Congress workers – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 16 Apr 2019 05:44:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Congress workers – The News বাংলা https://thenewsbangla.com 32 32 উর্মিলার সভায় মোদীর হয়ে শ্লোগান দিয়ে কংগ্রেসের হাতে প্রহৃত বিজেপি সমর্থকরা https://thenewsbangla.com/bjp-supporters-were-beaten-by-congress-workers-at-urmila-matondkars-election-campaign/ Tue, 16 Apr 2019 05:38:45 +0000 https://www.thenewsbangla.com/?p=10886 উর্মিলার নির্বাচনী সভায় মোদীর হয়ে শ্লোগান দেওয়ায় কংগ্রেসের হাতে প্রহৃত বিজেপি সমর্থকরা। কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত হলেন বেশ কিছু বিজেপি সমর্থক। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের বরিভেলি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। সোমবার বরিভেলিতে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের নির্বাচনী জনসভা ছিল।

আরও পড়ুনঃ কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা

উর্মিলা সভাস্থলে পৌঁছে যেতেই সেখানে উপস্থিত হন জনা কয়েক বিজেপি সমর্থক। উর্মিলা মঞ্চে ওঠা মাত্রই বিজেপি সমর্থকরা মোদী মোদী শ্লোগান দিতে শুরু করে। এরপর পাল্টা কংগ্রেস সমর্থকরা বিজেপি সমর্থকদের দিকে “চৌকিদার চোর হ্যায়” শ্লোগান দিতে দিতে এগিয়ে যায় এবং বিজেপি সমর্থকদের ঘিরে মারধর শুরু করে।

উর্মিলার সভায় মোদীর হয়ে শ্লোগান দিয়ে কংগ্রেসের হাতে প্রহৃত বিজেপি সমর্থকরা/The News বাংলা
উর্মিলার সভায় মোদীর হয়ে শ্লোগান দিয়ে কংগ্রেসের হাতে প্রহৃত বিজেপি সমর্থকরা/The News বাংলা

এই ঘটনার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উর্মিলা সভাস্থলে প্রবেশের সময়েই সাদা কালো পোশাক পরিহিত এক ব্যক্তি মোদী মোদী বলে চিৎকার শুরু করে। ২০ সেকেন্ডের মধ্যেই কংগ্রেস সমর্থকরা তার দিকে এগিয়ে যায় এবং তাদের মধ্যে একজন গিয়ে ওই বিজেপি সমর্থককে প্রহার শুরু করে। এরপর বাকি কংগ্রেস সমর্থকরাও তাদের সাথে যোগ দিয়ে গনপিটুনিতে অংশ নেয়।

আরও পড়ুনঃ তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা

৫০ সেকেন্ডের মাথায় দেখা যায়, ওই স্থানেই উপস্থিত থাকা এক মহিলাকেও কংগ্রেস সমর্থকরা মারধর শুরু করে দেয়। ১ মিনিটের ভিডিওতে দেখা যায়, মারধরের ফলে ওই মহিলা যথেষ্ট চোট পান। তার মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে কালো বাক্স রহস্য, নির্বাচন কমিশনে কংগ্রেস

ভোটের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে হামলার খবর প্রায়ই উঠে আসছে। শনিবারই নরেন্দ্র মোদীর সমর্থক হবার কারনে ডিএমকে কর্মীদের হাতে তামিলনাড়ুতে খুন হন ৭৫ বছর বয়সের এক বৃদ্ধ। গোবিন্দরাজন নামের নিহত বৃদ্ধ লোকসভা নির্বাচন উপলক্ষ্যে নরেন্দ্র মোদীর প্রচার করছিলেন। তাঁর পরনে মোদী ও জয়ললিতার চিত্রায়িত ছবি ছিল।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

কিন্তু ঊর্মিলার সভায় মোদী ভক্তরা কি করছিলেন প্রশ্ন উঠেছে সেটা নিয়েই। আর উর্মিলার সভায় মোদীর হয়ে শ্লোগান কেন প্রশ্ন সেটা নিয়েও। তবে এই নিয়ে এখন সরগরম মুম্বাইয়ের রাজনীতি।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক https://thenewsbangla.com/75-years-old-man-killed-by-dmk-congress-workers-for-being-modi-supporter/ Mon, 15 Apr 2019 05:26:00 +0000 https://www.thenewsbangla.com/?p=10858 নরেন্দ্র মোদীর সমর্থক হবার কারনে খুন হলেন ৭৫ বছর বয়সের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। সূত্রের খবর, গোবিন্দরাজন নামের নিহত হওয়া বৃদ্ধ লোকসভা নির্বাচন উপলক্ষ্যে নরেন্দ্র মোদীর প্রচার করছিলেন। খুন হবার মুহূর্তে তিনি লোকসভার প্রচার চালাচ্ছিলেন। তাঁর পরনে মোদী ও জয়ললিতার চিত্রায়িত ছবি ছিল।

বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর ওরাথানাডুতে লোকসভার নির্বাচনী প্রচারের সময় গোপীনাথ নামের এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আততায়ী ওই ব্যক্তিকে কংগ্রেস ডিএমকে জোটের সমর্থক হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজনৈতিক ইস্যু নিয়ে বাকবিতন্ডার জেরে গোপীনাথ ও গোবিন্দরাজনের মধ্যে বচসা শুরু হয়। এক সময়ে গোবিন্দরাজনকে গনপ্রহার করা হয়। তারপরেই গোবিন্দরাজন লুটিয়ে পড়েন।

আরও পড়ুনঃ খাকি রঙের প্যান্টি পরেন জয়া প্রদা, আজম খানের মন্তব্যে নিন্দার ঝড়

রবিবার গোপীনাথকে তামিলনাড়ু পুলিশ গ্রেফতার করে কোর্টে চালান করে। কোর্ট বিচারবিভাগীয় তদন্তের জন্য ওই অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নিয়েছে।

আরও পড়ুনঃ মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ জোটে অংশগ্রহন করে একসাথে লড়ার সিদ্ধান্ত নিয়েছে AIADMK ও বিজেপি। অন্যদিকে এই মুহূর্তে তামিলনাড়ুর বিরোধী আসনে থাকা ডিএমকের সাথে জোট হয়েছে কংগ্রেসের। ডিএমকের তরফে আগেই রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মান্যতা দেওয়া হয়েছিল। অন্যদিকে জয়ললিতার অবর্তমানে নরেন্দ্র মোদীকেই দলের পিতা হিসেবে কিছুদিন আগেই স্বীকার করেছিল এআইএডিএমকে।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

আরও পড়ুনঃ ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ফাঁকা জনসভার ছবি তুলতে গিয়ে কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত চিত্র সাংবাদিক https://thenewsbangla.com/photojournalist-attacked-by-congress-workers-in-for-filming-empty-chairs/ Sun, 07 Apr 2019 15:53:51 +0000 https://www.thenewsbangla.com/?p=10249 শনিবার তামিলনাড়ু কংগ্রেসের আয়োজিত একটি জনসভায় ফাঁকা চেয়ারের ছবি তুলতে গিয়ে কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত হলেন একজন চিত্র সাংবাদিক। প্রহারের ভিডিও ভাইরাল হয়েছে স্যোসাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা ও সচিবের বাড়ি ইনকাম ট্যাক্স তল্লাশিতে উদ্ধার কোটি কোটি টাকা

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কংগ্রেস কর্মী সমর্থকরা একজন চিত্র সাংবাদিককে ঘিরে ক্রমাগত কিল, চড়, ঘুষি মেরে যাচ্ছে এবং আক্রান্ত সাংবাদিকের ক্যামেরাও কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা

অন্যান্য সংবাদমাধ্যমের সাংবাদিকেরা আক্রান্ত সাংবাদিককে উদ্ধার করতে গেলে তাদের ওপরেও চড়াও হয় কংগ্রেস কর্মীরা। অবশেষে এই ঘটনায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

আরও পড়ুনঃ বিরিয়ানি নিয়ে হাতাহাতি কংগ্রেস সমর্থকদের মধ্যে, ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

তামিলনাড়ু কংগ্রেস সভাপতি তথা তামিলনাড়ুর বিরুডুনগরের কংগ্রেস প্রার্থী কেএস আলাগিরিও ওই জনসভায় সেই মুহুর্তে উপস্থিত ছিলেন। মনিক্কাম ঠাকুর ও ডিএমকে বিধায়ক থাংগাম থেন্নারাসুও ওই জনসভায় উপস্থিত ছিলেন। কিন্তু তাদের মধ্যে কেউই আক্রান্ত সাংবাদিককে উদ্ধারের জন্য এগিয়ে আসেননি।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

এরপরেই পুলিশের হস্তক্ষেপে আক্রান্ত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চেন্নাই প্রেস ক্লাবে এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ হিন্দুধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের উর্মিলার বিরুদ্ধে

এর আগে কংগ্রেসের জনসভায় স্বয়ং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে অসুস্থ সাংবাদিকদের শুশ্রূষা করতে দেখা গেছে, যা মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে গতকাল তামিলনাড়ুর এই ঘটনায় কংগ্রেস সমর্থকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

আরও পড়ুনঃ ভোট বাজারে মেজাজ হারালেন মমতার মন্ত্রী, বিজেপি প্রার্থীকে মারতে গেলেন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>