Darjeeling Hill – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 07 Jan 2019 14:36:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Darjeeling Hill – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপি না তৃণমূল, পাহাড়ে মোর্চার জোট নিয়ে জল্পনা তুঙ্গে https://thenewsbangla.com/bjp-or-trinamool-the-coalition-candidate-of-the-darjeeling-hill-on-the-speculation/ Mon, 07 Jan 2019 14:31:07 +0000 https://www.thenewsbangla.com/?p=5277 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ দার্জিলিং-এ প্রার্থী কে? জোটই বা কাদের মধ্যে হবে? বিজেপি-মোর্চা জোট? না তৃণমূল-মোর্চার জোট? সব নিয়ে পাহাড়ে লোকসভা ভোট ও জোট নিয়ে জল্পনা তুঙ্গে।

পাহাড়ে এখন দুটি গোর্খা জনমুক্তি মোর্চা। একটি বিনয় তামাং পন্থি মোর্চা ও অন্যটি বিমল গুরুং পন্থি মোর্চা। বিনয় তামাং পন্থি মোর্চার সঙ্গে জোট হচ্ছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে, বিমল গুরুং পন্থি মোর্চার সঙ্গে জোট হচ্ছে বিজেপির। তবে বিমল গুরুং সহ বিমল গুরুং পন্থি মোর্চার সব নেতাই এখন পাহাড় ছেড়ে পালিয়েছেন।

ফলে এই মুহূর্তে বিমল গুরুং পন্থি মোর্চার অস্তিত্বই নেই। কিন্তু বিনয় তামাং পন্থি মোর্চা ও তৃণমূল কংগ্রেসের জোটের প্রার্থী কে? তৃণমূল কংগ্রেসের না মোর্চার, সেটাই এখন প্রশ্ন।

এবার পাহাড় সহ গোটা জেলা থেকেই বিজেপিকে গোড়া থেকে উৎখাত করতে বিনয় তামাং পন্থি গোর্খা জনমুক্তি মোর্চার সাথে জোট করেই দল জিততে চায় বলে একপ্রকার ইঙ্গিত দিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি এক সাংগঠনিক বৈঠকে যোগ দিতে সমতলে এসে বিমল গুরুং সহ বিজেপিকে একহাত নেয় বিনয় তামাংও।

আরও পড়ুনঃ

ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি

EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

শিলিগুড়ির পিন্টেল ভিলেজে এক সাংবাদিক বৈঠকে, বিমল গুরুং সহ বিজেপিকে একযোগে আক্রমণ শানান বিনয় তামাং। তিনি বিমল গুরুংকে মুর্খ, বোকা সহ একাধিকভাবে আক্রমন করেন। পাশাপাশি বিজেপিও পাহাড়ের মানুষকে ভাঁওতা দিয়েছে বলে অভিযোগ তোলেন। সেইসঙ্গে তিনি একপ্রকার হুমকির সুরেই জানিয়ে দেন যে, তাদের আর্শিবাদ ছাড়া পাহাড়ে কারোর জেতা সম্ভব নয়। এবং আসন্ন নির্বাচনে জোট করেই ভোটে লড়বে মোর্চা বলেই জানিয়ে দেন তিনি।

কিন্তু সেক্ষেত্রে কে বা কাদের ক্যন্ডিডেট লড়বে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেন নি তিনি৷ এরপরই শিলিগুড়িতে দলীয় এক সন্মেলনে এসে পাহাড়ের প্রার্থী প্রসঙ্গে জোট করেই তৃণমূল কংগ্রেসই প্রার্থী দিচ্ছে বলে একপ্রকার ইঙ্গিত দিলেন গৌতম দেব। এদিন তিনি আরও বলেন, গোটা রাজ্যের ৪২টি আসনেই ঘাসফুলের ক্যান্ডিডেট থাকবে।

তিনি আরও দাবি করেন, ‘পাহাড়ে ঘাসফুল ক্যান্ডিডেটই জিতবে এবং পার্লামেন্টে তৃণমূল ক্যান্ডিডেট খুব ভালো সংখ্যায় দিল্লিতে যাবে। এটা আমাদের করতেই হবে। আমরা এটা করবই। ডু অর ডাই অবস্থা আমাদের। হয় মরবো নাহলে আমরা দিল্লিতে যাবো’।

