Cyclone Fani – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 09 May 2022 06:06:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Cyclone Fani – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘অশনি সংকেত’, আয়লা, ফণী, আমফানের মতোই কি বাংলায় আছড়ে পড়বে অশনি https://thenewsbangla.com/asani-cyclone-will-hit-bengal-like-aila-fani-amphan-cyclone-people-question/ Mon, 09 May 2022 06:05:53 +0000 https://www.thenewsbangla.com/?p=15014 ‘অশনি সংকেত’, আয়লা, ফণী, আমফানের মতোই কি বাংলায় আছড়ে পড়বে? এটাই এখন বড় প্রশ্ন। এগোচ্ছে অশনি ঘূর্ণিঝড়; বাংলাতে প্রভাব হবে কি আয়লা, ফণী, আমফানের মতোই? কয়েকদিন ধরেই উঠেছে প্রশ্ন; বিশেষ করে রাজ্যের উপকূলীয় অঞ্চলে। এই নিয়ে এখনও পরিষ্কার রিপোর্ট; দিতে পারেনি আবহাওয়া দফতর।

গতি বাড়িয়ে বাংলার উপকূলের আরও কাছে ‘অশনি’; দক্ষিণবঙ্গে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘অশনি’ গতি বাড়িয়ে; তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারই তা পৌঁছে যাবে; উপকূলের কাছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর, ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে ধেয়ে আসছে অশনি; দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে।

নয়া-দিল্লির মৌসম ভবনের দেওয়া শেষ খবর অনুযায়ী, সোমবার সকালে ঝড়টি পুরী থেকে ৭০০ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে; এখন অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আবহবিদদের অনুমান, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই; বাংলার উপকূলের কাছে চলে আসবে ‘অশনি’।

মঙ্গলবার রাত পর্যন্ত উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে; উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অশনি’র অবস্থান। তারপর ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিক পরিবর্তন করে; উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে অবস্থানের সম্ভাবনা।

অশনি-র প্রভাবে ইতিমধ্যেই কলকাতা সহ গোটা দক্ষিনবঙ্গেই; শুরু হয়েছে তুমুল বৃষ্টি। বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়; বৃষ্টি হচ্ছে হাওড়াতেও। আগামী শুক্রবার পর্যন্ত; বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে শুক্রবারের মধ্যে; কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে ‘অশনি’ ঘূর্ণিঝড় কোন পথে স্থলভাগে ঢুকবে; তা এখনও স্পষ্ট নয়। সোমবার সকালে আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী; ঘূর্ণিঝড়ের কেন্দ্র তৈরি হয়নি। ফলে ঘূর্ণিঝড়ের উপকূলের দিকে এগোনোর গতিবেগ জানা গেলেও; ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তের গতি কতটা, স্থলভাগে সেটি প্রবেশ করলে কত গতিতে ঝড় হবে তা জানা যায়নি।

সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত; মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে, ‘অশনি’ মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন; সোমবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। কোথায় কী কী সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে; সেই বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

]]>
ঘূর্ণিঝড় ফণীর পর ধেয়ে আসছে বায়ু, আশঙ্কা ঘনাচ্ছে উপকূলে https://thenewsbangla.com/after-cyclone-fani-the-bayu-cyclone-is-coming-the-frightening-danger-is-on-the-coast/ Sat, 15 Jun 2019 08:43:21 +0000 https://www.thenewsbangla.com/?p=13873 ফণীর প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই; গুজরাট উপকূলে আরও একবার তান্ডব শুরু করতে চলেছে ঘূর্ণিঝড় ‘বায়ূ’। বৃহষ্পতিবারের মধ্যেই কচ্ছে আছড়ে পড়তে পারে এই ঝড়। জারি করা হয়েছে সতর্কবার্তা।

কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন; শনিবারের মধ্যেই দিক পরিবর্তন করতে পারে ‘বায়ু’। তিনি জানান, সোমবার বা মঙ্গলবারের মধ্যে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আছে বায়ুর। এরই মধ্যে শুক্রবার গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী জানিয়েছিলেন, বায়ুর অভিমুখ বদল হওয়ার কথা। নিশ্চিন্ত হয়েছিল রাজ্য; কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কয়েকঘন্টা পরেই বায়ু আবার অভিমুখ বদল করে।

