Cow – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 27 Apr 2022 05:54:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Cow – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়িতে দুর্ঘটনা, মৃত্যু, পিছনে কি গভীর চক্রান্ত https://thenewsbangla.com/anubrata-mandal-bodyguard-car-accident-death-deep-conspiracy-cbi-cattle/ Wed, 27 Apr 2022 05:53:50 +0000 https://www.thenewsbangla.com/?p=14931 অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়িতে দুর্ঘটনা; দুজনের মৃত্যু। পিছনে কি গভীর চক্রান্ত? উঠে গেছে প্রশ্ন। ভয়াবহ দুর্ঘটনার কবলে; অনুব্রত মণ্ডলের প্রধান নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনের গাড়ি। ঘটনায় মৃত এক শিশু সহ দুই; নিহতের নাম মাধব কৈবর্ত। মারা গেছে সাইগেল হোসেনের বাচ্চা মেয়ে। জানা গেছে, গাড়ি থেকে উদ্ধার হয়েছে; ১০ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মধ্যরাতে দুর্গাপুর থেকে বোলপুর ফেরার পথে; ইলামবাজার জঙ্গলে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়; একটি শিশু সহ দু’জনের। খবর পেয়েই ঘটনাস্থলে যায় ইলামবাজার থানার পুলিশ। দুর্ঘটনায় একজন গাড়ি চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে; তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অনুব্রত মণ্ডলের প্রধান নিরাপত্তারক্ষীর গাড়িতে দুর্ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে; বীরভূম জেলা জুড়ে।

গরু পাচার মামলায় আপাতত সিবিআই-অনুব্রত টানাপড়েন চলছে; ওই মামলায় সায়গলকেও সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হয়েছে। ফের ডাকা হবে সাইগেল হোসেনকে। তার আগেই এই দুর্ঘটনা; অনেক প্রশ্ন তুলে দিয়েছে।

রাজ্য বিজেপির তরফ থেকে, ইতিমধ্যেই দাবি করা হয়েছে; “মেরে ফেলা হবে অনুব্রত মণ্ডল-কে”। এরমধ্যেই এই দুর্ঘটনা; সেই দাবিকেই মান্যতা দিচ্ছে বলেই দাবি করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। অনুব্রতের দেহরক্ষী সায়গল মঙ্গলবার রাতে দুর্গাপুর থেকে; গাড়িতে সপরিবার বাড়ি ফিরছিলেন। বীরভূমের ইলামবাজার থানা এলাকায়; এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যায়; সায়গলের ছ’বছরের কন্যা; মৃত্যু হয়েছে গাড়ির আরোহী মাধব কৈবর্তর। আহতও হয়েছে কয়েকজন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে; প্রায় ১০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। পুলিশ বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানায়নি। তবে এটি নিছকই দুর্ঘটনা? না এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে; তা খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন। তবে গাড়ির পিছনে থাকায়; বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান সায়গল। তাঁর প্রাণের আশঙ্কা নেই বলেই; প্রাথমিকভাবে জানানো হয়েছে। যদিও তাঁর গাড়ির চালকের অবস্থা; বেশ আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর জানাজানি হতেই; ‘চক্রান্ত’-এর তত্ত্ব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গরুপাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে তলব করলেও; সিবিআইয়ের দফতরে এখনও পর্যন্ত হাজিরা দেননি তিনি। কিছুদিন আগেই অনুব্রতর দেহরক্ষী সায়গলকে; সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। তারপরেই এই দুর্ঘটনা কি কাকতালীয়; নাকি কোনও চক্রান্ত রয়েছে?

]]>