Dantewada – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Apr 2019 13:33:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Dantewada – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ছত্তিশগড়ে বিজেপি নেতার কনভয়ে ভয়ঙ্কর মাওবাদী হামলায় মৃত বিধায়ক সহ ছয় https://thenewsbangla.com/maoists-attack-bjp-convoy-in-dantewada-mla-bhima-mandavi-among-6-killed/ Tue, 09 Apr 2019 13:01:58 +0000 https://www.thenewsbangla.com/?p=10397 ভোটের একদিন আগে ভয়ঙ্কর মাওবাদী হামলা। বিজেপি নেতার কনভয়ে এই হামলায় মৃত বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবী ও ৫ নিরাপত্তা কর্মী। জানা গেছে প্রথমে কনভয়ে আইডি বিস্ফোরণ ঘটান হয়। তারপর এলোপাথাড়ি গুলি চালান হয়। ৫ নিরাপত্তা কর্মী ঘটনাস্থলেই মারা যান। আহত আরও অনেক।

প্রথমে খোঁজ পাওয়া যাচ্ছিল না বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীর। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে গেছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

আইডি বিস্ফোরণে প্রথমেই উড়ে যায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীর গাড়ি। তারপরেই গাছের আড়ালে লুকিয়ে থাকা মাওবাদীরা গুলিতে ঝাঁঝরা করে দেয় বিধায়ক সহ পুলিশ কর্মীদের। এরপরেই ঘটনাস্থলে ছুটে যায় সিআরপিএফের একটি ব্যাটেলিয়ান। মাওবাদীদের সঙ্গে তাদের গুলির লড়াই চলছে বলেই খবর পাওয়া গেছে।

ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়াতেই এই ধরণের ঘটনা ঘটাতে পারল মাওবাদীরা, এমনটাই মনে করা হচ্ছে। ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে ছত্তিসগড় ও বাংলার মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে। এতেই পরিকল্পনা করে এগোতে পারছে মাওবাদীরা এমনটাই মনে করছে বিরোধীরা। এবার সেই আশঙ্কাই সত্যি করে কেন্দ্রের শাসক দলের নেতার গাড়িতেই মাওবাদী হামলা হল।

]]>
প্রধানমন্ত্রী মোদীর সভার আগেই মাওবাদী হামলায় নিহত ৫ https://thenewsbangla.com/before-the-prime-minister-modis-meeting-4-civilians-and-1-cisf-jawan-killed-in-maoist-attack/ Thu, 08 Nov 2018 10:53:48 +0000 https://www.thenewsbangla.com/?p=2036 দান্তেওয়াড়া: ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় এক মাসের মধ্যে তৃতীয়বার মাও হামলা। বৃহস্পতিবার, এই ঘটনায় এখনও পর্যন্ত একজন সিআইএসএফ জওয়ান-সহ পাঁচজন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের ঠিক আগে এই মাও হামলা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে। চিন্তায় ছত্তিশগড় সরকারও।

সপ্তাহখানেক আগে দূরদর্শনের সাংবাদিকদের উপর হামলা চালায় মাওবাদীরা৷ তাতে প্রাণ হারান দূরদর্শনের এক চিত্রগ্রাহক এবং দুজন পুলিশকর্মী৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তিশগড়ের দান্তেওয়াড়া।

Image Source: Google

বৃহস্পতিবার দুপুরে, দান্তেওয়াড়ার বাচেলি থানা এলাকায় আকাশনগর ছনম্বর মোড়ে CISF এর একটি বাসে বিস্ফোরণটি হয়। রেশন নিয়ে ফিরছিলেন কর্মীরা। ছিলেন সিআইএসএফ জওয়ানরা। বিস্ফোরণে উড়ে যায় বাসটি। বিস্ফোরণের জেরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাসের ড্রাইভার ও হেল্পার সহ ৪ জন সাধারণ নাগরিক ও ১ জন CISF জওয়ান রয়েছেন বলে জানা গেছে। আহতের সংখ্যা অনেক। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের মুখে অযোধ্যার রামই শেষ ভরসা মোদীর বিজেপির