গৌতম দেবের এই বক্তব্যের পেক্ষিতে স্বাভাবিক ভাবেই স্পষ্ট যে এবার দার্জিলিং-এর আসনে বিনয় তামাং পন্থি মোর্চা ও তৃণমূল জোট করেই বিমল গুরুং পন্থি মোর্চা ও বিজেপির জোটকে হারাতে চাইছে। এখন দ্বিখন্ডিত মোর্চার সিংহ ভাগ বিজেপি, তৃণমূল না মোর্চা, কোন দলের প্রার্থীতে আগ্রহী সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

আরও পড়ুনঃ

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন https://thenewsbangla.com/snowfall-in-darjeeling-kalimpong-after-11-years-the-joy-of-traveling-doubled/ Sat, 29 Dec 2018 12:13:37 +0000 https://www.thenewsbangla.com/?p=4890 The News বাংলা, দার্জিলিংঃ ১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাত। বেড়াতে যারা গেছেন তাদের বেড়ানোর আনন্দ দ্বিগুন। পর্যটকদের আনন্দ দেখে খুশি স্থানীয় বাসিন্দারাও। জমাট ঠাণ্ডা ও পরিস্কার আকাশ সঙ্গে তুষারপাতে, প্রকৃতির আসাধারন রূপ মানুষের সামনে।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

শুক্রবারের পর শনিবারেও কমল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় ৩ ডিগ্রি কম বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। টানা ১১ দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে বলে জানা গিয়েছে। তবে, এদিন দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা -১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এর সঙ্গে দীর্ঘ ১১ বছর পরে তুষারপাত হয়েছে দার্জিলিং-এ।

আরও পড়ুন: হাজার হাজার রুটি নষ্ট করে কৃষক আন্দোলনে ইতিহাস বাংলার বামেদের

১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন/The News বাংলা
১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন/The News বাংলা

বহু বছর পর তুষারপাত হল দার্জিলিং-কালিম্পঙে। দার্জিলিং, ঘুম শহর তো বটেই, এমনকি বরফ পড়ল কালিম্পঙের লাভা, লোলেগাঁও, রিশপেও। প্রায় সাড়ে এগারো বছর প্রকৃত বরফপাত দেখেনি দার্জিলিং শহর। কিন্তু এবার যে দার্জিলিং বরফ দেখতে পারে, এমনটাই জানিয়েছিলেন বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমারের কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা।

আরও পড়ুন: ভিড়ে ঠাসা কলকাতা মেট্রোতে আগুন ও ধোঁয়া, অসুস্থ বহু

সেই পূর্বাভাসই সত্যি করে বরফ দেখল গোটা পাহাড়। শুক্রবার বিকাল থেকেই তুষারপাত শুরু হয় দার্জিলিং এবং কালিম্পং জেলার উঁচু জায়গাগুলিতে। শনিবারেও বরফপাত হয়েছে। শেষবার দার্জিলিং শহরে বরফ পড়েছিল ২০০৭-এর ১৪ ফেব্রুয়ারি। তবে সেই তুষারপাত ছিল প্রবল।

১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন/The News বাংলা
১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি

সেই তুলনায় এদিনের তুষারপাত হালকা হলেও, এগারো বছর পর বরফ দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক, সবার আনন্দ যেন বাঁধন ছাড়িয়ে যায়। আনন্দে রাস্তায় নেমে আসেন মানুষজন। বরফের আনন্দ নিতে থাকেন সবাই।

আরও পড়ুন: EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

শুক্রবার বিকাল থেকে বরফে সাদা হয়েছে সিকিমের বিস্তীর্ণ অঞ্চলও। ছাঙ্গু থেকে রাবাংলা, পশ্চিমে ওখরে থেকে পূর্বের সিল্করুট, বরফ পড়েছে সব জায়াগাতেই। আপাতত এইরকম ঠাণ্ডাই থাকবে। তবে নতুন বছরের শুরুর পর থেকেই আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন/The News বাংলা
১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন/The News বাংলা

আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

অন্য দিকে গোটা রাজ্যেই ঠান্ডার দাপট আরও বাড়বে বলে জানানো হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এটিই মরশুমের শীতলতম দিন ছিল। শনিবার সেই রেকর্ডও ভেঙে গেল। শনিবারই এই মরশুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বছরের পুরনো দিনগুলিতে তাপমাত্রা আরও কমবে বলেই জানানো হয়েছে।

১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন/The News বাংলা
১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

কলকাতার পারদ দশের নীচেও নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে তুষারপাত এবং হিমশীতল আবহাওয়ায় জমে গিয়েছে বর্ষশেষের পশ্চিমবঙ্গ। এই শীতের পরিস্থিতি চলবে আগামী জানুয়ারি মাসের ২ তারিখ থেকে। মধ্য ভারতের উচ্চচাপ বলয়ের জন্য মুক্ত উত্তরের হাওয়া আগামী জানুয়ারি মাসের ২ তারিখ থেকে বাধাপ্রাপ্ত হতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: জেলেই সুমন চট্টোপাধ্যায়, সিবিআই নজরে বাংলার আরও তিন সাংবাদিক

১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন/The News বাংলা
১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন/The News বাংলা

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

তবে, জানুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিম্নমুখী থাকবে। কলকাতা তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে বা কাছাকাছি হওয়ার সম্ভাবনা থাকছে। জেলার ক্ষেত্রে পানাগর, পুরুলিয়া, শ্রীনিকেতন, বাঁকুড়ার তাপমাত্রা ৫ ডিগ্রি থেকে ৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।

আরও পড়ুন: গোটা বিশ্বের নিষেধ উপেক্ষা করে নতুন করে সমুদ্রে তিমি শিকার

সিকিম ও দার্জিলিং এর হিমালয় সংলগ্ন এলাকায় আগামী দুদিন আরও তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকছে। দার্জিলিং এ শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকালেও তুষারপাতের সম্ভাবনা থাকছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখন যারা ঘুরতে গেছেন তাদের আনন্দের সীমা নেই।

]]>
শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও https://thenewsbangla.com/toy-train-of-darjeeling-will-run-not-only-in-daytime-but-in-the-evening-also/ Sun, 16 Dec 2018 17:51:05 +0000 https://www.thenewsbangla.com/?p=4353 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ ১৬ডিসেম্বরঃ শুধু দিনের বেলায় নয়, দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেনে চেপে এবার সন্ধ্যাবেলাতেও উপভোগ করুন পাহাড়ের অপরূপ সৌন্দর্য। ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য চালু হল ঐতিহ্যের টয় ট্রেনের সান্ধ্যকালিন পরিষেবা।

আরও পড়ুনঃ যুবভারতীতে ইতিহাস অ্যালেসান্দ্রোর ইস্টবেঙ্গলের, শাপমোচন ৩৩ মাস পর

দার্জিলিং-এ আগত পর্যটকদের গোধুলি লগ্নের অপরূপ পাহাড়ি দৃশ্যকে প্রত্যক্ষ করাতে রবিবার থেকে শুরু হল দার্জিলিং-এর ঐতিহ্যের টয় ট্রেনের সান্ধ্যকালিন পরিষেবা। আর এই পরিষেবা শুরু হওয়ায় এবার থেকে দিনের উজ্জ্বল আলোর পাশাপাশি, সন্ধ্যার আলো-আঁধারিতেও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে করতে সান্ধ্যকালিন টয় ট্রেন সফরের আনন্দ নিতে পারবে পর্যটক থেকে শুরু করে সাধারন স্থানীয় যাত্রীরাও।

শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও/The News বাংলা
শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও/The News বাংলা

রবিবার স্টিম ইঞ্জিন চালিত ঐতিহ্যের এই টয় ট্রেনটির উদ্বোধন করেন নর্থ-ফ্রন্টিয়ার রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম চন্দ্রপ্রকাশ গুপ্তা। প্রথম দিন কোনো যাত্রী ছাড়াই ট্রেনটি পরীক্ষামূলক ভাবে পাহাড়ের উদ্যেশ্যে যাত্রা শুরু করে।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

