Cooch Behar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 May 2019 14:31:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Cooch Behar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কোচবিহার কি হাতছাড়া তৃণমূলের, মন্ত্রীর ফেসবুক পোস্টে বাড়ল জল্পনা https://thenewsbangla.com/tmc-lost-cooch-behar-bengal-ministers-fb-post-is-growing-speculation/ Wed, 22 May 2019 14:31:30 +0000 https://www.thenewsbangla.com/?p=13097 কোচবিহার কি হাতছাড়া তৃণমূলের! রাজ্যের মন্ত্রীর ফেসবুক পোস্টে বাড়ল জল্পনা। তাহলে কি হারের আশঙ্কা করছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

আর মাত্র কয়েক ঘন্টা; রাত পোহালেই নির্ধারিত হবে রাজ্যের মোট ৪২টি আসন সহ; দেশের মোট ৫৪৩টি লোকসভা কেন্দ্রের ভাগ্য। কিন্তু তার আগেই রাজ্যের কোচবিহার লোকসভা কেন্দ্রের ফলাফল কি হতে চলেছে; তা নিয়ে জল্পনা বাড়ল রাজ্যের মন্ত্রীর ফেসবুক পোস্টে।

ভোটের ফল দেখেই বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের দুই সাংসদ, চলছে জল্পনা

বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ; নিজের একটি ফেসবুক পোস্টে দলেরই কিছু কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ফেসবুকে তিনি লেখেন, দলের ভেতরে যেসব গদ্দার পেছন থেকে ছুরি মেরেছে; তাদের নাম চিহ্নিত করা হয়েছে। এই গদ্দারদের দল থেকে তাড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন সাট্টা বাজারের রিপোর্টেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত

তৃণমূলের দাপুটে নেতার এই পোস্ট ঘিরেই বেড়েছে জল্পনা। ভোটের ফলাফলের এক দিন আগেই; যেভাবে দলেরই কিছু অংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন; তাতে কোচবিহার আসন কি তাহলে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে, উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, দলীয় কোন্দলের জেরেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল নিশীথ প্রামানিককে। দল থেকে বহিষ্কৃত হয়েই তিনি বিজেপিতে যোগ দেন; এবং কোচবিহার আসন থেকে তাকেই প্রার্থী করে বিজেপি।

আরও পড়ুন নির্বাচন কমিশনের তোপে পড়ার আশঙ্কা, মমতার কাছে যাচ্ছেন না আমলারা

এদিকে সিপিএম ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া; পরেশ চন্দ্র অধিকারীকে প্রার্থী করে তৃণমূল। যাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যেই অসন্তোষ দেখা দেয়। তাদেরই অনেকে দলের মধ্যে থেকেও; নিশীথের হাত শক্ত করেছেন বলেই ধারণা রবীন্দ্রনাথ ঘোষের।

মন্ত্রীর আশঙ্কার সাথে আগামীকালের ফলাফল মিলে গেলে; দলীয় কর্মীদের ওপর কোপ পড়ছে চলেছে; তা বলাই বাহুল্য। সবমিলিয়ে কোচবিহারে হারলে ‘গদ্দার’ কর্মীদের যে কি করা হবে; তা ঘোষণা করে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

]]>
কোচবিহারে ৩৫০ বুথে রিগিং, ১৬৬ বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী https://thenewsbangla.com/bjp-candidate-of-cooch-behar-demanded-re-election-in-166-booths/ Thu, 11 Apr 2019 10:40:44 +0000 https://www.thenewsbangla.com/?p=10611 কোচবিহারে ৩৫০ এর বেশি বুথে রিগিং হয়েছে বলে দাবি তুললেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এর মধ্যে ১৬৬ টি বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী। প্রাক্তন তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক এবার কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী। যেখানেই কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানেই তৃণমূলের রিগিং এর অভিযোগ তুলেছেন তিনি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন প্রথম দফার ভোটের সব ঘটনা

সকালেই খারাপ ইভিএম নিয়ে ভোটে কারচুপির অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আর এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ফোন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। মমতার সঙ্গে ফোনে কথা বলার পরেই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ। হারার ভয়ে মাথা খারাপ হয়ে গেছে তাঁর, দাবি ওঠে বিজেপির তরফ থেকে। এবার ছাপ্পা ভোট ও রিগিং এর অভিযোগ তুলে ১৬৬ টি বুথে পুনরায় ভোট নেওয়ার দাবি তুললেন নিশীথ প্রামাণিক।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হতেই বিতর্কে রাজ্যের এই মন্ত্রী। ফের হুমকি দিলান মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। এরপর তিনি নিজের ভোট দিতে বুথে যান। সেখানেও বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিএসএফ জওয়ানরাও সীমান্ত ছেড়ে বুথে ঢুকে পড়েছেন বলেই অভিযোগ করেন তিনি। প্রচুর ইভিএম খারাপ বলে অভিযোগ করেন মন্ত্রী। ইভিএম কারচুপি করে, ভোটে চক্রান্তের অভিযোগ তাঁর। এর পরেই ৫টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

একই রকম ভাবে ভোট দিতে গিয়ে বহিরাগত কিছু দুষ্কৃতীর মুখোমুখি হন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এদের সঙ্গে তাঁর বচসা হয়। পরে এই নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। শেষে কোচবিহারে ৩৫০ বুথে রিগিং, ১৬৬ বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার

কোচবিহার কেন্দ্র নিয়ে বাড়তি নজর ছিল কমিশনের। ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রায় পুরোটাই রয়েছে কোচবিহারে। কোচবিহারে ২০১০টি বুথের মধ্যে ১০৬০টি বুথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাকি ৯৫০টি বুথে রয়েছে রাজ্যের সশস্ত্রবাহিনী। আর বৃহস্পতিবার ভোটের দিন সারাদিন কোচবিহারে থাকার কথা ছিল বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের। কোচবিহারে থেকেই ভোট মনিটরিং করবেন তিনি, এমনটাই কথা ছিল।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

কিন্তু দেখা গেল ঠিক উল্টো ছবি। বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে কলকাতায় ফিরে গেলেন সকালেই। আর যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেই সেই বুথেই দেখা গেল চরম সন্ত্রাস। ঠিক পঞ্চায়েত ভোটের মতই তৃণমূলের ফের সন্ত্রাস দেখছে রাজ্য। তাও শুধুমাত্র দুটো লোকসভার ভোটে। কোচবিহারে যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানেই তৃণমূল সন্ত্রাস চালিয়েছে বলেই অভিযোগ সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলির।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

দেখা যাচ্ছে, যে ৯৫০টি বুথে রয়েছে রাজ্যের সশস্ত্রবাহিনী, সেখানেই রিগিং এর অভিযোগ উঠেছে। এর মধ্যে ৩৫০ বুথে রিগিং হয়েছে বলেই অভিযোগ। এর মধ্যে ১৬৬ টি বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী। দুই প্রার্থীর কতটা দাবি নির্বাচন কমিশন মানে সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে https://thenewsbangla.com/special-observer-vivek-dubey-will-monitoring-the-voting-from-cooch-behar/ Wed, 10 Apr 2019 12:53:45 +0000 https://www.thenewsbangla.com/?p=10476 কোচবিহার কেন্দ্র নিয়ে বাড়তি নজর কমিশনের। ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রায় পুরোটাই থাকছে কোচবিহারে। আলিপুরদুয়ারের স্পর্শকাতর বুথ প্রায় ৩৫০ টি। কিন্তু কোচবিহার নিয়ে এখনও ধোঁয়াশায় কমিশন। কোচবিহারে ২০১০ টি বুথের মধ্যে ১০৬০ টি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি ৯৫০ টি বুথে থাকছে রাজ্যের সশস্ত্রবাহিনী। আর বৃহস্পতিবার ভোটের দিন সারাদিন কোচবিহারে থাকবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। কোচবিহারে থেকেই ভোট মনিটরিং করবেন তিনি।

আরও পড়ুনঃ পথ হারাল মমতার হেলিকপ্টার, হতে পারত বড় বিপদ

প্রথম দফার নির্বাচনের জন্য নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বুধবার বৈঠক অনুষ্ঠিত হল নির্বাচন কমিশনে। সিইও আরিজ আফতাবের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি আইনশৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তা, আইজি বিএসএফ ও এডিজি আর্মড ফোর্স। মূলত প্রস্তুতির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে। ঠিক হয়েছে, ৪৫ কোম্পানির পাশাপাশি আরও দুই অর্থাৎ মোট ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে কোচবিহারে।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

আর মাত্র ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে আলিপুরদুয়ারে। রাজ্যের মাত্র ২ টি আসনে বৃহস্পতিবার ভোট নেওয়া হবে। বাহিনী কিভাবে মুভমেন্ট করবে, প্রতি ঘটনার পদক্ষেপ কিভাবে নেবে তা নিয়ে আলোচনা হয়েছে বুধবারের বৈঠকে। কি কি ঠিক হল বৈঠকে? দেখে নি একনজরে ঠিক কি কি সিদ্ধান্ত হল বুধবারের শেষমুহুর্তের নিরাপত্তা বৈঠকে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

কি কি সিদ্ধান্ত হল বুধবারের শেষমুহুর্তের নিরাপত্তা বৈঠকে:
* এখনো পর্যন্ত মোট ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই দুই কেন্দ্রে নির্বাচনে মোতায়েন থাকবে।
* প্রতি বুথে কমপক্ষে চারজন জোয়ান থাকবেন।
* স্ট্রং রুমের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন সেখানে নিরাপত্তার দায়িত্বে।
* পাশাপাশি একজন ইন্সপেক্টর তিনজন সাব ইন্সপেক্টর সহ ২৮ জনের রাজ্য পুলিশের দল থাকছে নিরাপত্তার দায়িত্বে।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন

* বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকবে রাজ্যের সশস্ত্র বাহিনী।
* প্রায় প্রতিটি বুথে ওয়েব কাস্টিং করার নির্দেশ।
* বুথের বাইরে ভোটারদের লাইন মেন্টেন করার জন্য লাঠিধারী পুলিশ এর ব্যবস্থা করা হয়েছে।
* নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিডিওগ্রাফি করা হবে

আরও পড়ুনঃ ভোটের ঠিক আগে রাফাল মামলা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

তবে আরও কেন্দ্রীয় বাহিনী দেবার চেষ্টা চলছে। কোন ধরণের অশান্তি বরদাস্ত করা হবে না বলেই কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। জেলা প্রশাসনের কাছেও বার্তা দিল নির্বাচন কমিশন। সমস্ত বিষয়ের রিপোর্ট পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বিশেষ পুলিশ অবজারভার বিবেক দুবেকে। ঠিক হয়েছে, কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। ফলে কোচবিহারকে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন সেটা বলাই যায়।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>