Controversy – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 29 Jun 2019 06:05:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Controversy – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মুসলিম স্কুলে খাবার ঘর, বিতর্কের জেরে সার্কুলার প্রত্যাহার করে নিলেন মমতা https://thenewsbangla.com/dining-room-in-muslim-schools-mamata-withdraw-circular-after-controversy/ Sat, 29 Jun 2019 06:05:42 +0000 https://www.thenewsbangla.com/?p=14679 মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নতুন ফরমান; মুসলিম অধ্যুষিত স্কুলে বানাতে হবে ডাইনিং হল। মিড ডে খাবার জন্য; এবার মুসলিম ছাত্র ছাত্রীরা পাবেন ডাইনিং হল। গত ২৫ তারিখে নবান্ন থেকে জারি হয়েছে; মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই নতুন সার্কুলার। বাংলার যে যে স্কুলে মুসলিম ছাত্র ছাত্রীদের পরিমাণ ৭০ শতাংশ বা তার বেশি; সেই সব স্কুলে বানাতে হবেল একটি করে ডাইনিং হল বা খাবার ঘর।

খাবার ঘর পাবে স্কুল ছাত্র ছাত্রীরা? কিন্তু কেন এমন ঘোষণা? রাজ্যের যেসব স্কুলে মুসলিম ছাত্র ছাত্রীদের পরিমাণ ৭০ শতাংশ বা তার বেশি; শুধু সেখানেই তৈরি হবে এই ডাইনিং রুম। কিন্তু যেখানে হিন্দু ছাত্র ছাত্রীর পরিমাণ বেশি; সেখানে কেন স্কুলে স্কুলে ডাইনিং রুম হবে না? রাজ্য জুড়ে উঠে যায় অস্বস্তিকর প্রশ্ন।

সরকারি বা সরকারি সাহাজ্যপ্রাপ্ত মুসলিম ছাত্র ছাত্রী বেশি থাকা স্কুলে; ডাইনিং হল নির্দেশিকা নিয়ে ঘরে বাইরে প্রবল বিতর্কে রাজ্য সরকার। আর সেই বিতর্কের জেরে এবার নির্দেশিকাটি প্রত্যাহার করল নবান্ন। মুসলিম তোষণ নিয়ে হইচই হওয়ার পর; খোদ মুখ্যমন্ত্রী নির্দেশিকাটি নিয়ে ক্ষুব্ধ। মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন; হিন্দু-মুসলিম দেখে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। একইসঙ্গে তাঁকে না জানিয়ে নির্দেশিকা জারি করায়; বিস্মিত সংখ্যালঘু বিষয়ক দফতরের অতিরিক্ত দায়িত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁকে অন্ধকারে রেখেই এই নির্দেশিকা জারি করা হয়েছে; বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু বিষয়ক দফতরের দায়িত্বেও রয়েছেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বিস্ময়প্রকাশ করে বলেছেন; “আমি জানতামই না। আমি মন্ত্রী অথচ আমায় না জানিয়ে সার্কুলার বের করে দিল”। এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। .

একইসঙ্গে মুখ্যমন্ত্রী এটাও মনে করিয়ে দিয়েছেন; সংখ্যালঘু উন্নয়নে টাকা দেয় কেন্দ্রীয় সরকার। সেই টাকা কাজে লাগাতে হয়। মেনে চলতে হয় কেন্দ্রের নির্দেশিকাও। কিন্তু যাই হোক না কেন; এই ধরনের নির্দেশিকার কোনও অর্থ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে; নির্দেশিকাটি প্রত্যাহার করে নেয় সংখ্যালঘু বিষয়ক দফতর।

ওই নির্দেশিকাটি প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টুইট করেন, ধর্মের ভিত্তিতে পড়ুয়াদের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে কেন? বিভেদের পিছনে কি দুরভিসন্ধি রয়েছে?

