Darjeeling BJP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 15 Nov 2018 19:12:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Darjeeling BJP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লোকসভা ভোটের আগে ফের গুরুংকে নিয়ে লড়াই বিজেপি- তৃণমূলে https://thenewsbangla.com/before-the-lok-sabha-elections-the-bjp-tmc-fight-start-again-for-bimal-gurung/ Thu, 15 Nov 2018 19:02:06 +0000 https://www.thenewsbangla.com/?p=2471 The News বাংলা, শিলিগুড়িঃ পাহাড় নিয়ে ফের একবার সামনা-সামনি মমতা-মুকুল। বুধবারই মমতার ‘দ্বিমুখী নীতি’র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মুখ খুলেছিলেন মুকুল রায়। বৃহস্পতিবার সেই কটুক্তির পাল্টা দিলেন আর এক পাহাড়ি বিনয় তামাং।

আরও পড়ুনঃ রথযাত্রার আগেই ষাঁড়ের তাড়া খেলেন মুকুল রায়

গোটা রাজ্যে বিজেপির আসন্ন রথযাত্রা কার্যক্রমের প্রস্তুতি পর্বের বৈঠক করতে শিলিগুড়িতে এসে বুধবার রাজ্য সরকারের সমালোচনায় বিমল গুরুং-এর প্রকাশ্যে আসার প্রসঙ্গে জোর সাওয়াল করেন মুকুল রায়। মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, “যেখানে বিনয় তামাং এবং বিমল গুরুঙ দুজনাই একই কেসের আসামী, সেখানে বিনয় তামাং বাইরে ঘুরে বেরাবে আর বিমল গুরুং অন্তরালে থাকবে কেন?”

Image Source: Google

মুকুল রায় প্রশ্ন তোলেন, “মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও। যে কেসে গুরুং জড়িত, সেই একই কেসে বিনয় তামাঙের নামও আছে। অথচ বিনয় তামাং যদি প্রকাশ্যে বাইরে থাকতে পারে, তাহলে বিমল গুরুংকে কেন লুকিয়ে থাকতে হবে? দার্জিলিঙে বিনয় তামাঙের সঙ্গে রাজ্যের সম্পর্ক ভালো বলে তাকে গ্রেপ্তার করবে না পুলিশ?” সেইসঙ্গে মুকুলবাবু ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “পাহাড়ে গোর্খাকে বিভাজন করা, এটা অত্যন্ত অনৈতিক কাজ করেছে মমতা বন্দোপাধ্যায়”।

Image Source: Google

আরও পড়ুনঃ ‘আন্তর্জাতিক’ ফিল্ম ফেস্টিভ্যালে কাউন্সিলরের ‘বিজ্ঞাপন’, বিক্ষোভে মুখ পুড়ল বাংলার

তিনি আরও জানান, ‘বিজেপি চায় বিমল গুরুং প্রকাশ্যে আসুক। রাজনৈতিক কর্যক্রমে অংশ নিক’। সব মিলিয়ে পাহাড় সহ সমতলে নিজেদের শক্তি বুঝে পেতেই পাহাড় ও সমতলের নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার নির্বাচন কমিটির চেয়ারম্যান মুকুল রায়। সুত্রের খবর, পাহাড়ের বৈঠকে কর্মীদের মুকুল রায় পরিষ্কার জানিয়ে দেন, গুরুং-এর সঙ্গেই জোট বেঁধেই দার্জিলিং আসনটিতে এবারেও জয় নিশ্চিত করতে চায় বিজেপি।

Image Source: Google

একই কেসে অভিযুক্ত হয়ে বিনয় তামাং প্রকাশ্যে আর বিমল গুরুং অন্তরালে বলে মুকুল রায়ের বক্তব্যকে এবার পাল্টা দিলেন বিনয় তামাং। বৃহস্পতিবার শিলিগুড়ির শিমুল বাড়িতে এক অনুষ্ঠানে বিনয় তামাং বলেন, “আমার ওপরেও ২১৯টা কেস রয়েছে। কিন্তু যখন কোর্ট আমাকে তলব করে, তখনই আমি কোর্টে যাই। আমার ওপরেও বেশ কিছু নন বেলেবেল কেস ছিল। কিন্তু আমি কোর্টকে সম্মান জানিয়ে এন্টিসেপটারি বেল নিয়েছি, এবং আত্মসমর্পন করেছি। যাই হোক না কেন কোর্টে আসতে হবে, এন্টিসেপেটারি বেল নিতে হবে। কিন্তু বিমল গুরুঙ, রোশন গিরিদের গ্রুপটা বেআইনি কাজ করেছে তাই পালিয়ে গেছে”।

আরও পড়ুনঃ ‘কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’ তুমি কার ?

