Controversial Remarks – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 27 Jun 2022 16:03:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Controversial Remarks – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক https://thenewsbangla.com/suvendu-adhikari-controversial-remarks-on-duration-of-mamata-banerjee-govt-in-west-bengal/ Mon, 27 Jun 2022 16:02:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15714 “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”; শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন”; কেন একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে; সোমবার কোচবিহারে সভা করে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সভা হয়। ২০২১-এ বিধানসভা নির্বাচন হয়েছে; ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকার কথা; ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু নির্বাচিত সরকারের স্থায়িত্ব নিয়েই; প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাঁর মন্তব্য নিয়ে; শুরু হয়েছে প্রবল বিতর্ক।

সোমবার কোচবিহারে বিজেপির সভা করেন; পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন; “২০২৬ পর্যন্ত যেতে হবে না; ২০২৪-এই বিসর্জন দিয়ে দেব। অপেক্ষা করে থাকুন; ২০২৪-এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”। এরপরেই মহারাষ্ট্র পরিস্থিতি নিয়ে শুভেন্দু বলেন; “সবে তো মহারাষ্ট্র হয়েছে, এরপর ঝাড়খণ্ড, তারপরে রাজস্থান। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থানের পর; বাংলায় পৌঁছে যাব”। কোচবিহারের জনসভা থেকে ঠিক এভাবেই হুঁ’শিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন; “মা সারদা জন্মগ্রহণ করেছেন কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায় রূপে”, ঘোষণা নির্মল মাজির

শেষ কয়েকদিন ধরে ক্রমশ টালমাটাল হচ্ছে; মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। শিবসেনার অন্তর্দ্বন্দ্বে সেখানকার উদ্ধব সরকার, টিকে থাকবে কিনা; সেটাই এখন বড় প্রশ্ন। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে মাথাচাড়া দিয়েছেন; শিবসেনা নেতা একনাথ শিন্ডে। তাঁর নেতৃত্বে একাধিক শিবসেনা বিধায়ক; উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিদ্রোহী বিধায়কদের নিয়ে অসমের গুয়াহাটিতে রয়েছেন; শিন্ডে গোষ্ঠীর বিধায়করা। এই পরিস্থিতিতে শুভেন্দুর বক্তব্য, বিরোধীদের অভিযোগকে; আরও ইন্ধন দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন; দুপুরে মুখ্যমন্ত্রী মমতা আসবেন, সকাল থেকেই অঘোষিত এমারজেন্সি বর্ধমানে

মহারাষ্ট্রে বিজেপি বিরোধী, শিবসেনা-কংগ্রেস-এনসিপির জোট সরকার রয়েছে। ঝাড়খণ্ডে এখন রাজত্বে; ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট। রাজস্থানেও রয়েছে কংগ্রেস সরকার। পশ্চিমবঙ্গেও রয়েছে বিজেপি-বিরোধী তৃণমূল সরকার। যেসব রাজ্যে বিরোধী দলের সরকার রয়েছে; সেখানেই সরকার ভাঙার ইঙ্গিত করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে; তৃণমূলের তরফ থেকে। তৃণমূল নেতাদের দাবি, ‘অন্য রাজ্যের মত, যতই চেষ্টা করুক; মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনরকমেই ভাঙতে পারবে না বিজেপি’।

]]>
হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা https://thenewsbangla.com/hazrat-muhammad-controversial-remarks-al-qaeda-threatens-to-attack-india/ Wed, 08 Jun 2022 05:49:02 +0000 https://www.thenewsbangla.com/?p=15300 হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য; ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা। বিজেপি নেত্রী নূপুর শর্মার, হজরত মহম্মদ-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের; দিল্লি সহ চার রাজ্যে ভয়াবহ আ’ত্মঘা’তী বি’স্ফোরণের হুমকি দিল আল কায়দা। একটি হু’মকি চিঠি দিয়ে, এই হামলার কথা সরাসরি জানিয়েছে; আল কায়দা জ’ঙ্গি সংগঠনটি। রাজধানী দিল্লির পাশাপাশি এই আ’ত্মঘা’তী হা’মলা হতে পারে; গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বইয়ে। চিঠিতে এই ‘মিশন’কে; ‘প্রফেটের সম্মান রক্ষার্থে লড়াই’ বলেও অ্যাখ্যা দিয়েছে আল কায়দা। আর এই চিঠি পাওয়ার পরেই; নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা-গুলি।