]]>
ফেসবুক আটকে দিল বিজেপি বিরোধী পোস্ট, রাজ্যসভায় তুমুল বিতর্কে ডেরেক ও ব্রায়ান https://thenewsbangla.com/facebook-stops-anti-bjp-posts-derek-o-brien-controversy-in-rajya-sabha/ Wed, 26 Jun 2019 08:05:41 +0000 https://www.thenewsbangla.com/?p=14446 লোকসভা নির্বাচনের সময় তৃণমূল ফেসবুককে; “ভারতীয় জনতা পার্টির প্রকৃত প্রচারক” হিসাবে অভিযুক্ত করেছে। তাদের মতে, ফেসবুককে কাজে লাগিয়ে; বিজেপি ভোট প্রচার সহ; আরও বিভিন্ন অনৈতিক কাজ করছে। এবার সেই ফেসবুক নিয়েই; রাজ্যসভায় তুমুল বিতর্কে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান।

দলীয় এমপি ডেরেক ও ব্রায়ান; মঙ্গলবার রাজ্যসভায় বলেন, “বিজেপি-বিরোধী বিষয়বস্তু ফেসবুক আটকে দিয়েছে এবং এটি দিল্লির বিজেপি তথ্য প্রযুক্তি (আইটি) অফিস থেকে নিয়ন্ত্রিত”। ফেসবুক কর্তৃপক্ষ তাঁদের অভিযোগের প্রতি; কোনো সাড়া দেয়নি, বলেই জানিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ কাটমানি কেলেঙ্কারি, মমতাও সৎ নন ইঙ্গিত কাটমানি নিয়ে ফ্যাসাদে তৃণমূল নেত্রীর

গতবছর সিবিআই, ইউ কে-এর গ্লোবাল সায়েন্স রিসার্চ ও ক্যামব্রিজ বিশ্লেষণ দফতর; ভারতীয় ফেসবুক ব্যবহারকারীরা তথ্য অবৈধভাবে অপব্যবহার করে কিনা; তা জানার জন্য প্রাথমিক তদন্ত শুরু করে। সরকারের রেফারেন্সের ভিত্তিতে; অবৈধ ফেসবুক পেজ থেকে অভিযোগের তদন্ত শুরু হয়।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

মঙ্গলবার, রাষ্ট্রপতির জবাবি ভাষণে; বিতর্কে অংশগ্রহন করেন তিনি। ডেরেক বলেন; “৮০ শতাংশ বিজেপির রাজনৈতিক বিজ্ঞাপন; গুগলে খুঁজে পাওয়া যায়। মিডিয়ার তদন্ত করা উচিত। সর্বমী ফাউন্ডেশন; যা পরবর্তীতে অ্যাসোসিয়েশন অব বিলিয়ন মাইন্ডস নামে পরিচিত ছিল; বিজেপি বিজ্ঞাপনগুলির জন্য; এই সংস্থাই প্রতিনিধি হিসেবে কাজ করে। ফেসবুক বিজেপির একটি অপ্রকাশক সহকর্মী। এর অনেক সুবিধা পেয়েছে ফেসবুক”।

আরও পড়ুনঃ কাটমানি ফেরত দিয়ে, দুর্নীতি স্বীকার তৃণমূল নেতার

ডেরেক ও ব্রায়ানের বক্তব্যকে কেন্দ্র করে; উত্তেজনা ছড়িয়ে পরেছে। শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। সোশ্যাল মিডিয়া ব্যবহার হবে; আরও বেশি নিয়মবদ্ধ; জানিয়ে দিল মোদী সরকার। কি হতে চলেছে পরিস্থিতি? তা খতিয়ে দেখতে নজর রাখছে প্রশাসন। তবে ডেরেক ও ব্রায়ানের বক্তব্যকেই; হাতিয়ার করছে মোদী বিরোধীরা। কিন্তু সত্যি কি ফেসবুক বিজেপির হয়ে কাজ করছে? এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা।

]]>
পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে, লোকসভায় বিতর্কে দিলীপ ঘোষ https://thenewsbangla.com/dilip-ghosh-controversy-remarks-in-parliament-bengal-to-bangladesh/ Tue, 25 Jun 2019 12:40:31 +0000 https://www.thenewsbangla.com/?p=14410 লোকসভা অধিবেশনে দিলীপ ঘোষের বক্তব্যকে ঘিরে উত্তেজনা। “পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে”। পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করে; তিনি বক্তব্য পেশ করেন। বাংলার সাংসদ দিলীপবাবু জানালেন, বাংলার অসুবিধার কথার পাশাপাশি; বিভিন্ন সুবিধার সম্ভাব্যতার কথা। তারপরেই শুরু হয়ে যায় জোর বিতর্ক।