অবশেষে সুর নরম, পরিবহকে দেখতে হাসপাতালে মমতা

কেন্দ্রের খবর সূত্রে জানা যাচ্ছে; বৃহষ্পতিবারে গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে বায়ু। ঘন্টায় ১২০ থেকে ১৫০ কিমি হবে তার গতিবেগ। ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজীবন বলেন, “১৬ জুন অভিমুখ বদলে ১৭ বা ১৮ জুন কচ্ছে আছড়ে পড়তে পারে বায়ু।” তবে অভিমুখ পরিবর্তন হলেও এর শক্তিক্ষয় হবে। সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপ সৃষ্টির; এবিষয়ে রাজ্য সরকারকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ খরার প্রকোপে বাড়ছে খাবারহীন মৃত্যুযন্ত্রণা

তবে শুরু হয়েছে এই পূর্বাভাস নিয়ে মত পার্থক্য। কেন্দ্রীয় মন্ত্রকের এই পূর্বাভাসের সঙ্গে; সহমত নয় আমদাবাদ আবহাওয়া দপ্তর। তাদের মতে এই ঝড় উপকূল পর্যন্ত না এসে; শক্তিক্ষয় করে দিক পরিবর্তনও করতে পারে। সঠিক সিদ্ধান্ত জানানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতাকে তলব রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর

পূর্বাভাসের মতপার্থক্য কাটিয়ে উঠে; ইতিমধ্যেই গুজরাট সরকার কড়া নজর রেখেছে পরিস্থিতির দিকে। রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কচ্ছ বা সৌরাষ্ট্রে বায়ু ফিরে এলেও তা উল্লেখযোগ্য ভাবে শক্তি হারাবে। তবে তা-ও আমরা সতর্ক রয়েছি। রাজ্যের উপকূলবর্তী এলাকায় মোতায়েন থাকবে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।”

ফলে এখনও আশঙ্কা ঘনিয়ে আছে; সকলের সুস্থতা বজায় রাখতেই তৎপর গুজরাট সরকার। কি হতে চলেছে ফলাফল; সেদিকে তাকিয়ে সমগ্র দেশ। আপাতত বায়ুর প্রভাবে বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে; আলিপুর আবহাওয়া দফতর।

]]>
প্রধানমন্ত্রীকে মানেন না, তাই ফনী নিয়ে মোদীকে তথ্য দিতে নারাজ মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-is-not-accepted-narendra-modi-as-prime-minister-of-india/ Wed, 08 May 2019 10:04:31 +0000 https://www.thenewsbangla.com/?p=12584 প্রধানমন্ত্রীকেই মানেন না; তাই ফনী নিয়ে মোদীকে তথ্য দিতে নারাজ মমতা। বারবার কেন্দ্রীয় সরকার রাজ্যের কাছে ফণী ক্ষয়ক্ষতি নিয়ে তথ্য চাইলেও; সেই তথ্য দিতে রাজি নয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

ফনী এখন অতীত। কিন্তু ফনীকে কেন্দ্র করে; রাজনৈতিক উত্তাপ ক্রমবর্ধমান। ভোটপ্রচার এর ময়দান ছাড়িয়ে; মোদী মমতা তরজা এখন প্রশাসনিক কাজেও। উত্তাপের পারদ চড়েছে কয়েক গুন। ফনী বিদায় নিলেও ফনীর ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য; কেন্দ্রকে জানাতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে থাপ্পড় মন্তব্যের জের, মমতাকে সংযত হবার বার্তা সুষমার

ফনী মোকাবেলায় দুর্যোগ শুরুর আগেই; প্রাথমিকভাবে ফনী প্রভাবিত রাজ্য অন্ধ্র, ওড়িশা ও পশ্চিমবঙ্গের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার। অভিযোগ, দুর্যোগ সম্পর্কে জানার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ না করে; রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সাথে যোগাযোগ করা হয় কেন্দ্রের তরফে। আর তাই অপমানিত হয়ে; কেন্দ্রকে ফনী সংক্রান্ত তথ্য দিতে নারাজ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশের নতুন উদ্যোগ, ভাল রেজাল্ট করায় বাবার বসের চেয়ারে একদিন