১২ নভেম্বর ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন। যে ১৮টি কেন্দ্রে ভোট হবে তার নটিই মাওবাদী অধ্যুষিত এলাকায় অবস্থিত। তার আগেই এই হামলার ঘটনায় উদ্বিগ্ন পুলিশকর্তারা। নির্বাচনের কড়া নিরাপত্তার মধ্যেই বুধবার রাতে সুকমার ইকতাপাড়ায় খুন হন সিপিআইয়ের প্রাক্তন প্রধান কালমু ধুরুয়া। তাঁর বাড়ির কাছেই পিটিয়ে হত্যা করা হয় তাঁকে।

Image Source: Google

পুলিশের অনুমান, এই খুনের ঘটনার নেপথ্যে মাওবাদী যোগ রয়েছে। যদিও সিপিআই প্রধান মণীশ কুঞ্জমের অভিযোগ, এটি রাজনৈতিক হত্যা। হামলা চালিয়েছে কংগ্রেস সমর্থকরা। যদিও কংগ্রেসের পালটা দাবি, এটি হামলা নয়, ধনতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন। একের পর মাওবাদী হামলা এবং তাতে প্রাণহানির ঘটনার পরেও কংগ্রেসের মাও কার্যকলাপকে সমর্থনের ঘটনায় উঠেছে সমালোচনার ঝড়।

আরও পড়ুন: মোদীর নোটবন্দীর ২ বছর পূর্তিতে আশা নিরাশা

বিধানসভা নির্বাচনের ঠিক আগেই একের পর মাও হামলায় উত্তপ্ত ছত্তিশগড়। চলতি মাসেই মাও অধ্যুষিত দান্তেওয়াড়ার নিলওয়া গ্রামে মাওবাদী হামলায় মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর ও এক ক্যামেরাম্যানের। আহত হন আরও দুই সাংবাদিক। তবে এর পরপরই ফের হামলা চালাল মাওবাদীরা।

Image Source: Google

আগামী ১২ ও ২০ নভেম্বর দুদফায় ছত্তিশগড়ের ৯০ টি বিধানসভা আসনে নির্বাচন। রাজ্যে হিংসা এড়াতে ছত্তিশগড়ে মাও অধ্যুষিত ১৮টি আসনের জন্য একটি আলাদা দফায় নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১২ নভেম্বর ওই ১৮টি আসনে নির্বাচনের দিন স্থির হয়েছে। বাকি ৭২টি আসনে নির্বাচন হবে আগামী ২০ নভেম্বর।

আরও পড়ুন: মায়ের পুজোয় মদ বিক্রিতে রেকর্ড গড়ল মমতার বাংলা

সেই নির্বাচনের আগে ছত্তিশগড়ে পরপর চারদিনের মিটিং মিছিলের কর্মসূচি ছিল বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নির্বাচনী প্রচারের কর্মসূচি স্থির করেছিল বিজেপি। কিন্তু তার ঠিক একদিন আগেই ভয়াবহ মাওবাদী হামলার কবলে দান্তেওয়াড়া এলাকা।

Image Source: Google

প্রধানমন্ত্রীর ভোট প্রচারে আসার আগেই এই মাও হামলা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে। চিন্তায় ছত্তিশগড় সরকারও। ভোট বানচালের সিদ্ধান্তের ঘোষণা আগেই করে দিয়েছে মাওবাদীরা। তার জন্যই এই পরপর মাও হামলা বলেই মনে করা হচ্ছে।

]]>
আসন্ন ভোটের কভারেজে গিয়ে মাও হামলায় দূরদর্শনের ক্যামেরাম্যান সহ মৃত তিন https://thenewsbangla.com/a-cameraman-of-doordarshan-and-two-police-person-dead-in-a-maoist-attack/ Tue, 30 Oct 2018 13:21:13 +0000 https://www.thenewsbangla.com/?p=1694 The News বাংলা: ফের মাওবাদী হামলা ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াড়ায়। দান্তেওয়াড়া জেলার আরানপুর গ্রামে মাওবাদীদের হামলায় দূরদর্শনের এক ক্যামেরাম্যান ও দুই পুলিশ কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার আরানপুর গ্রামের জঙ্গলের কাছে এই হামলাটি চালানো হয় বলে খবর। এ হামলার ঘটনায় দুই পুলিশ কর্মীর মৃত্যু ও আরও দুই পুলিশ কর্মী আহত হয়েছেন।