তিনি বলেন, “পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে”। অন্যদিকে এদিন মমতা ব্যানার্জী বলেন, “বিজেপি পশ্চিমবাংলাকে গুজরাট বানাচ্ছে”। বিজেপির দাবি, বাংলা গুজরাট হলে; কলকাতার ছেলে মেয়েদের পরিবার ছেড়ে বাইরে কাজের জন্য যেতে হবে না।

দিলীপ ঘোষ এদিন বললেন, আগে সমাজে লোকেরা; রাজনীতিতে আসতে ভয় পেত; কেননা রাজনীতির নামে চলত সাম্প্রদায়িক দাঙ্গা, হামলা, ভ্রষ্টাচার ইত্যাদি। কিন্তু আজকের রাজনীতি অনেক বেশি সুস্থ। দেশে যুবক সম্প্রদায় বুঝেছে; রাজনীতিতে যাওয়ার দরকার আছে।

তিনি বললেন, “মোদীজি নিউ ইন্ডিয়া তৈরী করেছেন। কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান প্রকল্প চালু করেছে। কিন্তু পশ্চিবঙ্গের মানুষ; আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। তৃণমূল সরকার; আয়ুষ্মান প্রকল্প চালু করেনি। ৫০ কোটি লোক এই প্রকল্পের সুবিধা পেলেও; বাংলায় কেউ এই সুযোগ পাচ্ছে না। কারণ বাংলার সরকার রাজনীতি দ্বারা; প্রভাবিত হয়ে বিভিন্ন নির্ণয় গ্রহন করেন”।

দিলীপবাবু আরও বলেন, “বাংলায় হাসপাতাল আছে; কিন্তু কোনো ডাক্তার নেই; ডাক্তার থাকলে নার্স নেই; নার্স থাকলে ওসুধ নেই; আর ওসুধ থাকলে; বেড নেই।” এমনকি কৃষকের মৃত্যু সংখ্যা বাংলায় বাড়ার কারন; তারা কেন্দ্রীয় সরকারের কোনো সুবিধাই পাচ্ছে না। বললেন “আগে বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামী জন্ম নিয়েছেন; এখন রাজ্যে কাটমানি শব্দের জন্ম হয়েছে”।

দিলীপ ঘোষ এদিন সংসদে বললেন, “পশ্চিমবঙ্গ গণতন্ত্র খুঁজে পাওয়া যায় না। বাংলায় সরকার আছে কিন্তু আইন নেই। থানা আছে কিন্তু পুলিশ নেই। স্কুল আছে কিন্তু টিচার নেই। কলেজ আছে কিন্তু প্রফেসার নেই। কোর্ট আছে কিন্তু উকিল নেই। এই হল সোনার বাংলা”।

দিলীপবাবুর দাবী, বাংলার মানুষ পরিত্রান পেতেই; বিজেপির ১৮ জনকে জিতিয়েছেন। বাংলায় এখন ভাষার ভেদাভেদ হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় গেলে বাংলা শিখতে হবে। বাংলাদেশ থেকে অভিনেতা এনে; তৃনমূল ভোট প্রচার করলে সেটা বহিরাগত হচ্ছে না। কিন্তু অর্জুন সিংহ ও প্রধানমন্ত্রী বাংলায় গেলে; তাদের বহিরাগত বলা হচ্ছে। তবে দিলীপ ঘোষের বক্তব্য উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক https://thenewsbangla.com/sargical-strike-against-pakistan-by-home-minister-amit-shah-in-controversy/ Tue, 18 Jun 2019 06:35:28 +0000 https://www.thenewsbangla.com/?p=14007 ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের; সোমবার কড়া সমালোচনা করে পাক সেনাবাহিনী। রবিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচকে; অমিত শাহ “আর একটা স্ট্রাইক” বলেন। পাকিস্তান দুটোকে এক মানতে নারাজ। এরপরেই দুই দেশের মধ্যে ফের শুরু হয়ে যায় তুমুল বিতর্ক।

জল্পনা শুরু হয় অমিত শাহ-র টুইটে। তিনি বলেন, “পাকিস্তানের ওপর আর একটা স্ট্রাইক, ফল সেই একই!” রাজনৈতিক মহল মনে করছে; শাহ হয়ত কাশ্মীর পুলওয়ামা হামলা ও জাইশ-ই-মোহাম্মদ ক্যাম্পে ২৬ শে ফেব্রুয়ারির বিমান হামলার কথা বলতে চেয়েছেন।

