Dakshineswar Temple – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 16 Jun 2022 13:03:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Dakshineswar Temple – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “টাকা মাটি, মাটি টাকা”, দক্ষিণেশ্বর গিয়ে রামকৃষ্ণের বাণী স্মরণ করে ‘আধ্যাত্মিক’ মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-remembers-ramakrishna-at-dakshineswar-temple-light-sound-programme/ Thu, 16 Jun 2022 12:59:36 +0000 https://www.thenewsbangla.com/?p=15506 “টাকা মাটি, মাটি টাকা”, দক্ষিণেশ্বর গিয়ে রামকৃষ্ণের বাণী স্মরণ করে; ‘আধ্যাত্মিক’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, অডিও-ভিজুয়াল মাধ্যমে প্রাচীন মন্দিরের ইতিহাস বর্ণনা করার জন্য; দক্ষিণেশ্বরে আকর্ষণীয় ‘লাইট অ্যান্ড সাউন্ড’ প্রকল্প চালু হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতার হাত ধরে। রামকৃষ্ণদেব-সারদা-বিবেকানন্দের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বরে; শত বছরের প্রাচীন মন্দির সংস্কারে আগেই একাধিক কাজ করেছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের সুবিধায় দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ডালা আর্কেড থেকে শুরু করে; মন্দির পর্যন্ত স্কাইওয়াক তৈরি করা; অনেক কাজই করেছে মা মাটি মানুষের সরকার।

দক্ষিণেশ্বরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে; রামকৃষ্ণ-রানি রাসমনি-বিবেকানন্দের নাম। বৃহস্পতিবার নিজের বক্তব্যে সেসব মহান ব্যক্তিত্বের কথা; উল্লেখ করেই যেন আধ্যাত্মিক ভাব জাগ্রত হল মমতার। তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, “রামকৃষ্ণদেব বলে গিয়েছেন, টাকা মাটি, মাটি টাকা। তার মানে কী? প্রয়োজনের অতিরিক্ত কিছু চাওয়া ঠিক নয়; কিন্তু এখন সকলের সব কিছু বেশি বেশি করে চাই। দরকার কী? যাতে সব মিটে যায়, তারপরও অতিরিক্ত চাওয়ার তো কিছু নেই”।

আরও পড়ুনঃ ‘অ’শান্তি নিয়ন্ত্রণে বাংলার রাস্তায় ভারতীয় সেনা’, মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট

দক্ষিণেশ্বরের মাটিতে দাঁড়িয়েও, রামকৃষ্ণদেবের বাণী উল্লেখ করে; বিজেপিকে সুকৌশলে বিঁধলেন তিনি। নাম না করেই তাঁর মন্তব্য; “যাঁরা এসব বলে, তাঁদের মাথা জঞ্জালে ভরতি”। এদিন দক্ষিণেশ্বরের অনুষ্ঠানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন; মদন মিত্র, সুজিত বসু, তাপস রায়, ফিরহাদ হাকিম। বিকেলে প্রথমে মুখ্যমন্ত্রী ভবতারিণীর মন্দিরে পুজো দেন; তারপর ‘লাইট অ্যান্ড সাউন্ড’ প্রকল্প চালু অনুষ্ঠানে অংশ নিয়ে সবশেষে নিজের বক্তব্য রাখেন। সেখানেই তিনি বলেন; “টাকা মাটি, মাটি টাকা”।

আরও পড়ুনঃ পরেশ, গুণধর, বীরেন্দ্র, দুর্নীতি করে নেতার মেয়েদের চাকরি হয়েছে, কাঁদছে ‘বাংলার মেয়েরা’

দুদিনের দিল্লি সফর শেষে, বৃহস্পতিবার কলকাতায় ফিরেছেন; মুখ্যমন্ত্রী মমতা। কলকাতায় ফিরেই যোগ দিয়েছেন; দক্ষিণেশ্বর মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে। শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দ ছাড়াও, অনেক মনীষির নাম জড়িয়ে আছে; দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সঙ্গে। সেই মন্দিরের ইতিহাস নিয়েই; লাইট অ্যান্ড সাউন্ডের প্রদর্শনী শুরু হল। আলো ও ধ্বনির মাধ্যমে মানুষের সামনে, দক্ষিণেশ্বরের ইতিহাসকে তুলে ধরার পরিকল্পনা; আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। কেএমডিএ-র উদ্যোগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত দিয়েই; এই লাইট অ্যান্ড সাউন্ডের সূচনা হয়।