The News বাংলা

সেইসঙ্গে জিটিএতে নতুন বোর্ড ভেঙে দিতে চাইছে বলে মুকুল রায়ের বক্তব্যকে চালেঞ্জ জানিয়ে বিনয় তামাং বলেন, “এখন জিটিএ-তে যে উন্নয়নের কাজ হচ্ছে তা আরটিআই করে দেখতে পারেন। আগে যেখানে উন্নয়ন হয় নি। সেখানে আজ ব্যপক উন্নয়ন হচ্ছে”। সেইসঙ্গে বিমল গুরুং এর সুপ্রিম কোর্টে রিলিফ কেসের মুকুলবাবুর বক্তব্যকে কটাক্ষ করে বিনয় তামাং বলেন, “মুকুলবাবু জানেনই না যে, গত বছর বিমল গুরুং-এর সেই কেসের রিলিফ প্রে রিজেক্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট”।

বলা যায়, লোকসভা ভোটের আগে বিমল গুরুংকে নিয়ে ফের সরগরম পাহাড়ের রাজনীতি। লোকসভা ভোটের আগে ফের গুরুংকে নিয়ে লড়াই শুরু বিজেপি বনাম তৃণমূলে।

]]>
মুখ্যমন্ত্রী শহরে থাকাকালিন বিজেপি সভাপতির উপর দুষ্কৃতি হামলা https://thenewsbangla.com/when-the-chief-minister-is-in-the-city-while-the-mischief-attack-on-the-bjp-president/ Fri, 02 Nov 2018 18:36:32 +0000 https://www.thenewsbangla.com/?p=1920 কৃষ্ণা দাস, শিলিগুড়িঃ শহরের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে আক্রমন বিজেপির জেলা সভাপতির। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার সময়ই শহরের নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা ও আইনের অবনতির অভিযোগ তুলে পুলিশ প্রশাসনকে এক হাত নিলেন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির অন্যতম জনবহুল অঞ্চল, তাঁর বাড়ির সামনে দুই দুষ্কৃতি তাঁর ওপর আক্রমন করে। এবং তার মোবাইল ফোন কেড়ে নেবার চেষ্টা করে।

শিলিগুড়ি বিজেপি সুত্রে জানা গেছে, গত ১ নভেম্বর রাত ১০টা ৩০নাগাদ, দলীয় কর্মসূচি সেরে শিলিগুড়ি অন্যতম জনবহুল অঞ্চল আশ্রমপাড়ার রামকৃষ্ণ রোডে নিজের বাড়িতে ঢুকছিলেন অভিজিত রায় চৌধুরি। বিজেপি জেলা সভাপতি, তার নিজ বাসগৃহে ঢোকার মুখেই দুই বাইক আরোহী দুষ্কৃতি তার ওপর হামলা চালায়। ওইসময় তার নিরাপত্তারক্ষি ও অন্যান্য মানুষের সামনেই তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেবার চেষ্টা করে।

The News Bangla

সেই ধস্তাধস্তিতে তার মোবাইল ফোনটি মাটিতে পরে গিয়ে ভেঙে যায়। এরপরই ওই দুই বাইক আরোহী দুষ্কৃতি, ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এরপরই অভিজিৎ বাবু স্থানিয় পানিটাঙ্কি ফাঁড়িতে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: বাঙালি হত্যার প্রতিবাদে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও তৃণমূল-সিপিএমের আন্দোলন

অভিজিৎবাবুর অভিযোগ, এধরনের ঘটনা শিলিগুড়ির আশ্রমপাড়া, হাকিমপাড়া সহ শহরের এদিকে- ওদিকে প্রায় রোজই ঘটে চলেছে। তার ওপর এদিন স্বয়ং মুখ্যমন্ত্রী রয়েছেন শিলিগুড়িতে। কিন্তু পুলিশ তাতেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছে না। পুলিশ শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সুরক্ষা প্রদান এবং বিজেপি নেতাদের পেছনে গোয়েন্দাগিরি করতে ব্যস্ত। কিন্তু শিলিগুড়ির সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ।

The News Bangla

দুষ্কৃতি হামলায় আক্রান্ত হয়েছেন বিজেপির দার্জিলিং জেলার সভাপতি। দুস্কৃতিরা মোবাইল ছিনতাই করতে এসেছিল বলেই প্রাথমিক সন্দেহ। তবে, এর পাশাপাশি অভিজিৎ রায় চৌধুরি তাঁর উপর গোয়েন্দাগিরির অভিযোগও এনেছেন। তাঁর মতে, মোবাইল চুরি করার অন্য উদ্দেশ্যও থাকতে পারে দুই বাইক আরোহী দুষ্কৃতির। মোবাইল চুরি করে তাঁর গতি প্রকৃতির উপর নজর রাখতেই এই কাজ করানো হতে পারে বলেও তাঁর অনুমান।

আরও পড়ুন: তৃণমূলের জেলা কার্যালয়ে তৃণমূল নেতাদেরই শাস্তির দাবীতে পোস্টার

যদিও এবিষয়ে তিনি সংশ্লিষ্ট এলাকার থানায় লিখিত অভিযোগ করেছেন। তবুও তার অভিযোগ, শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির পরও বাইক আরোহী দুষ্কৃতিরাজ বাড়বাড়ন্ত গোটা শিলিগুড়ি শহরে। কোন নিয়ন্ত্রন নেই প্রশাসনের। প্রশাসন শুধু তৃণমূল নেতানেত্রীদের সুরক্ষা নিয়ে বাস্ত। সাধারণ মানুষের কথা ভাবার সময় কোথায়।

যদিও শিলিগুড়ি পুলিশ প্রশাসনের তরফ থেকে, এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বাইক আরোহী দুষ্কৃতিদের খোঁজ শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।

]]>