আরও পড়ুনঃ লোকসভা শুরু, আশঙ্কা সত্যি করে গরহাজির মিমি ও নুসরাত

সোমবার এই নিয়ে মুখ খোলে; পাকিস্তান সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মেজর জেনারেল আসিফ ঘাফুর বলেন; “একটি ক্রিকেট ম্যাচ এবং বিমান হামলা কখনোই তুলনা করা যায় না”। তিনি তার ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে এই কথা বলেন।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান এই ম্যাচ নিয়ে; একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার ফলে; শহিদ হন ৪০জন ভারতীয় জওয়ান। প্রতিবাদে সেই সময় পাক ম্যাচ বয়কটের ডাক ওঠে দেশ জুড়ে। কিন্তু শেষ পর্যন্ত ১৬ জুন বিশ্বকাপে অনুষ্ঠিত হল ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের জয়ের পর শুভেচ্ছায় ভাসছেন বিরাট, রোহিত, হার্দিকরা।

আরও পড়ুনঃ ফের বিশ্বকাপে ভারতের হাতে নাস্তানাবুদ পাকিস্তান, বিশ্বকাপে ফল ৭-০

রবিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় ইতিহাস তৈরি করল। বিশ্বকাপে সাতবারের সাক্ষাতে; সাতবারই পাকিস্তানকে হারাল ভারত। ম্যাঞ্চেস্টারে মহারণেও চিত্র একই। ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং; টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে।

এই পরাজয়ের পর পাকিস্তানেই; দলের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়; অধরাই রইল পাকিস্তানের। সেমিফাইন্যালে ওঠার রাস্তাও প্রায় শেষ। ভারতের কাছে হেরে পাক ক্রিকেটাররা; দেশে ফিরতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

]]>
কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির খবর আসবে ভারতী ঘোষের কাছে, ফের বাহিনী বিতর্ক https://thenewsbangla.com/bharati-ghosh-will-get-central-force-movement-news-at-bengal-controversy/ Sun, 31 Mar 2019 14:15:30 +0000 https://www.thenewsbangla.com/?p=9585 কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির খবর আসবে ভারতী ঘোষের কাছে, ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক। আর এই বিতর্কে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল ও বামেরা।

কেন্দ্রীয় বাহিনীর সব গতিবিধির খবর নাকি চলে আসবে ভারতী ঘোষের কাছে! এমনটাই বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। আর এই নিয়েই ফের রাজ্য জুড়ে শুরু হয়েছে বাহিনী নিয়ে বিতর্ক। তুমুল সমালোচনা তৃণমূল ও বামেদের তরফ থেকে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা ও রাজনাথের স্বরাষ্ট্র দফতরের চরম সংঘাত

নিজের লোকসভা কেন্দ্র ঘাটালের দাসপুরে নির্বাচনী প্রচারে গ্রামবাসীদের বোঝাতে গিয়ে বির্তকিত মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। শনিবার দাসপুর থানার তেমুয়ানিতে শিব শিতলা মায়ের পুজো দিয়ে ওই এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার সারছিলেন ভারতী ঘোষ।

আরও পড়ুনঃ মোদীকে পুনরায় নির্বাচিত না করলে দেশ সংকটে পড়বে, মন্তব্য হেমা মালিনীর

সেই সময়ই তিনি গ্রামবাসীদের বোঝাচ্ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর কাছে খবর গেলেই সে খবর উপর মহল মারফৎ তাঁর কাছেও পৌঁছে যাবে। এবার ভোটে বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীই তাই তারা যেন ভয় না পায়। তারা যেন নির্ভয়ে ভোট দেয়।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা

ভারতী ঘোষের এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। পশ্চিম মেদিনীপুর জেলার দুই যুযুধান দল তৃণমূল ও সিপিএম উভয় দলেরই জেলা সদর দপ্তর থেকে প্রশ্ন তোলা হয়েছে এবার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে। হাতিয়ার করা হয়েছে ভারতী ঘোষের এই মন্তব্য।