গতকাল সোমবার গোপীবল্লভপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন; তিনি এই প্রধানমন্ত্রীকে মানেন না। আরও একবার মোদীকে; এক্সপায়ারি প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন তিনি। এই ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে; তাকেই ফনীর রিপোর্ট দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ চৌকিদার চোর, ক্ষমা চাওয়ার হ্যাটট্রিক করলেন রাহুল, ভোটের মধ্যেই চরম লজ্জায় কংগ্রেস

গতকাল একই সঙ্গে হলদিয়া ও ঝাড়গ্রামে; প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় নরেন্দ্র মোদী বলেন; তাঁর তরফে মুখ্যমন্ত্রীর কাছে দু বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রের সঙ্গে; অসহযোগিতার অভিযোগে সরব হন মোদী।

রাজ্যের অভিযোগের পর পিএমও থেকে; আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে; কেন্দ্রের তরফে রাজ্যের সাথে যোগাযোগ করা হলেও রাজ্য তাতে সায় দেয়নি। বাধ্য হয়েই রাজ্যপালের সাথে যোগাযোগ করা হয়। আর এই নিয়েই এখন সরগরম দেশ ও রাজ্যের রাজনীতি। কে সত্যি বলছেন? মমতা না মোদী? এটাই এখন লাখ টাকার প্রশ্ন; যার উত্তর কোনদিন পাওয়া যাবে না।

]]>
ফনী দুর্গতদের সাহায্যে ১ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার https://thenewsbangla.com/akshay-kumar-donate-1-crore-to-cyclone-fani-victims-in-odisha-fund/ Tue, 07 May 2019 07:33:32 +0000 https://www.thenewsbangla.com/?p=12533 শুধুমাত্র সিনেমার স্ক্রিনে নয়; রিল লাইফের বাইরে বেড়িয়ে রিয়েল লাইফেও তিনি হিরো। আর সেটাই প্রমান করলেন বলিউড তারকা অক্ষয় কুমার। ওড়িশায় সাইক্লোন ফনী তে দুর্গতদের সাহায্যে ওড়িশা সরকারের রিলিফ ফান্ডে ১ কোটি টাকা; দান করলেন এই বলিউড অভিনেতা।

গত সপ্তাহেই ওড়িশার বুকে আছড়ে পড়েছিল ভয়াবহ ঘূর্ণিঝড় ফনী; তাতে কোটি কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্থ হয়; ফনীর আঘাতে মৃত্যু হয়েছে ১২ জনের; আশ্রয়হীন হয়েছেন হাজার হাজার মানুষ; তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে নানা ব্যক্তিত্ব।

আরও পড়ুনঃ মহরম ঈদে বিদ্যুৎ দিলেও, হোলি দিওয়ালিতে দিত না আগের সরকার, মন্তব্য আদিত্যনাথের

আর এবার সেই তালিকায় নাম তুললেন অক্ষয় কুমার; শুধু এবারই নয়; এর আগেও বেশ কয়েকবার অক্ষয় তাঁর বড় হৃদয়ের পরিচয় তুলে ধরেছেন; কেন্দ্রীয় সরকার এর ‘ভারত কি বীর’ উদ্যোগ থেকে চেন্নাই বা কেরালায় বন্যা দুর্গতদের সাহায্যে এর আগে হাত বাড়িয়েছিলেন তিনি।

কেন্দ্রীয় সরকারের ভারত কি বীর উদ্যোগে অক্ষয় কুমার সাহায্য করেছিলেন ৫ কোটি টাকা। ২০১৫ সালের চেন্নাইয়ের বন্যায় ১ কোটি টাকা অর্থ সাহায্য দিয়েছিলেন। পুলওয়ামাতে আত্মঘাতী বোমা হামলায় সিআরপিএফ সেনা নিহত হওয়ার পর; ভক্তদের ‘ভারত কে বীর’ ফান্ডে দান করার আবেদন জানিয়েছিলেন অক্ষয় কুমার।

আরও পড়ুনঃ ভোটে দিনভর ছুটে বেড়ালেন লকেট, দিনের শেষে হাসছেন অসীমা পাত্র, কিন্তু কেন?