এদিন এই সান্ধ্যকালিন টয় ট্রেনের উদ্বোধনের পর ডিআরএম চন্দ্র প্রকাশ গুপ্তা জানান, ‘আপাতত দুটি কোচ নিয়ে সান্ধ্যকালিন টয় ট্রেন চালান হবে। চাহিদা অনুযায়ী পরবর্তিতে আরও কোচ বাড়ানোর সম্ভবনা রয়েছে। বর্তমানে একটি প্রথম শ্রেনীর কামরা ও একটি ডাইনিং কোচ চালান হবে’।

আরও পড়ুনঃ বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি দিল না মমতা প্রশাসন

প্রথম শ্রেনীর কামরায় মোট ১৭টি সিট ও ডাইনিং কোচটিতে ১২টি সিট রয়েছে। ভাড়া মাথাপিছু যথাক্রমে ১০০০ টাকা ও ১২০০ টাকা। ডাইনিং কোচের বিশেষত্ব হল, কামরাটিতে প্রবেশ করলে হেরিটেজের মতো অনুভুতি হবে। সেভাবেই কামরাটিকে সাজানো হয়েছে। ডাইনিং কোচটিতে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে ‘আইআরসিটিসি’-কে।

শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও/The News বাংলা
শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও/The News বাংলা

জানা গেছে, বর্তমানে সাধারণভাবে স্টেশানে গিয়ে বুকিং করতে হবে। পরবর্তীতে অনলাইনের মাধ্যমেও বুকিং করা যাবে। শিলিগুড়ি জংশন থেকে সুকনা পর্যন্ত পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য্য সেভাবে উপভোগ করতে না পারলেও, সুকনার পর থেকে রঙটং পর্যন্ত পাহাড় ও তার প্রাকৃতিক সৌন্দর্য বারবার মানুষকে টয়ট্রেনে করে ভ্রমন করার দিকে আকর্ষিত করে তুলবে বলে আশাবাদী রেল কর্তারা।

আরও পড়ুন: ‘অশিক্ষিত রাজনীতিবিদ’ কলঙ্ক ঘোচাতে বুড়ো বয়সে মাধ্যমিকে

প্রসঙ্গত, শিলিগুড়ি জংশন থেকে প্রতিদিন দার্জিলিং পর্যন্ত সকাল সাড়ে আটটায় একটি টয় ট্রেন ছাড়া হয়। অন্যদিকে দার্জিলিং থেকে আর একটি ট্রেন সকাল আটটায় ছেড়ে দুপুরের পর শিলিগুড়ি পৌছায়। তবে স্বল্প দৈর্ঘের দুরত্বে কয়েকঘন্টা টয় ট্রেন সফর করতে কতটা চাহিদা রয়েছে সেটাই দেখার জন্য সম্ভবত সান্ধ্যকালীন টয় ট্রেনের সুচনা করল ডিএইচআর বলে অনেকের ধারনা।

শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও/The News বাংলা
শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও/The News বাংলা

ট্রেনটির ভেতরে কোনো রান্নার ব্যবস্থা নেই। তবে চা, কাটলেট, গরম গরম সিঙারা পাওয়া যাবে। পাশাপাশি চিপস, কাটলেট জুস সমস্তটাই এমআরপির দাম অনুযায়ী পাওয়া যাবে এখানে। চা-এর দামও রাখা হয়েছে সাধারণের নাগালের মধ্যে। চায়ের কাপে চুমুক দিতে দিতে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতেই সময় চলে যাবে।