আরও পড়ুনঃ ২৩ মে নয়, ভোটের ফল পিছতে পারে আরও ৬ দিন জানাল নির্বাচন কমিশন

জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি সাফ বলেন, “আমি তো আগেই ঘাটালের জনসভায় বলেছিলাম বিজেপি কেন্দ্রীয় বাহিনীর সাথে হাত মিলিয়ে দিল্লি দখলের চেষ্টায় আছে। সেই গোপন আঁতাত আজ প্রকাশ্যে এল”।

আরও পড়ুনঃ মদ বিক্রিতে ১০ হাজার কোটি টাকার সর্বকালিন রেকর্ড গড়ল মা মাটি মানুষের সরকার

অপর দিকে সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক তরুণ রায় বলেন, রাজ্যে তৃণমূলের হাতিয়ার রাজ্য পুলিশ। আর কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে হাতের মুঠোয় রেখে ভোট করাবে এটাই দেশের চরম লজ্জা,গনতন্ত্রের অপমৃত্যু।

আরও পড়ুনঃ সেনার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলা তেজ বাহাদুর বারাণসীতে প্রার্থী মোদীর বিরুদ্ধে

বিজেপির তরফ থেকে এই সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, “মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে তার জন্যই কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছেন ভারতী ঘোষ”। তবে সবমিলিয়ে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরগরম রাজ্য ভোট রাজনীতি।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পায়ে নয় বুকে গুলি চালান, বিতর্কিত বিজেপির সায়ন্তন https://thenewsbangla.com/sayantan-basu-bjp-leader-controversially-said-central-force-to-fire-on-the-chest/ Tue, 26 Mar 2019 14:03:30 +0000 https://www.thenewsbangla.com/?p=9309 বুথ দখল করতে এলে পায়ে নয় বুকে গুলি চালান। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে এই মন্তব্য করে ফের সংবাদ শিরনামে বিতর্কিত বিজেপির সায়ন্তন বসু। বসিরহাট লোকসভার এবারের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। বসিরহাটে মঙ্গলবার ভোট প্রচারের মঞ্চ থেকেই এই বিস্ফোরক ও বিতর্কিত ঘোষণা করেন সায়ন্তন। আর এই মন্তব্যের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে রাজ্য জুড়ে।

আরও পড়ুনঃ অভিষেকের স্ত্রীর সোনা কাণ্ড নিয়ে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন

“বাংলায় খুনের রাজনীতি শুরু করেছে বিজেপি”, সায়ন্তনের মন্তব্যের পর এমন কথাই জানান তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। “তৃণমূলের ভাষা শিখেই বলছে বিজেপি”, জানিয়েছেন সিপিএম নেতা সূজন চক্রবর্তী। এই ঘটনার ভিডিও কপি নিয়ে নির্বাচন কমিশনে জমা দেবে তৃণমূল কংগ্রেস ও সিপিএম, এমনটাই জানান হয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে ১০০ বিধায়ক, অর্জুনের মন্তব্যে জল্পনা চরমে

নির্বাচন কমিশনের তরফ থেকেও এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে বসিরহাট এর নির্বাচন আধিকারিকের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠান হবে বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ জলপাইগুড়ি লোকসভায় বিজেপির দুজন প্রার্থী, শোরগোল বাংলায়

তবে বিজেপির তরফ থেকে পরিস্কার জানান হয়েছে, বুথ দখল করতে এলে তবেই গুলি চালানোর কথা বলা হয়েছে। বিজেপি নেতা ও বসিরহাট লোকসভার এবারের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু জানিয়েছেন, “পঞ্চায়েত ভোটে পুলিশ দিয়ে ভোট লুঠ করেছিল তৃণমূল কংগ্রেস। বুথ দখল থেকে ছাপ্পা ভোট সব করেছিল তৃণমূল। লোকসভা ভোটে বুথ দখল করতে এলে গুলি চলবে, এটাই বলা হয়েছে”।

আরও পড়ুনঃ লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক

তবে বিতর্ক এখানে থামছে না। এর পাশাপাশি ভোটের দিন পুলিশকে থানার মধ্যেই আটকে রাখার কথা বলেন সায়ন্তন। এই সব মন্তব্যের বিরুদ্ধেই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল ও সিপিএম। এই মন্তব্যের জেরে বসিরহাট লোকসভার এবারের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে শো কজ করতে পারে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর, এমনটাই জানা যাচ্ছে। তবে তার আগেই সমালোচনার ঝড় বইছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>