গত ৬ই জুন তারিখ এই জ’ঙ্গি সংগঠনের তরফে, প্রকাশ করা বিবৃতিতে; এই আ’ক্রমণকে ‘নবীর মর্যাদা রক্ষার লড়াই’ বলে উল্লেখ করা হয়েছে। হু’মকি বার্তায় ‘আল কায়দা ফর সাব কন্টিনেন্ট’ লিখেছে; “দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ ও মুম্বইতে যে ‘হিন্দু স’ন্ত্রাসবা’দী’রা রয়েছে তারা এখন মৃত্যুর প্রতীক্ষা করুক। বাড়িতে বা সেনাঘাঁটিতে লুকিয়ে তারা পার পাবে না। আল কায়দার যোদ্ধারা নিজেদের এবং শিশুদের শরীরে; বি’স্ফোরক বেঁধে হা’মলা চালাবে”। আল কায়দার এই হুমকি নিয়ে অবশ্য; কেন্দ্রীয় সরকার এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। এই বিবৃতিকে আদৌ কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে কি না; তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে ১৩৩টি সোনার মোহর, নগদ ২ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার

মুসলিমদের পয়গম্বরকে জড়িয়ে, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যে বিতর্ক তৈরির পর; আন্তর্জাতিক ময়দানে খানিকটা হলেও অস্বস্তিতে পড়েছে ভারত। আপত্তি জানিয়ে সোচ্চার হয়েছে; কাতার বাহরিন সহ বিভিন্ন আরব দেশ। আরবের বেশ কয়েকটি দেশ; নূপুর শর্মার পয়গম্বর সম্পর্কে বিতর্কিত বক্তব্যের জোর প্রতিবাদ করেছে। দেশগুলির মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, কুয়েত, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, ওমান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপ। তবে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই, নুপুর শর্মা ও নবীন জিন্দাল; এই ইস্যুতে মন্তব্য করা উভয় নেতাকেই সাসপেন্ড করেছে।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে, ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস

ইতিমধ্যেই ৫৭টি মুসলিম দেশের সংগঠন, ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’; এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে। বেশ কয়েকটি আরব দেশে; ভারতীয় পণ্য বয়কট শুরু হয়ে গিয়েছে। ভারতের বিরোধিতা শুরু করেছে; ছোট-ছোট মুসলিম দেশগুলোও।

]]>
যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াই উচিত, মুসলিম তোষণ নিয়ে বিস্ফোরক মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-controversial-remarks-about-muslim-votes-in-bengal/ Sat, 25 May 2019 13:25:58 +0000 https://www.thenewsbangla.com/?p=13299 যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াই উচিত; মুসলিম তোষণ নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফলপ্রকাশের পর এই প্রথমবার; সাংবাদিকদের সামনে আসেন মমতা। সেখানেই মুসলিম তোষণ নিয়ে তিনি বলেন; হ্যাঁ আমি মুসলিম তোষণ করি; আমি ইফতার পার্টিতে যাব।

মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চেয়েছিলাম, দল বাধা দিল; কালীঘাটে নিজের বাড়িতে দলের বৈঠকের পর বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই মুসলিম তোষণ নিয়ে নিজেই নিজেকে সার্টিফিকেট দিয়ে মমতা এই বিস্ফোরক মন্তব্য করেন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চেয়েছিলাম, দল বাধা দিল, বললেন মমতা

তৃণমূলের হারের পর মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চেয়েছিলেন মমতা; মুখ্যমন্ত্রী পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু দল তাতে সায় দেয়নি; কালীঘাটে নিজের বাড়িতে বৈঠকের পর এমন বিস্ফোরক কথাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ তৃণমূল দলটাই ৬বছর থাকবে না, তার আবার ৬বছর সাসপেন্ড, বললেন মুকুল

লোকসভা ভোটে লজ্জাজনক ফল। ২০১৪ সালের ৩৪টি আসন কমে মাত্র ২২। ৪২ এ ৪২ এর দাবি তুলে, মাত্র ২২টি আসন পাওয়ায়; প্রচণ্ড ক্ষুব্ধ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে মমতার বাড়িতে পর্যালোচনা বৈঠকে বসে তৃণমূল। মমতার কোপে কারা? উঠে গেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ ডিএ, পে কমিশন না পাওয়ায় ভোটে জবাব দিলেন বাংলার সরকারি কর্মীরা

এরপরেই শনিবার সাংবাদিক সম্মেলনে এসে; বিস্ফোরক মন্তব্য করেন মমতা। পরিষ্কার জানিয়ে দেন; যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াই উচিত। মুসলিম ভোট পাওয়া নিয়েই যে মমতা একথা বললেন; সেটা পরিষ্কার রাজনৈতিক মহলের কাছেও।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর কাছে হেরে দলের ভরাডুবির দায় নিয়ে পদত্যাগ রাহুল গান্ধীর

কেন মমতা এতটা বিস্ফোরক হলেন? ভোটে হারের পর রাগ থেকেই এই ধরণের কথা বলেছেন মমতা; মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে, মমতার এই বক্তব্যের পরে হিন্দু ভোটে যে আরও থাবা বসাবে বিজেপি; সেটাই মনে করছেন রাজনৈতিক মহল।

]]>