ঘূর্ণিঝড় ফণী দুর্গতদের সাহায্য করার আবেদন অনেক বলিউড নায়কই করেছেন নিজের নিজের ভক্তদের কাছে; রাজকুমার রাও; অভিষেক বচ্চন; বরুন ধাওয়ান এর মত বলিউড নায়করা নিজেদের সোশ্যাল মিডিয়ার সাহায্যে বার্তা দেন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

সম্প্রতি অক্ষয় কুমারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তিনি ভারতীয় নাকি কানাডিয়ান; তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে; যদিও কানাডার নাগরিকত্ব শুধুমাত্র সাম্মানিক নাগরিকত্ব বলে তিনি জানিয়েছেন; নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকলেও ভারতভক্তি নিয়ে যে কোনও সন্দেহ নেই; তা আবারও প্রমান করলেন তিনি।

]]>
দুর্যোগ মোকাবিলায় ভারতের আবহাওয়া দপ্তরের ব্যবস্থাপনার প্রশংসা রাষ্ট্রপুঞ্জের https://thenewsbangla.com/un-agency-praises-india-on-minimising-loss-of-life-from-cyclone-fani/ Sat, 04 May 2019 16:02:29 +0000 https://www.thenewsbangla.com/?p=12354 দুর্যোগ মোকাবেলায় ভারতের আবহাওয়া দপ্তরের ব্যবস্থাপনার প্রশংসা করল রাষ্ট্রপুঞ্জ; রাষ্ট্রপুঞ্জের দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত সংস্থা ওড়িশার বুকে আছড়ে পড়া ফনীর গতিবিধি ও পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রেখে চলছিল। আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় ভারতের ইতিবাচক তৎপরতা লক্ষ্য করেই; ভারতের প্রশংসা জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

শুক্রবার সকাল ৮টা নাগাদ ওড়িশা উলকূলে ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ভয়ংকর ঘূর্ণিঝড় ফনী। ফনীর মোকাবিলায় এক সপ্তাহ আগে থেকেই কেন্দ্রের তরফে সতর্কতা অবলম্বন করা হয়; মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যেতেও নির্দেশিকা জারি হয়।

আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে আবার ভারতে ঢুকছে ঘূর্ণিঝড় ফণী

বিগত ২০ বছরের মধ্যে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এই ফনীর শক্তি ও তীব্রতাই সবথেকে বেশি বলে আগে থেকে জানানো হয়েছিল। কিন্তু ঘটে যাওয়া বিগত বহু ঘূর্ণিঝড়েই হাজার হাজার মানুষের প্রানহানি হয়েছে। এবার সমস্ত রকম অবস্থার মোকাবিলায় আগে থেকে সতর্ক থাকার জন্য বিপুল পরিমানে প্রানহানি এড়ানো গিয়েছে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ফণীর বিরুদ্ধে লড়াইয়ে, সামনে থেকে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এতো বড় বিপর্যয়ে প্রান হারিয়েছেন ৮ জন সাধারণ মানুষ; যা পরিস্থিতি বিচার করে সবচেয়ে কম ক্ষতিকেই ইঙ্গিত করেছে রাষ্ট্রপুঞ্জ। এদিকে কেন্দ্র সরকারের তরফে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য ১০০০ কোটি টাকার বরাদ্দকে সাধুবাদ জানিয়েছে তারা। ভারতের ইতিবাচক পদক্ষেপের ফলেই বিপুল ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে।

]]>
বাংলাদেশ থেকে আবার ভারতে ঢুকছে ঘূর্ণিঝড় ফণী https://thenewsbangla.com/cyclone-fani-is-coming-back-to-india-after-heavy-rain-in-bangladesh/ Sat, 04 May 2019 15:29:07 +0000 https://www.thenewsbangla.com/?p=12353 ফের ভারতে ঢুকছে ‘ফণী‘! বাংলাদেশ ঘুরে ২৪ ঘণ্টাতেই ভারতে পুনঃপ্রবেশ হচ্ছে সুপার সাইক্লোনের! বাংলাদেশ আবহাওয়া দফতরের মতে বাংলাদেশ থেকে আবার ভারতে ফিরছে ভয়াবহ ঘূর্ণিঝড় ফণী। আবার ঘূর্ণি ঝড় ফণী বাংলাদেশ থেকে ভারতে ঢুকবে।

