Danger – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 24 Jan 2019 14:46:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Danger – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লোকাল ট্রেনকে এক্সপ্রেস ভাবলেন ষ্টেশন মাস্টার, তারপরেই হল বিপদ https://thenewsbangla.com/station-master-thinks-a-local-train-to-a-express-train-then-there-is-danger/ Thu, 24 Jan 2019 14:36:25 +0000 https://www.thenewsbangla.com/?p=5971 ভুল করে লোকাল ট্রেনকে এক্সপ্রেস ভাবলেন ষ্টেশন মাস্টার। দাঁড় করালেন না প্লাটফর্মে। তারপরেই হল বিপদ। প্লাটফর্মে নামতে না পেরে ঝাঁপালেন যাত্রীরা। এদিকে, দুদিকেই ছুটে এল ট্রেন। ভয়ঙ্কর বিপদ থেকে একচুলের জন্য বাঁচলেন সবাই।

সকাল আটটার কিছু পর থেকে দক্ষিণ-পূর্ব রেলে ব্যাহত হয় ট্রেন চলাচল। পরের পর স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও দুরপাল্লার ট্রেন। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। সকাল ১১টা নাগাদ পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। ঘটনায় নিজেদের ভুলের কথা স্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। ৩ ঘন্টা পরে উঠল অবরোধ! বে-লাইনে ট্রেন নিয়ে তদন্তের নির্দেশ রেলের।

আরও পড়ুনঃ নেতাদের পর সিনেমার প্রয়োজক, চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার শ্রীকান্ত মোহতা

সকাল আটটার পর পাশকুড়া থেকে হাওড়াগামী ট্রেনটিকে ডাউন লাইন দিয়ে স্টেশনে না গিয়ে মাঝের লাইন দিয়ে পাশ করানো হয়। ট্রেনটি মাঝের লাইন দিয়ে দাশনগর স্টেশনে এসে দাঁড়িয়ে পড়ে। প্লাটফর্ম না থাকায় দু পাশে লাফ দিয়ে নামতে থাকেন যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই পাশের লাইন দিয়ে জগন্নাথ এক্সপ্রেস যায়। ট্রেনের ধাক্কায় না হলেও, লাফ মারার কারণে অনেক যাত্রীই আহত হন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

এই ঘটনার পর সকাল ৮.৩০ থেকে দাশনগরে আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে পড়েন যাত্রীরা। অভিযুক্ত রেলকর্মীদের শাস্তির দাবি জানাতে থাকেন তাঁরা। আরপিএফ এবং জিআরপি-র বিশাল বাহিনী নিয়ে স্টেশন চত্বরে যান রেলের আধিকারিকরা। অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চলে।

আরও পড়ুনঃ মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা

বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও এক্সপ্রেস ট্রেন। দাশনগর স্টেশনে দাঁড়িয়ে যায় আপ দুরন্ত এক্সপ্রেস। এছাড়াও আমতা লোকাল, পাশকুড়া দাঁড়িয়ে পড়ে। ডাউন লাইনে উলুবেড়িয়া-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে বহু ট্রেন। অনেক পরে রেল চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান

রেলের তরফে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ রেলের তরফে গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন। ঘটনাাটিকে ভুল বোঝাবুঝি বলেও ব্যাখ্যা করেছেন তিনি। তদন্ত করে কর্মীদের শাস্তির আশ্বাসও দিয়েছেন তিনি। সিগন্যাল ফেল হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন রেলের আধিকারিকরা।

আরও পড়ুনঃ জন্মদিনে নেতাজি সুভাষের মৃত্যুদিন নিয়ে ছেলেখেলা রাহুলের কংগ্রেসের

তবে সিগন্যাল ফেল না মানুষের ভুল, সেটাই এখন তদন্তের বিষয়। সিগন্যাল ফেল নয়, ষ্টেশন মাস্টার ও কর্মীদের ভুল বলেই অভিযোগ সাধারণ যাত্রীদের। দুদিক থেকেই সেইসময় ট্রেন আসায় অনেক মানুষের মৃত্যু হতে পারত বলেই আরও ক্ষেপে যান যাত্রীরা। পরে তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিলে তবেই ওঠে অবরোধ।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ব্রিগেড থেকে ফিরেই ভোলবদল, মমতা নয় রাহুলকেই প্রধানমন্ত্রী চাইলেন নেতারা

রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন https://thenewsbangla.com/sachin-disappeared-for-two-days-administration-think-of-danger/ Wed, 02 Jan 2019 17:35:21 +0000 https://www.thenewsbangla.com/?p=5137 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও ‘শচীন’ অধরা। গত মঙ্গলবার কাকভোরে শিলিগুড়ি সাফারি পার্কের এনক্লোজার থেকে বেড়িয়ে পরেছে শচীন নামের চিতা বাঘ। ইলেকট্রিক ফেন্সিং লাগানো সত্বেও গাছ বেয়ে পগারপার চিতা বাঘ শচীন। এরপর থেকে পার্কেরই ভিতরে আনাচে কানাচে খোঁজাখুজির পর, এখনও পর্যন্ত তার দেখা মিললেও ধরা সম্ভব হয় নি চিতাটিকে। একদিকে উদ্বেগ, অন্যদিকে আতঙ্কেই দিন কাটছে পার্ক কর্তৃপক্ষ এর। অন্যদিকে অন্য একটি পুরুষ চিতা বাঘ সৌরভকেও রাখা হয়ে বিশেষ নজরদারিতে।