]]>
মমতার হাতে খুলে গেল দক্ষিণেশ্বরের রাণী রাসমণি স্কাই ওয়াক https://thenewsbangla.com/dakshineswar-rani-rashmoni-sky-walk-opened-by-cm-mamata-banerjee/ Mon, 05 Nov 2018 12:12:06 +0000 https://www.thenewsbangla.com/?p=1947 কলকাতা: কালীপুজোর আগের দিনই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল দক্ষিণেশ্বর স্কাই-ওয়াক। সোমবার বিকালে স্কাই-ওয়াকের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কালীপুজোর আগেই সুখবর মিলল দক্ষিণেশ্বর মন্দিরের দর্শনার্থীদের জন্য। বহু প্রতীক্ষিত সেই স্কাই-ওয়াকের পথচলা শুরু হল কালীপুজোর আগের দিনই। মুখ্যমন্ত্রীর ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও অন্যান্যরা। মঙ্গলবার কালীপুজোর দিন সকাল থেকেই এই স্কাই-ওয়াক দিয়ে সরাসরি দক্ষিণেশ্বর স্টেশন স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দিরে আসতে পারবেন ভক্তরা।

Image Source: Google

এই স্কাই-ওয়াকের দেখভালের দায়িত্বে রয়েছে কেএমডিএ। দর্শনার্থীদের নিরাপত্তার দিকটায় যে সব থেকে বেশি নজর দিতে হয়েছে সে কথা বলেছেন কেএমডিএর এক আধিকারিক।

আরও পড়ুনঃ অজানা কাহিনির আড়ালে সিদ্ধপিঠ তারাপীঠের তারা মা

তাঁর কথায়, “দিনে অসংখ্য দর্শনার্থী দক্ষিণেশ্বর মন্দিরে আসেন। কালীপুজো বা পয়লা বৈশাখের দিন সেটা আরও তিন গুণ বেড়ে যায়। ফলে দর্শনার্থীদের নিরাপত্তাকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হয়েছে।”

Image Source: Google

মোট ৬০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই স্কাই-ওয়াক। এর ফলে এক দিকে যেমন দক্ষিণেশ্বর মোড়ে যানজট কমবে, তেমনই দর্শনার্থীদেরও অনেক সুবিধা হবে। এই স্কাই-ওয়াকে ১৪টি এস্কেলেটর, ৪টি লিফ্‌ট এবং ৭টা সিঁড়ি থাকছে। পাশাপাশি স্কাই-ওয়াকের ওপরে রয়েছে দু’শো দোকান। স্টেশন থেকে মন্দির পর্যন্ত এই স্কাই-ওয়াক।

আরও পড়ুনঃ স্বপ্নের কালিপুজোয় মা কালির সঙ্গে সাধারণ নারীর পুজো

৩৪০ মিটার লম্বা ও ১০.১৫ মিটার চওড়া এই স্কাই-ওয়াক। এই নয়া পথে খুব সহজেই দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। দক্ষিণেশ্বর মন্দির চত্বরে স্কাই-ওয়াকের ফলে যানজট অনেকটাই কমবে বলেও মনে করা হচ্ছে। প্রায় ৫০ হাজার মানুষ রোজ দক্ষিণেশ্বর মন্দিরে যান। কালীপুজোর সময় সেই সংখ্যা পৌঁছয় লাখের ঘরে।

Image Source: Google

দক্ষিণেশ্বর মন্দির চত্বরে যান যন্ত্রণা লাঘব করতেই ২০১৪ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে স্কাই-ওয়াকের পরিকল্পনা নেয় কেএমডিএ কর্তৃপক্ষ। এই স্কাই-ওয়াকে থাকছে ১৪টি চলমান সিঁড়ি। এছাড়াও থাকছে ৪টি লিফট। প্রতিটি লিফটে ২০ জন করে ওঠা-নামা করতে পারবেন।

আরও পড়ুনঃ ৩০০ বছরের ডাকাতে কালির হাড় হিম করা কাহিনি

কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, স্কাই-ওয়াকে ৭টি সিঁড়ি রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য এই সিঁড়ি রাখা হয়েছে। স্কাই-ওয়াকে রাখা হয়েছে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও, রয়েছে ফায়ার অ্যালার্ম, ওয়াটার স্প্রিংকলার্স।

Image Source: Google

স্কাই-ওয়াকের উপর বানানো হয়েছে দু ফুট বাই দু ফুটের প্রায় ২০০টি দোকান। অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে দোকানগুলিকে একমুখী করা হয়েছে।

আরও পড়ুনঃ নরকঙ্কালের খুলি সাজিয়ে জাগ্রত মহাশ্মশান কালীর পুজো

স্কাই-ওয়াকের উপরে রয়েছে জলসহ বর্জ্যপদার্থ নিকাশি ব্যবস্থা। স্কাই-ওয়াকের সঙ্গে সরাসরি যোগ করা হয়েছে রেল স্টেশনের। এর ফলে ট্রেন থেকে নেমেই দর্শনার্থীরা সহজেই প্রবেশ করতে পারবেন মন্দির প্রাঙ্গণে। স্কাই-ওয়াকের নীচ দিয়ে চলাচল করবে গাড়ি।

Image Source: Google

আগামীকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে যাবার জন্য অনেকটাই কষ্ট লাঘব হবে পূর্নাথীদের। মা কে দেখার জন্য সহজেই মায়ের কাছে যেতে পারবেন ভক্তরা। কালী পুজোর আগের দিন বড় প্রাপ্তি রাজ্যের মানুষের।

]]>