না; ঘূর্ণিঝড় হয়ে নয়। ফের ভারতে সাধারণ ঝড় হয়েই ঢুকবে ফণী। আসলে ঘূর্ণিঝড় শক্তি ক্ষয় হয়ে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। বাংলাদেশে শক্তিক্ষয় করে ঢোকার পর শনিবার তুমুল বৃষ্টি হচ্ছে দেশ জুড়ে। তবে ফণী ফের সাধারণ ঝড় হয়ে ভারতে ঢুকবে বলেই জানাচ্ছে বাংলাদেশের আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ জয় শ্রী রাম শুনে গাড়ি থেকে নেমে তাড়া করলেন মমতা

মুখ ঘুরিয়ে নিয়ে সাধারণ ঝড় হয়েই ফের ভারতে ঢুকতে চলছে ফণী। ক্রমে তার শক্তি কমছে। আর সামুদ্রিক ঘূর্ণিঝড়ের চরিত্র নেই৷ বরং সময়ের সাথে সাথে শক্তি হারিয়ে; সাইক্লোন ফণী পরিণত হল গভীর নিম্নচাপে।

এর প্রভাবে বাংলাদেশের সর্বত্র হচ্ছে ভারি বৃষ্টিপাত। তবে ফণীর আঘাতে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে; শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকা চাঁদপুর ও নোয়াখালী। প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, জখম আরও অনেকে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ফণীর বিরুদ্ধে লড়াইয়ে, সামনে থেকে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমদ জানিয়েছেন; ফণী শক্তি হারিয়েছে। এর গতিপথ উত্তর ও উত্তরপূর্ব দিকে। সেই দিকে ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ অঞ্চলের দিকে যাচ্ছে। তারপর এটি ভারতের দিকে চলে যাবে।

আরও পড়ুনঃ কলকাতাকে ফণীর হাত থেকে বাঁচাল কলকাতা নিজেই, রহস্য গরম

ধারণা করা হচ্ছে, এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে চলছে। বিশেষ করে মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যগুলিতে বৃষ্টিপাত হবে বেশি। থাকছে পাহাড়ে ধস নামার প্রবণতা। বলাই যায়, ফণী থেকে মুক্তি পাচ্ছে না ভারত।

আরও পড়ুনঃ বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে

শনিবার সকালে বর্ধমান; নদিয়া; বীরভূম হয়ে; বাংলাদেশে চলে যায় ঘূর্ণিঝড় ফণী। হাঁফ ছেড়ে বাঁচে বাংলা। তবে সেই ফণী আবার গভীর নিম্নচাপ হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করবে; তা ভাবাই যায়নি। কিন্তু সেটাই ঘটছে। ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশ ঘুরে ভারতে ঢুকছে ফণীর প্রভাব

]]>
ঘূর্ণিঝড় ফণীর বিরুদ্ধে লড়াইয়ে, সামনে থেকে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/cm-mamata-banerjee-led-from-the-front-to-fight-against-cyclone-fani/ Sat, 04 May 2019 06:23:05 +0000 https://www.thenewsbangla.com/?p=12314 শুধু বাংলা কেন; ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও এই জিনিসটা করেছেন কিনা জানা নেই। পূর্ব মেদিনীপুরে গিয়ে ঘূর্ণিঝড় ফণীর বিরুদ্ধে লড়াইয়ে; নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন ভোট প্রচার বন্ধ রেখে; মানুষের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি।

খড়গপুরের উপকূলবর্তী এলাকায় গিয়ে; গত ২ দিন থেকে নিজে ফণীর পরিস্থিতি মনিটরিং করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে উদ্বেগ না-করে; সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ৪৮ ঘণ্টার জন্য যাবতীয় রাজনৈতিক কর্মসুচি তিনি বাতিল করেছেন। আর এতেই মুগ্ধ রাজ্যবাসী।

