাত ১০টা ৩০নাগাদ, দলীয় কর্মসূচি সেরে শিলিগুড়ি অন্যতম জনবহুল অঞ্চল আশ্রমপাড়ার রামকৃষ্ণ রোডে নিজের বাড়িতে ঢুকছিলেন অভিজিত রায় চৌধুরি। বিজেপি জেলা সভাপতি, তার নিজ বাসগৃহে ঢোকার মুখেই দুই বাইক আরোহী দুষ্কৃতি তার ওপর হামলা চালায়। ওইসময় তার নিরাপত্তারক্ষি ও অন্যান্য মানুষের সামনেই তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেবার চেষ্টা করে।

The News Bangla

সেই ধস্তাধস্তিতে তার মোবাইল ফোনটি মাটিতে পরে গিয়ে ভেঙে যায়। এরপরই ওই দুই বাইক আরোহী দুষ্কৃতি, ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এরপরই অভিজিৎ বাবু স্থানিয় পানিটাঙ্কি ফাঁড়িতে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: বাঙালি হত্যার প্রতিবাদে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও তৃণমূল-সিপিএমের আন্দোলন

অভিজিৎবাবুর অভিযোগ, এধরনের ঘটনা শিলিগুড়ির আশ্রমপাড়া, হাকিমপাড়া সহ শহরের এদিকে- ওদিকে প্রায় রোজই ঘটে চলেছে। তার ওপর এদিন স্বয়ং মুখ্যমন্ত্রী রয়েছেন শিলিগুড়িতে। কিন্তু পুলিশ তাতেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছে না। পুলিশ শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সুরক্ষা প্রদান এবং বিজেপি নেতাদের পেছনে গোয়েন্দাগিরি করতে ব্যস্ত। কিন্তু শিলিগুড়ির সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ।

The News Bangla

দুষ্কৃতি হামলায় আক্রান্ত হয়েছেন বিজেপির দার্জিলিং জেলার সভাপতি। দুস্কৃতিরা মোবাইল ছিনতাই করতে এসেছিল বলেই প্রাথমিক সন্দেহ। তবে, এর পাশাপাশি অভিজিৎ রায় চৌধুরি তাঁর উপর গোয়েন্দাগিরির অভিযোগও এনেছেন। তাঁর মতে, মোবাইল চুরি করার অন্য উদ্দেশ্যও থাকতে পারে দুই বাইক আরোহী দুষ্কৃতির। মোবাইল চুরি করে তাঁর গতি প্রকৃতির উপর নজর রাখতেই এই কাজ করানো হতে পারে বলেও তাঁর অনুমান।

আরও পড়ুন: তৃণমূলের জেলা কার্যালয়ে তৃণমূল নেতাদেরই শাস্তির দাবীতে পোস্টার

যদিও এবিষয়ে তিনি সংশ্লিষ্ট এলাকার থানায় লিখিত অভিযোগ করেছেন। তবুও তার অভিযোগ, শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির পরও বাইক আরোহী দুষ্কৃতিরাজ বাড়বাড়ন্ত গোটা শিলিগুড়ি শহরে। কোন নিয়ন্ত্রন নেই প্রশাসনের। প্রশাসন শুধু তৃণমূল নেতানেত্রীদের সুরক্ষা নিয়ে বাস্ত। সাধারণ মানুষের কথা ভাবার সময় কোথায়।

যদিও শিলিগুড়ি পুলিশ প্রশাসনের তরফ থেকে, এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বাইক আরোহী দুষ্কৃতিদের খোঁজ শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।

]]>