Image Source: Google

আগামী মাসে ছত্তিশগড় বিধানসভার নির্বাচন। নির্বাচনের খবর সম্প্রচারের উদ্দেশ্যেই দূরদর্শনের টিম মাওবাদী অধ্যুষিত ওই অঞ্চলটিতে গিয়েছিল। সঙ্গে ছিলেন নিরাপত্তা কর্মীরা।

আরও পড়ুনঃ ভাইরাল ছবির জেরে ‘দুধের বাচ্চা’ নিয়ে বদলি মহিলা পুলিশ

তবে, সংবাদিক সম্মেলনে ছত্তিশগড় নকশাল প্রতিরোধ অভিযানের ডিআইজি পি সুন্দর রাজ জানিয়েছেন, তাদের একটি দল টহল দিতে ওই এলাকায় গিয়েছিল, দূরদর্শনের ক্রুরা তাদের সঙ্গে ছিল। সেই সময় হামলা হয়।

Image Source: Google

তিনজন এই হামলায় মারা যান। যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন, সাব ইন্সপেক্টার রুদ্র প্রতাপ, সহকারী কনেস্টেবল মাঙ্গালু ও দিল্লি থেকে আসা দূরদর্শনের নিউজ ক্যামেরাম্যান অচ্চ্যুতানন্দ সাহু।

আরও পড়ুন: বাজপেয়ীর হাতে শুরু চীনা ব্যবসা বাংলায় শেষ মোদীর আমলে

দিল্লি থেকে প্রাক ভোট কভার করতে আসা দূরদর্শনের ওই সাংবাদিক গুরুতর আহত হওয়ার পর, পরে মারা যান বলে জানিয়েছেন ডিআইজি পি সুন্দর রাজ। অপরদিকে দুই পুলিশ কর্মী ঘটনাস্থলেই মারা যান।

Image Source: Google

হামলার ঘটনার পর নিরাপত্তা বাহিনী দান্তেওয়াড়া জেলা ও আশপাশে কড় নজর রাখছে বলে জানিয়েছেন ডিআইজি সুন্দর রাজ। দান্তেওয়াড়া ও বিজাপুর জেলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সিআরপিএফ এর ১১১ বাটেলিয়ান ঘটনাস্থলে আনারপুরে ঘটনাস্থলে ছুটে যায়।

আরও পড়ুন: রাম মন্দির না বাবরি মসজিদ, লড়াই পিছিয়ে গেল

তিন দিন আগে ছত্তিশগড়ের বিজাপুরে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর একটি মাইন প্রতিরোধ গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। ওই হামলায় সিআরপিএফের চার জওয়ান নিহত হয়। আইডি বিস্ফোরণ ঘটিয়ে চালানো ওই হামলায় আরও দুই জওয়ান আহত হয়।

Image Source: Google

ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। এই জন্যই ভোটের আগে হামলা চালিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’

৯০ টি বিধানসভা আসনের ছত্তিশগড়ে, দুটি পর্বে ভোট গ্রহণ করা হবে। আগামী ১২ এবং ২০ নভেম্বর হতে চলেছে নির্বাচন। এর মধ্যে প্রথমপর্বের জন্য নির্ধারিত হয়েছে মাওবাদী প্রভাবিত ৭টি জেলা। পর পর প্রাণঘাতী হামলার শিকার বিজাপুর এবং দান্তেওয়াড়ার ভোট গ্রহণও প্রথমপর্বেই নির্দিষ্ট হয়েছে।

Image Source: Google

আর এই প্রথম পর্বের ভোটই বানচাল করতে চায় মাওবাদীরা। তাই একের পর এক হামলা চালাচ্ছে তারা। তবে রাজ্যে মাওবাদী হামলায় সংবাদ জগতের কারোর মৃত্যুর ঘটনা এই প্রথম।

]]>