আরও পড়ুনঃ কলকাতাকে ফণীর হাত থেকে বাঁচাল কলকাতা নিজেই, রহস্য গরম

টুইটারে মমতা জানিয়েছিলেন, দুর্যোগের পরিস্থিতিতে সব কর্মসুচি তিনি বাতিল করেছেন। খোলা হয়েছে ২৪*৭ মনিটরিং সেল। খড়গপুরে থেকে নিজে মনিটরিং করছেন তিনি। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা; নিয়ে প্রস্তুত থেকে সামনে থেকে লড়াইটা করলেন তিনি। আগে কোনদিন কোন মুখ্যমন্ত্রীকে; স্পটে গিয়ে সামনা সামনি লড়াই করতে দেখা যায়নি।

ফণীর আতঙ্কে কলকাতার মানুষ; নিজেদের ঘরবন্দি করে ফেলেছিলেন। তবে তখনই বিনিদ্র রজনী কাটালেন; কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার সারারাত পুরসভার দফতরে বসে পরিস্থিতির ওপর নজর রাখলেন তিনি। সেইসঙ্গে দুর্যোগ মাথায় নিয়ে শহরের একপ্রাপ্ত থেকে অন্যপ্রান্ত ছুটে বেড়ালেন।

আরও পড়ুনঃ বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে

খতিয়ে দেখলেন প্রশাসনিক প্রস্তুতি। শেষ পর্যন্ত কলকাতার দূর থেকেই ফনী বর্ধমান হয়ে বাংলাদেশে চলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রশাসন। মেয়রের এই তৎপরতা অব্যহত ছিল মধ্যরাতেও। একের পর এক বোরো অফিসে ছুটে বেড়ান তিনি। সবকিছু ঠিকঠাক আছে কি না; সে বিষয়ে খোঁজখবর নেন। পরে পৌঁছে যান পুরসভা ভবনে। সেখান থেকে খোঁজখবর নিতে থাকেন সারারাত ধরেই।

এমনকি সাধারণ মানুষ কোনও সমস্যায় পড়লে; সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন মেয়র। হোয়াটসঅ্যাপে কী খবর আসছে; প্রতি মুহূর্তে নজর রাখছিলেন তিনি। এর মধ্যেই অনেক রাতে খড়গপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; বেশ কয়েকবার শহরের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন বলে স্বয়ং মেয়র জানিয়েছেন। মেয়রের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে সারারাত লড়লেন; বোরো চেয়ারম্যান ও কাউন্সিলাররাও।

আরও পড়ুনঃ কলকাতায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ছাদে ফুটবলটি এখন ফণীর খবর দিচ্ছে

মমতা ও মেয়রের এই রাতজাগা লড়াইয়ে মুগ্ধ বাংলা। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে গিয়ে ঝড়ের মনিটরিং করার উদ্যোগ নিয়ে; মুখ্যমন্ত্রী অসাধারণ দৃষ্টান্তস্থাপন করলেন বলেই মনে করছে বাংলার আমজনতা।

]]>
বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে https://thenewsbangla.com/cyclone-fani-looses-strength-after-enters-west-bengal-goes-to-bangladesh/ Sat, 04 May 2019 03:10:13 +0000 https://www.thenewsbangla.com/?p=12303 রক্ষা পেল বাংলা। বাংলায় গতিহারা ফণী। হুগলি; বর্ধমান; নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে। দক্ষিনবঙ্গে যতটা গতিবেগ থাকার কথা ছিল; তা না থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেল। তবে রাতভর চলল বৃষ্টি। দুপুর পর্যন্ত দক্ষিনবঙ্গের জেলাগুলিতে; বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

বাংলায় ঢুকেই চুপসে গেল; ফণীর ফণা। আর কোন বিপদের আশঙ্কা নেই। নাক ঘেঁষে বেড়িয়ে গেল কলকাতারও। কলকাতাকে পাশ কাটিয়ে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় ফণী। আশঙ্কা অনুসারে দক্ষিণবঙ্গে তেমন প্রভাব ফেলল না ঘূর্ণিঝড়টি। তবে রাতভর বৃষ্টি ও দমকা হাওয়া চলেছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

আরও পড়ুনঃ কলকাতায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ছাদে ফুটবলটি এখন ফণীর খবর দিচ্ছে