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

গত মঙ্গলবার থেকেই দুটি কুনকি হাতি দিয়ে চিরুনি তল্লাশির পাশাপাশি ১৫টি খাঁচা পাতাও হয়েছে পার্কের তৃণভোজি প্রানীদের বনানঞ্চলে। বুধবার ভোর হতেই ফের পার্ক কতৃপক্ষ সহ স্থানীয় প্রশাসন ও বনদপ্তরের কর্মীরা নেমে পরে শচীনকে খুঁজতে। আনা হয়েছে আরও দুটি কুনকি হাতি। মোট ছটি স্কয়্যাডে ভাগ হয়ে বনকর্মীরা প্রতিটি গাছে, ঝোপেঝাড়ে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন: শুধুই হ্যাপি নিউ ইয়ার নয়, ১লা জানুয়ারী ঠাকুর শ্রী রামকৃষ্ণের কল্পতরু উৎসবও

তার দেখা মিললেও বারবারই লাফিয়ে পালিয়েছে, বলেই পার্ক সুত্রে জানা গেছে। ঠিক কোন অঞ্চলে চিতাবাঘটির অবস্থান রয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারছে না তারা। তবে বাছাধনকে পাকড়াও করতে সবরকম ব্যবস্থাই গ্রহন করেছে সাফারি পার্ক। পার্ক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার নতুন কিছু পদ্ধতি অবলম্বন করা হবে।

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

তার মধ্যে আরও কুনকি হাতি এনে গোটা সাফারি পার্ককে ঘিরে কম্বিং অপারেশনের ধাঁচে অভিযান কিংবা বাঘটির দেখা মিললেই তাকে প্রয়োজনে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হতে পারে। আর তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহন করেছে পার্ক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পার্কের দুটি কুনকি হাতির পাশাপাশি বুধবার বিকেলে জলদাপাড়া থেকে আরও দুটি কুনকি হাতি আনা হয়েছে। রয়েছে চিকিৎসকদের একটি দলও।

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

পাশাপাশি শচীনের অন্য এক সঙ্গী সৌরভের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। তাকে ক্লোজ এনক্লোজারে নিয়ে আসা হয়েছে। এদিকে গত মঙ্গলবারের পর বুধবার পর্যটক ও সাধারণের প্রবেশের নিয়মে কিছুটা শিথিল করা হলেও, এদিন পার্কে সাধারণের জন্য সমস্ত রাইড বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ নতুন বছরে বাংলার কৃষকদের জন্য ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী মমতা

পাশাপাশি পায়ে হেঁটে পার্কের যত্রতত্র ঘোরাঘুরির ওপর নিষেধ গতদিনের মতই বহাল রাখছে পার্ক কর্তৃপক্ষ। শুধুমাত্র চালু থাকবে কার সাফারিই। বন্ধ থাকবে এলিফ্যান্ট সাফারিও। এদিকে বাঘটি অন্যকোন তৃণভোজি প্রানীকে ক্ষতি করতে পারে বলে যেমন ভয় রয়েছে পার্ক কর্তৃপক্ষ এর, তেমনই এই ছোটাছুটিতে চিতার নিজেরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে তারা। সুতরাং বৃহস্পতিবার শচীনের তল্লাশিতে আরও বেশি করে জোর দেওয়া হচ্ছে বলে শিলিগুড়ি সাফারি পার্ক সুত্রে খবর।

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

এদিকে জু এর তরফ থেকে এক আধিকারিক অসিম চাকি জানিয়েছেন, ‘বুধবার বেলা থেকে সর্বসাধারনের জন্য পার্কের কম্বো সাফারি খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তল্লাশি অভিযানও চালানো হচ্ছে। শুধুমাত্র জু অংশের লেপার্ড সাফারি বন্ধ রাখা হয়েছে। বাকি হরিণ, কুমির, রয়েল বেঙ্গল, পাখিদের অংশটা খোলা রাখা হয়েছে’।

আরও পড়ুনঃ শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি আরও জানান, ‘মোটা দশটা বাস চালানো হচ্ছে। কিন্তু কোন পা-এ হেঁটে নয় সাফারি নয় এখন। সবটাই বাসে করে। তবে চিতাটি এখনও পর্যন্ত পার্কেই রয়েছে। কারণ বেরোবার কোন সম্ভবনাই নেই। তিনি আরও দাবি করেন, এই পার্কে খাবারের কোন অভাব নেই। শুধুমাত্র বন্য প্রানী তার নিজস্ব স্বভাবেই পালাতে চেষ্টা করেছে’।

]]>