আরও পড়ুনঃ মালাবদলের ঠিক আগেই বিয়েবাড়ি অভিযানে পুলিশ প্রশাসন

যেখানে ৩৫ মিনিট থামবে ট্রেনটি সে সময় আশেপাশের জায়গায় একটু ঘুরে ফিরে পাহাড়ের দৃশ্য উপভোগ করে ফের গন্তব্যে ফেরার পালা৷ তিনঘন্টায় শিলিগুড়ি জংশন থেকে রংটং গিয়ে আবার ওইদিনই ট্রেনে করে ফিরে আসার জন্য ১০০০ টাকা ও ১২০০ টাকা দিয়ে মোট ১৬ কিমি পথ সান্ধ্যভ্রমন করতে পর্যটক কিংবা সাধারণ মানুষ কতটা উৎসাহি হয় সেটাই এখন দেখার।

পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন দ্বিতীয় পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন তৃতীয় ও শেষ পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>
পাহাড়ে নিজের বাড়ি থেকে বিমলকে ধরল মমতার পুলিশ https://thenewsbangla.com/mamatas-police-arrested-bimal-from-his-house-on-the-hill/ Sun, 09 Dec 2018 14:35:35 +0000 https://www.thenewsbangla.com/?p=3814 The News বাংলা,কার্শিয়াংঃ এক বিমলকে ধরে আর এক বিমলের সন্ধানে। পাহাড়ে বিমল গুরুংকে ধরতে আরও একধাপ এগোল মমতার পুলিশ। যে কোনদিন জালে উঠতে পারে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। এবার পুলিশের জালে গুরুং ঘনিষ্ট আরও এক মোর্চা নেতা।

দীর্ঘ খোঁজাখুজির পর অবশেষে পুলিশের জালে বিমল গুরুং ঘনিষ্ট মোর্চা নেতা বিমল দর্জি। এক বছর আগে কার্শিয়াং থানার অন্তর্গত গয়াবাড়ি রেল স্টেশনে আগুন লাগানোর ঘটনায় মুল অভিযুক্ত ছিল বিমল দর্জি। এরপরই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ।

আরও পড়ুন: ‘দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়’

শনিবার তার নিজের বাসভবন থেকেই তাকে আটক করে কার্শিয়াং থানার পুলিশ। রবিবার তাকে গ্রেপ্তার করে কার্শিয়াং আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে গতবছর অশান্ত হয়ে ওঠে গোটা পার্বত্য অঞ্চল। মোর্চা নেতা বিমল গুরুংয়ের নেতৃত্বে গোটা পাহাড় অশান্ত হয়ে ওঠে। সে সময় পাহাড়ের নানান জায়গায় মোর্চা সমর্থকরা রীতিমত তান্ডব চালায়।

আরও পড়ুন: মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর

লাগাতার বনধ, আন্দোলনের পাশাপাশি একাধিক জায়গায় ভাঙচুর, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় গোর্খা জনমুক্তি মোর্চা। সেই সময় ১৫ জুন গয়াবাড়ি রেলস্টেশনে আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা। এছাড়া বহু সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ওঠে মোর্চার বিরুদ্ধে।

গয়াবাড়ি রেল স্টেশনে আগুন লাগাবার অভিযোগে বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয় বিভিন্ন থানায়। তাদের মধ্যে মুল অভিযুক্ত হিসেবে বিমল দর্জির নাম সামনে আসে। তিনি বিমল গুরুংয়ের অত্যন্ত ঘনিষ্ট ব্যক্তি বলে পরিচিত।

আরও পড়ুন: বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ

সরকারী সম্পত্তি নষ্ট করার অভিযোগে বিমল দর্জির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়। সেই থেকে বিমল গুরুংয়ের মত সেও গা ঢাকা দিয়ে ছিল। শনিবার রাতে সে তিনধরিয়ায় তার বাড়িতে এলে গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় কার্শিয়াং থানার পুলিশ।

আরও পড়ুন: আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে

তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সারারাত জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবারই তাকে কার্শিয়াং আদালতে তোলা হয়৷ অভিযুক্তের পক্ষের উকিল আদালতে বিমল দর্জির জামিনের আবেদন জানান। বিচারক তার জামিনের আবেদন খারিজ করে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বিমল দর্জিকে সারারাত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বিমল গুরুং এর সন্ধান জানতে চাইছে পুলিশ। আগামী কয়েকদিনও জেলে গিয়ে তাকে জেরা করবে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে।

]]>