শুক্রবার রাত ১ টার পর; পশ্চিম মেদিনীপুর দিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করে ঘূর্ণিঝড় ফণী। তবে ততক্ষণে বেশ শক্তি হারায় ফণী। ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়ে পশ্চিম মেদিনীপুরে। সেখান থেকে ঝড়টি হুগলি; পূর্ব বর্ধমান হয়ে নদিয়ায় প্রবেশ করে। ভোরে বাংলাদেশে ঢুকে যায় ঝড়ের কেন্দ্রটি

ফণীর জেরে সারা রাত নাগাড়ে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ এর সব জেলা জুড়ে। বৃষ্টি হয়েছে ২ মেদিনীপুর; হাওড়া; হুগলি; কলকাতা; পূর্ব ও পশ্চিম বর্ধমান; পুরুলিয়া; বাঁকুড়া; বীরভূম; নদিয়া ও দুই ২৪ পরগনায়।

আরও পড়ুনঃ ফনী মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের অগ্রিম বরাদ্দ ১০০০ কোটি টাকা

ফণীর প্রভাবে দিঘা; মন্দারমণি-সহ গোটা উপকূলজুড়ে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। ঝড়ের দাপট দেখা গিয়েছে সুন্দরবন; কাকদ্বীপ; বকখালি; হলদিয়ার মতো নদী তীরবর্তী এলাকাগুলিতে।

দুই বর্ধমানে; বিশেষ করে পূর্ব বর্ধমানে ও নদিয়ায় তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। তবে যেটা ভাবা গিয়েছিল; সেই ঝড়ের গতিবেগ রয়েছে অনেক কম। বিকেলের মধ্যেই সব দুর্যোগ কেটে যাবে; জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা যায় এযাত্রায় রক্ষা পেল বাংলা। আর বাংলায় ঢুকেই নির্বিষ হয়ে গেল ফণী

]]>
ফনী মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের অগ্রিম বরাদ্দ ১০০০ কোটি টাকা https://thenewsbangla.com/central-govt-released-1000-crore-in-advance-for-states-affected-by-fani/ Fri, 03 May 2019 16:03:30 +0000 https://www.thenewsbangla.com/?p=12281 ওড়িশার বুকে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আঘাত ফনী; দুর্যোগ মোকাবেলায় তার আগেই ওড়িশার ক্ষতিগ্রস্থ এলাকার জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; রাজস্থানের হিন্দুয়ান শহরে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী জানান; দুর্যোগ মোকাবেলায় সমস্ত রকম সহযোগিতার জন্য সরকার জনসাধারণের পাশে রয়েছে।

শুক্রবার সকালে ওড়িশার উপকূলবর্তী এলাকায় ফনী আঘাত হানে; এর আগেই প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে বসেন এবং বিশেষ তৎপরতা গ্রহনের জন্য কেন্দ্রের তরফে ব্যবস্থা নেওয়া হয়; ১০০০ কোটির ওপর অগ্রিম সাহায্য ঘোষনা করা হয় কেন্দ্রের তরফে।

আরও পড়ুনঃ বোরখার সঙ্গে হিন্দুদের ঘোমটাও নিষিদ্ধ করা উচিৎ, দাবি জাভেদ আখতারের

প্রধানমন্ত্রী জানান; ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের ফলে লক্ষ লক্ষ মানুষ দুর্যোগের মাঝে পরেন; গৃহহারা হয় বহু মানুষ; সেই সব পরিবারগুলির ত্রাণের জন্য কেন্দ্র অগ্রিম সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী এও জানান যে প্রতিটা রাজ্যের সাথে কেন্দ্র সরকারের তরফে সমানে যোগাযোগ রেখে চলেছে; কিছুক্ষণ বাদে বাদেই অফিসারদের কাছ থেকে সর্বশেষ আপডেট ও নিচ্ছেন প্রধানমন্ত্রী; ফেনী মোকাবিলায় গতকালও বিস্তারিত পর্যালোচনা সভা করেছেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

কারাওলি জেলায় অবস্থিত রাজস্থান এর হিন্দুণ শহরে রাজধানীতে সমাবেশে মোদি বলেন; যে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ); ভারতীয় কোস্টগার্ড; নৌবাহিনী এবং সেনাবাহিনী ত্রাণ এর জন্য প্রস্তুত; ফেনী দুর্যোগের মোকাবিলা করার জন্য সামরিক বাহিনী তৈরি।

