Cricket World Cup – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 16 Apr 2019 16:27:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Cricket World Cup – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’ https://thenewsbangla.com/indian-cricketers-wanted-bananas-and-wives-in-england-cricket-world-cup-2019/ Tue, 16 Apr 2019 16:27:00 +0000 https://www.thenewsbangla.com/?p=10952 দল ঘোষণা হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপের। ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে থেকেই অদ্ভুত দুটো দাবি ছিল বিরাটদের। মে-জুনে ইংল্যান্ড বিশ্বকাপে খেলার সময় নিজেদের বৌদের সারা সময়ের জন্য সঙ্গে রাখতে চান বিরাটরা। সঙ্গে দাবি কলা খাবার। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল হবে আগামী ১৫ই জুলাই।

বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি 'কলা আর বউ'/The News বাংলা
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’/The News বাংলা

সমস্যাটা বহুদিনের। স্ত্রী বা সঙ্গিনীদের বিদেশ সফরে একসঙ্গে থাকতে দেওয়া হবে কিনা। কখনও অনুমতি দেওয়া হয়েছে, কখনও আবার দেওয়া হয় নি। ‘নারী সঙ্গ করলে মাঠে পারফরম্যান্স খারাপ হবে’, ক্রিকেট কর্তাদের এই দাবি বরাবর উড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররা মনোবিদরাও কর্তাদের এই মতের সঙ্গে একমত নন। স্ত্রী বা নারী সঙ্গে থাকলে পারফরম্যান্স ভাল হয় বলেই উল্টো মত তাঁদের। আর তাঁদের সঙ্গেই একমত ক্রিকেটাররা।

বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি 'কলা আর বউ'/The News বাংলা
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’/The News বাংলা

বিরাটদের আমলেও বেশ কিছুদিন ধরেই আলোচনায় আসছিল, বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গে রাখার বিষয়টি। ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা দাবিটা বেশি করে তুলছিলেন। যদিও, সেটা ছিল আড়ালে-আবডালে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি গত ইংল্যান্ড সফর থেকেই জোরালোভাবে এই দাবি তুলেছেন। সিদ্ধান্ত নেওয়ার ভার ছিল ভারতীয় ক্রিকেট কর্তাদের।

বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি 'কলা আর বউ'/The News বাংলা
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’/The News বাংলা

ক্রিকেটারদের দাবি অনেক মাস আগে থেকেই পৌঁছে গেছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) এর কাছে। কোহলিদের এই দাবিতে বিসিসিআইও নড়েচড়ে বসেছে। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) প্রধান বিনোদ রাই জানিয়েছেন, এ ব্যাপারে তড়িঘড়ি করে কোনও সিদ্ধান্ত নিতে চাইছেন না তাঁরা। তবে বোর্ডের পরবর্তী সভায় এই প্রসঙ্গটি উত্থাপন করা হবে।

বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি 'কলা আর বউ'/The News বাংলা
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’/The News বাংলা

এ ব্যাপারে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘ক্রিকেটারদের স্ত্রীরা দলের সঙ্গে সফরে যান। অবশ্য পুরো সময়টা থাকতে পারেন না। নির্ধারিত সময়ের পর দেশে ফিরে যেতে হয়। আর এই নিয়মেরই বদলের দাবি তুলেছেন কোহলিরা’। এখন পুরো বিশ্বকাপটা ক্রিকেটাররা নিজের নিজের সঙ্গিনীদের সঙ্গে রাখতে পারবেন কিনা, সেটাই এখন দেখার।

বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি 'কলা আর বউ'/The News বাংলা
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’/The News বাংলা

অবশ্য এই বিষয়ে বোর্ডগুলো দ্বিধাবিভক্ত। এর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারও এমন দাবি তুলেছিলেন। তবে অনেকেই বলছেন, সফরে স্ত্রীরা সঙ্গে থাকলে ক্রিকেটারদের মনোযোগে ব্যাঘাত ঘটে। অবশ্য ভারতীয় দলের ক্রিকেটাররা কোন সফরে প্রথম দুই সপ্তাহের জন্য স্ত্রীদের সঙ্গে রাখতে পারেন। পরে তাদের দেশে ফিরতে হয়। এই নিয়মেরই বদল চাইছেন তাঁরা অনেকদিন ধরেই।

বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি 'কলা আর বউ'/The News বাংলা
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’/The News বাংলা

বৌদের পাশাপাশি বেশি করে কলা খেতে চান বিরাটরা। গত ইংল্যান্ড সফরে ক্রিকেটারদের পছন্দ মত কলা সরবরাহ করতে পারে নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর ব্রেকফাস্ট সহ সবসময়ই কলা খান ভারতীয় ক্রিকেটাররা। তাই বিশ্বকাপে পর্যাপ্ত কলা সাপ্লাই দেবার দাবিও তুলেছেন বিরাট ধোনীরা। এবার তাই দেশ থেকেই প্রয়োজনীয় কলা নিয়ে যেতে চান তাঁরা।

বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি 'কলা আর বউ'/The News বাংলা
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’/The News বাংলা

বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই তাই এই দুটো দাবি নিয়ে সোচ্চার হয়েছে মেন ইন ব্লু ব্রিগেড। সঙ্গে সুইমিং পুল, জিম সহ ভালো হোটেল, ইংল্যান্ড বিশ্বকাপ সফরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য একটা নিজস্ব রেল কোচ, এইসব দাবি তো আছেই।

বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি 'কলা আর বউ'/The News বাংলা
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’/The News বাংলা

বিদেশ সফরে দাবি দাওয়া নিয়ে আগে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হত বিসিসিআই কর্তাদের। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ক্রিকেটে বসেছে অ্যাডমিনিস্ট্রেটরস। তাই ক্রিকেটাররা তাদের দাবি দাওয়া রেখেছেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) এর কাছে।

এখন দেখার এটাই যে, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) বিরাটদের এই দাবি মেনে নেয় কিনা। আপাততঃ এই নিয়ে কি সিদ্ধান্ত হয় সেটা দেখার জন্য ক্রিকেটারদের পাশাপাশি অপেক্ষায় ভারতীয় ক্রিকেট কর্তারাও। তবে ভারতীয় সমর্থকরা কিন্তু বিশ্বকাপটা বিরাট কোহলির হাতেই দেখতে চান। সেটা না হলে এই সব দাবি দাওয়াই তখন ব্যর্থতার অন্যতম কারণ হিসাবেই ধরা হবে।

]]>