নরেন্দ্র মোদী জানান; আমি সাইক্লোন কবলিত রাজ্যের জনগণকে আশ্বস্ত করতে চাই যে সমগ্র দেশ ও কেন্দ্র বিপর্যস্ত পরিবার এবং রাজ্য সরকার গুলির পাশে দাঁড়িয়ে আছে; সাথে বিরোধী দলগুলিকে কটাক্ষ করে অভিযোগ করেন যে বিরোধী দল এই পরিস্থিতিতেও রাজনীতি করছে; তাঁরা এখনও ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট।

আরও পড়ুনঃ অবাস্তব ঘটনা বাস্তবে, ফণীর দাপটে লোহার চেন দিয়ে ট্রেন বেঁধে রাখল রেল কর্তৃপক্ষ

ফেনী বিপর্যয় মোকাবিলার জন্য ক্যাবিনেট সেক্রেটারির সাথে পরামর্শ করে দুর্যোগ মোকাবেলা দপ্তরকে তৈরি হতে বলেন প্রধানমন্ত্রী; যাতে তৎপরতার সাথে যে কোনও রকমের বিপর্যয় মোকাবেলা তড়িঘড়ি সম্ভব হয়।

]]>
ফণীর তাণ্ডবে মৃত ৬, চোখের নিমেষে পুড়ে গেল দোতলা বাড়ি https://thenewsbangla.com/house-burnt-till-six-dead-after-cyclone-fani-hits-odisha-west-bengal/ Fri, 03 May 2019 11:02:44 +0000 https://www.thenewsbangla.com/?p=12263 সকাল ১০ টায় ওড়িশার পুরীতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণী। সেই সময় থেকে বাংলাতেও; সব জেলাতেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর সেই ঝড়ের দাপটে ইলেকট্রিক তার ছিঁড়ে; সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি দোতলা বাড়ি। এদিকে এখনও পর্যন্ত ওড়িশায় ৬ জনের মৃত্যু হয়েছে।

ফণীর তাণ্ডবে রাজ্যে শুরু ব্যপক বিপর্যয়। ঝড়ের দাপটে একটি দোতলা বাড়ির উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। জ্বলে ছাই হয়ে যায় গোটা বাড়িটি। তবে বাড়িতে কেউ না থাকায়; বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির; নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মহম্মদ নগর গ্রামে।

আরও পড়ুনঃ ঢুকে পড়ল ফণী, বাংলা জুড়ে বৃষ্টি শুরু, সন্ধায় শুরু হবে প্রবল ঘূর্ণিঝড় ও তুমুল বৃষ্টি

স্থানিয় সূত্রে জানা গেছে যে; এদিন সকালে ওড়িশায় ফণী আছড়ে পড়ার পরেই বাংলায় শুরু হয় ঝড় বৃষ্টি। ফণী আছড়ে পড়ার কিছু পরেই দক্ষিণ ২৪ পরগনার; রায়দিঘিতে শুরু হয় তুমুল ঝড়। আর এই তুমুল ঝড়ে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার।

আরও পড়ুনঃ ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

তার ছিঁড়ে একটি দোতলা বাড়ির উপর পড়ে। তাতেই হঠাতই আগুন ধরে যায় বাড়িটিতে। নিমেশের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়; ঘরে রাখা সব জিনিস। জানা গেছে ঘূর্ণিঝড়ের হাত থেকে ফসল বাঁচাতে; ধান কেটে ঘরে তুলে রেখেছিলেন বাড়ির মালিক। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় ঘরে মজুত করা ধান।

আরও পড়ুনঃ পুরীতে ঢুকে পড়ল ফণী, চলছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, সন্ধ্যায় ঢুকবে বাংলায়

তবে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায়; কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। না হলে বড় ধরণের বিপদ ঘটতে পারত। কারণ ইলেকট্রিকের তাঁর পড়ার সঙ্গে সঙ্গেই; আগুন জ্বলে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ওই দোতলা বাড়িটি। বাড়িতে ধান মজুত রাখাতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে ছাই হয়ে যায় বাড়িটি।

]]>